2023 ইন্দিরা গান্ধী আবাস যোজনা ঘরের লিস্ট | 2023 Indira Gandhi Awaas Yojana List (IAY List 2023-2024) দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের নিজস্ব বাড়ির জন্য ইন্দিরা গান্ধী আবাস যোজনা অর্থাৎ IAY মানুষদের জন্য শুরু করা হয়েছিল।
যে সকল মানুষ অত্যন্ত দরিদ্র এবং যাদের থাকার জন্য কোন প্রকারের ঘরবাড়ি নেই তাদের নিজস্ব বাড়ি তৈরীর সহযোগিতার জন্য এটি একটি অন্যতম একটি প্রকল্প। ভারতীয় সরকার ইতিমধ্যে বহুল প্রতীক্ষিত ইন্দিরা গান্ধী আবাস যোজনা প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।
এটি ভারতের Ministry of Rural Department এর পরিচালনায় প্রকাশিত হয়েছে। আজ আমরা আপনাদেরকে ইন্দিরা গান্ধী আবাস যোজনার যেই নতুন লিস্ট বের হয়েছে সেই সম্পর্কে জানাতে চলেছি আর এটাও জানাতে চলেছি যে কিভাবে আপনারা এই লিস্ট দেখতে পারবেন।
এই ইন্দিরা গান্ধী আবাস যোজনার মাধ্যমে ভারতের সুবিধাবঞ্চিত নিম্নবর্ণের মানুষ ও দরিদ্রসীমার নিচে বসবাসকারী জনগনকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে।
আসুন একনজর দেখে নিই ইন্দিরা গান্ধী আবাস যোজনার কিছু বিষয়
প্রকল্পের নাম | ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2023-2024 |
Department | District Rural Development Authority |
ঘোষনাকারী | কেন্দ্রীয় সরকার |
সুবিধাভোগী | দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগন |
মূল সুবিধা | বাড়ি নির্মাণ |
প্রকল্পের উদ্দেশ্য | দরিদ্র জনগনকে বাড়ি নির্মাণে সহায়তা করা। |
রাজ্যসমুহ | ভারতের সকল রাজ্য |
অফিসিয়াল সাইট | pmayg.nic.in |
ইন্দিরা গান্ধী আবাস যোজনার সুবিধা কি?
এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র জনগনকে বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ দেয়া হবে। এই বরাদ্ধ ক্ষেত্র বিশেষে আলাদা। নিচে আলাদা আলাদা অবস্থানের জন্য আলাদা সুবিধার কথা জানানো হচ্ছে।
₹ হোম লোন • ₹ পার্সোনাল লোন • ₹ বাইক লোন • ₹ কার লোন • ₹ বিজনেস লোন • ₹ শিক্ষা লোন
১) সমতল ভূমির জন্য ১,২০,০০০ টাকা
২) পাহাড়ী এলাকার জন্য ১,৩০,০০০ টাকা।
৩) সুবিধাভোগী প্রায় ৭০,০০০ টাকার আর্থিক ঋন ও নিতে পারবেন।
ইন্দিরা আবাস যোজনার প্রয়োজনীয় কাগজপত্র
যোগ্য হওয়ার পাশাপাশি ইন্দিরা আবাস যোজনার সুবিধা পেতে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
- আয়ের শংসাপত্র
- জাত শংসাপত্র
- আধার কার্ডের কপি
- ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- প্যান কার্ড
- বিপিএল (দারিদ্র সীমার নিচে) সার্টিফিকেট
কিভাবে ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2023-24 এর তালিকা দেখতে পাবো?
আসুন দেখে নিই কি কি প্রক্রিয়ায় ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2023-24 এর তালিকা পাওয়া যাবে।
ধাপ ১- ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2023-24 এর অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in. এ প্রবেশ করুন।
সরাসরি ওয়েবসাইটঃ http://pmayg.nic.in
ধাপ ২- মেনুবারের Stockholders ড্রপডাউনে ক্লিক করুন।
ধাপ ৩- IAY LIst / PMAYG Beneficiary এ ক্লিক করুন।
ধাপ ৪- নতুন পেজ এলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করুন।
ধাপ ৫- আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনি Advance Search Option এ ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে আপনার নাম আছে কিনা চেক করে দেখতে পারেন।
এভাবেই আপনি খুব সহজেই ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2023-24 এর সুবিধা প্রাপ্তদের তালিকা পেতে পারেন।
Indira Awas Yojana List 2023 Video:
আপনি দরকার হলে এই লিস্টটা প্রিন্ট আউট করে রাখতে পারেন নিজের কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখতে পারেন।
আজ আমরা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2023-24 কিভাবে দেখতে পাওয়া যায় তার তথ্য জানতে পারলাম। এর ফলে আপনারা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2023-22 সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।
তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
কেন্দ্র সরকারের সমস্ত যোজনা | Click Here |
পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প | Click Here |
বাংলাভুমি হোম | Click Here |
আমাদের ঘরবাড়ি নেই ঘরবাড়ি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে সেটা আমি জানি না আমার বাড়ি কলকাতা হাওড়া জগৎবল্লভপুর ফটিক গেছি ফোন নাম্বার ৬২৯০৬৫২৩৫৩
D
Vil simulpur po Thakurnagar ps gaighata dis 24 pgs n pin 743287 ph 9153672595
আমি অনেক বার আবেদন করেছি কিন্তু এখনও ঘর পায়নি
নমস্কার
আমি উওম বাগ,পিতা কেষ্ট বাগ,গ্ৰাম
জামড়া, থানা কাটোয়া,বিগত 50বৎসর জামড়া গ্ৰামে বসবাস করছি ,কিন্তু কাটোয়া থানার সরগ্ৰাম অঙ্গলে এ অধীনে প্রকাশিত কোনো যোজনা সুবিধা পাইনি ,এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনা সুবিধা পাইনি, আমার আপনাদের কাছে এইটা অনুরোধ যে এই প্রকল্পের সুবিধা আমি পাই ।
ধন্যবাদ,
ইতি উওম বাগ
Namaskar Hamra family ma kave kuch nahie Mela ha
Apsa bint ha ke ham abas yojna
Jarurat ha