Sahara Refund Portal Registration – সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি ও জরুরি কাগজপত্র

সাহারা রিফান্ড অনলাইন আবেদন ফর্ম 2023 (Sahara Refund Portal Registration 2023): সাহারার টাকা ফেরত দিচ্ছে সরকার। সাহারা রিফান্ড পোর্টাল এর ফর্ম ভরেছেন? টাকা পেয়েছেন কিনা জানবেন কিভাবে?

সাহারা স্কিমে যাঁরা ইনভেস্টমেন্ট করেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার থেকে “সাহারা রিফান্ড পোর্টাল” শুরু করেছে। লগ্নী কারীদের কাছে এই খবর কোনো সুখবরের থেকে কম নয়।

এই পোর্টাল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে লগ্নী কারীরা তাঁদের টাকা ফেরত পেতে পারেন। এই পোর্টাল লঞ্চ হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করানোর জন্য ভিড় উপছে পড়েছে। এক সপ্তাহের মধ্যে সাত লাখেরও বেশি মানুষ এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি ও জরুরি কাগজপত্র
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি – Sahara Refund Portal Registration

সরকারের তরফ থেকে জানানো তথ্য অনুসারে রেজিস্ট্রেশন এর পর প্রায় ৪৫ দিন সময় লাগতে পারে এই টাকা ফেরত পেতে। তবে ততদিন পর্যন্ত আপনাকে একটু তো অপেক্ষা করতে হবে। সবার নীচে সাহারা রিফান্ড পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশান করবেন তার প্রতিটি ধাপ দেখানে হয়েছে

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

কারা কারা সাহারা রিফান্ড নেওয়ার জন্য আবেদন করতে পারেন?

যে সমস্ত ব্যক্তি

  1. সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, লখনৌ (Sahara Credit Cooperative Society Limited, Lucknow),
  2. সাহারায়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড, ভোপাল (Saharayan Universal Multipurpose Society Limited, Bhopal),
  3. স্টার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, হায়দ্রাবাদ (Stars Multipurpose Cooperative society limited, Hyderabad) এবং
  4. হামারা ইন্ডিয়া ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের, কলকাতা (Hamara India Credit Cooperative Society Limited, Kolkata)

তে ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টকারীরা টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

এছাড়াও যাঁদের টাকা পাওয়ার ডিউ ডেট পেরিয়ে গিয়েছে তাঁরাও কিন্তু এই রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। জরুরী ভিত্তিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে যাদের ক্লেমের অ্যামাউন্ট ১০,০০০ টাকা বা তার কম তাদের টাকা ফেরত দেওয়া হবে। আবার যাদের ক্লেমের অংক দশ হাজার টাকার বেশি তাদের ১০,০০০ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

এবার একটা প্রশ্ন আসতেই পারে যে রেজিস্ট্রেশন করার পর তাঁদের রিফান্ড অথবা টাকাটা ফেরত পেয়েছেন কিনা সেটা কিভাবে জানতে পারবেন? তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বিষয় সম্পর্কে:-

একটি মানুষের কাছে তাঁর উপার্জন করা অর্থ কতখানি গুরুত্বপূর্ণ যাঁরা কষ্ট করে উপার্জন করেন তাঁরাই ভালো বোঝেন। এক্ষেত্রে সাহারাতে ফেঁসে যাওয়ার টাকা যদি ফেরত পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির কাছে অনেকটাই আনন্দের।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা: পাবেন ১৫,০০০ টাকা শিল্পী-কারিগররা, আবেদন অনলাইন

রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে ডকুমেন্টস গুলি প্রয়োজন পড়বে:

রিফান্ড নেওয়ার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সাহারা রিফান্ড পোর্টালে। এর জন্য সরকার তার সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন অথবা রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম ফিলাপ করবেন তার পাশাপাশি সমস্ত তথ্য সাহারার স্কিম এ টাকা জমা করার রশিদ ইত্যাদি ডিটেইলস সঠিক দিয়ে থাকেন তাহলে এর ৪৫ দিন পর আপনি টাকা ফেরত পাবেন।

এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সাহারা রিফান্ড পোর্টাল এর মাধ্যমে রেজিস্ট্রেশন করানোর জন্য আপনার মোবাইল নাম্বার আপনার আধার কার্ড এর সাথে এবং আপনার ব্যাংক একাউন্টের সাথে লিংক থাকতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার আপনার ব্যাংক একাউন্ট অথবা আধার কার্ডের সাথে লিংক না হয়ে থাকে তাহলে কিন্তু এই রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না।

