মোদী সরকারের MSME Loan কি? MSME Loan কিভাবে পাওয়া যাবে?

সব ব্যবসাই বড় আকারের শুরু হয় না। বেশিরভাগ ব্যবসাই ছোট আকারে শুরু হয়। আর ভারতের অসংখ্য উদ্যাক্তা রয়েছেন যারা ছোট আকারের ব্যবসা পরিচালনা করে থাকেন।

What is MSME Loan? How to Apply for MSME Loan? Know in Bengali
What is MSME Loan? How to Apply for MSME Loan? Know in Bengali

এই ছোট উদ্যোগ একসময় মাঝারি আকারের ব্যবসায় পরিনত হয়। মাঝারি থেকে হয়তো একসময় বড় ব্যবসায় রুপান্তর লাভ করে।

তাই ভারতীয় সরকার এই ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের বিশেষভাবে গুরুত্বদান করে থাকে। এই সব উদ্যোক্তাদের জন্য রয়েছে সরকারের MSME Loan।

MSME Loan কি?

ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের তাদের নতুন ব্যবসাকে এগিয়ে নিতে যে ঋন দেয়া হয়ে থাকে তাকে MSME Loan বলা হয়ে থাকে।

ভারতের সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (MSME – Ministry of Micro, Small and Medium Enterprises) ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ভিত মজবুত করতে এই MSME Loan দিতে উৎসাহিত করে থাকে।

ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক সংস্থা বিভিন্ন শর্তে MSME Loan দিয়ে থাকে। MSME Loan একটি নিরাপদ লোন । এই লোন নিতে কোন জামানত প্রয়োজন হয়না।

ভারতের অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এই MSME Loan নিয়ে আর্থিকভাবে সফলতার মুখ দেখেছে।

কিভাবে পাওয়া যায় MSME Loan ?

আসুন দেখে নিই ধাপে ধাপে কিভাবে MSME Loan এর জন্য আবেদন করতে হয়।

১) udyogaadhaar.gov.in ওয়েবসাইটে ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের ঋন দেয়ার জন্য আবেদন করা যায়।

UDYAM REGISTRATION FORM
UDYAM REGISTRATION FORM

২) দরকারী সব তথ্য দিন, যেমন আধার কার্ড নাম্বার, উদ্যোক্তার নাম, অন্যান্য দরকারী তথ্য।

৩) আপনার আধার কার্ডে দেয়া মোবাইল ফোনে একটি OTP (One Time Password) আসবে, সেই কোড দিয়ে ভেরিফাই করুন।

৪) আরো প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করুন।

৫) সাবমিট করুন।

৬) সব তথ্য দেয়ার পর আপনাকে সব তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা প্রশ্ন করবে, আপনি ওকে বাটনে ক্লিক করুন।

৭) আপনার আধার কার্ডে লিঙ্ক করা মোবাইল ফোনে আবার একটি OTP (One Time Password), সেই OTP কোড আবার লিপিবদ্ধ করুন।

৮) আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্য হয়েছে বার্তা পাবেন এবং একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবে, পরবর্তীতে ব্যবহারের জন্য এই রেজিস্ট্রেশন নাম্বার লিপিবদ্ধ করে রাখুন।

আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র লাগবে ?

আসুন দেখে নেই MSME Loan এর আবেদনের সাথে কি কি কাগজপত্র সাথে দিতে হবে।

১) সম্পুর্ন পূরণকৃত আবেদনপত্র।

২) পরিচয় প্রমানের জন্য পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদির ফটোকপি।

৩) বাসস্থানের প্রমানের জন্য পাসপোর্ট, লিজ এগ্রিমেন্ট, ট্রেড লাইসেন্স, টেলিফোন বা ইলেকট্রিসিটি বিলের কপি, রেশন কার্ড অথবা সেলস ট্যাক্স সার্টিফিকেট

৪) বয়স প্রমানের জন্য পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, PAN কার্ড।

ব্যবসা সংক্রান্ত আর্থিক কাগজপত্র যা লাগবেঃ

১) সর্বশেষ ১২ মাসের ব্যাংক স্টেটম্যান্ট।

২) ব্যবসার রেজিস্ট্রেশনের প্রমান।

৩) প্রোপাইটর PAN  কার্ডের কপি।

৪) পার্টনাশিপ ডিড কপি।

৫) P&L ও ব্যালেন্স শীট কপি।

৬) সেলস ট্যাক্স ডকুমেন্টস ।

৭) মিউনিসিপ্যাল ট্যাক্স ডকুমেন্টস।

কোন কোন ব্যাংক MSME Loan দিয়ে থাকে ?

এখন পর্যন্ত ভারতের সব ব্যাংক MSME Loan লোন দেয় না। এখানে আপনাদের সুবিধার জন্য MSME Loan দেয় এমন কিছু ব্যাংকের নাম উল্যেখ করছি।

1) State Bank of India

2) HDFC Bank.

3) Allahabad Bank.

4) Central Bank of India.

5) ICIC Bank.

6) Oriental Bank of Commerce.

7) Union Bank of India.

8) Indian Bank.

আজ আমরা এখানে ভারতের MSME Loan নিয়ে জানতে পারলাম। জানতে পারলাম MSME Loan কি ? কারা পায় এই MSME Loan লোন, কিভাবে এই MSME Loan এর জন্য আবেদন করতে হয়, MSME Loan লোনের আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হয়।

এই MSME Loan লোন ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার হিসেবে এসেছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এই MSME Loan লোন নিয়ে তার ব্যবসা সম্প্রসারন করেছে।

MSME Loan লোন নিয়ে আরো জানতে নিয়মিতভাবে আমাদের সাইটে চোখ রাখুন। জানতে পারবেন লোন, ইন্স্যুরেন্স বিষয়ে অনেক তথ্য।

বিভিন্ন রকমের Investments, ইন্সুরেন্স, লোন, LIC Policy, মিউচুয়াল ফান্ড ইত্যাদি Financial ব্যাপারে বাংলাতে জানার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

এখানে পাবেন এই সকল বিষয়ে দুর্দান্ত গাইড যা আপনাকে আপনার টাকা সুরক্ষিত ভাবে বিনিয়োগ এবং অন্যান্য ব্যাপারে সাহায্য করবে।

আপনাদের যে কোন পরামর্শ, প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।

1 thought on “মোদী সরকারের MSME Loan কি? MSME Loan কিভাবে পাওয়া যাবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top