প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট 2024-25 (নতুন) | Pradhan Mantri Awas Yojana List 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা 2024 (PMAY List 2024 : PM Awaas Yojana List 2024)। পঞ্চায়েত অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট (নতুন বাড়ির লিস্ট এর নাম)। প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা 2024 ডাউনলোড।

অন্যান্য প্রকল্পের মত প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 (Pradhan Mantri Awas Yojana 2024) কেন্দ্র সরকারের একটি প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্পটির আনার মূল উদ্দেশ্য ছিল, দেশের সমস্ত গরিব মানুষদের সুন্দর একটি বাসভবন অথবা বাড়ি যাতে হয়।

আপনি যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে কি করে আপনি এই প্রকল্পের লিস্টে আপনার নাম চেক করবেন? নামের তালিকায় আপনার নাম আছে কিনা সেটা জানাটা ভীষন জরুরী। আবাস যোজনা ঘরের লিস্ট 2024 সবার নীচে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরাসরি সরকারি ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন

যোজনার নামপ্রধানমন্ত্রী আবাস যোজনা
অফিসিয়াল ওয়েবসাইটগ্রামীণের জন্যঃ https://pmayg.nic.in/ শহরের জন্যঃ https://pmaymis.gov.in/
শুরু তারিখ২৫ জুন ২০১৫
অন্তিম তারিখ31 ডিসেম্বর 2024
যোগাযোগ1800-11-6163
1800 11 3377, 1800 11 3388
অভিযোগ যোগাযোগ[email protected]
অফিসিয়াল ঠিকানাPradhan Mantri Awas Yojana Ministry of Housing and Urban Affairs Nirman Bhawan,
New Delhi- 110 011Contact: 011 2306 3285, 011 2306 0484
Email: [email protected]

প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 তে নামের তালিকায় আপনার নাম থাকলে আমি আপনি কিন্তু বাড়ি বানানোর জন্য টাকা পেয়ে যাবেন সরকারের কাছ থেকে।

আর এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রাম এবং শহর দুটো জায়গারই লিস্টে আবেদনকারীর নাম কিভাবে খুব সহজে খুজে নেবেন চলুন জানা যাক।

Pradhan Mantri Awas Yojana - প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট
Pradhan Mantri Awas Yojana 2024 – প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট 2024

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

প্রথমত দেখে নেওয়া যাক গ্রামের মানুষরা কিভাবে তাদের নাম এই প্রকল্পের লিস্ট এ খুজবেন। তবে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের জন্য আবেদন করেননি তাদের প্রথম আবেদন করাটা জরুরী।

তাই প্রথম জানা যাক, আপনি এই প্রকল্পের জন্য কিভাবে অনলাইন অথবা অফলাইন এ আবেদন করবেন। তবে যারা গ্রামে বসবাস করেন তারা যদি অনলাইনে আবেদন করতে যান তাহলে সে ক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড এর দরকার পড়বে যেটা নিকটবর্তী অঞ্চলে অথবা বিডিও অফিসে এবং গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে। অথবা এভাবে না হলেও অফলাইনেও আবেদন করতে পারেন।

ইন্দিরা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

Pradhan Mantri Awas Yojana Gramin 2024 New List

১) প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 এর নতুন লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমে গুগলে এসে সার্চ করতে হবে।

২) https://pmayg.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার স্মার্ট ফোন থেকেও আপনার নামের লিস্ট দেখে নিতে পারবেন।

Pradhan Mantri Awas Yojana Gramin
Pradhan Mantri Awas Yojana Gramin 2024

৩) তাছাড়া কম্পিউটার অথবা ল্যাপটপ এর মাধ্যমে আপনি এই লিস্ট দেখতে পারবেন।

৪) অফিশিয়াল ওয়েবসাইট এ আসার পর সেখানে Awaassoft এই অপশনে ক্লিক করতে হবে।

Pradhan Mantri Awas Yojana Gramin List
Pradhan Mantri Awas Yojana Gramin List 2024