• ডিপোজিট সার্টিফিকেট / পাসবুক

• ক্লেম রিকোয়েস্ট ফর্ম

• প্যান কার্ড (যদি আপনি ৫০,০০০ কিংবা তার বেশি টাকা ক্লেম করতে চান তো)

যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে তাহলে রিফান্ড পাওয়ার জন্য আবেদন করার আগে প্যান কার্ড বানিয়ে নিন। তা না হলে রিফান্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন না। এছাড়া আগেই বলা হয়েছে আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়া মোবাইল নাম্বার এবং লিংক হওয়া ব্যাংক একাউন্ট অবশ্যই হতে হবে।

Sahara Refund English Application Form PDF
Sahara Refund English Application Form

সাহারা রিফান্ড আবেদন ফর্ম ডাউনলোড:

Sahara Refund Application Form PDF (English)Download PDF
Sahara Refund Application Form PDF (Hindi)Download PDF

সাহারা রিফান্ড সরকারি নোটিফিকেশন:

সাহারা রিফান্ড পোর্টালের অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন পিডিএফ ফাইলে।

Sahara Refund Official Notification PDF
Sahara Refund Official Notification
Sahara Refund Notification PDF (English)Download PDF
Sahara Refund Notification PDF (Hindi)Download PDF

টাকা যে পেয়ে গিয়েছেন, সেটা জানবেন কিভাবে?

সাহারা পোর্টাল এ আপনি যদি সমস্ত তথ্য সঠিক সঠিক দিয়ে রেজিস্ট্রেশন করে সাবমিট করে থাকেন তাহলে ৪৫ দিন পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। সাহারা রিফান্ড পোর্টাল তে রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার (Acknowledgement Number) দেওয়া হবে।

এই নাম্বারটি আপনার লিংক করা মোবাইল নাম্বারে এসএমএস (SMS) এর মাধ্যমে পাঠানো হবে। ঠিক এইভাবে সরকার আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করার পর আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা করে দেবে। যখনই আপনার ব্যাংক একাউন্টে টাকা চলে আসবে তার একটি এসএমএস আপনি পেয়ে যাবেন।

প্রথমদিকে সকলের ব্যাংক একাউন্টে শুধুমাত্র দশ হাজার টাকা দেওয়া হবে। সে ক্ষেত্রে আপনার ক্লেম এমাউন্ট যত বেশিই হোক না কেন তবুও প্রথমে এই ১০,০০০ টাকাটাই পাবেন। যদি ক্লেম ৫০ হাজার টাকার বেশি হয় তাহলে সে ক্ষেত্রে আপনার প্যান কার্ড এর প্রয়োজন হবে। আর যদি আপনার ক্লেম আরো বেশি হয় তাহলে সেই টাকা ধীরে ধীরে পরবর্তীতে পেয়ে যাবেন। তবে তার জন্য সময় কিছুটা বেশি লাগতে পারে।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন {নতুন}

সাহারা রিফান্ড পোর্টালে রেজিস্ট্রেশন করবেন কিভাবে?

১) এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সর্বপ্রথম সাহারা রিফান্ড পোর্টালের (crcs sahara refund portal) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

সাহারা রিফান্ড পোর্টাল ওয়েবসাইটটি হলো : https://mocrefund.crcs.gov.in/Depositor/Register

২) এরপর হোম পেজে ডিপোজিটর রেজিস্ট্রেশন (Depositor Registration) অপশনে ক্লিক করুন দেখবেন নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে আধার কার্ডের শেষ চারটি সংখ্যা বসিয়ে দিন। এর সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটি উল্লেখ করে রেজিস্ট্রেশন (Registration) করুন।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি ও জরুরি কাগজপত্র
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি ও জরুরি কাগজপত্র

৩) এরপর আবারও হোমপেজে গিয়ে ডিপোজিটর লগইনে (Depositor Login) ক্লিক করুন। এরপর বিনিয়োগকারীদের আধার কার্ড নাম্বারের শেষ চারটি সংখ্যা এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং ক্যাপচা কোড ফিলাপ করে গেট ওটিপিতে (Get OTP) ক্লিক করুন। এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) আসবে সেটা বসিয়ে দিয়ে লগইন করুন।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

৪) এরপর পরবর্তী পেজে বক্সে টিক (✓) মার্ক দিয়ে আই এগ্রিতে (I agree) ক্লিক করতে হবে। এরপর পরবর্তী ধাপে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট (Submit) করলেই আপনার নাম থেকে শুরু করে বিস্তারিত চলে আসবে। এরপর আপনার জিমেইল আইডি (Gmail ID) বসিয়ে দিয়ে নেক্সট (Next) করুন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

