Bangla Awas Yojana 2023: বাংলা আবাস যোজনা 2023 [আবেদন]

Bangla Awas Yojana 2023-2024: বাংলা আবাস যোজনা 2023 কি? বাংলা আবাস যোজনা আবেদন পক্রিয়া 2023, কারা পাবেন এর সুবিধা? জানুন বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ও আবেদন পক্রিয়া এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এছাড়াও গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট সবকিছু।

একের পর এক প্রকল্প মানুষের, বিশেষ করে গরিব মানুষের অনেক সুবিধা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে, বাংলায় যত গরিব মানুষ রয়েছেন তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করা, বাংলা আবাস যোজনা 2023 (Bangla Awas Yojana 2023 – WB BAY Scheme 2023)।

এই আবাস যোজনার সুবিধা হয় যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি, সেই সফল ব্যক্তিরা এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন।

Bangla Awas Yojana: Eligibility, Documents, Application & List
Bangla Awas Yojana 2023: Online Apply & New List

বাংলা আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের আওতায় সমস্ত গরিব মানুষ এই সুবিধা পাবেন।

বাংলা আবাস যোজনা 2023-24 কারা আবেদন করতে পারবেন:

এই বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করার জন্য যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি হল:

যে কোন লোনের জন্য আবেদন করুন অনলাইনে 👇
হোম লোনপার্সোনাল লোনবাইক লোনকার লোনবিজনেস লোনশিক্ষা লোন

#১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

#২) যাদের পাকা বাড়ি নেই, তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

#৩) তাছাড়া যে সমস্ত ব্যক্তির বছরের ইনকাম ১ লক্ষ টাকা বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

#৪) এবং আবেদনকারীর বিপিএল, রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক।

#৫) আপনার নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা বা রেকর্ড থাকতে হবে।

#৬) আবার সরকারি চাকরিজীবীরাও বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করতে পারবেন না।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

ইন্দিরা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

বাংলা আবাস যোজনা কত টাকা পাওয়া যাবে:

প্রকল্পের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলা আবাস যোজনার আওতায় প্রত্যেক আবেদনকারী পাবে ১ লক্ষ কুড়ি হাজার টাকা, কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

কারণ অনেক ওয়েবসাইট আর্টিকেল এ দেখা গিয়েছে যে সেখানে বলা হয়েছে আবেদনকারী ২ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন এই প্রকল্পের আবেদন করার পর।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2023:

বাংলা আবাস যোজনা নামের লিস্ট, নতুন লিস্ট অনুযায়ী জানা গিয়েছে প্রত্যেক আবেদনকারী পাবে ১ লক্ষ কুড়ি হাজার টাকা। এক লক্ষ কুড়ি হাজার টাকা কয়েকটি ইন্সটলমেন্টের মাধ্যমে দেওয়া হবে।

বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির যে পরিমাণ টাকা আসবে প্রায় ৫০ হাজারের ওপর এবং দ্বিতীয় কিস্তির টাকা আসবে প্রায় ৪০ হাজারের মতো। এরপর তৃতীয় কিস্তির টাকা বরাদ্দ হবে বাড়ি কমপ্লিট এর পর কুড়ি হাজার টাকা। এই টাকা জব কার্ডের মাধ্যমে আপনাকে ১০০ টি মেনটেন এর টাকা ব্যাংক একাউন্টে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় এখন থেকে একটি বড় সুবিধা পাওয়া যাবে। সি আই আই এর মধ্যে জীবন বীমার সুবিধা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। সবার জন্য বাড়ি, প্রকৃতপক্ষে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশের সকল মানুষের জন্য ঘর দেওয়ার পরিকল্পনা করেছে।

ভারত আবাস যোজনা নামের প্রকল্প টি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে ২৫ শে জুন ২০১০ সালে চালু হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ৩১ শে মার্চের মধ্যে দুই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। নতুন নিয়ম ও সরকারের ঘোষণা অনুসারে এই যোজনা ২০২৪ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