৫) ক্লিক করার পর নিচে আরও কিছু অপশন দেখতে পাবেন আপনি। সেই অপশনগুলির মধ্যে থেকে Report অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর পরবর্তী পেজ ওপেন হবে। সেখানে নিচের দিকে দেখবেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে।

৭) এখানে ক্লিক করলেই আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে জেলার নাম, রাজ্যের নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এবং কোন সালের টাকা চেক করতে চান, সেটাও সিলেক্ট করতে হবে।

৮) তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট (প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024) করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৯) সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আপনার অঞ্চলের সমস্ত লিস্ট চলে আসবে। এবারে খুব সহজেই এই লিস্ট থেকে আপনার নামটি খুঁজে বের করে নিন।

ওয়েবসাইট লিঙ্ক: https://pmayg.nic.in

PM Awas SECC BPL List 2024:

প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই সমস্ত পরিবারদের আগে ঘর দেওয়া হয় যাদের SECC BPL List-এ আগে থেই নাম রয়েছে। SECC BPL List হল ২০১১ সালে জাতীয় জনগণনা অনুসারে গরীব পরিবারদের তালিকা। যেই সমস্ত পরিবারের নাম এই লিস্টে রয়েছে তাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগে থেকেই সংযুক্ত করে দেওয়া হয়ে থাকে বা এই পরিবারকে লিস্টে আগে রাখা হয়।

SECC BPL List দেখতে হলে নীচে আপনাকে আমাদের দেওয়া পদ্ধতি অনুসরণ করতে হবে-

১) সবার প্রথমে আপনাকে SECC (Socio-Economic Caste Census) এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এই সরকারি ওয়েবসাইটের রিপোর্ট সেক্সানে সমস্ত ডিটেল ও লিস্ট পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট হলঃ https://secc.gov.in/getSeccDataSummaryNationalReport.htm

PM Awas SECC List - SECC পরিবারের সদস্যের বিবরণ
PM Awas SECC List 2024 – SECC পরিবারের সদস্যের বিবরণ

২) এই পেজে যাওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যের তথ্য দেখতে পাবেন। ডানদিকে উপরে আপনি যেই জায়গায় থাকেন তা গ্রাম না শহর সেটা বেছে নেবেন তাহলেই আপনি সঠিক SECC BPL List দেখতে পাবেন।

PM Awas SECC List - SECC পরিবারের সদস্যের বিবরণ
PM Awas SECC List 2024 – SECC পরিবারের সদস্যের বিবরণ

৩) যখন আপনি নিজের জায়গা অনুসারে শহর বা গ্রাম সিলেক্ট করবেন তার অনুসারে রাজ্যের নাম চলে আসবে। আপনি আপনার রাজ, জেলা, ব্লক সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে সম্পূর্ণ লিস্ট সামনের পেজে খুলে যাবে।

লিস্টের টেবিলের ঠিক উপরে বাম দিকে এই লিস্ট ডাউনলোড করার বিকল্পগুলি পাবেন। এখানে CSV, Excel ফর্মেটে ডাউনলোড করতে পারবেন। এছাড়া সরাসরি প্রিন্ট বটনে ক্লিক করে সমস্ত লিস্ট প্রিন্ট করতে পারবেন।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প আবেদন অনলাইন

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-U 2024) সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুসারে যারা শহরে থাকেন তাদের নিজস্ব বাড়ির জন্য সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই যোজনার লাভ বিভিন্ন ইনকামের উপর নির্ভর করে যার লিস্ট নীচে দেখতে পারেন।

লাভকারি যোজনাবার্ষিক ইনকাম
মধ্যম ইনকাম গ্রুপ – I (MIG I)
Middle Income Group I
₹ 6 লক্ষ থেকে ₹ 12 লক্ষ
মধ্যম ইনকাম গ্রুপ – II (MIG II)
Middle Income Group II
₹ 12 লক্ষ থেকে ₹ 18 লক্ষ
নিম্ন ইনকাম গ্রুপ (LIG)
Lower Income Group
₹ 3 লক্ষ থেকে ₹ 6 লক্ষ
অর্থনৈতিকভাবে দুর্বল গ্রুপ (EWS)
Economically Weaker Section
₹ 3 লক্ষ টাকা পর্যন্ত

