পুজোয় মেয়েদের পোশাক বাছাইয়ের রইলো কিছু টিপস [দুর্গা পুজা স্পেশাল]

শরৎকাল এলেই আসে দূর্গোৎসবের আমেজ। বৃষ্টি ভেজা সবুজ ঘাস মাড়িয়ে প্রকৃতি কিন্তু সেজে ওঠে অন্যরকম রূপে। পরিষ্কার নীল আকাশ, তার মাঝে সাদা মেঘের ভেলা মন ভাল করার মত পরিবেশ। কাশফুলের বন যেন মেলা বসিয়েছে। চারিদিকে থই থই জলের মধ্যে শাপলা, পদ্ম ফুটে মনোরম পরিবেশের সৃষ্টি করেছে।

Fashionable Clothes for Women
Fashionable Clothes for Women

দুর্গোৎসবে সবচেয়ে বেশি আনন্দের বিষয় হল কম বয়সীদের এই সময় যেন তাদের ডানা মেলে উড়ে বেড়ানোর সময়। করোনা মহামারীর মধ্যে দুর্গোৎসব মানুষের মনে একটু খানি হলেও আশার আলো জ্বাগিয়েছে, নতুন করে জীবন শুরু করার। এমন উৎসবের দিনে নারীরা হয়ে ওঠেন অপরূপা।

তাই পুজোতে নারীদের ফ্যাশনেবল থাকার জন্য কিছু উৎসবের পোশাক সম্পর্কে জানা যাক-

১) শাড়ি :

বাঙ্গালী মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি। দৈনন্দিন জীবন হোক অথবা কোনো উৎসবের দিন শাড়িতে যেন তাদের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। সেই কারণে উৎসবের দিনগুলিতে নিজেকে বিভিন্ন রকম শাড়িতে সাজিয়ে তুলতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B085HS2G7N&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B085HS2G7N

যেমন ধরুন, তাঁত, তাঁত সিল্ক, কাতান সিল্কক, অথবা মধুবনী শাড়ি, কাঁথা স্টিচ, সিল্ক্ক, মসলিন, বেনারসি, জারদৌসি, কটন, আরও বিভিন্ন রকম পছন্দের রঙের সাথে মিলিয়ে পছন্দের শাড়ি পরতে পারেন উৎসবে দিনগুলিতে।

তার সাথে অবশ্যই পড়তে ভুলবেন না ডিজাইনার ব্লাউজ, যেগুলো আপনাকে সবার মাঝে ট্রেন্ডি করে তুলবে। এখন সব জায়গাতেই ডিজাইনার ব্লাউজ এর কদর বাড়তে শুরু করেছে। অন্যান্য পোশাকের সাথে সাথে দশমীর দিন সিঁদুর খেলায় লাল পাড় সাদা শাড়িতে আপনাকে কিন্তু বেশ মানাবে, আর এই ঐতিহ্য সব বাঙালি মেয়েরাই কমবেশি পালন করে থাকেন।

কালেকশন দেখুন

২) লেহেঙ্গা:

শাড়ির পরে কিন্তু লেহেঙ্গার জায়গাটা পাকাপাকিভাবে থাকতে শুরু করেছে। বিভিন্ন রকমের ডিজাইনের লেহেঙ্গা আজকাল মেয়েদের একেবারে পছন্দের শীর্ষে স্থান করে নিয়েছে।

q? encoding=UTF8&ASIN=B08K2M2M41&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08K2M2M41

উৎসবের দিনগুলিতে যেকোনো দিন লেহেঙ্গাতে সাজিয়ে তুলতে পারেন নিজেকে।

কালেকশন দেখুন

৩) আনারকলি :

আনারকলি ড্রেস সব মেয়েরাই কমবেশি পছন্দ করেন। উৎসবের দিনে মানানসই মেকাপের সাথে সুন্দর রং ও স্টাইলের আনারকলি আপনাকে সুন্দর লুক উপহার দেবে।

q? encoding=UTF8&ASIN=B083DXY3V1&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B083DXY3V1

সুতির হোক অথবা নেট বা অন্য কোন উজ্জ্বল কাপড় এর আনারকলি উৎসবের দিনে আপনি বেছে নিতে পারেন।

কালেকশন দেখুন

৪) ফ্যাশনেবল গাউন :

গাউন ওয়েস্টার্ন পোশাক হলেও বাঙালি মেয়েরা কিন্তু রমরমিয়ে পড়ছে। তাতে স্বচ্ছন্দবোধ যেমন আছে তেমনি স্টাইলিশ লুক ত বজায় থাকেই।

q? encoding=UTF8&ASIN=B08SKB6RCG&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08SKB6RCG

জর্জেট, শিফন, নেট, সুতির যেকোনো ধরনের গাউন আপনি পড়তে পারেন পুজোর কটা দিনে। এখনতো সুন্দর ভেলভেট এর গাউনও মার্কেটে এভেলেবেল।

কালেকশন দেখুন

৫) সারারা :

ইদানিং সারারা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সারারা পোশাকে আপনাকে অনেক স্লিম এবং স্টাইলিশ লাগবে সবার মাঝে।

q? encoding=UTF8&ASIN=B08R7N5J3P&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08R7N5J3P

সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন উৎসবের দিনে।

কালেকশন দেখুন

৬) জিন্স টপ :

সারা বছরের মতো পুজোতেও কিন্তু জিন্স টপ পড়তে পারেন।

q? encoding=UTF8&ASIN=B084P6MP9F&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B084P6MP9F

