ডিজিটাল রেশন কার্ডের নতুন লিস্ট 2024 (আপডেট): ডাউনলোড করুন

ডিজিটাল রেশন কার্ডের নামের তালিকা 2024 (Ration Card 2024: WB Digital Ration Card List 2024)। ডিজিটাল রেশন কার্ডের নতুন রেশন কার্ডের লিস্ট। ডিজিটাল রেশন কার্ডের লিস্ট 2024 ডাউনলোড।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছেন অনলাইনে। তবে আপনার নাম টি পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের তালিকা তে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা জানবেন কিভাবে?

সরকার অনেক রকম সুবিধা করে দিয়েছে এই সমস্ত তথ্য গুলি জানার জন্য। আপনি অনায়াসেই ঘরে বসে এইসব তথ্য জানতে পারবেন নিজের স্মার্ট ফোনের সাহায্যে।

West Bengal Digital Ration Card List Check Online
ডিজিটাল রেশন কার্ডের নতুন লিস্ট 2024 (নতুন): ডাউনলোড করুন

চলুন তাহলে জেনে নেওয়া যাক, বেশ কিছু সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি আপনার নাম ডিজিটাল রেশন কার্ডের তালিকা তে খুঁজে পাবেন অথবা ডিজিটাল রেশন কার্ডের লিস্ট চেক করবেন।

ডিজিটাল রেশন কার্ডের নামের লিস্ট চেক:

১) প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের (WB Digital Ration Card) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে: https://wbpds.wb.gov.in/(S(xaqt5k12hadpuno5v3bx5tj5))/CheckRationCardStatus.aspx

২) ওয়েব সাইটে যাওয়ার পর হোমপেজে Reports on NFSA ট্যাবে ক্লিক করুন।

৩) তারপর ড্রপডাউন মেনু থেকে View Ration Card Count (NFSA and State Scheme) এই লিংকটি সিলেক্ট করুন।

৪) রেশন কার্ড আছে এমন ব্যক্তিদের জেলাভিত্তিক তালিকাটি আপনার সামনে স্কিনে শো করবে।

৫) সেখানে আপনার জেলাটি নির্বাচন করুন।

৬) আপনার FPS নাম নির্বাচন করুন।

৭) তারপর সম্পূর্ণ ডিটেইলস আপনার সামনে স্কিনে শো করবে।

বাড়িতে বসে ডিজিটাল রেশন কার্ডের আবেদন করুন ১০ মিনিটে

প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট ডাউনলোড করুন

পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের নামের তালিকা জেলা হিসেবে:

১) প্রথমত আপনাকে ডিজিটাল রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি উপরে দেওয়া আছে দেখে নিতে পারেন।

২) ওয়েব সাইটে যাওয়ার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে আপনার জেলা নির্বাচন করতে হবে।

৩) তারপর আপনাকে আপনার ব্লক বেছে নিতে হবে।

৪) আপনি যখন ব্লক বেছে নেবেন তখন আপনার সামনে FPS নামের তালিকা উপস্থিত হবে। সেখানে আপনার এফপিএস নামটি নির্বাচন করতে হবে।

৫) তারপর আপনার সামনে রেশন কার্ডের তালিকা টি শো করবে।

৬) আরো বিষয় জানার জন্য আপনার রেশন কার্ডের নাম্বার ইন্টার করেও তথ্যগুলি জানতে পারেন।

ভেরিফাই করুন আপনার রেশন কার্ড:

১) পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যান: www. wbpds.gov.in

২) অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর হোম পেজ ওপেন হবে।

৩) এখন আপনাকে পরিষেবা বিভাগের অধীনে Ration Card টিতে ক্লিক করতে হবে।

৪) এখন আপনাকে Verify your ration card এখানে ক্লিক করতে হবে (ERC/DRC)

৫) তারপর আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজে আপনার বিভাগ নির্বাচন করতে হবে। তারপর রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে।