দুঃস্থ মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (বাংলা আবাস যোজনা 2023 – Bangla Awas Yojana 2023) বাড়ি তৈরি করে দেওয়া হয়। গত আর্থিক বছরে এই প্রকল্পের বাড়ি তৈরির কাজ শেষ করার নিরিখে সমগ্র দেশে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলপ্রথম স্থান অধিকার করেছে আর এই প্রকল্পের সার্বিক কাজের নিরিখে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এই প্রকল্প ঐ সকল পরিবারের জন্য যারা SECC 2011 অন্তর্গত গরীব রেখার নীচে বসবাস করেন এবং যারা সম্পূর্ণ ভাবে গৃহহীন ও দুঃস্থ, আপনার এখানে SECC 2011 লিস্ট এখানে দেখতে পারেন

https://secc.gov.in/getSeccDataSummaryNationalReport.htm

বাড়ি কেনার জন্য লোন এর সুবিধা:

এই প্রকল্পের আওতায় যদি কেউ প্রথমবারের জন্য একটি বাড়ি কিনে থাকেন, তবে তাদের সংযুক্ত লোনে ভর্তুকি দেয়া হবে।

বাড়ি কেনার জন্য হোম লোনের জন্য ভর্তুকি দেয়া হবে। এই ভর্তুকির পরিমাণ ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত। এই প্রকল্প টি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত।

বাংলা আবাস যোজনার সুবিধা:

এই প্রকল্পের আবেদন করার পর আবেদনকারী যে সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন:-

#১) এই প্রকল্পে আপনি সরাসরি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের একাউন্ট এক বারের জন্য আর্থিক সহায়তা পাবেন।

#২) এই প্রকল্পের অধীনে আপনি যে বাড়িটি করবেন তা নতুন প্রযুক্তিতে তৈরি করা হবে। এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আপনার বাড়িটি সুরক্ষিত থাকবে।

#৩) এই প্রকল্পের অধীনে আপনি বাড়ি তৈরি করতে পারবেন প্রায় ২৫ বর্গমিটার জায়গা জুড়ে।

#৪) এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার দরিদ্র সম্প্রদায়ের মানুষদের আর্থিক ১২০০০ টাকা সাহায্য করবে।

এই প্রকল্পের অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হল: pmayg.nic.in ওয়েব সাইটে যাওয়া পর সমস্ত রকম তথ্য পূরণ করার পরে আপনার সমস্ত ব্যক্তিগত বিবরণ, ব্যাঙ্কের ডিটেইলস, ডিটেইলস ছাড়পত্র ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।

আপনি যদি  যেকোনো ধরনের তথ্য বুঝতে না পারেন বা আপনি আরও বিস্তারিত ভাবে অন্য কোন তথ্য যদি জানতে চান, তবে pmayg.nic.in এতে আবেদন জানাতে পারেন। তার সাথে রয়েছে ফোন করার অপশনও আপনি চাইলে 1800-11-6446 এই নাম্বারে কল করতেও পারেন।

বাংলা আবাস যোজনার সরকারি ঘোষণা:

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাংলা আবাস যোজনার বিস্তারিত ঘোষণা সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে আপনারও এই ঘোষণা দেখতে পারেন।

বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা
বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা

সরকারি ঘোষণা অনুসারে সমস্ত গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাসকারী পরিবারগুলিকে কমপক্ষে ২৫ বর্গ মিটার আকারের একটি পাকা বাড়ি দেওয়া। এই যোজনা ঐ সকল পরিবারদের জন্য যারা বাড়ি করতে অসমর্থ। সরকারি সহযোগিতায় সেই সকল পরিবার কে নিজস্ব বাড়ি প্রদান করা এই যোজনার প্রধান উদ্দেশ্য।

বাংলা আবাস যোজনা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

আপনি যদি বাংলা আবাস যোজনার জন্য অনলাইন অথবা অফলাইনে যেকোনো পদ্ধতিতেই আবেদন করতে চান, তাহলে আপনাকে কিছু ডকুমেন্টস এর দরকার পড়বে সেগুলি হল:-

১) আবেদনকারীর আধার কার্ড এবং প্যান কার্ড।

২) বাংলা আবাস যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম (যদি অনলাইনে এপ্লাই করেন)।

৩) আপনার ফ্যামিলি রেশন কার্ড।

৪) বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।

৫) স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র।

৬) আবেদনকারীর একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো।

বাংলা আবাস যোজনা ভিডিও:

