Bangla Awas Yojana List 2024 | বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024

Bangla Awas Yojana New list 2024 pdf Download (বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024 pdf), গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট এবং বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024। সাথে Bangla Awas Yojana Form PDF (বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম 2024 PDF), বাড়ির লিস্ট এর নাম দেখুন ও নতুন ঘরের লিস্ট 2024.

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে বাংলার যত গরিব মানুষ রয়েছেন তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করতে। এই ঘোষণার অন্তর্গত বাংলার গরীব পরিবার কে নিজস্ব বাড়ি দেওয়ার পরিকল্পনাটাই হল বাংলা আবাস যোজনা।

বাংলা আবাস যোজনা 2024, আবাস যোজনার সুবিধা হল যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাননি সেই সকল ব্যক্তিরা এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করাতে পারবেন। এই উদ্দেশ্য হল বাংলার সকল গরীব পরিবারের নিজস্ব মাথার ছাত হোক তাও সুলভ মুল্যে।

Bangla Awas Yojana New List
Bangla Awas Yojana New List

বাংলা আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন এই প্রকল্পের আওতায় সমস্ত পরিমাণ সুবিধা পাবেন (Bangla Abas Jojona 2024)। বাংলার গ্রাম হোক শহর যে কোন জায়গায় বসবাসকারী গরীব পরিবার এই যোজনার সুবিধা পাবেন।

বাংলা আবাস যোজনার লিস্ট 2024 কিভাবে দেখবেন:

Bangla Awas Yojana List 2024-2025 (NEW) আবাস যোজনা ঘরের লিস্ট 2024:
প্রথমত আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে জানিয়ে দেয়া হবে, নামের লিস্ট গুলি (গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট)। আরো কিছু নথিপত্র জমা দেওয়ার জন্য আবেদন করা হবে। চলুন দেখে নিন নতুন ঘরের লিস্ট এবং বাড়ির লিস্ট এর নাম।

প্রধানমন্ত্রী আবাস যোজনা – নতুন এই বছরের সবকিছু

বাংলার আবাস যোজনা এর নামের লিস্ট চেক:

#Step 1) এই প্রকল্পের নতুন লিস্ট কিংবা বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024-2025 (গ্রাম পঞ্চায়েত লিস্ট ঘরের জন্য) চেক করার জন্য আপনাকে গুগলের সার্চ করতে হবে: https://pmayg.nic.in/ https://www.wbhousing.gov.in

#Step 2) এরপর আপনি এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপর সেখান থেকে Awaasoft অপশনে ক্লিক করতেই নিচে আরও কিছু অপশন দেখতে পাবেন সেখান থেকে Report এই অপশনে ক্লিক করতে হবে।

#Step 3) এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, সেখানে নিচের দিকে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে।

#Step 4) তারপর আবার একটি নতুন পেজ ওপেন হবে, সেখান থেকে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালের টাকাা চেক করতে চান, সেটি সিলেক্ট করতে হবে।

#Step 5) তারপর Submit বাটনে ক্লিক করুন।

#Step 6) এরপর সেখান থেকে আপনি আপনার নাম খুঁজে বের করে নিতে পারবেন। এই লিস্ট আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারেন এবং সরসরি প্রিন্ট বটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন।

বাংলা আবাস যোজনা: আবেদন পক্রিয়া

বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড 2024:

এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম PDF এই অপশন থেকে আপনার বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে।

https://www.wbhousing.gov.in/pages/display/171-format-of-appliaation-form

বাংলার আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্মDownload
Bangla Awas Yojana Form PDFDownload

SECC BPL List 2024 (SECC পরিবারের সদস্যের বিবরণ)

এই প্রকল্প ঐ সকল পরিবারের জন্য যারা SECC 2011 অন্তর্গত গরীব রেখার নীচে বসবাস করেন এবং যারা সম্পূর্ণ ভাবে গৃহহীন ও দুঃস্থ, আপনার এখানে SECC 2011 লিস্ট এখানে দেখতে পারেন। SECC BPL List এর অর্থ হল সেই সব পরিবারের তালিকা যাদের গণনা ২০১১ সালের জাতীয় জনগণনা অনুসারে গরীব তালিকায় নতিভুক্ত করা হয়েছিল।

https://secc.gov.in/getSeccDataSummaryNationalReport.htm

SECC 2011 Reports: https://rural.nic.in/sites/default/files/Report_of_the_expert_group_on_SECC_2011_0.pdf

SECC পরিবারের সদস্যের বিবরণ সম্পূর্ণ ভাবে উপরের দেওয়া লিংকে গিয়ে পেয়ে যাবেন। এখানে নিজের নিজের রাজ্যের অনুসারে পরিবারের সদস্যের বিবরণ দেখতে পাবেন।

