environmentwb.gov.in 2024 Environment Department of West Bengal

West Bengal Environment Department: আমাদের চারপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিরাজ করে। মানুষের দ্বারা সেই পরিবেশের উন্নতি সাধন হয় আবার সেই পরিবেশ ধ্বংসের মুখেও চলে যেতে পারে।

বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদকে আমরা কাজে লাগিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে, আমাদের প্রয়োজন মিটিয়ে থাকি।

বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ উপাদান, যেমন জলবায়ু, ভূপ্রকৃতি, নদনদী, মাটি, উদ্ভিদ, প্রাণী জগত, সবকিছু মিলিয়ে সুন্দর সামঞ্জস্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ।

Environment Department of West Bengal:

প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রা আরো বেশি সহজ ও উন্নত হয়। সেই প্রকৃতিকে সুন্দর করে তৈরি করাও কিন্তু আমাদের কাজ। তার সাথে সাথে পরিবেশের ভারসাম্য বজায় রাখা, তার পরিবর্তনশীলতা, স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম।

Environment Department of West Bengal
Environment Department of West Bengal

অন্যান্য ডিপার্টমেন্টের মত এই ডিপার্টমেন্টেও এনভায়রনমেন্ট অথবা প্রাকৃতিক পরিবেশ কে রক্ষা করার জন্য আরও বেশি উন্নতি সাধনের জন্য কাজ করে থাকে।

পশ্চিমবঙ্গের অনান্য ডিপার্টমেন্টগুলিঃ

Environment Department এর কাজ:

#১) Environment Department এই ক্রিয়া-কলাপ তৈরি করা হয়েছিল ১৯৮২ সালে। আর এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন মিনিস্টার ইনচার্জ, প্রিন্সিপাল সেক্রেটারি। জনজীবন ও জীব বৈচিত্র আরো ভালো ভাবে তৈরি করা ও পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ কে আরো উন্নত করা।

#২) পরিবেশের ইকোসিস্টেম কে আরো বেশী মজবুত করা।

#৩) পরিবেশ দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ এবং জল দূষণের, হাত থেকে পরিবেশকে বাঁচানোর সক্রিয় কার্যকলাপ সম্পাদন করা।

#৪) কিছু এজেন্টের মাধ্যমে পরিবেশ কে আরো বেশি উন্নতি সাধনের দিকে নিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ক্যাম্প অথবা শিবির তৈরি করে, সাধারণ মানুষদের পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আগ্রহ প্রদান করা হয়।

#৫) বিভিন্ন রকমের উদ্যোগ ও কার্যকলাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশকে আরো বেশি সুজলা-সফলা করে তোলা।

#৬) অযথা যেখানে সেখানে প্লাস্টিক ছড়িয়ে মৃত্তিকা দূষণ থেকে বাঁচার সচেতন বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে।

#৭) তাছাড়া জল দূষণ, বায়ু দূষণ, এসবের দিকে কড়া নজর রাখার দায়িত্ব পালন করে থাকে এই এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট।

#৮) দি ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড পরিবেশ দূষণের বিষয় পরিবেশকে দূষণমুক্ত করার ভূমিকা পালন করে।

#৯) এর মধ্যেও প্রাকৃতিক পরিবেশের উন্নতি সাধনের জন্য বিভিন্ন রকমের বোর্ড কাজ করে যেমন ধরুন-

# The west bengal biodiversity board

# Institute of Environment Studies and wetland management authority

# East kolkata wetlands  management authority

পরিবেশ কে আরো বেশি সুন্দর করে গড়ে তোলার জন্য বিভিন্ন রকমের ফুল, ফল ও ছায়া প্রদানকারী গাছ লাগানো, নদীর জল কে পরিস্কার পরিচ্ছন্ন রাখা,  বায়ু দূষণ যাতে না হয় সে জন্য সেদিকে খেয়াল রাখা, তার সাথে সাথে চাষ-বাস এর জন্য মৃত্তিকা দূষণ থেকে মৃত্তিকা কে রক্ষা করা ইত্যাদি।

এসবের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্টদের পরামর্শ অনুযায়ী জায়গায় জায়গায় প্রশিক্ষণকেন্দ্রে শিবিরে সবাইকে এই সচেতন করে দেওয়া হয়।