বাংলা আবাস যোজনার আবেদন পদ্ধতি 2023:

এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য যোগাযোগ করতে হবে। বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন (Bangla Awas Yojana Application 2023) এর নথিপত্রগুলো গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিসে গিয়েও জমা করতে পারবেন।

91 thoughts on “Bangla Awas Yojana 2023: বাংলা আবাস যোজনা 2023 [আবেদন]”

  1. আমাদের গ্রাম প্রঞ্চায়েত খুব ভালো ।সত্যিবলতে এখন অবদি বাড়ি তো দূরের কথা একটা ইট বালি অবদি পায়নি বুজলেন।তাই বলছি পরের ইলেকশন এ আমি আর মমতা দি কে ভোট দেবো না স্পষ্ট জানিয়ে দিলাম।উপরন্তু আমার পরিবারের কোনো সদস্য র কাছে কোনো ভোট উনি পাবেন না।মমতা দি যদি আমাদের কে দেখে তাহলে আমরা জনগন মমতা দি কে আবার দেখবো ত ছাড়া নয়।contact no-9382983042

    Reply
    • আমাদের গ্রাম প্রঞ্চায়েত খুব ভালো ।সত্যিবলতে এখন অবদি বাড়ি তো দূরের কথা একটা ইট বালি অবদি পায়নি বুজলেন।তাই বলছি পরের ইলেকশন এ আমি আর মমতা দি কে ভোট দেবো না স্পষ্ট জানিয়ে দিলাম।উপরন্তু আমার পরিবারের কোনো সদস্য র কাছে কোনো ভোট উনি পাবেন না।মমতা দি যদি আমাদের কে দেখে তাহলে আমরা জনগন মমতা দি কে আবার দেখবো ত ছাড়া নয়।contact no-9734302641

      Reply
    • আমি খুব গরিব মানুষ আমার পরিবার থেকে মমতা দিকে একটাও ভোট দেওয়া হবে না সাধারণ মানুষ কোন কিছু সুবিধা পায়নি আর পাবো না এটার জন্য আমার পরিবার থেকে কেউ মমতা থেকে ভোট দেবে না আমরা গরীব মানুষ কেন সুবিধা পাব না আমরা খেটে খাওয়া লোক আমরা কোন সুবিধা পাই না সরকারের থেকে

      Reply
  2. 7478522151 আমাদের এখানে কাজ হয় না ভালো, কাঁচা বাড়ি ঘর হয় না

    Reply
  3. আরামবাগ পৌরসভা 6 নম্বর ওয়ার্ড আমার বাড়ির আবেদন করা ছিল আমি পায়নি প্রচুর টাকা চেয়ে ছিল

    Reply
  4. Hiii sar Ami SADDAM SHEIKH.c/o kabil SHEIKH vill.Nowpara p.o ukhura Sarang pur p.s purbusthali
    Ami akhon abwas yojona House pai ni please akto dakhun

    Reply
  5. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বলছি আপনি সাধারণ গরিব মানুষদের জন্য উন্নয়ন করতে সক্ষম নন তার কারণ হল আপনার ছোট থেকে বড় নেতা মন্ত্রী কর্মীরা অনেকেই ঘুষখোর দালাল গুণডা তারা ঘুষ খেয়ে যাদের পাকা বাড়ি আছে তাদের কে এবং নিজেদের কে আবাস যোজনায় নথিভুক্ত করছে আরোও উল্লেখ্য আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে থেকে শুরু করে উপ প্রধান ও প্রধান। অঞ্চলের ও ব্লকের সদস্যবৃন্দ গণ মানুষের ঝগড়া বিবাদ সমাধান ঘুষ চেয়ে বশে যারা ঘুষ দিতে পারে না তাদের উপর অন্যায় অত্যাচার করতে থাকে আমার মালদা জেলার অন্তর্গত গাজোল ব্লকের আলাল অঞ্চলের প্রধান উপ প্রধান এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ সকলেই

    Reply
  6. অনলাইন ফর্ম ডাউনলোড করেছি। ফর্ম জমা করতে কোন সমস্যা হলে কি করতে হবে? দয়া করে জানাবেন।