জমির অংশ কিভাবে ভাগাভাগি করা হয়? জেনে নিন

Pradhan Mantri Awas Yojana 2024 Beneficiary

এখন আরেকটা সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো- একই অঞ্চলের মধ্যে একই নাম, একই পদবীর অনেকগুলি মানুষ থাকতে পারেন। সে ক্ষেত্রে লিস্টে দেখলেন যে আপনার নাম আপনার পদবী আছে।

কিন্তু সেটা যে আদৌ আপনি কিনা সেটা জানবেন কি করে? তবে খুশির খবর হল, এর জন্য কিন্তু অপশন রয়েছে। অহেতুক চিন্তার কোন কারণ নেই।

আপনার সামনে যখন নামের লিস্ট চলে আসবে তখন সমস্ত নামের পাশে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। রেজিস্ট্রেশন নাম্বার টি আপনার মনে রাখতে হবে অথবা কোথাও লিখেও রাখতে পারেন।

তারপর আবার এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট এর উপর দেখবেন Stakeholders এই নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলেই সাব মেনু চলে আসবে।

সেখানে IAY/PMAYG Beneficiary এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার বসানোর একটি ঘর চলে আসবে। এই ঘরে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

সাবমিট বাটনে ক্লিক করার পর সেই ব্যক্তির সমস্ত তথ্য তার সামনে চলে আসবে। যেমন ধরুন-  সেই ব্যক্তির নাম, ঠিকানা, বাবার নাম/স্বামীর নাম, জব কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এর কিছু তথ্য। এককথায় যাচাই করার মত সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন।

এবার ধরুন- আপনার নাম এই লিস্টে যদি না থাকে সে ক্ষেত্রে কি করবেন? কিভাবে চেক করবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024 (Pradhan Mantri Awas Yojana 2024) এর আওতায় আপনি ঘর পাবেন কি, পাবেন না?

সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিস্ট ছাড়াও অন্য ক্ষেত্রেও চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে Stakeholders অপশন থেকে সাবমেনু তে IAY/PMAYG Beneficiary অপশনে ক্লিক করার পর উপরের দিকে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট অপশন এবং নিচের দিকে থাকবে Advanced Search এই অপশনটি, এখানে ক্লিক করে এরপরের পেজটিতে আসতে হবে আপনাকে।

তারপর সেখানে রাজ্যের নাম, জেলা, ব্লক, ইত্যাদি সিলেক্ট করতে হবেে। তারপর কোন সালে এবং কোন স্কিমের টাকা আপনি দেখতে চান সেটা বসাতে হবে।

তারপর নিচে নাম, অ্যাকাউন্ট নাম্বার, বিপিএল নাম্বার, ইত্যাদি বিষয় বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি সমস্ত তথ্য অথবা সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবেন।

সম্পত্তিতে অবৈধ দখল সরানোর সকল আইনী উপায়

Pradhan Mantri Awas Yojana Urban 2024 New List

চলুন এবার জানা যাক যারা শহরে বসবাস করেন, তারা এই প্রকল্পের লিস্টে নাম আছে কিনা কিভাবে চেক করবেন?

১) প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরের লিস্ট দেখার জন্য Pradhan Mantri Awas Yojana Urban 2024 এর অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আবার গুগলে সার্চ করতে পারেন pmay লিখেও। এটা লেখার পর সার্চ করলে প্রথমেই চলে আসবে এই লিংকটি।

https://pmaymis.gov.in/Open/Find_Beneficiary_DETails.aspx

২) এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর, হোম মেনুতে ক্লিক করার পর কিছু অপশন এর মধ্যে সার্চ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে।

Pradhan Mantri Awas Yojana Urban List
Pradhan Mantri Awas Yojana Urban List 2024

৩) তারপর দেখবেন নিচের দিকে Search by Name অপশনে ক্লিক করতে হবে।

৪) তারপর একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে যদি আপনি কোন ব্যক্তির নাম দেখতে চান, তাহলে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে নিচের দিকে Show বাটনে ক্লিক করতে হবে। তারপরে সেই ব্যক্তির সমস্ত ডিটেইলস চলে আসবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট 2024 দেখার ভিডিও:

