7 Best Eye Hospital in India, Best Eye Treatment in Low Cost

Best Eye Hospital in India: প্রতিবছর ভারতের লক্ষ মানুষ চোখের সমস্যায় জর্জরিত থাকেন। এর মাঝে নানা কারণে সঠিক চিকিৎসার অভাবে অনেক মানুষ তার মূল্যবান দৃষ্টিশক্তি হারায়।

এজন্য আমাদের চোখের যত্ন নিতে হবে এবং সেই সাথে চোখ সংক্রান্ত যে কোন সমস্যায় সঠিক চিকিৎসার জন্য উন্নতমানের হাসপাতালের দক্ষ চক্ষু চিকিৎসকের নিকট হতে চিকিৎসা সেবা নিতে হবে। অন্যথায় ভুল চিকিৎসায় আপনার মহামূল্যবান চোখের দৃষ্টি হারাতে হতে পারে।

তাই আমাদের সবারই ভালো চক্ষু হাসপাতাল সম্পর্কে জানা উচিত। নিজের বা পরিবারের কারো চোখের চিকিৎসায় যাতে করে নিম্নমানের হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসার স্বীকার হতে না হয়।

7 Best Eye Hospital in India, Best Eye Treatment in Low Cost
7 Best Eye Hospital in India, Best Eye Treatment in Low Cost

একই সাথে কোন কোন হাসপাতালে সাশ্রয়ী মূল্যে চোখের চিকিৎসা করা হয় তাও জেনে নিতে হবে। এতে করে আপনার বা পরিবারের কারো চোখের চিকিৎসায় অনেক কম খরচেই উন্নত চিকিৎসা সুবিধা নিয়ে সুস্থ্য হতে পারবেন।

আজ আমরা আপনাদের সাথে ভারতের সেরা ৭ টি চক্ষু হাসপাতাল (7 Best Eye Hospital in India) নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা চোখের চিকিৎসায় আর এদিক সেদিক ছুটোছুটি করতে হবে না। সঠিক সিদ্ধান্ত নিয়ে অল্প সময়েই কম খরচে চোখের উন্নত চিকিৎসা লাভ করতে পারবেন।

আসুন দেখে নিই ভারতের কয়েকটি সেরা চক্ষু হাসপাতাল, যেখানে আপনি সাশ্রয়ী মূল্যে চোখের চিকিৎসার সুবিধা পাবেন। এতে করে ভূল চিকিৎসায় আপনার মূল্যবান চোখের দৃষ্টি হারানোর সম্ভাবনা থাকবে না।

1. Dr. R.P.Centre for ophthalmic sciences A.I.I.M.S – New Delhi

এই হাসপাতালটি ভারতের প্রথম প্রেসিডেন্ট Dr. Rajendra Prasad এর নামে নামকরন করা হয়েছে। এর প্রতিষ্ঠাকাল ১৯৬৭ সালের ১০ ই মার্চ।

৫০ বছরেরও অধিক সময়ধরে এই হাসপাতালে শুধু মানসম্পন্ন চিকিৎসাই নয়, ভবিষ্যত উন্নত চিকিৎসার জন্য অনেক গবেষনা কার্যক্রম পরিচালিত করা হয়ে থাকে। এখানকার কিছু চিকিৎসা সুবিধা নিচে দেয়া হলো।

1. Clinical Units and Allied Departments

2. Out Patient Services

3. Emergency Services

4. Clinical Laboratories

5. National Eye Bank

6. Investigative Laboratories

7. Day Care Surgery

8. Community Ophthalmology

9. In Patient Services

ঠিকানাঃ Dr.Rajendra Prasad Centre for Ophthalmic Sciences, আনসারী নগর, নয়া দিল্লি-১১০০২৯, ভারত।

ফোন নাম্বার: ০১১-৬৫৮৯৬৯৫, ০১১-২৬৫৯৩১০১

 

2. Eye 7-New Delhi

এটি ভারতের Eye 7 গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই হাসপাতালের অনেকগুলি চেইন শাখা রয়েছে। এখানকার চিকিৎসা সেবা অত্যন্ত আধুনিক ও অপেক্ষাকৃত সাশ্রয়ী।

এখানকার কিছু চিকিৎসা সেবার তথ্য নিচে বর্ণনা করা হলো।

1. Lasik/Specs removal

2. ICL

3. Cataract

4. Glaucoma

5. Cornea

6. Oculoplasty

7. Neurophthalmology

8. Retina

ঠিকানা: ৩৪, লাজপুত নগর আইভি, রিং রোড, নয়া দিল্লি, ১১০০২৪, ভারত।

ফোন: (০১১) ৪০৪০৪০৭০

ইমেল: info@eye7.in

ওয়েবসাইট: http://www.eye7.in

 

3. L.V.Prasad eye hospital – Hyderabad

ভারতের জনগনের জন্য উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবা ও গবেষনা কাজের জন্য এই চক্ষু হাসপাতালটি Dr. LV Prasad দ্বারা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

