Swasthya Sathi List 2024: স্বাস্থ্যসাথী লিস্টে নাম আছে কিনা দেখার পদ্ধতি

Swasthya Sathi List 2024 – SSS List (স্বাস্থ্য সাথী প্রকল্প লিস্ট 2024), স্বাস্থ্য সাথী প্রকল্প কি? স্বাস্থ্যসাথী তে আপনার নাম আছে কিনা? স্বাস্থ্য সাথী প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন? এবং এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আরও তথ্য এখানে দেখুন।

Swasthya Sathi List Check Online at swasthyasathi.gov.in
স্বাস্থ্যসাথী লিস্ট 2024 – Swasthya Sathi List at swasthyasathi.gov.in

আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য ফর্ম ফিলাপ করে থাকেন, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার স্বাস্থ্য সাথী কার্ড টি হয়েছে কিনা? আপনি খুব সহজেই মোবাইল দিয়ে চেক করে নিতে পারবেন যে আপনার স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কি হয়নি। তার সাথে স্বাস্থ্য সাথী কার্ড এ আপনার সাথে পরিবারের আর কার কার নাম রয়েছে।

স্বাস্থ্য সাথী কার্ড এর কি কি সুবিধা পাওয়া যাবে:

পশ্চিমবঙ্গ সরকার আর্থিকভাবে একেবারে দুর্বল, সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নামে একটি মেডিকেল বীমা প্রকল্প চালু করেছে। তাছাড়া স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাভোগীরা নির্দিষ্ট হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প: আবেদন ও রেজিস্ট্রেশান

স্বাস্থ্য সাথী প্রকল্প এর বৈশিষ্ট্য ও সুবিধা গুলি:

১) সাধারণ মানুষের জন্য একেবারে বিনামূল্যে চিকিৎসা।

২) অসংখ্য লোক এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে।

৩) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার কুড়ি সালের ২৬ শে নভেম্বর এই প্রকল্পটি চালু করেছেন।

৪) তবে এই প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে চালু করা হয়েছিল।

৫) এই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে সুবিধাভোগীরা স্বাস্থ্যবীমা কভারেজ ৫ লক্ষ টাকা পাবেন।

৬) তবে এর আগে প্রায় সাড়ে ৭.৫ কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ছিল।

৭) সম্পূর্ণ প্রকল্প টি উপভোক্তা দের সুবিধার্থে ডিজাইন করা হয়েছে। এটি একটি কাগজবিহীন স্কিম অথবা প্রকল্পও।

৮) উপভোক্তা রা একটি স্মার্ট কার্ড পাবেন।

৯) হাসপাতালে থাকাকালীন রোগীর সকল রকম পরীক্ষা-নিরীক্ষা এবং সমস্ত রকম প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হবে।

১০) ওই পরিষেবার অন্তর্গত পরিবারের অন্যান্য সদস্য এবং ওই পরিবারের সাথে যুক্ত নির্ভরশীল সন্তান সদস্যের সংখ্যা এবং বয়সের কোনো রকম সীমাবদ্ধতা নেই।

১১) এই প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে জেলার নথিভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে:

১) আধার কার্ড

২) রেশন কার্ড

৩) মোবাইল নাম্বার

স্বাস্থ্য সাথী কার্ড আবেদন ও রেজিস্ট্রেশান পদ্ধতি অনলাইন

স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য ফর্ম কোথায় জমা দেবেন:

অনলাইনের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে সেটিকে ভালো করে ফিলাপ করে উপরে উল্লেখিত জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কঁপি  ফর্ম য়ের সাথে যুক্ত করে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী কাউন্টারে জমা দিতে হবে আপনাকে।

দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী ফর্ম জমা দেওয়ার পর আপনার কাছে একটি এসএমএস আসবে, তার জন্য কিছুটা সময় লাগতে পারে। তারপর আপনাকে স্বাস্থ্য সাথীর এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। তারপর আপনার ফটো ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তারপরেই আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ড অথবা স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড আপনার হাতে পেয়ে যাবেন।

স্বাস্থ্যসাথী লিস্টে আপনার নাম চেক করার পদ্ধতি

আপনি যদি স্বাস্থ্য সাথী কাদের জন্য ফর্ম ফিলাপ করে থাকেন তাহলে এই সহজ কটি পদক্ষেপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কার্ড হয়েছে কিনা অথবা লিস্টের নাম চেক করে নিতে পারেন:

