এবার পুজোয় বাচ্চা মেয়েদের স্টাইলিশ কিছু পোশাক [দুর্গা পুজা স্পেশাল]

পুজোর আর মাত্র কটা দিন বাকি। অপেক্ষার অবসান হতে চলেছে কিছুদিন পর। পুজোয় সবার পাশাপাশি বাচ্চা মেয়েরাও কিন্তু পোশাক বাছাইয়ের দিক থেকে পিছিয়ে নেই। তাদের পছন্দ দিন দিন আরো বেশি স্টাইলিশ ও ফ্যাশনেবল এর দিকে যাচ্ছে।

Fashionable Clothes for Kids Girls
Fashionable Clothes for Kids Girls

পুজোর কটা দিনের জন্য পোশাক বাছাই করতে গিয়ে বাবা-মায়েদের একেবারে নাজেহাল অবস্থা। ছোট্ট মেয়েটির বায়না এবং তার পছন্দ  একেবারে হিমশিম খাইয়ে দিচ্ছে বাবা-মায়েদের।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, এবার পুজোয় আপনার ছোট্ট মেয়েকে কিভাবে সাজিয়ে তুলবেন তার পছন্দের পোশাক দিয়ে-

১) লেহেঙ্গা :

সাধারণত ছোট বাচ্চা মেয়েদের পোশাক বড়দের অনুকরণে তৈরি করা হয়। এক কথায় বলা যেতে পারে বড়দের পোশাকের ক্ষুদ্র সংস্করণ হল ছোটদের পোশাক।

q? encoding=UTF8&ASIN=B09CLJ6B1K&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B09CLJ6B1K

তবে বিভিন্ন রকমের লেহেঙ্গার সাথে ছোট্ট মানানসই দুপাট্টা অথবা ওড়না তাকে বেশ মানাবে। তার পছন্দ অনুযায়ী লেহেঙ্গা পেয়ে যাবেন আপনি যেকোনো জায়গায়।

কালেকশন দেখুন

২) ডান্সিং ফ্রক :

ঘের যুক্ত ডান্সিং ফ্রক প্রত্যেক বাচ্চা মেয়েরা ভীষণ পছন্দ করে।

q? encoding=UTF8&ASIN=B085CTDGZD&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B085CTDGZD

তারা আনন্দে লাফিয়ে উঠতে আর ডান্স করতে এই ফ্রক তাদের বেশি উৎসাহিত করতে পারে।

কালেকশন দেখুন

৩) কালারড আঙ্কেল জিন্স :

বিভিন্ন রকমের জিন্স ছোট বাচ্চা মেয়েদের ফ্যাশনকে বাড়িয়ে তোলে অনেকটাই। বিভিন্ন রকম কালারে আপনি পেতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B08GJN31L8&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08GJN31L8

যেহেতু বাচ্চা, তাই বিভিন্ন রকম কালার তাদেরকে আরো বেশি কালারফুল করে তুলবে।

কালেকশন দেখুন

৪) আমব্রেলা কাট ফ্রক :

এই ধরনের ফ্রক গুলি একটু ঘুরলেই ছাতার মতো দেখায়। তাইতো এই সব ফ্রক গুলির নাম আমব্রেলা ফ্রক। এগুলি শর্ট অথবা একটু লং হতে পারে।

q? encoding=UTF8&ASIN=B08WK7CGLC&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08WK7CGLC

সেটা আপনার শিশুর ওপর নির্ভর করবে, তার শরীরের গঠন অনুযায়ী আপনি এ ধরনের ফ্রক বেছে নিতে পারেন, পুজোর দিনে তাকে বেশ বারবি ডলের মতো লাগবে।

কালেকশন দেখুন

৫) রাজস্থানি ঘাঘড়া চোলি :

এই ধরনের ঘাগড়া চলি, রংবেরঙের ছাপা পেইন্টিং এর সাথে সাথে আয়না বসানো কাজ থাকে। সে ক্ষেত্রে কিন্তু একটু হালকা আলো পড়লেই ঝলমলিয়ে উঠতে পারে আপনার ছোট্ট মেয়েটির পোশাক।

q? encoding=UTF8&ASIN=B08GHHFT72&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08GHHFT72

সেইসাথে উৎসবের দিনে নিজেকে জাঁকজমকপূর্ণ লুক দেওয়ার  জন্য বাচ্চা মেয়েরা এই ধরনের পোশাক বেশ পছন্দ করে। তাছাড়া রাজস্থানী ঘাগরা চলি তে ওড়না থাকে, যেটা বাচ্চা মেয়েদের সবচেয়ে পছন্দের বিষয়।

কালেকশন দেখুন

৬) হট প্যান্ট সেট :

আপনার ছোট্ট মেয়েটির জন্য হট প্যান্ট সেট অথবা শর্টপ্যান্ট সেট দিতে পারেন। সে ক্ষেত্রে তার কিউট লুক বজায় থাকার পাশাপাশি তাকে বেস্ট স্টাইলিশ লাগবে এই পোশাকে।

q? encoding=UTF8&ASIN=B08RF15P9H&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08RF15P9H

কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই পোশাক বেশ ভালো, তার পাশাপাশি উৎসবের দিনে বেশ লাগবে তাকে।

কালেকশন দেখুন

৭) স্কার্ট :

