পুরুষদের পুজোর ফ্যাশন, এখনের ট্রেন্ডি পোশাকগুলি দেখুন [দুর্গা পুজা স্পেশাল]

সারাবছর কাজে ব্যস্ত থাকার পর এই কটা দিন তো একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়। কারণ ছুটির পাশাপাশি উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। তার সাথে খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা, ঘুরতে যাওয়া, তার সাথে ফ্যাশনেবল উৎসবের পোশাক সব কিছু মিলিয়ে বেশ আনন্দে কাটে দিনগুলি।

Fashionable Clothes for Men
Fashionable Clothes for Men

ফ্যাশন অথবা পুজোর ফ্যাশন, কথা উঠলে প্রথমত মেয়েদের কথাটাই মাথায় আসে, তাইতো! শাড়ি, লেহেঙ্গা, গয়না এসব বিষয়।তবে এর পাশাপাশি ছেলেরা আজ কম যায় না, সেটাও কি খেয়াল আছে? পুরুষরাও আজ ফ্যাশন জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। ঐতিহ্যবাহী পোশাক হোক অথবা ওয়েস্টার্ন পোশাক, সবেতেই এখন পুরুষরা নিজেদের ফ্যাশনেবল করে তুলেছেন।

তাই পূজার ফ্যাশনে পুরুষদের কিছু পোশাক সম্পর্কে চলুন তাহলে জানা যাক-

১) ক্রপ ট্রাউজার :

মহিলাদের পাশাপাশি পুরুষরাও কিন্তু এই পোশাকে নিজেদের বেশ ফ্যাশনেবল করে তুলেছেন। গোড়ালি দেখা যাওয়া এই ধরনের প্যান্ট এখন প্রত্যেক পুরুষরাই ব্যবহার করছেন দৈনন্দিন জীবন থেকে উৎসবের দিন পর্যন্ত।

q? encoding=UTF8&ASIN=B07BVQPLHF&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07BVQPLHF

এটাতে বেশি তারা স্বচ্ছন্দ বোধ করেন। আরামদায়ক এর পাশাপাশি বৃষ্টির হালকা জমা জলেও কিন্তু আপনার পোশাক সুরক্ষিত থাকবে। তার সাথে আপনার পছন্দের জুতোটাও কিন্তু আকর্ষণীয় লাগবে সবার চোখে। তবে পোশাকের পাশাপাশি জুতোর দিকটাও কিন্তু বিশেষ খেয়াল দেবেন।

কালেকশন দেখুন

২) ঢিলেঢালা পোশাক :

ঢিলেঢালা পোশাক এখন ফ্যাশন জগতে ট্রেন্ড করছে। স্লিম ফিট, স্টেটফিট, এইসব পোশাক বাজারে প্রচুর পরিমাণে থাকলেও ঢিলেঢালা পোশাকের কদর কিন্তু দিন দিন বেড়েই চলেছে।

q? encoding=UTF8&ASIN=B0972VXFLY&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0972VXFLY

এই ধরনের পোশাক উৎসবের দিনে মাতিয়ে তুলবে সকলকে। তার সাথে আপনার হ্যান্ডসাম লুকটাও কিন্তু বজায় থাকল।

কালেকশন দেখুন

৩) সিল্ক অথবা সাটিন পোশাক :

q? encoding=UTF8&ASIN=B07KVXCR68&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07KVXCR68

সাটিন ট্রাউজার, প্যাটার্ন্ড সিল্ক স্যুট, তার সাথে জ্যাকেট এইসব পুরুষদের পছন্দের তালিকায় থাকতে পারে।

কালেকশন দেখুন

৪) পোশাকের রং বাছাই :

আপনি যদি পোশাকের রঙ নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার জন্য বেশকিছু রঙের কালেকশন রইল যেমন, লাল হলুদ নীল পুজোর রং না হলে, তাছাড়া পছন্দ করতে পারেন স্টোন, বেজ,  বার্গান্ডি, ক্রিম, ধূসর, স্কাই ব্লু, অলিভ গ্রীন, ইত্যাদির মত আর্থ কালার আপনার পছন্দ হতে পারে।

q? encoding=UTF8&ASIN=B07HK7SMGC&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07HK7SMGC

তবে একটা কথা মাথায় রাখবেন, হালকা বেসিক রঙের সাথে উজ্জ্বল প্যাটার্নও রাখতে পারেন আপনার পোশাকে।

কালেকশন দেখুন

৫) ধুতি পাঞ্জাবি :

উৎসব মানেই তার একটা আলাদা আমেজ, পুজোর কটা দিনের মধ্যে একটা দিন অন্তত ধুতি-পাঞ্জাবি বাঙ্গালীদের পড়তেই হবে, না হলে যেন পুজোটাই সম্পূর্ণ হয় না।

q? encoding=UTF8&ASIN=B08KNW24LL&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08KNW24LL

অষ্টমীতে অঞ্জলি দেওয়ার পাশাপাশি কব্জি ডুবিয়ে খাওয়ার মত অনুষ্ঠানে ধুতি-পাঞ্জাবি তে যে কোন পুরুষকে করে তুলবে সবচেয়ে বেশি আকর্ষণীয়।

কালেকশন দেখুন

৬) কুর্তা পাজামা :

এই পোষাকেও আপনাকে বেশ মানাবে। এখন আবার বিভিন্ন কাটিং এর কুর্তা পেয়ে যাবেন অনায়াসেই। আপনার পছন্দের এবং শরীরের গঠন অনুযায়ী বেছে নিতে পারেন বিভিন্ন রকমের স্টাইলিশ কুর্তা।

q? encoding=UTF8&ASIN=B082J3TTQ5&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B082J3TTQ5