৬) এরপর আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে।

৭) তারপর আপনার রেশন কার্ডটি আপনার কম্পিউটার অথবা স্মার্ট ফোনের স্ক্রিনে শো করবে।

৮) এটি ভেরিফাই করতে এখন আপনাকে Verify বাটনে ক্লিক করতে হবে।

আপনার এন্টাইটেলমেন্ট জানুন:

১) প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।

২) হোমপেজে আপনাকে রেশন কার্ড অপশন এ ক্লিক করতে হবে।

৩) এরপর আপনাকে আপনার এন্টাইটেলমেন্ট অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে।

৫) এই নতুন পেজে আপনি আপনার এন্টাইটেলমেন্ট সম্পর্কে বিশদে জানতে পারবেন।

Search করুন আপনার ডিজিটাল রেশন কার্ড এর ডিটেলস :

১) প্রথমত আপনাকে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে: www.wbpds.gov.in

২) তারপর হোমপেজে আপনাকে ইনকোয়ারি বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার রেশন কার্ড সম্পর্কে ডিটেলস জানার জন্য সার্চ করতে পারেন।

৩) তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এরপর আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে।

৪) তারপর সার্চ অপশনে তথ্য প্রদান করে সেটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অপশন থেকে।

কিভাবে যোগাযোগ করবেন WBPDS Ration Office এ:

১) প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) হোম পেজে গিয়ে Contact বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের এই বিষয়গুলি আপনার কম্পিউটার অথবা মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন:

বিভাগ

পরিচালক

কর্পোরেশন

জেলা কর্মকর্তা মো:

৩) এখান থেকে আপনার পছন্দের বিকল্প টিতে ক্লিক করতে পারেন।

৪) যোগাযোগের বিবরণ গুলি আপনার কম্পিউটার অথবা মোবাইলের স্কিনে শো করবে আপনার সামনে।

আপনার নিকটবর্তী WBPDS Diller খুঁজবেন কিভাবে:

১) প্রথমে আপনি এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান।

২) তার পর যে পেজটি ওপেন হবে সেখানে E-Citizen অপশনটিতে ক্লিক করুন।

৩) তারপর পাইকার/পরিবেশক তালিকা এই অপশনে ক্লিক করুন।

৪) অধিদপ্তর ডি ডি পি এস/ জেডি, এসসি এফএস/ RO অপশনে ক্লিক করুন।

৫) আপনার নিকটবর্তী সমস্ত ডিলারের তালিকা আপনার সামনে উপস্থিত হবে।

হেল্পলাইন নাম্বার:

ফোন নাম্বার: 1800 345 5505/1967 (Toll free)

ইমেইল এড্রেস: itcellfswb1@gmail.com

পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ডে যুক্ত করার পদ্ধতি:

১) প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) হোমপেজে আপনাকে E-Citizen অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, সেই নতুন পেজে আপনি আপনার পরিবারের সদস্যের নাম ফিলাপ করুন ডিজিটাল রেশন কার্ডের মধ্যে।

কি কি কারণে রেশন কার্ডের থেকে আপনার নাম বাদ পড়তে পারে:

১) প্রথমত আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করানোর না থাকলে।

২) আপনার পরিবারের প্রধান ব্যক্তির মৃত্যু হলে আপনার নাম রেশন কার্ড থেকে বাদ হয়ে যেতে পারে।

৩) তবে এরকম পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে আবার নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন আপনি।

ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে কেন্দ্র সরকার এক দেশ এক রেশন কার্ড এই সুবিধা চালু করে দিয়েছে। নতুন এই সুবিধার জন্য উপভোক্তারা অন্য রাজ্যে গিয়েও রেশন তুলতে পারবেন। এর জন্য নতুন করে আবার নতুন করে রেশন কার্ড তৈরি করার কোনো প্রয়োজন নেই।

আপনার নাম যদি রেশন কার্ড থেকে বাদ পড়ে তাহলে যেখানে আপনার নিজের নাম যুক্ত করতে চান সেখানে নিজের ছবি ও আধার কার্ড নিয়ে CSC সেন্টার গিয়েও আবেদন করতে পারেন। তারপরই আপনার রেশন কার্ডের নতুন সদস্যের নাম যুক্ত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top