পরিবেশ দিবসে ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ থেকে রাস্তার ধারে গাছ লাগানো, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এসব কার্যকলাপ সম্পাদন করা হয় এই ডিপার্টমেন্টের আওতায় থাকা বিভিন্ন সদস্যদের তৎপরতায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটিএনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এর বেশকিছু কাজ করে থাকে।

Environment Department এর ওয়েবসাইট:

https://www.environmentwb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে এনভায়রনমেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন আপনি।

Environment Department এর ওয়েবসাইটের কাজ:

এই ডিপার্টমেন্ট কি কি ধরনের কার্য সম্পাদন করে থাকে, সে বিষয়ে একটি ধারণা পেতে পারেন আপনি। যেমন ধরুন, এই ডিপার্টমেন্ট কিছু সদস্যের মাধ্যমে পরিবেশের জল, বায়ু, মাটি, গাছপালা, ইত্যাদি দূষণমুক্ত ও উন্নতি সাধনের জন্য কাজের দায়িত্ব দিয়েছে।

Environment Department of West Bengal Government
Environment Department of West Bengal Government

সে ক্ষেত্রে আপনি আপনার পাশে, আশেপাশের পরিবেশ কে সুন্দরভাবে সুগঠিত করার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ ও বিভিন্ন তথ্য পেতে পারেন www.environmentwb.gov.in এই ওয়েবসাইট এর ভিতরে সার্চ করে। পরিবেশ সম্পর্কে আপনার বিভিন্ন জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেতে পারেন এই ওয়েবসাইট এর ভিতর।

Environment Department এর বিশেষ কিছু তথ্য:

এই ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট (Independent Charge):

শ্রীমতি রত্না দে নাগ

ঠিকানা: প্রাণিসম্পদ ভবন, 5th floor, LB-2, Sector-lll, Salt Lake, Kolkata- 700098

ফোন নাম্বার: 2335 0238

ফ্যাক্স: 2321 2329

ইমেইল এড্রেস: ps2mosenvironment@gmail.com

এই ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি (Additional Charge):

শ্রী বিবেক কুমার, IAS

ঠিকানা: প্রাণিসম্পদ ভবন, 5th floor, LB-2, Sector-lll, Salt Lake, Kolkata- 700098

ফোন নাম্বার: 2335 2742

ফ্যাক্স: 23 35 02 71

ইমেইল এড্রেস: acsenvwb@gmail.com

এই ডিপার্টমেন্টের Nodal অফিসার:

শ্রী সসীম কুমার বাড়ৈ, স্পেশাল সেক্রেটারি

ঠিকানা: প্রাণিসম্পদ ভবন, 5th floor, LB-2, Sector-lll, Salt Lake, Kolkata- 700098

ফোন নাম্বার: 2337 0223

ফ্যাক্স: 23 5959 54

ইমেইল এড্রেস: baraisasim007@gmail.com, js.env-wb@gov.in

পরিবেশের ভারসাম্য বজায় না থাকলে জীব বৈচিত্রের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। সেই কারণে ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ দূরে রাখার জন্য, প্রকৃতিকে ভালোবাসার পাশাপাশি, তার উন্নতি সাধনে অংশগ্রহণ করার একমাত্র উদ্দেশ্য হলো এই ডিপার্টমেন্টের।

অনেক জায়গায় পরিবেশকে সবুজ করে গড়ে তোলার জন্য সরকারিভাবে মানুষের মধ্যে গাছ বিতরণ করা হয়। যার ফলে পরিবেশ আরো বেশি সবুজ হয়ে ওঠে। গাছপালা, মাটি, জল, বাতাস, কে শুদ্ধ করে রাখতে সরকারিভাবে অনেক সাহায্য পাওয়া যায়।

সেই সাহায্য কে কাজে লাগিয়ে পরিবেশ আরো বেশি উন্নতির শিখরে যেতে পারে। তার জন্য কাজ করে বিভিন্ন সংস্থা ও সেই সংস্থার সদস্যরা। আর এদেরকে পরামর্শ ও পরিচালনা করে পশ্চিমবঙ্গের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট (West Bengal Environment Department)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top