লং স্কার্ট হোক অথবা শর্ট স্কার্ট, মেয়েদের এই পোষাকে আলাদা রকম স্টাইলিশ লাগে। ছোট মেয়েদের জন্য সুন্দর দেখে রঙ বেরঙের স্কার্ট দিতে পারেন উৎসবের দিনে আরো বেশি রঙিন হয়ে ওঠার জন্য।

q? encoding=UTF8&ASIN=B08M5JCX5X&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08M5JCX5X

তার সাথে পড়তে পারে কোন লেডিস গেঞ্জি অথবা সুন্দর দেখে টপ।

কালেকশন দেখুন

৮) চুরিদার :

বড়দের মতো ধাঁচে তৈরি চুরিদার বাচ্চা মেয়েদের জন্য এখন মার্কেটে এভেলেবেল।

q? encoding=UTF8&ASIN=B07PQKWDY5&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07PQKWDY5

মানানসই মাপে এই পোশাক কিনে তার সাথে ওড়না সুন্দর করে পিন আপ করে দিলেই উৎসবের দিনে আপনার ছোট্ট মেয়েটির সাজ কমপ্লিট।

কালেকশন দেখুন

৯) মা ও মেয়ের এক সাজ :

এখন আবার ফ্যাশন জগতে ট্রেন্ড করছে বাবা মা এর সাথে মিলিয়ে শিশুদের পোশাক ম্যাচ করে পরা।

q? encoding=UTF8&ASIN=B09HKYVMBG&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B09HKYVMBG

তাই মায়েরা যে পোশাক পরবেন একই রঙের একই ধাঁচের পোশাক আপনার ছোট্ট মেয়েটির জন্য তৈরী করে নিতে পারেন। সে ক্ষেত্রে একসাথে বের হলে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন অনায়াসেই।

কালেকশন দেখুন

১০) সুতির কাজ করা ফ্রক :

হালকা সাজে নিজেকে সাজাতে চাইলে ছোট মেয়েরা সুতির কাজ করা ফ্রক পরতে পারে।

q? encoding=UTF8&ASIN=B085CV1JWT&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B085CV1JWT

এগুলো কিন্তু বেশ দেখতে হয়। সুন্দর দেখে রং বাছাই করে নিতে পারলেই আরামদায়ক হবে এই ফ্রক।

কালেকশন দেখুন

১১) লেগিংস :

বিভিন্ন রকমের লেগিংস এখন নিত্য নতুন ডিজাইনে পেয়ে যাবেন আপনার বাচ্চা মেয়ের জন্য।

q? encoding=UTF8&ASIN=B0924S1Q32&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0924S1Q32

বিভিন্ন রকম কারুকার্য করা এবং পাথর ও পুতির কাজ করা লেগিংস পেয়ে যাবেন খুব সহজে।

কালেকশন দেখুন

১২) রাজশ্রী, মধুবালা :

একেবারে পা পর্যন্ত ঝোলা এই পোশাক পরলে আপনার ছোট্ট মেয়েকে পুতুলের থেকে কম লাগবে না।

q? encoding=UTF8&ASIN=B07MNHWXRG&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07MNHWXRG

সবার আদরের, নয়নের মনি কে উৎসবের দিনে এমন পোষাকে সাজাতেই পারেন।

কালেকশন দেখুন

১৩) নেটের পোশাক :

এখন আবার সবার পছন্দের উপর ভিত্তি করে নেটের কাপড়ের উপর কারুকার্য করা ছোট বাচ্চা মেয়েদের পোশাক নজর কেড়ে নেবে।

q? encoding=UTF8&ASIN=B08GCXK62W&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08GCXK62W

এমন পোষাকও হতে পারে উৎসবের পোশাক।

কালেকশন দেখুন

১৪) গাউন :

সুতির কাপড় হোক অথবা নেটের সুন্দর গাউন, ছোট মেয়েদের যদি পরাতে পারেন উৎসবের দিনে, তাহলে কেউই তার থেকে চোখ ফেরাতে পারবে না।

q? encoding=UTF8&ASIN=B08WCQ9HNW&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en INir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08WCQ9HNW

তাছাড়া ভেলভেট অথবা তসর কাপড়ের গাউন রয়েছে বাচ্চা মেয়েদের জন্য।

কালেকশন দেখুন

এছাড়া সৌখিন কাপড়ের উপর হালকা এমব্রয়ডারি কাজ করা ফ্রক, কোনো পোশাকে রয়েছে চওড়া বেল্ট, তার উপরে রয়েছে পুতি ও পাথরের কাজ। যা কিনা বাচ্চা মেয়েদের আরো বেশি কিউট করে তুলবে।

যতই করোনা কাল চলুক না কেন, এরমধ্যেই উৎসবের কেনাকাটা চলছে জোর কদমে। দমবন্ধ করা অবস্থা থেকে সবেমাত্র স্বস্তি পেতে শুরু করেছে সবাই। অনলাইন থেকে শপিং মল, এবং ছোটখাটো দোকানে কেনাকাটার ভিড় চোখে পড়ার মতো।

বড়দের সাথে সাথে ছোটদের collection গুলি দেখলে নিজেদের আবার শৈশব জগতে ফিরে যেতে মন চাইবে। কোনো কোনো পোশাকে তো আবার উৎসবের আবহ ফুটে উঠেছে। পোশাকেই যেনো রয়েছে সম্পূর্ণ উৎসব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top