তবে এই পেজটিতে সরাসরি আসার জন্য আপনি এই লিংকে ক্লিক করতে পারেন: https://pmaymis.gov.in/Open/Find_Beneficiary_DETails.aspx

তাহলে জানা হয়ে গেল, কিভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2024, নতুন নামের লিস্ট চেক করবেন, ঘরে বসেই খুব সহজে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে এইভাবে কিন্তু নিজের নাম চেক করে নিতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রশ্ন উত্তর (FAQ)

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) কি?

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হল একটি আবাসন প্রকল্প যা ভারত সরকার চালু করেছে। এর প্রাথমিক উদ্দেশ্য হল সারা দেশে শহুরে দরিদ্র এবং সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে সাশ্রয়ী মূল্যের আবাসনের বিকল্পগুলি প্রদান করা।

কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য?

প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্যতার মানদণ্ডগুলি স্কিমের নির্দিষ্ট উপাদানগুলির উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। সাধারণত, আর্থিক ভাবে দুর্বল বিভাগ (EWS), নিম্ন-আয়ের বিভাগ (LIG), মধ্য-আয়ের বিভাগ (MIG) এবং নির্দিষ্ট শ্রেণীভুক্ত ব্যক্তিরা আবেদন করার যোগ্য।

আমি কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারি?

প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে আপনি সরকার কর্তৃক নির্ধারিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল PMAY ওয়েবসাইটের মাধ্যমে বা অফলাইনে নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC) বা অন্য কোনও মনোনীত কেন্দ্রে গিয়ে আবেদনগুলি অনলাইনে জমা দেওয়া যেতে পারে। বিস্তারিত আবেদন পদ্ধতি অফিসিয়াল পোর্টালে উপলব্ধ।

PMAY আবেদন প্রক্রিয়ার জন্য কি কি কাগজের প্রয়োজন?

PMAY আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজগুলির মধ্যে পরিচয়ের প্রমাণ, বসবাসের প্রমাণ, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবৃতি এবং সরকার দ্বারা নির্দিষ্ট করা অন্যান্য প্রাসঙ্গিক নথি অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রয়োজনীয় কাগজপত্রগুলির সম্পূর্ণ তালিকার জন্য অফিসিয়াল PMAY নির্দেশিকাগুলি পড়ুন এছাড়াও নিকটতম গৃহবিভাগ স্কিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেউ এই বিষয়ে জানতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কী কী সুবিধা দেওয়া হয়?

প্রধানমন্ত্রী আবাস যোজনা যোগ্য সুবিধাভোগীদের বিভিন্ন সুবিধা প্রদান করে। এই সুবিধাগুলির মধ্যে থাকতে পারে গৃহঋণের ভর্তুকিযুক্ত সুদের হার, বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা, বিদ্যমান বাড়ির বর্ধন বা সম্প্রসারণ এবং সরকারী সংস্থা বা বেসরকারী বিকাশকারীদের দ্বারা তৈরি করা সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বিভিন্ন উপাদান কি কি?

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি প্রধান উপাদান রয়েছে: (a) প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরি (PMAY-U) এবং (b) প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)। PMAY-U শহর এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে, অন্যদিকে PMAY-G গ্রামীণ এলাকায় আবাসন প্রদানের লক্ষ্য রাখে।

আমি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একাধিক সুবিধা পেতে পারি?

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একাধিক সুবিধার প্রাপ্যতা আপনি যে নির্দিষ্ট বিভাগে পড়েন এবং স্কিমের নির্দেশিকাগুলির উপর নির্ভর করে৷ আপনি যে সুবিধাগুলির জন্য যোগ্য হতে পারেন তা বোঝার জন্য অফিসিয়াল PMAY নির্দেশিকাগুলি পড়ুন এছাড়াও নিকটতম গৃহবিভাগ স্কিম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেউ এই বিষয়ে জানতে পারেন।

আমি কি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের স্থিতি জানতে পারি?

