পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023 আবেদন অনলাইন

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023 (New Parijayee Sharamik 2023): জানুন পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প কি? কি কি লাভ পাবেন এই পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে? যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন।

রাজ্যবাসীর কাছে একটি সুখবর, বিশেষ করে যাঁরা বাইরে জীবিকা নির্বাহের জন্য যান তাঁদের জন্য এটি ভীষণই খুশির একটি খবর (পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর)। দুয়ারে সরকার শিবিরের মধ্যে দিয়ে বিভিন্ন প্রকল্প আমাদের মাঝে আসার সাথে সাথে এবার দুয়ারে সরকার শিবিরের নতুন সংযোজন পরিচয় শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য একটি প্রকল্প। বিভিন্ন পরিষেবার পাশাপাশি বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের বিষয়টিকেও। দুয়ারে সরকার শিবির থেকে ১ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভূক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানা গিয়েছে।

আরো জানা যায় যে, তাঁরা শিবিরে এসে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য যাঁরা বাড়িতে নেই বা বাইরে কাজে গিয়েছেন তাঁদের পরিবারের লোকজন এসেও তাঁর জন্য আবেদন করতে পারবেন। এর ফলে ভবিষ্যতে পরিযায়ী শ্রমিক যাঁরা রয়েছেন তাঁদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, পাট্টার জন্য আবেদন ইত্যাদি পরিষেবা গুলি প্রদান করা হবে এই শিবির থেকে।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন – Benefits of Parijaye Shramik After Retirement in West Bengal

লকডাউন চলাকালীন অনেক শ্রমিকদের কাজ চলে গিয়েছে, এমনকি লকডাউনের পরেও ঘরবাড়ি, পরিবার-পরিজন ছেড়ে বাইরে কাজের উদ্দেশ্যে জীবিকা নির্বাহের জন্য চলে যেতে হয়েছে অনেককেই। খেটে খাওয়া মানুষদের জন্য এই প্রকল্প অনেকখানি সুবিধা দেবে। দুয়ারে সরকারের সপ্তম পর্যায়ে এই প্রকল্প রাজ্যবাসীর কাছে সরকারি পরিষেবা আরো বেশি করে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর এই দুয়ারে সরকার প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রা সহজ করে দেবে।

প্রতিবছরই অন্তত দুবার করে শিবির হয় এবার ও পুজোর আগে একমাস ধরে শিবির চালু হচ্ছে শুক্রবার থেকে। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত ক্যাম্পে সরকারি পরিষেবা আবেদন জমা নেওয়া হবে আর তারপর এই আবেদন অনুযায়ী ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে (নীচে আবেদন পদ্ধতি দেখানো হয়েছে)। এই প্রকল্প নিয়ে অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে বিশেষ করে মিজোরাম, মনিপুর এ কাজ করতে গিয়ে বাংলার অনেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু এই প্রকল্পের কাজকে আরো তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
হোম লোনপার্সোনাল লোনবাইক লোনকার লোনবিজনেস লোনশিক্ষা লোন

যার ফলে তাঁদের পরিবারগুলি যেন চিহ্নিত করে সহজেই তাঁদের সাহায্য খুব তাড়াতাড়ি তাঁদের কাছে পৌঁছে দেওয়া যায়। পরিযায়ী শ্রমিকদের এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আবেদন করতে হবে এবং কিছু বিষয় পালন করতে হবে। রাজ্য সরকার এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘কর্ম সাথী প্রকল্প’ (Parijayee Shramik) চালু করেছে। যেখানে আবেদন করলে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রকমের সুবিধা পেয়ে যাবেন।

বিশ্বকর্মা যোজনা: পাবেন ১৫,০০০ টাকা শিল্পী-কারিগররা, আবেদন অনলাইন

আমরা অনেক সময় অনেকভাবেই জানতে পারি যে যাঁরা কাজের জন্য সব ছেড়ে বাইরে গিয়েছেন তাঁদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত হতে হয়। অনেক কষ্ট করেও তাঁরা তাঁদের মনমতো ফলাফল পান না। এছাড়াও বাইরে কাজ করতে গিয়ে সেটা অন্য রাজ্যে হোক কিংবা দেশের বাইরে সে ক্ষেত্রে যদি কোন শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হয় সেই মৃতদেহ নিয়ে আসতে অনেক অনেক সমস্যা সম্মুখীন হতে হয় তাঁদের পরিবারকে।