    Reply
  7. Amar bari west bengal District-Malda,p.s-Manikchak,pin-732202 village -saheb nagar aaa amader gramer kichu member sodosssora onek lovi jar paka bari ache jar barite service ache take bari dibe kintu jar kacha jemon ki ami amar bari ooobostha onek kharap borsar dibe barite onek kosto kore thaki baba age 62 kintu ekhon orrr vata hoini barir obostha onek khara amra ki bari pabo na naki gramer member ra sudhu bole documents daw bari dibo kintu koi 6 year theke eyyy kotha sune chole asssi onek bar documents dewa hoye gelo kintu koi abar jara bari peye niyeche tader ke ora thik bari Dey kichu taka niye ora bole ki kichu taka daw bari diye dibo amra gorib manus kothai theke niye asssbo ottto taka amra ki bari pabo na naki mem

    Reply
  8. আমার নাম ছিল কিন্তু আমি ঘর পাচ্ছি না জানান আমাদের মেম্বার

    Reply
  9. আমার কাঁচা বাড়ি ২০১৭ সাল থেকে আবেদন করছি চার বার সার্ভে হয়েছে লাস্ট ডিসেম্বর মাসে সার্ভে হয়। তাথেকেও নাম বাদ পড়ে। আমি একজন সাধারণ কারখানার শ্রমিক

    Reply
  10. দিদি আমার কাঁচা বাড়ি আমার লিস্টে নাম ছিল কিন্তু হয় নাই

    Reply
  11. দিদি ঘরের পরিস্থিতি খুবই খারাপ কাঁচা বাড়ি খড়ের ছাওনি দিদি আমার বাড়িটা দিলে খুবই উপকৃত হব প্লিজ দিদি একটু দেখবেন খুবই গরীব আমি খাটাখাটনির উপরে সংসার চলে

    Reply
  12. এসব ভাঁওতাবাজি করে। ঘরের টাকা পঞ্চায়েত মেম্বার ও প্রধান সবাই মিলে খায়।যাদের ঘর আছে তাদেরকে দেয় যাদের নাই তাদের দেয় না।

    Reply
  13. আমি একজন পরিবারের প্রধান আমার মাটির বাড়ি, আমি খুব অসহায়,, আমার AWASSS+ লিস্টে নাম ছিল কিন্তু শেষ সার্ভেতে বেআইনিভাবে আমার নামটা কেটে দিয়েছে, আমার মাটির চালা বাড়ি , পঞ্চায়েত,ব্লক কোথাও গিয়ে সুরাহা হয়নি এখন আমি কি করব বুঝতে পারছি না,,।

    Reply
  14. আমরা জীবনে কোনোদিন ,বিনামূল্যে রেশন ছাড়া র কোনো সরকারি অনুদান আমাদের বাড়িতে কেউ পাইনি।মমতা দি কে ভোট দিলাম একটু ভালো কিছুর আসায় ,হয়তো উনি গরিব দের দেখবেন ভাবলাম কিন্তু কোনো লাভ হলোনা।আজ পর্যন্ত সরকারি অনুদান কোনো কিছুই আমাদের বাড়িতে দেখাতে পারবেন না কেউ। মুর্শিদাবাদ ,সামসেরগঞ্জ থানা।

    Reply
    • দিদি একটু দেখেন ,সামান্য কিছু টাকা অনুদান দিলে আমার ছোট টালির ঘর টা একটু ভালো করতে পারতাম

      Reply
    • Ami soumen Chowdhury ami akhono abash jojona paini AR kono subidha paini . Bari paschim midnapur . Police station Sabang. Post-Lutinia .

      Reply
  15. Didi a gula ki hochche amra to koto ki korlam ghor pabo bole kintu ?jader paka bari ache orai pacche abar dobol kore r amader kopale nei didi kichu taka pele amader tiner bari ta abar thik korbo didi
    Address dakhshin dinajpur thana gangarampur post sukdebpur pin no 733124

    Reply
  16. নমক্সার, এলাকায় ‘যর’অনেকেই পেয়েছে। কিন্তূ
    গরিব অসহায় নিরিহ লোকজন ‘ঘর’পাইনি। যাদের পাকা’যর’আছে তারাই আবার ‘ঘর’
    পেয়েছে।
    আপনার কাছে আবেদন গরিব অসহায় লোকজন যাহাতে ‘ঘর’পায় যদি একটু দেখেন।