হ্যাঁ, আপনি আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন। অফিসিয়াল PMAY পোর্টাল আপনার আবেদন নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় বিবরণ ব্যবহার করে আপনার আবেদনের স্থিতি যাচাই করার জন্য একটি অনলাইন সুবিধা প্রদান করে। উপরন্তু, আপনি সহায়তার জন্য নিকটতম গৃহবিভাগ বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

Table of Contents

101 thoughts on “প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট 2024-25 (নতুন) | Pradhan Mantri Awas Yojana List 2024”

  1. স্যার ভারতের সাধারণ ঘরের ছেলেরা নতুন কিছু আবিষ্কার করলে তাদের কে সাহায্য করে ভারতে, স্যার আমি একটি নতুন স্যাটেলাইট তৈরি করবো সে স্যাটেলাইট যে কোনো দূরের গ্ৰহর ছবি তুলতে পারবে স্যার আমাকে তৈরি করা জন্য দয়া করে সাহায্য করুন স্যার

    1. অবশ্যই, ভারত সরকারের সরকারের দ্বারা নতুন আবিস্কার (যদি উপযুক্ত হয়) কে সাহায্যের জন্য Transforming India অন্তর্গত Inspire Program আছে যেখানে নতুন নতুন আবিস্কার ও এই ধরনের কাজের জন্য সরকারি সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এই বিষয়ে আরও তথ্য এখানে পেয়ে যাবেন “transformingindia.mygov.in/scheme/inspire-program” বা “online-inspire.gov.in”

    2. পাপিয়া চট্টোপাধ্যায়।

      আমি একজন সাধারণ গৃহবধু। সাহিত্য চর্চা করি। প্রচুর গল্প উপন্যাস ও কবিতা লেখা পড়ে আছে আর্থিক সহায়তা প্রদান করলে সেগুলো পাবলিশ করতে পারি। সরকারের কাছে আবেদন সাহিত্য বাঁচিয়ে কোন সহযোগিতা কি পেতে পারি?

    1. বাড়ি দেবার আগে এটা দেখতে হবে আপনি বাড়ি পাবার জন্য যোগ্য কি না, নিজের এলাকার হাউসিং ডিপার্টমেন্ট অফিসে লিখিত ভাবে আবেদন জমা দিন, সাথে সঠিক তথ্য ও চালু মোবাইল নাম্বার দিন, যাচাই করে জানা হবে আপনার বাড়ি পাবার যোগ্যতা আছে কি নেই।

      1. পড়াশোনা করে আজ ঘরেই বসে আছি ।না সরকারের কোন সুবিধা পাচ্ছি ।টাকার জন্য কোন ব্যবসা শুরু করতে পারছি।সংসারে কোন টাকা দিতে পারছি না।মাঝে মাঝে মনে হয় কখন কখনো আত্মহত্যা করে ফেলি।তাই সরকারের আকুল আবেদন একটু যদি সাহায্য করেন কিছু একটা করি।জানিনা এই সামান্য লেখাটি আপনার কাছে পৌছাবে কিনা।তাই আর বেশি কিছু বোললাম না ইতি আপনার দেশের হতো দরিদ্র এম জি

    2. মফি খান

      আমার মাটির বাড়ি বারবার পরে যায় মেম্বার কে ঠেকে দেখায় বলে বাড়ি এলে দেবো কিন্তু বাড়ি আসলে কখোনো দেয় না 😭😢😭 ওথবআ আমাদের তিনটি মেয়ে ছোটো কোথা থেকে বাড়ি করবো ,,,,

  2. কেন আমরা বাড়ি পাচ্ছিনি
    অনেক বার পঞ্চায়েত গিয়ে বলেছি তাও বাড়ি দেই নি
    জাদের পাকা বাড়ি আছে তাদের কেই দিচ্ছে