সেই সব সমস্যা এবং বিভিন্ন সুবিধা দিতে তাঁদের কর্মজীবনকে আরো বেশি সহজ করে তোলার জন্য তাদের জীবনযাত্রা আরও বেশি উন্নত করার জন্য এই কর্মসূচি প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প 2023:

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক পরিচযায়ী শ্রমিকদের কি সুবিধা থাকতে পারে এই কর্ম সাথী (Karmasathi / Parijayee Shramik) প্রকল্প অনুসারে:

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন
  • যদি কোন শ্রমিকের দুর্ঘটনার কারণে অক্ষমতা হয়ে থাকে সেক্ষেত্রে ১ লক্ষ (১০০০০০) টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা পাবেন।
  • দুর্ঘটনার কারণে যদি মৃত্যু হয়ে যায় সেই পরিযায়ী শ্রমিকের নমিনিকে ২ লক্ষ (২০০০০০) টাকা প্রদান করা হবে।
  • স্বাভাবিক মৃত্যুতে শ্রমিকদের নমিনিকে ৫০,০০০ হাজার টাকা প্রদান করা হবে। দুর্ঘটনা জনিত অক্ষমতা যদি ৮০% পর্যন্ত হয় তাহলে ৫০ হাজার টাকা প্রদান করা হবে এবং ৮০% এর ও অধিক অক্ষমতার ক্ষেত্রে নমিনিকে ১ লাখ টাকা প্রদান করা হবে।
  • পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য নমিনিকে ২৫,০০০ টাকা দেয়া হবে।
  • পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সৎকারের জন্য তিন হাজার (৩,০০০) টাকা প্রদান করা হবে।
  • বিপদে পড়লে মোবাইলে রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধাও রয়েছে।
  • আপদকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা পাবেন পরিযায়ী শ্রমিকরা।
  • কর্ম বিয়োগ ও মজুরি সংক্রান্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিযোগ জানানোর জন্য সুযোগ-সুবিধা রয়েছে পরিযায়ী শ্রমিকদের।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন ফর্ম ডাউনলোড:

পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদন করার জন্য একটি আবেদন ফর্ম দরকার হবে (Porijayi sromik form pdf bengali)। এই ফর্মটি এখানেই বিনামুল্যে ডাউনলোড করতে পারেন। নীচে পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের বাংলা ও ইংরাজি দুই ফর্ম পিডিএফ ফর্মেটে দেওয়া আছে, আপনার দরকার অনুসারে ডাউনলোড করে নিন।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বাংলা আবেদন ফর্ম:

Parijayee Sharamik Application Form (Bengali)Download PDF
পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বাংলা আবেদন ফর্ম
পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বাংলা আবেদন ফর্ম
পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বাংলা আবেদন ফর্ম
পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বাংলা আবেদন ফর্ম

West Bengal Parijayee Sharamik Application Form in English:

Parijayee Sharamik Application Form (English)Download PDF
West Bengal Parijayee Sharamik Application Form in English
West Bengal Parijayee Sharamik Application Form in English
West Bengal Parijayee Sharamik Application Form in English
West Bengal Parijayee Sharamik Application Form in English

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদন করার জন্য ডকুমেন্টস:

  • আপনার আধার কার্ড,
  • পাসপোর্ট সাইজের ফটো,
  • ব্যাংকের পাসবুক এর প্রথম পাতার জেরক্স,
  • স্বাক্ষর করা শংসাপত্র,
  • বৈধ পাসপোর্ট এর জেরক্স কপি, যদি দেশের বাইরে কাজ করে থাকেন বা করতে চান সে ক্ষেত্রে প্রয়োজন পড়বে।
  • রেশন কার্ডের জেরক্স,
  • আবেদনকারী এবং মনোনীত ব্যক্তির আলাদা আলাদা মোবাইল নাম্বার,
  • আবেদনপত্র ঠিক থাকলে তিনি একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নাম্বার পাবেন।

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প ফর্ম ডাউনলোড:

Karmasathi Standard Operating ProcedureDownload PDF
Karmasathi Duare Sarkar Standard Operating Procedure (English)Download PDF
Karmasathi Duare Sarkar Standard Operating Procedure (Bengali)Download PDF

