শীতের স্টাইলিশ জুতো, যা আপনার জন্য সেরা | Stylish Winter Shoes

Stylish Winter Shoes in Bengali: শীতের মিঠে রোদ্দুর সাথে হিমেল হাওয়া মনকে ছুঁয়ে যায়, বেশির ভাগ মানুষের শীতটা বেশ পছন্দের। কারণ এই সময় গরমের মত হাঁসফাঁস অবস্থা নেই বললেই চলে। তার সাথে মিষ্টি রোদে কমলালেবু খাওয়ার মজাটাই আলাদা।

কোন পরিশ্রমেই যেমন কষ্ট কম, তেমনি সাজগোজে ও অনুষ্ঠানে যেতে তেমনটা ঝামেলা পোহাতে হয় না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শীতের পোশাকের পাশাপাশি মানানসই এবং ঠান্ডার হাত থেকে পা দুটোকে রক্ষা করার জন্য স্টাইলিশ জুতো লাগবেই লাগবে।

কিন্তু জুতো মূলত আমরা পা দুটোকে কোনো আঘাতের হাত থেকে বা নোংরার হাত থেকে বাঁচাতে পরে থাকি, কিন্তু বর্তমানে ফ্যাশন প্রেমীদের কাছে জুতো হলো ফ্যাশনের অন্যতম মাধ্যম। কিন্তু ফ্যাশন কি শুধু গরমকালেই হবে, নিশ্চয়ই নয়, শীতকালেও কিন্তু জুতোতে ফ্যাশন একটুকুও কমেনা।

চলুন জানা যাক শীতের কিছু স্টাইলিশ জুতো সম্পর্কে:

#1) শীতে ঠান্ডা আবহাওয়ায় হাঁটার জন্য বড় বুট:

কোন ঠান্ডা এলাকায় ঘুরতে গিয়েছেন, তখন আপনি বরফে পাদুটোকে ডুবিয়ে হাঁটার চিন্তা করছেন, সে ক্ষেত্রে কিন্তু আপনার বড় বুটের প্রয়োজন পড়বে।

q? encoding=UTF8&ASIN=B07HFS8YBM&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07HFS8YBM Stylish Winter Shoes

প্রথমত স্টাইলের কথাটা মাথায় রাখতে হবে, আবহাওয়া টি ঠান্ডা সে কারণে পা দুটোকে রক্ষা করার জন্য বড় বুট আপনার স্টাইল এর সাথে সাথে শীত থেকে আপনার পা দুটো কে রক্ষা করবে।
q? encoding=UTF8&ASIN=B01AUPGNZK&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B01AUPGNZK Stylish Winter Shoes
এই বুট গুলো গোড়ালির দিকে কিছুটা হালকা হিল হয়। সেক্ষেত্রে স্টাইল এর সাথে সাথে কম্ফোর্টেবল ফিল টাও বেশ ভালোভাবেই আসে।

#2) ঠান্ডা আবহাওয়ার জন্য স্টারডি-সোল্ড-শু: Sturdy-soled-shoe

শীতের রাস্তা পিচ্ছিল হয়, সেক্ষেত্রে আপনার এই শু বিশেষ উপকারে আসবে। তার সাথে সাথে স্টাইলটাও কিন্তু বজায় থাকবে একই রকম।

q? encoding=UTF8&ASIN=B08KHC6C2C&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08KHC6C2C Stylish Winter Shoes

#3) অনুষ্ঠানে ড্যাপার স্টাইল: Dapper style shoes

বেশিরভাগ অনুষ্ঠানগুলি অথবা পার্টি গুলি শীতকালে হয়ে থাকে। সে ক্ষেত্রে পার্টির উপযুক্ত জুতো হিসেবে এ রকম জুতো বেছে নিতে পারেন।

q? encoding=UTF8&ASIN=B07VZWDV3N&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07VZWDV3N Stylish Winter Shoes

সে ক্ষেত্রে পা দুটো ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি কোন অনুষ্ঠানে অথবা কোন পার্টিতে আপনার স্টাইল টাও বজায় থাকবে।

#4) স্টারডি বুট: Stardy boots

শীতকালে সন্ধায় বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য অথবা ক্রিসমাস শপিং অথবা ক্রিসমাস পার্টি তে যাওয়ার জন্য, তাছাড়া সপ্তাহের শেষে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই ধরনের বুট আপনার প্রয়োজন হতে পারে।

q? encoding=UTF8&ASIN=B07TX21XFB&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07TX21XFB Stylish Winter Shoes

এক জোড়া স্টাডি বুট স্টাইল এর মাধ্যমে সমস্ত কিছুকে পাল্লা দিতে পারে। এটি হলো এমন জুতো, শপিং থেকে শুরু করে ডেট নাইট সব জায়গাতেই চলে যায়। স্টাইলিশ এবং আরামদায়কও বটে।
q? encoding=UTF8&ASIN=B088R7B8XP&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B088R7B8XP Stylish Winter Shoes
আপনার শীতের বুট গুলির মধ্যে এমন একজোড়া বুট না থাকলেই নয়।