তবে কুর্তা শুধুমাত্র পাজামার সাথে পড়লেই যে হবে তা কিন্তু নয়, আপনি জিন্স এর সাথেও পড়তে পারেন অনায়াসেই। তাতে কিন্তু আপনার লুক আরো বেশি বেড়ে যাবে, আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে।

কালেকশন দেখুন

৭) শার্ট :

শার্ট এর মাধ্যমে কিন্তু বরাবরই পুরুষরা একটু বেশি আকর্ষণীয় হয়়। কারণ ফুলহাতা শার্ট আপনার সম্পূর্ণ লুকটাই চেঞ্জ করে দিতে পারে।

q? encoding=UTF8&ASIN=B097MVH4JN&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B097MVH4JN

বিভিন্ন রকমের প্লেইন, ছাপা, অথবা চেক শার্ট আপনার উৎসবের পোশাক হিসেবে বেছে নিতে পারেন।

কালেকশন দেখুন

৮) টি-শার্ট :

q? encoding=UTF8&ASIN=B08N5SVFQ4&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08N5SVFQ4

টি-শার্ট এখন বৈচিত্র্যময় হয়ে উঠেছে। রংবেরঙের এবং বিভিন্ন স্টাইলের টি-শার্ট আপনার নজর কাড়বেই।

কালেকশন দেখুন

৯) ওয়েস্টার্ন পোশাক :

q? encoding=UTF8&ASIN=B07B8PCNYM&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07B8PCNYM

ঐতিহ্যময় পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও কিন্তু উৎসবের দিনে হতে পারে আপনার প্রিয় পোশাক।

কালেকশন দেখুন

১০) হাফ কোট :

স্টাইলিশ লুক বজায় রাখার জন্য পুরুষদের হাফ কোট বেশ মানানসই।

q? encoding=UTF8&ASIN=B07H73DDPF&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07H73DDPF

বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পুজোতে কিন্তু পরতে পারেন কোন শার্ট এর সাথে হাফ কোট।

কালেকশন দেখুন

১১) চুড়িদার পাঞ্জাবি :

কারুকার্য দিয়ে ভরা এই চুড়িদার পাঞ্জাবি আপনার পুজোতে পছন্দ হতেই পারে।

q? encoding=UTF8&ASIN=B08K3JP6YR&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08K3JP6YR
তার সাথে সুন্দর ডিজাইনের  ওড়না গলায় জড়ালে বেশ মানাবে আপনাকে।

কালেকশন দেখুন

১২) জুতো :

পুজোর দিনগুলিতে কিন্তু বেশি হাঁটাচলা করতে হয়়, ঠাকুর দেখা থেকে প্যান্ডেল দেখা ও ঘোরাঘুরি, অনেক জায়গায় যেতে হয়়, বেশিরভাগ জায়গায় কিন্তু যেতে হবে হেঁটে।

q? encoding=UTF8&ASIN=B08ZL22X32&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08ZL22X32

সেক্ষেত্রে জুতোটাা আরামদায়ক হলে বেশ ভালই হয়, তাইনা? স্টাইলিশ ‘শু’ অথবা ফ্যাশনেবল কোন জুতো আপনার পছন্দের পরতে পারেন। তবে সেটা যেন অবশ্যই আরামদায়ক হয়ে থাকে।

কালেকশন দেখুন

১৩) এক্সোসরিজ :

পোশাকের পাশাপাশি এক্সারসাইজের দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখাটা জরুরি। কেননা সম্পূর্ণ ফ্যাশন দেওয়ার জন্য স্টাইলিশ পোশাকের সাথে সাথে অ্যাক্সেসরিজ টাও বিশেষ গুরুত্ব পালন করে।

q? encoding=UTF8&ASIN=B01J04I5SA&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B01J04I5SA

সানগ্লাস, বেল্ট, ঘড়ি, ব্রেসলেট, ওয়ালেট, সবকিছুই কিন্তু একসাথে সংমিশ্রণ হয়ে আপনাকে উৎসবে দিনগুলিতে স্টাইলিশ ও হ্যান্ডসাম করে তুলবে।

কালেকশন দেখুন

তাছাড়া সব পোশাকের পাশাপাশি পুরুষদের শারদীয় উৎসবে পাঞ্জাবিই সেরা। ছেলেরা ষষ্ঠী তে শার্ট, টি-শার্ট প্যান্ট, সপ্তমীতে কুর্তা পাজামা, অষ্টমী এবং দশমীতে পরতে পারেন আপনার পছন্দের ধুতি পাঞ্জাবি।

নবমীতে সেজে উঠুন নিজের পছন্দের উৎসবের পোশাকে। তার সাথে দেদার আড্ডা খাওয়া-দাওয়া হই হুল্লোর তো রয়েছেই। তবে প্রতিটি পোশাক যেন রুচিশীল ডিজাইন এবং দৃষ্টিনন্দন, কম্ফোর্টেবল এবং আকর্ষনীয় হয়ে থাকে।

উৎসবের দিনে পোশাক গুলি যেন হয় আরামদায়ক। পুজোর ফ্যাশন মানে শুধুমাত্র পোশাক নয়। ফ্যাশন অথবা সাজ একটা সাধ ও সাধ্যের মধ্যে সুন্দর সংমিশ্রণ। পোশাক, ব্যাগ, জুতো, এক্সেসরিজ, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার ফ্যাশনটা প্রকাশ পায়।

যেকোনো উৎসব মানেই সাজ-পোশাকের কিন্তু একটা আলাদা মহিমা রয়েছে। তবে বিশেষ করে পুজোর পোশাকে আলাদা মাত্রা যোগ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top