SECC পরিবারের সদস্যের বিবরণ
SECC পরিবারের সদস্যের বিবরণ
SECC পরিবারের সদস্যের বিবরণ
SECC পরিবারের সদস্যের বিবরণ

ইন্দিরা আবাস যোজনাঃ আবেদন ও নতুন লিস্ট

একই নাম ও পদবী নিয়ে সমস্যা ও তার সমাধান:

এখন সমস্যা হল, একই জায়গায় বা একই অঞ্চলে বা গ্রামে অনেক ব্যক্তির নাম ও পদবী একই রকম হতে পারে অনেক সময়, তাহলে কিভাবে বুঝবেন যে সেই ব্যক্তিটি আদৌ আপনি কিনা! এর জন্য অপশন রয়েছে অহেতুক চিন্তার কোন কারণ নেই।

নামের লিস্ট যখন চলে আসবে তখন সমস্ত নামের পাশে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা মনে রাখতে হবে আপনাকে বা কপি করে রাখতে পারেন অথবা কোন জায়গায় লিখেও রাখতে পারেন।

তারপর আবার ওয়েবসাইটের উপরে দেখবেন Stakeholders নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতেই সাবমেনু চলে আসবে সেখানে IAY/PMAYG Beneficiary এই অপশনে ক্লিক করতে হবে।

তারপর দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার বসানোর ঘর চলে আসবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করলেই সেই ব্যক্তির সমস্ত ডিটেইলস চলে আসবে।

যেমন ধরুন- সেই ব্যক্তির নাম, ঠিকানা, বাবার নাম, অথবা স্বামীর নাম, জব কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এর কিছু তথ্য, একথাই যাচাই করার মত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।

আপনার নাম যদি লিস্টে না থাকে:

এবার যদি আপনার নাম এই প্রকল্পের লিস্টে না থাকে, তাহলে কিভাবে চেক করবেন যে বাংলার আবাস যোজনার আওতায় আপনি ঘরে পাবেন কি পাবেন না।

লিস্ট ছাড়াও আপনি অন্য উপায়ে চেক করতে পারবেন, এর জন্য আপনাকে Stakeholders অপশন থেকে সাব মেনু IAY/ PMAYG Beneficiary অপশনে ক্লিক করার পর উপরে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট অপশন আর নিচে থাকবে এডভান্স সার্চ নামে একটি অপশন, এখানে ক্লিক করার পর আপনি একটি নতুন পেজে চলে আসবেন।

তারপর সেখানে রাজ্যের নাম, জেলা, ব্লক ইত্যাদি সিলেক্ট করতে পারেন। তারপর কোন সালে ও কোন স্কিমের টাকা দেখতে চান তা বোঝাতে পারেন।

এরপর নিজর নাম, অ্যাকাউন্ট নাম্বার, বিপিএল নাম্বার, ইত্যাদি বসিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। সমস্ত ডিটেইলস আপনি দেখে নিতে পারবেন।

Bangla Awas Yojana List 2024 Video:

বাংলা আবাস প্রকল্পের সুবিধা গুলি:

#1) এই প্রকল্পের জন্য আপনি সরাসরি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের একাউন্ট এ বাড়ি তৈরীর জন্য আর্থিক সাহায্য পাবেন।

#2) এই প্রকল্পের অধীনে আপনি যে বাড়িটি তৈরি করবেন সেটা নতুন প্রযুক্তির ধাঁচ এ তৈরি করা হবে। এবং তার সাথে সাথে প্রাকৃতিক বিভিন্ন রকম দুর্যোগের হাত থেকে আপনার বাড়িটি সুরক্ষিত থাকবে।

#3) এই প্রকল্পের অধীনে আপনি বাড়ি তৈরি করতে পারবেন ২৫ বর্গমিটার জায়গা জুড়ে।

#4) এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার দরিদ্র সম্প্রদায়ের মানুষদের আর্থিক ১২০০০ টাকা সাহায্য করবে।

বাংলা আবাস যোজনার সরকারি ঘোষণা:

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাংলা আবাস যোজনার বিস্তারিত ঘোষণা সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে আপনারও এই ঘোষণা দেখতে পারেন।

বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা
বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা

সরকারি ঘোষণা অনুসারে সমস্ত গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাসকারী পরিবারগুলিকে কমপক্ষে ২৫ বর্গ মিটার আকারের একটি পাকা বাড়ি দেওয়া। এই যোজনা ঐ সকল পরিবারদের জন্য যারা বাড়ি করতে অসমর্থ। সরকারি সহযোগিতায় সেই সকল পরিবার কে নিজস্ব বাড়ি প্রদান করা এই যোজনার প্রধান উদ্দেশ্য।