এটাকে বাদ দিলে হবে না, সুন্দর জিন্সের সাথে স্টাইলিশ ওয়েস্টার্ন লুকের কোন টপ আপনি পড়তে পারেন।

কালেকশন দেখুন

৭) স্কার্ট :

এখন তো বিভিন্ন রকমের স্কার্ট ফ্যাশনে ইন। শর্ট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে লং, সমস্ত রকমের স্কার্ট মেয়েদের পছন্দের পোশাকের মধ্যে একটি অন্যতম পোশাক।

q? encoding=UTF8&ASIN=B07LG4LBSC&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07LG4LBSC

টি-শার্ট, লেডিস শার্ট, অথবা টপের সাথে স্কার্ট গুলি বেশ মানিয়ে যায়।

কালেকশন দেখুন

৮) চুরিদার :

q? encoding=UTF8&ASIN=B081Z6KD7Y&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B081Z6KD7Y

উৎসবের দিনে নিজেকে মানানসই ঐতিহ্যবাহী এবং রুচিসম্মত লুক দেওয়ার জন্য বিভিন্ন স্টাইলের চুরিদার পছন্দ করে নিতে পারেন।

কালেকশন দেখুন

৯) প্রিন্টেড পোশাক :

q? encoding=UTF8&ASIN=B08K971PY6&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08K971PY6

বিভিন্ন রকমের প্রিন্টেড পোশাক, সেটা হতে পারে কোনও ওয়েস্টার্ন ড্রেস অথবা স্কার্ট্ট, চুরিদার যাই হোক না কেন, বিভিন্ন রকমের প্রিন্ট করার জন্য ড্রেসগুলি আকর্ষণীয় হয়ে উঠতে পারে সকলের মাঝে।

কালেকশন দেখুন

১০) জিন্স ওয়েস্টার্ন ড্রেস :

q? encoding=UTF8&ASIN=B0864GWYF9&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0864GWYF9

উৎসবের দিনে জিন্স অথবা ডেনিম ওয়েস্টার্ন ড্রেস আপনার স্টাইলিশ লুক বজায় থাকার পাশাপাশি কম্ফোর্টেবল ফিল তো করবেনই, তার সাথে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বেস্ট অপশন।

কালেকশন দেখুন

১১) ওভারকোট :

কোন স্লিভলেস ড্রেস অথবা সাধারণ ড্রেসের সাথে যে ড্রেসের সাথে ওভারকোট চলে তার সাথে অনায়াসেই পড়তে পারেন বিভিন্ন রকমের স্টাইলিশ ওভারকোট।

q? encoding=UTF8&ASIN=B08CHMV183&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08CHMV183

সেটা নেটের হতে পারে অথবা ডেনিম অথবা কোন স্টাইলিশ লেদারের। তাহলে কিন্তু আপনার লুকটা অনেকটাই স্টাইলিশ হয়ে উঠবে।

কালেকশন দেখুন

১২) জুতো :

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুজোর দিনগুলিতে বেশি পরিমাণে হাঁটাহাঁটি করার ফলে আরামদায়ক জুতো টাই বেছে নেওয়াটা জরুরি।

q? encoding=UTF8&ASIN=B07Q5MDZG7&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07Q5MDZG7

এ ক্ষেত্রে গাড়িতে করে কোথাও ঘুরতে গেলে তখন আপনি আপনার পছন্দের হিল জুতো পরতেই পারেন।

কালেকশন দেখুন

১৩) এক্সোসরিজ :

ফ্যাশনেবল পোশাকের সাথে সাথে আপনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এক্সেসরিজ এর উপর।

q? encoding=UTF8&ASIN=B08T64VPNC&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08T64VPNC

শাড়ি হোক অথবা জিন্স, ওয়েস্টার্ন কোন ড্রেস, যাই বলুন না কেন তার সাথে মানানসই অ্যাক্সেসরিজ না হলে সাজ টা যেন সম্পূর্ণ হয় না, তাই না? তাই হাতের পার্স থেকে সানগ্লাস, সব কিছুর দিকে উৎসবের আমেজ বজায় রেখে নজর দেওয়াটা জরুরি।

কালেকশন দেখুন

১৪) জুয়েলারি :

উৎসবের দিনে জুয়েলারি পরবেন না এটা তো কোনমতেই হতে পারে না, তাই না! শাড়ির সাথে মানানসই জুয়েলারি, গাউন এর সাথে এবং লেহেঙ্গার সাথে সম্পূর্ণ জুয়েলারি আপনাকে আপনার কালেকশনে রাখা জুয়েলারি দিয়ে সাজিয়ে তুলতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B07DFNQD2Z&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07DFNQD2Z

নিশ্চয়ই পুজোর কেনাকাটা করার সময় জুয়েলারির দিকটা বিশেষভাবে খেয়াল রেখেছিলেন, কি তাইতো! কানের বড় ঝুমকো থেকে হাতের একগাছা চুড়ি ও বেসলেট পর্যন্ত মানানসই জুয়েলারিতে সাজিয়ে তুলুন নিজেকেে, উৎসবের দিন গুলিতে।

কালেকশন দেখুন

আরতো বেশি বাকি নেই, নিজেকে অপরূপা করে তুলতে কোন দিন কেমন সাজবেন তেমন পরিকল্পনা নিশ্চয়ই করা হয়ে গেছে! সেভাবেই নিজেকে ফ্যাশনেবল ও রঙিন করে সাজিয়ে তুলুন দুর্গোত্সবের প্রত্যেকটি দিনে। আপনার পুজো কাটুক ফ্যাশনেবল, সুন্দর ও সুস্থ ভাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top