    আমার বাড়ি বাঁকুড়া জেলার, ছাতনা থানার , upardihi গ্রামের থেকে বলছি

    1. কেবল বললে কাজ হবে না, যদি আপনি মনে করেন যে আপনি সরকারি ঘর পাবার যোগ্য তাহলে নিজের এলাকার হাউসিং ডিপার্টমেন্ট অফিসে লিখিত ভাবে আবেদন জমা দিন, সাথে সঠিক তথ্য ও চালু মোবাইল নাম্বার দিন এবং আবেদনের একটি প্রমাণ নিয়ে রাখুন এবং বারং-বার নিজের আবেদনের স্থিতি জানতে থাকুন, অনারা যাচাই করবেন যে আপনি সরকারি নিয়ম অনুসারে বাড়ি পাবার যোগ্য কি না, যদি যোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়ি পাবেন।

  3. অরুণ রাজবংশী

    আমা নাম লিস্টে থাকা সত্বেও আমি বাড়ি বানাতে পারছিনা। কারন, টাকা পেতে গেলে নাকি আগে আমাকে ৮টা পিলার তুলে ব্যান্ড ঢালাই পর্যন্ত করতে হবে। আমি মিস্ত্রীর সালথা বলেছিলাম, মিস্ত্রী বলল ব্যান্ড ঢালাই পর্যন্ত খরচ হবে প্রায় ৮০হাজার টাকা। অত টাকা আমার কাছে না থাকার করনে আমি এই প্রকল্পের কাজ করতে পারছিনা।
    আপনাদের কাছে এর যদি সুরাহা থাকে তা আমাকে বলে একটু সাহায্য করতে পারেন।
    আমি বড় অসহায়।

    1. সরকার কিছু নিয়মের সাথে এই যোজনার লাভ দিয়ে থাকে যা আমাদের মেনে কাজ করতে হবে। আপনার আশেপাশে যারা এই যোজনার লাভ পেয়েছেন তাদের সাথে এই বিষয়ে জানতে পারেন, যদি আপনাকে অনাদের থেকে আলাদাভাবে নিয়মের বাইরে কিছু করতে বলা হয় সেক্ষেত্রে অভিযোগ দায়ের করতে পারেন। কিছু টাকা আপনি আপনার পরিছিতদের থেকে বা ব্যাংক থেকে লোন নিয়েউ কাজ করতে পারেন।

  4. Gopal Bairagi

    একই সমস্যা যাদের সব আছে তারাই পাচ্ছে বাড়ী। আমার বাড়ী পূর্ব বর্ধমান জেলার বড়নীলপুর শক্তিপাড়া তে ১২নং ওয়ার্ড এ। 2018 তে কাগজ পত্র জমা করে এখনও পর্যন্ত কোন খবর নেই। আর যাদের বাড়ী গাড়ী সব আছে তারাই সব পাচ্ছে বাড়ী। পারলে একটু খোঁজ নিয়ে দেখুন ????

    1. যেহেতু আপনি কাগজপত্র জমা দিয়েছেন মানে আবেদন করেছেন, তাহলে আপনার কাছে আবেদনের রিসিপ্ট নিশ্চয় থাকবে, এই রিসিপ্ট নিয়ে গিয়ে অফিসে আবেদনের স্থিতি দেখুন। আর যদি না থাকে তাহলে আপনাকে বলব যে পুনরায় সকল তথ্যের সাথে এবং চালু মোবাইল নাম্বারের সাথে লিখিত ভাবে আবেদন করুন এবং আবেদনের রিসিপ্ট (যে কোন রকমের রিসিপ্ট এটা প্রমাণ করার জন্য যে আপনি আবেদন করেছেন) অবশ্যই নিয়ে নেবেন। আবেদনের পর বারংবার আবেদনের স্থিতি জানবেন, আবেদন করে ছেড়ে দেবেন না বা ভুলে যাবেন না।

    1. আপনি নিজের এলাকার সরকারি দপ্তরে যোগাযোগ করুন। যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত আর যদি শহরে থাকে তাহলে পৌরসভা অন্তর্গত হাউসিং ডিপার্টমেন্ট অফিসে সম্পর্ক করুন এবং লিখিত আবেদন দিন। আবেদন দেওয়ার পর বার বার খবর নেবেন।

  5. amr husband toto chalk.amr vasur ACL service kore..amar husband r amr vasur 2jon alada hoyegechhe 2yr holo..but kichhu manus amr vasurer service er jonno amder bari asbe na bolchhe..aita ki sotti?

