transgender.dosje.gov.in National Transgender Portal Registration & Login

National Portal For Transgender Persons Registration & Login process.

হিজড়াদের অধিকার নিয়ে অনেক বছর হতেই আলোচনার মাঝে এখন এলো এক সুখবর। এখন থেকে অনলাইনেই হিজড়ারা তাদের ট্রান্সজেন্ডার আইডি কার্ড পাবার জন্য আবেদন করতে পারবে। এই আইডি কার্ড হিজড়াদের জন্য সম্প্রতি চালু হওয়া জাতীয় পোর্টালে আবেদন করেই পাওয়া যাবে।

এর জন্য এই পোর্টালে হিজড়াদের যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হয়। এই জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টাল পরিচালিত হয় Department of Social Justice and Empowerment এর মাধ্যমে। সরকারের এই অধিদপ্তরের মাধ্যমে হিজড়াদের সার্টিফিকেট এবং আইডি কার্ড ইস্যুর কাজ করা হয়।

National Transgender Portal Online Registration and Login
National Transgender Portal Online Registration and Login

আজ আমরা আপনাদের সাথে জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালে কিভাবে অনলাইনে রেজিট্রেশন করা হয়, লগইন করা যায় তা নিয়ে আলোচনা করবো এতে করে আপনারা এই ট্রান্সজেন্ডার পোর্টাল নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সেই সাথে কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লগইন করতে হয় তা জানতে পারবেন।

আসুন দেখে নিই জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টাল নিয়ে বিস্তারিত আলোচনা।

জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালের কি কি বৈশিষ্ট্য রয়েছে?

নিচে জাতীয় ট্রান্সজেণ্ডার পোর্টালের কিছু বৈশিষ্ট্য দেয়া হলো।

১) এই পোর্টালটি সম্প্রতি Social Justice and Empowerment মন্ত্রনালয়ের মাধ্যমে চালু হয়েছে।

২) ৩য় লিঙ্গের মানুষ এখন থেকে এই পোর্টালে আবেদন করে সার্টিফিকেট নিতে পারবে এবং আইডি কার্ড নিতে পারবে

৩) এই আবেদনের প্রক্রিয়া সম্পুর্ন অনলাইন এবং আবেদনকারীকে কখনওই সরাসরি দেখা করতে হবে না।

৪) যদি কেউ আবেদন করেও আইডি কার্ড না পায় তবে সেই ব্যাক্তি পোর্টালে গ্রিভেন্সের জন্য আবেদন করতে পারবে।

৫) জেলা ম্যাজিস্ট্রেট ৩য় লিঙ্গের ব্যক্তিদের এই আবেদনের প্রেক্ষিতে সার্টিফিকেট ইস্যু করে থাকবে।

৬) সংশ্লিষ্ট অধিদপ্তর এই সার্টিফিকেট তদারকি করবে।

৭) অধিদপ্তর চাইলে কোন আবেদন গ্রহন বা বাতিল করার ক্ষমতা রাখে।

ট্রান্সজেন্ডার পোর্টালে কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করা যায়?

আসুন দেখে নিই কিভাবে জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়।

১) প্রথমেই জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালে (transgender.dosje.gov.in) প্রবেশ করুন।

২) Register বাটনে ক্লিক করুন।

Registration - National Transgender Portal
Registration – National Transgender Portal

৩) পোর্টালে পুরা নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস সংক্রান্ত তথ্য দিন।

৪) Register বাটনে ক্লিক করুন।

৫) Your Account has Been Successfully Registered এই লেখাটি দেখতে পাবেন।

এভাবেই আপনার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

অনলাইনে কিভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়?

আসুন দেখে নিই কিভাবে অনলাইনে ৩য় লিঙ্গের সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়।

১) প্রথমেই জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালে (transgender.dosje.gov.in) প্রবেশ করুন।

২) Login বাটনে ক্লিক করুন।

Login - National Transgender Portal
Login – National Transgender Portal

৩) User ID এবং Password দিয়ে লগইন করুন।

৪) Transgender Certificate অপশনে ক্লিক করুন।

৫) এখানে আবেদনকারী তার পূর্ন ঠিকানা, ইমেইল আইডি, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম পূরন করুন।

৬) আবেদনকারীকে আধার কার্ড, PAN কার্ড, জন্মনিবন্ধন সার্টিফিকেট আপলোড করতে হবে।

এভাবে আবেদনকারীর সার্টিফিকেটের জন্য আবেদন করা সম্পন্ন হবে।

আজ আমরা আপনাদের সাথে জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টালে কিভাবে অনলাইনে রেজিট্রেশন করা হয়, লগইন করা যায় তা নিয়ে আলোচনা করলাম। এর ফলে আপনারা পোর্টাল সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ট্রান্সজেন্ডার পোর্টাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন যোজনা নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

কেন্দ্র সরকারের সমস্ত যোজনাClick Here
পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পClick Here
বাংলাভুমি হোমClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top