#5) স্নিকার্স: Sneakers

শীতকালেও মাঝে মাঝে বৃষ্টিপাত হয়ে থাকে। এক্ষেত্রে আপনার স্নিকার্স কাজে আসবে, এবং দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে এই জুতো বিশেষভাবে উপযোগী। সব জায়গাতেই বেশ ভালোভাবেই মানিয়ে যায় এই জুতো। আরামের দিকটা খেয়াল রাখলে নিঃসন্দেহে ভীষণ আরাম দায়ক।

q? encoding=UTF8&ASIN=B07GKB5TR5&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07GKB5TR5 Stylish Winter Shoes

মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের পা ঢাকা বুট, স্টাইলিশ হিলের সাথে পাওয়া যাচ্ছে। যেগুলি পরার সাথে সাথে ফ্যাশনেবল লুক তো দেবেই তার সাথে কম্ফোর্টেবল ও শীতের হাত থেকে বাঁচাবে পা দুটোকে।
q? encoding=UTF8&ASIN=B0798RVYHN&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN Stylish Winter Shoesir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0798RVYHN Stylish Winter Shoes

কাপড়ের তৈরি পামশূ জুতো মেয়েরা বেশি পরে থাকেন শীতকালে। তাছাড়া লেদার এর বুট ও স্টাইলিশ হিল জুতো, পা ঢাকা জুতো পরে থাকেন অনেকেই।

তবে অবশ্যই জায়গা বিশেষে বিবেচনা করে জুতো পরাটা বাঞ্ছনীয়। কারণ প্রায়ই বলতে শোনা যায়, পছন্দের জুতো পরার মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। সে ক্ষেত্রে কোন জায়গায় কি উপলক্ষে আপনি যাচ্ছেন, সেই বিশেষে আপনার জুতো বাছাই করা প্রয়োজন হতে পারে।

আপনার পছন্দের জুতোগুলো আপনি অ্যামাজন এর মধ্যে দিয়ে কম দাম এবং আপনার পছন্দের বাজেটের মধ্যে নিত্য নতুন স্টাইলের পেয়ে যেতে পারেন একেবারে ঘরে বসেই।

তাহলে আর চিন্তা কিসের, শীতের কেনাকাটা যদি এখনো না করে থাকেন, তাহলে শীতের ছেলে-মেয়ে বয়স্ক এবং বাচ্চাদের জুতার কালেকশন গুলো দেখে নিতে ভুলবেন না অ্যামাজনের থেকে।

পছন্দের জুতোকে সুন্দর রাখার কিছু পরামর্শ:

#1) পা ও কাজের ধরন বুঝে জুতো নির্বাচন করা উচিত, এর ফলে কাজ খুব সহজে হয় এবং আরামে সম্পন্ন করতে পারবেন আপনি।

#2) কাপড়ের জুতো বা স্যান্ডেল শীতের সময় বেশি পরা হয়, তাই ধুলোবালি বেশি জমে যায় এই জুতোতে। কাপড়ের জুতো ময়লা হলে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে রোদে শুকালে পরিষ্কার হয়ে যায়, রাখার সময় প্লাস্টিকে ভরে রাখুন তাহলে অনেকদিন ভালো থাকবে।

#3) সব সময় ব্যবহারের জন্য যে জুতো গুছিয়ে রাখবেন সেটি পরিষ্কার করার পর খোলা জায়গায় না রেখে কাগজ অথবা কাঠের বক্সের ভেতর রাখুন এতে জুতো ধুলোবালি ও আদ্রতা থেকে রক্ষা পাবে এবং অনেকদিন পর্যন্ত নতুন ভাব ধরে রাখবে।

#4) চামড়ার জুতো বা স্যান্ডেল বদ্ধ জায়গায় না রাখাই ভালো। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ভালো থাকবে বেশিদিন। কারণ হাওয়া বাতাস না খেললে জুতার মধ্যে দুর্গন্ধ ভাব এবং ছত্রাক জন্মাতে পারে। সে ক্ষেত্রে হাওয়া বাতাস চলাচল করে সেরকম জায়গায় কাপড়ে মুড়িয়ে রাখুন।

#5) চামড়ার জুতো সরাসরি রোদে রাখবেন না। এতে চামড়া খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া আপনার পায়ের মাপের অনুযায়ী জুতো কিনলেও বারবার রোদে দেওয়ার কারণে সেটা আপনার পায়ের থেকে বড় হয়ে যেতে পারে। চামড়ার নিজস্ব চমক ধরে রাখতে পারে না। সে ক্ষেত্রে আপনার জুতো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

#6) যদি আপনার কোনো জুতো হালকা কোথাও খারাপ হয়ে যায়, সেখানে নিজের হাতে কারিগরি করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে আপনার সাশ্রয় তো হবেই অনেকটাই। আর আপনার পছন্দের জুতো পাবে একটা নতুন লুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top