    1. প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত, একি পরিবারে থাকা ১.মাতা-পিতা ও অবিবাহিত সন্তান বাড়ি পেতে পারেন ২.সে পরিবারের অন্য সন্তান ও তার স্ত্রী বাড়ি পেতে পারেন ৩.এছাড়াও যদি অনান্য বিবাহিত সন্তান থাকে তাহলে তারও আলাদা ভাবে বাড়ি পেতে পারেন।
      এবার বাড়ি পাবার যোগ্যতা সকলের আলাদা আলাদা হবে এবং তাদের নিজস্য ইনকামের ও সরকারি নিয়ম অনুসারে আলাদা আলাদা ভাবে যাচাই হবে (এটা মাথায় রাখতে হবে যে সকলকে আলাদা আলাদা পরিবার হিসাবে দেখাতে হবে যদি সংযুক্ত ভাবে এক পরিবার দেখানে সেক্ষেত্রে অসুবিধা হবে)

      1. MOHAMMAD EMDADUL HAQUE

        আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক।আমি আমার পরিবার থেকে বঞ্চিত হয়ে আছি। পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দীর্ঘ পাঁচ বছর ধরে। আমার বাড়ি মালদা জেলার পুকুরিয়া থানার কদমতলী গ্রামে। পিন নম্বর 732102। আমার আঁধার নম্বর 801894357655 ,প্যান নম্বর APNPH3058P, ভোটার পরিচয়পত্র নম্বর NTF2760098,আমার নিজস্ব কোন জমি জায়গা নেই। আমি এখন আর বাড়ি যায় না এবং এলাকায় বা পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।তাহলে আমি কি এই প্রকল্পের আওতায় সাহায্য পেতে পারি। যদি পাই তাহলে আমাকে কি করতে হবে। দয়াকরে জানাবেন ।

      2. RANJIT KUMAR DAS

        Amra…alada thaki…but..baba..k bari diyeche bole amake bari debe na..!!!
        Amar sob kagoj ok..but ami bari pacchi na..!!!

      3. 4 বার আবেদন করা সত্বেও নাম আসেনি,,,,,আসলে আমাদের আবেদন টি সঠিক জায়গা তে পৌঁছে দেইনি বা পৌঁছাতে দেইনি কিছু লোকাল নেতা,,কারণ টা খুবই চেনা জানা,,বর্তমান রাজ্য সরকারের দল কে ভোট দিই না,,,
        এখন আর আবেদন করি না,,,করতে ইচ্ছে হয়না,,যদিও আমরাই ওই প্রকল্পের যোগ্য আবেদনকারী,,,,
        নিঃস্ব গরীব ও খেটে খাওয়া মানুষ

    1. কি জানতে চান বলুন, তথ্যের সাহায্যে যতটা সহযোগিতা করতে পারবো অবশ্যই করব।

  6. অসীম গাঙ্গুলী

    শহরে এই আবাস যোজনার সুযোগ পেতে হলে কি নিজের জায়গা থাকতে হবে?

    1. না, শহরের প্রধানমন্ত্রী আবাস যোজনার লাভ নেবার জন্য নিজের জায়গার প্রয়োজন নেই। শহরে EWS/LIG এর অন্তর্গত সরকারি ঘরের প্রোজেক্ট তৈরি হয় সেখানে বাড়ি পেতে পারেন। এছাড়াও নিজস্য জায়গায় কিনে বাড়ি করলেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত সাবসিডি পেতে পারেন।

      1. Mahuya bhattacharya

        Amr baba khub gorib. Dadu je akta ghor kore diyechilo Sai ghorei thaki ai karone amra ki ai prokolper joggo hote parina ?