    Reply
    • আপনি নিজের এলাকার সরকারি দপ্তরে যোগাযোগ করুন। যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত আর যদি শহরে থাকে তাহলে পৌরসভা অন্তর্গত হাউসিং ডিপার্টমেন্ট অফিসে সম্পর্ক করুন এবং লিখিত আবেদন দিন।

      Reply
    • আপনি নিজের এলাকার সরকারি দপ্তরে যোগাযোগ করুন। যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত আর যদি শহরে থাকে তাহলে পৌরসভা অন্তর্গত হাউসিং ডিপার্টমেন্ট অফিসে সম্পর্ক করুন এবং লিখিত আবেদন দিন।

      Reply
    • আপনি নিজের এলাকার সরকারি দপ্তরে যোগাযোগ করুন। যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত আর যদি শহরে থাকে তাহলে পৌরসভা অন্তর্গত হাউসিং ডিপার্টমেন্ট অফিসে সম্পর্ক করুন এবং লিখিত আবেদন দিন।

      Reply
  17. আমার বাড়ির অবস্থা খুব খারাপ যত তাড়াতাড়ি সম্ভব আমায় একটা ঘরের ব্যাবস্তা করেদিন আমার আগে ঘর দেখুন তারপর দেবেন, 8515046168????আমার পরিবারে ৩জন,

    Reply
  18. আমার নাম মোঃ ইকবাল শেখ।আধার নং 328169521303 গাম বাড়িয়ানগর পোস্ট তাতাই থানা রাণিতালা জেলার মুশিদাবাদ পিন 742302 আধার নং 328169521303 আমি pmag-u পাইনি।নাম ছিলো বাদ দিয়ে দিয়েছে।আমি Bangla awass jojona পাবকি।Panchayet o BDO te অভিযোগ জানাচ্ছি।তারা কোনো অভিযোগ নিচ্ছে না।এখন আমার উপায় কি। কিভাবে আমি ঘর সাভে করতে পারবো। কোন প্রশাশনিক সাহায্য নিতে পারি।

    Reply
  19. আমার কাঁচা বাড়ি ইনকয়ারি করতে পারেন

    Reply
  20. আমি অনেক কষ্টে বসবাস করছি,মা বাবা নেই,ভাল কাজ করতে পারিনা কারণ লেখাপড়া বেশি দূর হয়নাই। আমার আশেপাশের যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা নতুন ঘর পেল,শুধু আমিই পেলাম না,অনেকবার ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়েছি,আর মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছি। এখন প্লাস্টিক দিয়ে টিন দিয়ে কোনওরকম ঘর করে বসবাস করছি। যাঁদের পাকা বাড়ি তাঁরা ঘর পেল শুধু আমিই পেলাম না।আসলে গরিব দের দুঃখ কেউ বোঝে না। এখন ওই ইশ্বর ভরশা।????????????????

    Reply
  21. আমার বাড়ি টি ও মাটির কিন্তু এটি আলাদা টাইপের ছিটেবেড়া দেওয়াল এবং টিনের চাল. কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিই এবং দেবো. কেন না আমাদের মতোন ভোটার আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে.কিন্তু উনার কিছু জালিয়াদ নেতাদের জালায় সাধারণ মানুষের খুব সমস্যা বোধ করছেন

    Reply
  22. হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভার রিষড়া গ্রাম পঞ্চায়েতের পার্ট নম্বর ১৮৬/৪৬ শ্রী সমর দাস .
    পিতা স্বর্গীয় ভূপাল চন্দ্র দাস .
    আমি সব দিক থেকে সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাইনি . এমনকি কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়ার প্রয়োজন বোধ করেনা শুধু ভোটার স্লিপ দেয়ার সময় ছাড়া …..
    উপরমহল থেকে ব্যাপারটার দেখভাল করার অনুরোধ জানাচ্ছি ..

    Reply
  23. আমার ঘরের অবস্থা খারাপ .
    আর্থিক অবস্থাও নিম্নমানের এ অবস্থায় ঘর মেরামত করানো আমার পক্ষে দুঃসাদ্ধ ….
    এমতাবস্থায় আমার একটা ঘর পাওয়া না পাওয়া আপনাদের বিবেচনাধীন ….

    Reply

Leave a Comment