১) প্রথমত আপনাকে স্বাস্থ্য সাথী কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক: https://swasthyasathi.gov.in

২) এরপর আপনাকে Find Your Name অপশনে ক্লিক করে আগে এগিয়ে যেতে হবে।

৩) তারপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যের মোবাইল নাম্বার দিতে হবে। তবে অবশ্যই সেই সদস্যের নাম যেন স্বাস্থ্য সাথী কার্ড এ থাকে। তারপর Submit বাটনে ক্লিক করুন।

Swasthya Sathi List Check Online at swasthyasathi.gov.in
Swasthya Sathi List Check Online at swasthyasathi.gov.in

৪) নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে আপনার জেলার নাম, ব্লগ, মিউনিসিপালিটির নাম, ওয়ার্ড নাম্বাার, গ্রামের নাম, ইত্যাদি বসিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনি অনায়াসেই দেখতে পাবেন আপনার নাম স্বাস্থ্য সাথী কার্ড এর লিস্টে আছে কিনা।

স্বাস্থ্য সাথী কার্ড এর নাম চেক করার লিংক: https://data.swasthyasathi.gov.in/SSDataSearchLogin.aspx

খাদ্য সাথী প্রকল্প: নতুন আবেদন পদ্ধতি ও কাগজপত্র

স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করবেন কিভাবে:

১) প্রথমত আপনাকে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটি উপরে দেওয়া আছে দেখে নিতে পারেন।

২) ওয়েব সাইটে আসার পর যে পেজটি ওপেন হবে সেখানে পাশে থাকা Download বাটনে ক্লিক করুন স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড করার জন্য।

৩) ডাউনলোড হয়ে গেলে সেটা কি আপনি প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন। তারপর সেখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর সাথে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করুন।

৪) তবে হ্যাঁ এই স্বাস্থ্য সাথী কার্ড যদি না থাকে আপনি কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

এই স্বাস্থ্য বীমা প্রকল্প টি দরিদ্র এবং দুর্বল ব্যক্তিদের ভালো হাসপাতালে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় চিকিৎসা করার জন্য সহায়তা করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা আপগ্রেড করতে চান। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এই প্রকল্পের নির্দেশিকা সংশোধন করা হবে।

এই স্বাস্থ্য সাথী কার্ড সাধারণত বাড়ির গৃহিণীর নামে হয়। এককথায় মহিলা প্রধান যারা। এবং তার আওতায় বাড়ির অন্যান্য সদস্যের নাম এই কার্ডের মধ্যে আনা হয়।

যেকোনো কারণেই হোক বা সমস্যার জন্য বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসাথী ক্যাম্প বন্ধ হওয়ার কারণে অনেকেই তাদের স্বাস্থ্য সাথী কার্ড হাতে পাননি অথবা কেউ এখনও পর্যন্ত এই কার্ডের জন্য আবেদন করতেও পারেননি। তাই সে ক্ষেত্রে অনলাইনে খুব সহজ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন জানাতে পারেন:

অনলাইনে কিভাবে স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড করবেন:

১) প্রথমেই আপনাকে যেতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে: https://swasthyasathi.gov.in/

২) এরপর আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের হোম পেজ খুলে যাবে।

৩) এবার এই হোমপেজে Apply Online অপশনে ক্লিক করুন।

৪) এবার আপনাকে এখান থেকে Form B ডাউনলোড করতে হবে।

৫) আপনার সমস্ত জরুরি ডকুমেন্টস সেখানে  অ্যাটাচ করতে হবে ফর্ম এর সাথে।

৬) তারপর ফর্ম আপনাকে পৌরসভা অথবা পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

Swasthya Sathi Form B Pdf DownloadDownload

স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত যোগাযোগ ব্যবস্থা:

১) স্বাস্থ্যসাথী মোবাইল অ্যাপ ব্যবহার করেও উপরিউক্ত প্রক্রিয়ার সাহায্যে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন জানাতে পারেন আপনি।

২) স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন জানানোর জন্য অথবা স্বাস্থ্য সাথী কার্ড হাতে পাওয়ার পরেও কোন রকম সমস্যা দেখা দিলে 9073313211 নম্বরে হোয়াটস অ্যাপ করে অথবা কল করে অভিযোগ জানাতে পারেন।

৩) তাছাড়া টোল ফ্রি নাম্বার: 1800-345-5384 এই নম্বরে ফোন করেও আপনি আপনার সমস্যা অথবা অভিযোগ জানাতে পারেন

HomeClick here
Official WebsiteClick here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top