West Bengal Labour Department: “কর্মই ধর্ম এবং কর্মই জীবন” যেকোনো কাজের জন্য শ্রমিক এবং কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন রকমের প্রকল্প থেকে নানান ধরনের কাজ সম্পন্ন হয় শ্রমিকদের কারণে। সেজন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শ্রমিকদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করছে।
Labour Department:
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও ঐকান্তিক আগ্রহে রাজ্যের সকল শ্রমিকদের জন্য সারা মাস জুড়ে শ্রমিক মেলা ও সামাজিক সুরক্ষা অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়।
এই অনুষ্ঠানে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়া হয়। তাছাড়া শ্রমিক কল্যাণ পর্ষদের বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা, সামাজিক সুরক্ষা, যোজনায় নাম নথিভুক্ত করার কথা জানানো হয়।
-
West Bengal Student Credit Card Scheme: অনলাইন আবেদন পক্রিয়া
-
PM Kisan অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস জানুন, মাত্র করেক মিনিটে
-
যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন -
প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা: দেখুন আপনার নাম আছে কি নেই
-
Labour Department এর কাজ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তর এর অনেক উন্নতি সাধন হয়েছে। যুব সম্প্রদায় ও বেকারদের জন্য প্রচুর কর্মসংস্থান দেওয়া হয়েছে এই দপ্তর এর তরফ থেকে। যা কিনা সারা দেশের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে।
বিভিন্ন রকমের প্রকল্পের মধ্যে দিয়ে এই দপ্তর অনেক বেকার ও কর্মহীন যুবকদের, যুবতীদের কর্মসংস্থান করে দিয়েছে। যেমন ধরুন-
#১) যুবশ্রী প্রকল্প: শ্রম দপ্তরের এই উদ্দেশ্যপূর্ণ উদ্যোগের ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে এক লক্ষ নথিভূক্ত প্রার্থীদের।
#২) সামাজিক মুক্তি স্মার্ট কার্ড: ৩১ লক্ষ্য অসংগঠিত শ্রমিকরা এই স্মার্ট কার্ডের দৌলতে অনেক উপকৃত হয়েছেন।
#৩) চা শ্রমিকদের কল্যাণ: উল্লেখ্য যে ২০১৫ সালে ১০০ কোটি টাকা মূলধন নিয়ে পশ্চিমবঙ্গ চা-বাগান শ্রমিক বোর্ড স্থাপন করা হয়।
#৪) মডেল শ্রম কল্যাণ কেন্দ্র: মডেল শ্রম কল্যাণ কেন্দ্র শ্রমিক ও কর্মীদের অনেক সহযোগিতা করে।
#৫) ESI hospital: খুব অল্প খরচে শ্রমিকদের বিভিন্ন রোগের চিকিৎসা করানোর সুযোগ থাকে এই হাসপাতালে।
#৬) সহজ পদ্ধতিতে ব্যবসা- বাণিজ্য: পশ্চিমবঙ্গ রাজ্যে আরো বিনিয়োগ আনার জন্য ব্যবসার উপযোগী অনেক পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এগুলোর মধ্যে রয়েছে কারখানা ছাড়পত্রের জন্য অনলাইন দরখাস্তের সুবিধা, অনলাইন নথিভূক্ত করার সুবিধা, দোকান ও প্রতিষ্ঠান সংক্রান্ত আইনের অধীনে পরিবর্তন ও নবীকরণ একক পরিদর্শন, কৌশল শ্রমবিভাগ এর হেল্পলাইন, সিঙ্গেল উইন্ডো পদ্ধতি ইত্যাদি।
#৭) শ্রমিক মেলা: শ্রমিকদের কল্যাণ ও অধিকার সম্বন্ধে তাদেরকে সচেতন করা এবং এই সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়।
#৮) আঞ্চলিক শ্রম ভবন: এখানে শিল্পী, শ্রমিক এবং কারিগরদের দেওয়া হয়েছে সচিত্র পরিচয় পত্র। ভবিষ্যতের সুরক্ষা ও স্বাস্থ্য বীমার সুবিধা। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য বিভিন্ন ক্লাস্টার গঠন করা হয়েছে।
Labour Department এর ওয়েবসাইট:
এই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি হল: www.wblabour.gov.in এই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা অনলাইনের মাধ্যমে জানা যায়।
Labour Department এর ওয়েবসাইটের কাজ:
