ত্বকের সম্পূর্ণ পরিচর্যায় মসুর ডালের কিছু জাদুকরী প্যাক!

প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে। এবং এগুলোর কার্যকারিতা অবিশ্বাস্য। আমরা বর্তমানে ত্বকের যত্নে বিভিন্ন নাইট ক্রিম, ডে ক্রিম, সিরাম, টোনার, প্যাক, উপটান, ফেসিয়াল কিট ব্যবহার করে থাকি, যা সবার ত্বকে স্যুট যেমন করেনা, তেমনি বিভিন্ন প্বার্শপ্রতিক্রিয়া দেখা দেয়।

কিন্তু আপনি যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাড়িতেই ত্বকের পরিচর্যা করেন তাহলে দ্বিগুন ভাল ফলাফল পাবেন। কিছু কিছু উপাদান তো আপনার চেহারার উজ্জ্বলতা কয়েক শেড বাড়িয়ে দেবে কোনরকম বাড়তি অর্থ ব্যয় ছাড়াই। সকল ধরনের ত্বকেই এসব উপাদান স্যুট করে এবং অল্প সময় ব্যবহারেই আপনি পার্থক্য দেখতে পাবেন। এরকমই একটি উপাদান হচ্ছে মসুর ডাল। এটা আপনি মাল্টিপারপাসে ব্যবহার করতে পারবেন।

ত্বকের ফেসওয়াশ, বডিওয়াশ, ফেস হেয়ার রিমুভাল, স্কিন টাইটেনিং, ব্রাইটেনিং, ইত্যাদি বিভিন্ন সুবিধা পেতে আপনি মসুর ডালের প্যাক ব্যবহার করতে পারেন। সুপ্রিয় পাঠক আজ আমরা ত্বকের পরিপূর্ন যত্নে মসুর ডালের কিছু জাদুকরী প্যাক নিয়ে আমরা আজ আলোচনা করব। চলুন দেরী না করে আলোচনা শুরু করা যাক।

ত্বকের পরিপূর্ন পরিচর্যায় মসুর ডালের প্যাক

১. মসুর ডাল, বেসন ও হলুদের প্যাক

মসুর ডালে রয়েছে ত্বক মসৃন, উজ্জ্বল,  টাইট ও চকচকে করার ক্ষমতা। বেসনে রয়েছে ত্বক গভীরভাবে পরিষ্কার ও উজ্জ্বল করার ক্ষমতা। হলুদ ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনে, রোদে পোড়াভাব দূর করে। এই চমৎকার প্যাকটি তৈরি করতে একটি বাটিতে তিন চা চামচ মসুর ডাল বাটা,আধা চা চামচ হলুদ গুড়া, এক চা চামচ বেসন নিয়ে ভালভাবে মিশ্রন তৈরি করুন।

এরপর মুখে লাগিয়ে কিছুক্ষন ঘড়ির কাটার উল্টাদিকে ঘষুন। এরপর ১০-১৫ মিনিট মুখে রেখে কুসুম জলে মুখ ধুয়ে ফেলুন। আপনার ত্বকে যত দাগছোপই থাকনা কেন এই প্যাক ব্যবহারে ত্বক হবে দাগমুক্ত ও কয়েক শেড ফর্সা। সবচেয়ে ভাল ফল পেতে প্রতি সপ্তাহে তিনদিন এটা ব্যবহার করুন।

২. মসুর ডাল, কলা ও মধুর প্যাক

পাকা কলা ত্বকের ময়লা ও অবাঞ্চিত লোম দূর করে। একদিন ব্যবহারে আপনার মুখের লোম দূর হবেনা, কিন্তু নিয়মিত ব্যবহারে আপনার মুখের লোম গজানো ও বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। মসুর ডাল বাটার সাথে পাকা কলা ও মধু মিশিয়ে তৈরি করতে পারেন জাদুকরী প্যাক।

একটি বাটিতে তিন চা চামচ মসুর ডাল বাটা, একটা পাকা কলার অর্ধেক এবং দুই চা চামচ মধু নিয়ে ভালভাবে মিশ্রন তৈরি করুন। পরিষ্কার মুখে এটা লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর শুকিয়ে গেলে হালকা ঘষে কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক পার্লারের ফেয়ার পলিশ করানোর মতই উজ্জ্বল ও চকচকে দেখাবে।

৩. টকদই ও মসুর ডালের প্যাক

মসুর ডাল শুধু যে মুখের ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করা হয় তাই নয়, আপনি চাইলে শরীরের ত্বকের যেকোন অংশে মসুর ডালের প্যাক ব্যবহার করতে পারেন। এটা ত্বকের ময়লা, মৃতকোষ, অসমান রংয়ের সমস্যা দূর করে ত্বক করে তুলবে ভেলভেটের মত নরম ও কোমল।

এটা তৈরি করতে একটি বাটিতে ৫ টেবিল চামচ মসুর ডাল বাটা, ৩ টেবিল চামচ দই, এক টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রন তৈরি করুন। তারপর গায়ের ত্বকে লাগিয়ে ভালভাবে রাব করুন। এরপর ৫-১০ মিনিট রেখে কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। ত্বক মুছে ভাল ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক হবে পার্লার থেকে মেনিকিউর ও পেডিকিউর করার মত উজ্জ্বল ও ঝলমলে।

৪. মসুর ডাল ও বাদাম তেল

ত্বকের ময়লা, অতিরিক্ত লোম, কালচে ভাব দূর করার জন্য মসুর ডালের আরও একটি জাদুকরী প্যাক রয়েছে।  এটা বানাতে একটি বাটিতে তিন টেবিল চামচ মসুর ডাল,  দুই চা চামচ বাদাম তেল, এক চা চামচ বেসন মিশিয়ে নিন। মিশ্রনটি মুখের ত্বকে বা গায়ের ত্বকে যেকোন স্থানে ব্যবহার করতে পারেন।

একটু ঘুরিয়ে ম্যাসাজ করার পর রেখে দিন ১৫ মিনিট। তারপর প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন প্যাকটি ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

৫.  মসুর ডাল ও কাচাদুধের প্যাক

ত্বক যদি প্রাকৃতিকভাবে স্ক্রাব করতে চান তাহলে মসুর ডাল বাটার সাথে কাচাদুধ ও গুড়া চিনি মিশিয়ে স্ক্রাবার তৈরি করে নিতে পারেন। এটা ত্বকে ব্যবহার করলে ত্বকের ময়লা, মৃতকোষ পরিষ্কার হওয়ার সাথে সাথে ত্বকের আদ্রতাও বজায় থাকবে।

উপসংহার

বর্তমান কর্মব্যস্ত জীবনে আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে রুপচর্চার প্রবনতা কমে গেছে। আমরা ভাবি বিভিন্ন নামীদামি ব্র‍্যান্ডের প্রোডাক্ট ও পার্লারে গেলেই ত্বকের পরিপূর্ন যত্ন নেওয়া সম্ভব। এটা ভুল ধারনা। মসুর ডালের উপরিউক্ত প্যাকগুলো দিয়েই মুখ থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরের পরিপূর্ন যত্ন নিতে পারবেন।

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। এরকম আরও চমৎকার পোস্ট পেতে আমাদের কমেন্ট করতে পারবন। আমরা অবশ্যই আপনাদের জন্য উপযোগী পোস্ট নিয়ে আবার হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top