কিভাবে আদালত থেকে উত্তরাধিকার বরখাস্ত করতে পারেন?

যেখানেই Will করা হয়ে থাকে, সেখানেই নানা সমস্যা হয়ে থাকে। সাধারনত প্রায় সব ক্ষেত্রেই উইল নিয়ে প্রশ্ন তোলা হয়। এটাও সত্য যে, অনেক সময় আইনী নানা জটিলতায় কোর্ট থেকে Will বাতিল ঘোষনা করা হয়। যদি আইনী সকল খুঁটিনাটি বিষয় মাথায় রেখে উইল করা হয় তবে, উইল বাতিল করা যায় না। তা না হলে Will এর আইনী দূর্বলতার সুযোগ নিয়ে অন্য কেউ অভিযোগ করে এই Will কোর্ট থেকে বাতিল করে দিতে পারে। 

 

অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, সময়সল্পতার কারনে বা কাজ কমানোর জন্য বা অজ্ঞতার কারনে আমরা উইল করার সময় অনেক গুরুত্বপূর্ন তথ্য উল্লেখ করি না। এতে করে উইলের কার্যকারীতা দূর্বল হয়ে থাকে এবং কোর্টে এই ব্যপারে প্রশ্ন তোলার সুযোগ থেকে যায়।


এজন্য আমাদের উইল করার সময় অনেক কিছু বিবেচনায় নিয়ে তারপর উইল করতে হয়। সেই সাথে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উইল না করলেও অনেক সময় সমস্যা হতে পারে। তাই আমাদের উইল করা নিয়ে বিস্তারিত জানার দরকার, যাতে করে আমাদের করা উইল কোর্টে বাতিল না হয়ে যায়। 

 

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আমরা জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এতে করে আপনারা জমির ক্রয়-বিক্রয়, জমির উত্তরাধিকার আইন নিয়ে বিস্তারিত বিষয়গুলি খুব সহজেই জানতে পারেন।


এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে কিভাবে আদালত থেকে উত্তরাধিকার বরখাস্ত হতে পারে তা নিয়ে আলোচনা করবো। এর ফলে আপনার আজ উত্তরাধিকার কিভাবে আদালত থেকে বরখাস্ত করতে পারে তা জানতে পারবেন এবং ভবিষ্যতে এ সংক্রান্ত বিষয়ে জটিলতা সৃষ্টি হলে আপনারা সহজেই তা থেকে পরিত্রান পাবেন। 

 

আসুন দেখে নিই, কি কি কারনে আদালত থেকে উত্তরাধিকার বরখাস্ত হতে পারে। 

 

১) মৃত্যুর আগে কোন উইল করে না যাওয়া 

এটি সাধারনত উত্তরাধিকার সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি উচ্চারিত সমস্যা। কেউ জানে না, কে কখন মৃত্যুবরন করবে। তাই অনেকেই মৃত্যুর আগে তার সম্পত্তি উইল করে যেতে পারে না।


এতে করে তার উত্তরাধিকারীতা কোন সম্পত্তি কিভাবে পাবে, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়ে থাকে। কোন উইল না করা থাকলে উক্ত সম্পত্তি ভারতীয় হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ এবং ভারতীয় হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনী ২০০৫ অনুযায়ী হয়ে থাকে। 

 

২) Will ভুলভাবে লেখা

উইল আপনি নিজে লিখতে পারেন, কোন আইনজীবীর মাধ্যমে লেখাতে পারেন। কিন্তু উইল লেখায় ভুল হলে সেই উইল তার গুরুত্ব হারাবে। আদালতে এই ত্রুটিপূর্ন উইল বাতিল করে দিতে পারে। তাই আমাদের উইল লেখার সময় খুব যত্ন সহকারে লিখতে হবে, যাতে করে কোন ভুল না হয়। 

 

৩) সকল তথ্য বিস্তারিত ও নির্দিষ্ট করে না লেখা

উইলে সব কিছু নির্দিষ্ট করে লেখা ও বিস্তারিত লেখা অনেকটা গুরুত্বপূর্ন বিষয়। অনেক উইলেই এমন ভুল হয়ে থাকে। তাই উইল লেখার সময় দেখতে হবে, এখানকার সব লেখা ভালো ভাবে বুঝতে পারা যায় কিনা। তা না হলে, ভবিষ্যত প্রজন্ম এই লেখা পড়ে বিস্তারিত বুঝতে পারবে না। 

 

৪) উইল হালনাগাদ না করা

আপনি যদি মনে করেন যে, একবার উইল করা মানেই সব কাজ শেষ। আসলে তা নয়। কোন ব্যক্তির জীবনদশায় যতবার ইচ্ছা উইল সংশোধন করা যায়। তাই অনেক সময়, নতুন কারো জন্ম, কারো মৃত্যু, বিবাহ ইত্যাদি ঘটনার জন্য উইল পরিবর্তন করা লাগতে পারে।


তাই এমন সময় প্রয়োজন ভেদে এই উইল হালনাগাদ করতে হবে। এমন কি আপনি উইল করার পর নতুন জমি ক্রয় করলে, উইল সংশোধন করে উইলে সেই সম্পত্তি তালিকাভুক্ত করতে হবে। 

 

৫) সঠিক পরিচালনাকারী নির্ধারন না করা

আমাদের সমাজে উইল করার সময় এই ভুলটি নিয়মিত করতে দেখি। কোন ব্যক্তি তার সম্পত্তি উইল করার সময় অপেক্ষাকৃত কম বয়সী নির্বাহী নির্ধারন করতে হয়। এবং এমন ব্যক্তিকে নির্ধারন করতে হবে, যিনি মন থেকে এই কাজটি করতে চায়।


তা না হলে অনেক সময় দেখা যায় উইলকারীর বয়সের মানুষকেই পরিচালনাকারী নির্ধারন করা হয়ে থাকে। এটি না করে অপেক্ষাকৃত কম বয়সের মানুষকে এই উইলের পরিচালনাকারী হিসাবে নির্ধারন করা উচিত। 

 

৬) অপ্রাপ্ত বয়স্ক শিশুর জন্য অভিভাবক নিয়োগ না করা

অনেক সময় অপ্রাপ্তবয়স্ক শিশুর নামে উইল করে যাওয়া হয়। কিন্তু তার জন্য কোন অভিভাবক রাখা হয় না। এক্ষেতে অনেক সময় উইলে সমস্যা হয়। কোর্টে এ নিয়ে প্রশ্ন তোলা হয়। তাই উইল করার সময় অপ্রাপ্তবয়স্ক শিশুর জন্য অভিভাবক নির্ধারণ করে দিতে হয়। 

৭) মৃত্যুর আগেই সম্পত্তি দান করা 

অনেক ক্ষেত্রে বাবা মা মৃত্যুর আগেই তার সন্তানদের সম্পত্তি দান করে দিয়ে থাকেন। এতে করে বাবা মা মৃত্যুর আগেই সন্তানরা সম্পত্তির মালিকানা লাভ করে।  তখন অনেক সময় সন্তানরা আর বাবা মায়ের দেখাশুনা করে না এবং সম্পত্তি বিক্রি করে দেয়। তখন বাবা মা অসহায় হয়ে পড়ে। 

 

আজ আমরা আপনাদের সাথে কি কি কারনে আদালতে উইল বাতিল হয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করলাম। এতে করে আপনারা পরবর্তী সময়ে জমি নিয়ে নানা সমস্যার মোকাবেলা করতে পারবেন।


পরবর্তী লেখায় এই বিষয়ের আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে জমি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top