আজ সমস্ত কিছু বিশদে জানতে পারা যায় অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের মধ্যে সার্চের মধ্যে দিয়ে। তাই এই ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য এবং শ্রমিকদের জন্য কি ধরনের প্রকল্প চালু করা হচ্ছে অথবা তাদের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত ভাবে জানার জন্য এই দপ্তরের www.wblabour.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে সমস্ত তথ্য সবিস্তারে জানা যায়।
Labour Department এর বিশেষ কিছু তথ্য:
নির্মাণ কর্মী এবং নির্মাণ শ্রমিকরাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। সেই কারণে এই নির্মাণ শ্রমিকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয় সরকারই নানান রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে।
এছাড়া পশ্চিমবঙ্গ সরকার নির্মাণ কর্মীদের জন্য নির্মাণ কর্মী দের জন্য একটি প্রকল্প তৈরি করেছে যার নাম নির্মাণ শ্রমিক প্রকল্প (Nirman Karmi Scheme)। আবার এই যোজনা টি শ্রমিকদের মধ্যে লেবার কার্ড (Labour Card) নামেও পরিচিত। এই প্রকল্পে সুযোগ-সুবিধা গুলির মধ্যে মাসিক পেনশন, দুর্ঘটনাজনিত ভাতা, ছাড়াও থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করার সুযোগ সুবিধা।
যেকোনো নির্মাণ কাজ থেকে শুরু করে সৃজনশীল মূলক যেকোনো কাজকর্মে শ্রমিক অথবা কর্মীরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সুন্দর করে সেই নির্মাণকাজ সম্পন্ন করে। সে কারণে তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া জরুরি।
তাদের পরিবারের মুখে ভালোভাবে খাবার তুলে দেওয়া এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা করা একান্তভাবে প্রয়োজনীয়। তাদের কার্যকারিতার ওপর নির্ভর করে বড় বড় নির্মাণকার্য সম্পন্ন হয়।
সে কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে ফেলে, সামাজিক সুযোগ-সবিধা, সরকারি সুযোগ-সুবিধা, হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ সুবিধা, এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য মাসিক পেনশন অথবা ভাতা প্রদান করে তাদের ভবিষ্যৎ কে আরো বেশি সুনিশ্চিত করার দায়িত্ব পালন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই শ্রম দপ্তর (Labour Department of West Bengal)।
১০০ দিনের কাজ থেকে শুরু করে স্বপ্নের বাড়ি নির্মাণ, খনন কার্য, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরীর ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অনেকখানি। সেই কারণে শ্রমদপ্তর রাজ্যের প্রতিটি শ্রমিক ও কর্মীদের জীবনকে আরো বেশি সহজ করে তুলতে বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে চলেছে।
Labour Department এর বিশেষ কিছু তথ্য:
এই ডিপার্টমেন্টের Minister-of-State (Independent Charge):
শ্রী বেচারাম মান্না ঠিকানা: New Secretariat building, Block-A, 12th Floor, 1 KS Roy Road, Kolkata- 700001 ফোন নাম্বার: 2262 7140/22 6271 89 ফ্যাক্স: 22 627141 ইমেইল আইডি: [email protected] |
এই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি:
শ্রী বরুণ কুমার রায়, IAS ঠিকানা: New Secretariat building, Block-A, 12th Floor, 1 KS Roy Road, Kolkata- 700001 ফোন নাম্বার: 2262 5845 ফ্যাক্স: 2262 5865 ইমেইল আইডি: [email protected] |
এই ডিপার্টমেন্টের Nodal অফিসার:
শ্রী শীতল চন্দ্র মন্ডল, Joint Secretary ঠিকানা: New Secretariat building, Block-A, 12th Floor, 1 KS Roy Road, Kolkata- 700001 ফোন নাম্বার: 2262 5890 ইমেইল আইডি: [email protected] |
Official Website | Click Here |
Home | Click Here |