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদন করার পদ্ধতি:

অনলাইনে আবেদন করার জন্য কর্ম সাথী পরিযায়ী শ্রমিক অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তবে তার আগে আপনার কিছু শর্ত পালন করতে হবে চলুন জানা যাক আবেদন করার জন্য সেই শর্তগুলি সম্পর্কে:

  • আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে একজন কর্মী হতে হবে, যিনি রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে কাজ করেন কিংবা কাজে যুক্ত হতে যাচ্ছেন।
  • ১৮ বছর থেকে ৬০ বছর বয়সের মধ্যে আপনার বয়স হতে হবে, তবেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • পরিচয় শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে অফলাইনে অথবা অনলাইনে, অফলাইনে আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফিলাপ করে আপনার কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে পারেন।

এছাড়া এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অনলাইনে আবেদন করতে পারেন:

অফিসিয়াল ওয়েবসাইট হলো:
https://karmasathips.wblabour.gov.in/online-apply

কর্ম সাথী প্রকল্প বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের আবেদন করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। নিচে এই নিয়ম গুলি অনুসরণ করে কর্মসূচি প্রকল্প ফরম অথবা পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম ডাউনলোড করে নিন এবং সেটি পূরণ করে দুয়ারে সরকার শিবিরে জমা দিন।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন
  • প্রথমত কর্ম সাথী বা পরিযায়ী শ্রমিক প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে ফর্ম বের করে নিতে হবে।
  • তারপর আবেদনকারীর পার্সোনাল ডিটেলস যেমন ধরুন আবেদনকারী নাম, মোবাইল নাম্বার, বাবা মায়ের নাম, লিঙ্গ এবং জন্মতারিখ দিয়ে দিন ফর্মে, যেখানে বক্স করে দেওয়া রয়েছে।
  • তারপর আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে।
  • এরপর আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটা লিখতে হবে।
  • তারপর আবেদনকারী যেখানে কাজ করেন সেখানকার সমস্ত তথ্য লিখতে হবে।
  • যেখানে কাজ করেন সেখানকার পাসপোর্ট বা নথি থাকলে তার নাম্বার লিখতে হবে।
  • আবেদনকারী কোন কাজের সঙ্গে যুক্ত তার চিহ্নিতকরণ করতে হবে, যেমন ধরুন রাজমিস্ত্রি, কৃষিকাজ, সোনার অলংকার তৈরির কাজ, স্বাস্থ্যকর্মী, মেনুফ্যাকচারিং, ইট, পাথর বা পালিশ এর কাজ, যানবাহন ইত্যাদি যে পেশার সঙ্গে যুক্ত তার নাম লিখতে হবে।
  • কত সাল থেকে রাজ্যের বাইরে ওই স্থানে কাজ করছেন তার তারিখ দিতে হবে।
  • এবং সর্বশেষে এজেন্টের নাম (যার মাধ্যমে কাজে গিয়েছেন), মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে ফরম ফিলাপের সময়।
  • এরপর আবেদনকারীর ব্যাংকের সমস্ত তথ্য দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং আরো অন্যান্য যে তথ্যগুলো চাইবে সেগুলো দিতে হবে।
  • আবেদনকারীর নমিনির তথ্য যেমন তাঁর নাম এবং সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে।
  • আবেদনকারীর ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছেন তাঁদের নাম, বয়স সহ সমস্ত তথ্য দিতে হবে।
  • এরপর সবশেষে আবেদনকারীর স্বাক্ষর অথবা সই করতে হবে।
  • সমস্ত কিছু লেখার পর ভালোভাবে চেক করে নিন সব ঠিকঠাক দিয়েছেন কিনা, এরপর আবেদনকারীর প্রয়োজনে ডকুমেন্ট সহ দুয়ারে সরকার ক্যাম্পে ফর্মটি জমা করুন।
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প
পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প

পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে যোগাযোগ:

যদি আপনি এই প্রকল্প বিষয়ে আরো বেশি বিস্তারিত জানতে চান তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন অথবা “কর্মসূচি পরিযায়ী শ্রমিক পোর্টালে” লগইন করুন। এছাড়া শ্রম দপ্তরের জরুরী হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন:- ১৮০০ ১০৩ ০০০৯

Leave a Comment