এইটির প্রধান কার্যালয় ভারতের হায়দারাবাদের অবস্থিত। এই হাসপাতালের চিকিৎসা সেবার তথ্য নিচে দেয়া হলো।

Hospital Services:

1. Cornea and Anterior Segment

2. LASIK and Refractive Laser Surgery

3. Cataract surgeries

4. Uveitis treatment

5. Glaucoma procedures

6. Retina services

7. Ophthalmic Plastic Surgery, Orbit and Ocular Oncology

8. Strabismus (Squint) and Neuro-Ophthalmology

9. Contact Lens

10. Aesthetic Facial Plastic Surgery, Cosmetic Dermatology

ঠিকানা: কাল্লাম আঞ্জি রেড্ডি ক্যাম্পাস, বনরাজা হিলস, হায়দারাবাদ ৫০০০৩৪, অন্ধ্র প্রদেশ, ভারত।

ফোন: 040 3061 2345

ওয়েবসাইট: http://www.lvpei.org/

 

4. Sankar Netralaya – Chennai

সঙ্করা নেত্রালয় ভারতের চেন্নাইয়ে অবস্থিত একটি অলাভজনক চক্ষু চিকিৎসা প্রদানকারী প্রতিষ্ঠান। এই হাসপাতালে শুধু পুরো ভারত থেকেই নয়, বর্হিবিশ্ব থেকেও অনেক রোগী চিকিৎসার জন্য এসে থাকেন।

এখানে প্রতিদিন প্রায় ১২০০ রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং প্রতিদিন প্রায় ১০০ জনের চোখের অপারেশন হয়ে থাকে।

 

5. Aravind Eye Hospital – Madurai

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটির ভারতের বিভিন্ন স্থানে শাখা রয়েছে। গত ৪৪ বছরে এই হাসপাতালে প্রায় ৩.২ কোটি রোগী চোখের চিকিৎসা সেবা গ্রহন করেছে।

সেই সাথে প্রায় ৪০ লক্ষ চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। এখানকার চিকিৎসা সেবা অনেক কম এবং অনেক ক্ষেতে বিনামূল্যেও হয়ে থাকে। এখানকার কিছু চিকিৎসা সেবার তথ্য নিচে দেয়া হলো।

1. Retina & Vitreous

2. Cataract

3. Neuro-Ophthalmology

4. Children’s Eye Care

5. Orbit, Oculoplasty & Ocular Oncology

6. Glaucoma

7. Uvea

8. Cornea

9. Low Vision & Visual Rehabilitation

ঠিকানা:অন্না নগর, মাদুরাই ৬২৫০২০, তামিলনাডু, ভারত।

ফোন: ০৪৫২-৪৩৫৬১০০

ইমেল: patientcare@aravind.org

ওয়েবসাইটঃ http://www.aravind.org/clinics/aehmadurai.aspx

 

6. H.V.Desai eye hospital, Hadapsar – Pune.

এই হাসপাতালটি ২০০০ সালে ভারতের চক্ষু রোগীদের চিকিৎসার্থে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানকার রোগীদের জন্য ২০০ শয্যা রয়েছে।

এই হাসপাতালটি ইতিমধ্যে ভারতের এবং আন্তর্জাতিকভাবে রোগীদের কাছে প্রসিদ্ধ লাভ করেছে। নিচে এই হাসপাতালের কিছু তথ্য দেয়া হলো।

1. Community Services

2. Patient Services

3. Tele-Ophthalmology

ঠিকানা: PBMA’s H. V. Desai Eye Hospital, 93, Tarwadevasti, Mohammadwadi, Hadapsar, Pune MH 411060

ফোন: 020-26970144

ইমেল: desaieyehospital@hvdeh.org

ওয়েবসাইটঃ  http://hvdesaieyehospital.org/node/49

 

 

7. Centre for sight – New delhi

এই হাসপাতালটি ভারতের পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত ডাঃ মহিপাল সাসদেব ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকেই এই হাসপাতালটি উন্নত চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে। নিচে এই হাসপাতালের কিছু চিকিৎসা সেবা বর্ণনা করা হলো।

1. ReLEx Smile

2. LASIK

3. Cataract Services

4. Retina & Uvea Services

5. Glaucoma Services

6. Cornea Services

7. Keratoconus Clinic

8. Neuro-Ophthalmology

9. Pediatric Ophthalmology

10. Oculoplasty & Facial Aesthetics

11. Ocular Oncology

12. Eye Bank

13. Contact Lens & Low Vision Aids

14. Pharmacy

ঠিকানা: Centre For Sight Corporate Office.  A-23, 1st Floor, Green Park, Aurobindo Marg, New Delhi.

ফোন: ০১১-৪৫৭৩৮৮৮৮, ৪১৬৪৪০০০

ইমেল: info@centreforsight.net

আজ আমরা ভারতের সেরা ৭ টি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করলাম। এতে করে অনেক চক্ষু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়ে চোখের ব্যাধি হতে রক্ষা পেতে পারে। তাই আমাদের উচিত সবাই কে এই লেখাটি শেয়ার করা।

আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top