  7. Nurun Nessa Khatun

    Amar baba salai ar kaj kore amar babar kono valo bari nay amar babar talir bari amra 4 vai bon amadhar vai bon ka manus korte giya amar baba ghor bari kichu korte parine apni jodi Chan ta hole AMR Babar valo bari hote pare apni aktu sahajjo korun plz amar baba khub osusto hart ar problem aca plz half me

    1. প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্তর্গত গ্রামে অথবা শহরে যেই সকল মানুষ নিজের থেকে বাড়ি করতে পারছেন না তাদের সাহায্যের জন্য। আপনি নিজের এলাকার সরকারি দপ্তরে যোগাযোগ করুন। যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত আর যদি শহরে থাকে তাহলে পৌরসভা অন্তর্গত হাউসিং ডিপার্টমেন্ট অফিসে সম্পর্ক করুন এবং লিখিত আবেদন দিন। যদি নিজের জায়গা থাকে সেক্ষেত্রে ভালো সুবিধা পাবেন, মনে রাখবেন এই যোজনার লাভ তারাই পাবে যারা সরকারি নিয়ম অনুসারে যোগ্যতা অর্জন করে। তাই আগে আবেদন করুন এবং নিয়মিত খবর নিন, যেহেতু কাজ আপনার তাই আপনাকেই একটু ছুটাছুটি করতে হবে।

  8. AMAR NAME HALIM KASKAR VILL+POST .BOINCHBERIA.USTHI .SOUTH24 PGS .AMAR MATIR BARI CHATABARA DARMA .SAKARI KANO SUJIK PI NA.BORSA THATI PARI NA.APNARA GODI SAHAGO KORIN .CHARO KITOGO.THABO.BANLA ABAS YUJONA.PI NI

  9. SUBRATA CHATTERJEE

    যাদের বাড়ি করবার মতো জমি নেই বা কেনার মতো সমর্থ ও নেই তারা কি কোনো দিনও ছাদের তলায় থাকার সৌভাগ্য হবেনা? পিতৃ প্রদত্ত শুধুই এক টুকরো ছাদ থাকলে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা এই ধরণের কোনো প্রকল্প থেকে টাকা পাওয়া যায়?

  10. আমার নাম রিতা বিবি আমার গ্রাম ইক্ষুসারা পো বাতিকার জেলা বীরভূম পিন নাম্বার 731121

  11. Md Ikbal Saikh

    My name md Ikbal Saikh.my adhar no 328169521303 my address vill Barianagar po chhatai PS ranitala dist murshidabad pin 742302 mob no 9046768340 প্রধানমন্ত্রী আবাস যোজনা তে আমার নাম ছিল। তারপর আমাদের গ্রামের এক মেম্বার আধার কার্ড নিয়ে যায় আমার। তারপর কি যে করলো তারপরের লিস্টে আমার নাম আর আসলো না। আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হলাম। যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে কেউ আমার ডবল ডবল করে বাজ পাচ্ছে কিন্তু আমি ঘর পেলাম না। বাংলা আবাস যোজনা থেকে ও কি আমাকে বঞ্চিত করা হবে?

  12. Ami kolkatay thaki ,amader nijasso kono bari nei bhara barite thaki khub kasto kore husband er job o coronar por chole jai bari bhara jogar kora khub tough hoe jachhe din din amra ki kono bari pete pari na?

  13. আমাদের ঘরবাড়ি কিছু নেই দুয়ারে সরকারে অনেকবারই আবেদন করেছি অনেক ফর্ম ফিলাপ করেছি কোন কিছুই হয়নি আর ভরসা নেই কোন সরকারকে ????

  14. Jayanta Karjee

    আমি কোচবিহার ২নং ব্লক থেকে আমি কি‌ ঘর পাবো না

      1. আমাদের ঘরবাড়ি কিছু নেই দুয়ারে সরকারে অনেকবারই আবেদন করেছি অনেক ফর্ম ফিলাপ করেছি কোন কিছুই হয়নি আর তাহলে আমরা কবে পাবো আমদের গ্রামে সবার ঘর পেয়েছে আমার বাড়ি ধজি ভাঙ্গা আমাদের ১ নম্বর ব্লক থেকে খেজুরি আমি কি ঘর পাবো না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top