এখানে আধার কার্ড থেকে অটোমেটিক ভাবেই ডিটেল এসে যাবে, আপনাকে সঠিক ভাবে ডিটেল চেক করে নিতে হবে।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

৫) এরপরে ক্লেম (Claim) করতে হবে, এর জন্য ক্লেম এর তথ্য ভালোভাবে সেখানে ফিলাপ করুন, কত টাকা ক্লেম করতে চান এবং ডিপোজিট সার্টিফিকেট আপলোড করে এড ক্লেমে (Add Claim) ক্লিক করুন। কিন্তু তার আগে আপনি নীচে দেখানোর মত সাহারাতে জমা করার একটি প্রমাণপত্র আপলোড করতে হবে।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

৬) এরপর ক্লেম রিকোয়েস্ট ফর্ম (Claim Request Form) চলে আসবে। সেটি ডাউনলোড করে আপনার পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিয়ে সেটি আপলোড করুন, এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।

ইন্দিরা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

এই ফর্মটি পুনরায় আপনাকে আপলোড করতে হবে। এই ভাবে

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

৭) অবশেষে আরো একটি নতুন পেজে অথবা পরবর্তী পেজে থ্যাংক ইউ (Thank You) লেখাটি দেখতে পাবেন। এর পাশাপাশি সেখানে ক্লেম রিকোয়েস্ট নম্বর (Claim Request Number) দেখতে পাবেন। এরপর এই নাম্বারটি আপনি ভালোভাবে লিখে রাখতে পারেন অথবা কোথাও সেভ করে রাখতে পারেন, যেটি আপনাকে ভবিষ্যতে অনেকটাই সহযোগিতা করবে।

সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি
সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি

সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন করার পর ৪৫ দিনের মধ্যে আপনার রিফান্ড আধার কার্ড ও মোবাইল নাম্বারের সাথে লিংক করা ব্যাংক একাউন্টে সরাসরি চলে আসবে। এছাড়া যদি আপনার কোন রকম সমস্যা হয় বা সাহারা রিফান্ড পোর্টালে আবেদন করার সময় কোন সমস্যা বা কোন কিছু জানার থাকলে এই টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন।

পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প নতুন আবেদন ও কাগজপত্র

সাহারা রিফান্ড পোর্টাল যোগাযোগ:

সাহারা রিফান্ড পোর্টালে আপনার কোন সমস্যা জানাতে এই টোল ফ্রি নাম্বারে কল করুন:-

1800-103-6891 অথবা 1800-103-6893

যদি আপনি সাহারার চারটি কো অপারেটিভ সোসাইটির বিনিয়োগকারীদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার ফেঁসে যাওয়া টাকা ফেরত পেতে এখনই আবেদন করুন। টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে আপনিও কেন বসে থাকবেন।

অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এই সাহারা রিফান্ড পোর্টালে। এখানে দেওয়া নির্দেশনা অনুসারে আপনি নিজে থেকেই আপনার ল্যাপটপ কম্পিউটার অথবা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন। আর যদি নিজে থেকে আবেদন করতে না পারেন তাহলে আপনার কাছাকাছি কোন সাইবার ক্যাফে (cyber cafe) গিয়ে রেজিস্ট্রেশন অথবা আবেদন করতে পারেন।

5 thoughts on “Sahara Refund Portal Registration – সাহারা রিফান্ড পোর্টাল রেজিস্ট্রেশন পদ্ধতি ও জরুরি কাগজপত্র”

  1. Md Jahangir alam

    Didi amake ghar rer dorkar amake ki ghar dite parben address Enayetpur bus stand district malda Town West Bengal India pin code 732202amar maa baba nai ami anat a6e didi amake kichu help koren didi

  2. didi vai ami to onek din age from filap kore diyechi abas jojonar kintu ekhono aseni ki hoyeche janina… Apni jodi ektu sahajo koren….. Khub valo hoy…
    Amar bari… Daspur 2 Paschim medinipur
    Gram+post – kultikori

  3. Pin c.721153
    daspur 2 Paschim medinipur

    G-p+Kultikori
    Thana – daspur
    Amar ekta barir khub dorkar place didivai payiye debar bebostha korun na..🙏🙏🙏🙏

  4. Uttam kumar khan

    Didi amar akta barir khub darkar jodi dan tha hola khub valo hoto. Gram kamar geria Post Office dingal kamar geria thana Chandra kona 5 no monaharpur 1 Gram panchayat pin no 721232

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top