এই প্রকল্পের যোগাযোগ ব্যবস্থা:

আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত বিবরণ, যেমন ধরুন- ব্যাঙ্কের ডিটেইলস, হোম সাইট ডিটেইলস, ছাড়পত্র ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।

এ বিষয়ে আপনি যদি কোনো তথ্য বুঝে উঠতে না পারেন তাহলে, আরো বিস্তারিত ভাবে তথ্যগুলি জানার জন্য https://www.pmagy.gov.in এখানে যোগাযোগ করতে পারেন। তার সাথে আপনি ফোন করার সুযোগ পাবেন। আপনি যদি চান তাহলে 1800-11-6446 এই নম্বরেও কল করতে পারেন।

এই প্রকল্পের অ্যাপ্লিকেশন চেক করবেন কিভাবে:

প্রথমত এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটি উপরে দেওয়া আছে দেখে নিতে পারেন।

এবং তারপর আপনার আইডি নম্বরটি এন্টার করুন নতুন একটি পেজ ওপেন হলে সেখানে আপনি আপনার রাজ্য জেলা ব্লগ পঞ্চায়েত স্কিম ইত্যাদি তথ্য দেখতে পাবেন এখান থেকে আপনাকে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে।

তাছাড়া আবেদনকারী এই ওয়েবসাইট এ ক্লিক করে আবেদন করতে পারেন এই প্রকল্পের জন্য : https://www.wbhousing.gov.in https://pmayg.nic.in

বাংলা আবাস যোজনা সম্পর্কিত জিজ্ঞাস্য প্রশ্নাবলী (FAQ)

বাংলা আবাস যোজনা কি?

বাংলা আবাস যোজনা হল ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি আবাসন প্রকল্প। এটি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের গোষ্ঠীগুলির অন্তর্গত তাদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের বিকল্পগুলি প্রদানের লক্ষ্য।

বাংলা আবাস যোজনা এর জন্য কারা যোগ্য?

বাংলা আবাস যোজনা এর জন্য যোগ্যতার মানদণ্ড সরকার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট নির্দেশিকাগুলির উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। সাধারণত, অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, নিম্ন-আয়ের গোষ্ঠী, তফসিলি জাতি/উপজাতি বা অন্যান্য নির্দিষ্ট শ্রেণীভুক্ত ব্যক্তি বা পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য।

আমি কিভাবে বাংলা আবাস যোজনা এর জন্য আবেদন করতে পারি?

বাংলা আবাস যোজনা-এর জন্য আবেদন করার জন্য আপনাকে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সাধারণত, আবেদনগুলি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বা প্রাসঙ্গিক সরকারী অফিস বা মনোনীত কেন্দ্রগুলিতে গিয়ে অফলাইনে জমা দেওয়া যেতে পারে।
বিস্তারিত নির্দেশাবলী এবং আবেদন ফর্ম অফিসিয়াল উত্স থেকে প্রাপ্ত করা যেতে পারে। সম্পূর্ণ আবেসন পদ্ধতি এখানে দেখতে পারেন https://media.banglabhumi.in/bangla-awas-yojana/

বাংলা আবাস যোজনায় আবেদনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন?

বাংলা আবাস যোজনায় আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কাগজপত্রগুলি পরিবর্তিত হতে পারে, তবে সাধারণত, আপনাকে পরিচয়ের প্রমাণ, বসবাসের প্রমাণ, আয়ের শংসাপত্র, জাতি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) এবং সরকার দ্বারা নির্দিষ্ট করা অন্য কোনো সরকারি কাগজের মতো প্রমাণপত্র প্রদান করতে হতে পারে। প্রয়োজনীয় নথিগুলির একটি সম্পূর্ণ তালিকার জন্য অফিসিয়াল নির্দেশিকা চেক করতে পারেন।

বাংলা আবাস যোজনার সুবিধাগুলি কী কী?

বাংলা আবাস যোজনা যোগ্য সুবিধাভোগীদের বিভিন্ন সুবিধা প্রদান করে। এর মধ্যে ভর্তুকিযুক্ত আবাসন ইউনিট বা বাড়ি নির্মাণ বা মেরামতের জন্য আর্থিক সহায়তা, বিদ্যুৎ এবং জল সরবরাহের মতো মৌলিক সুবিধাগুলিতে অ্যাক্সেস এবং হাউজিং কমপ্লেক্সগুলিতে অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত থাকতে পারে। এই প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির জীবনযাত্রার অবস্থার উন্নতি করা এবং তাদের সাশ্রয়ী মূল্যের আবাসনের বিকল্পগুলি প্রদান করা।

আমি কি বাংলা আবাস যোজনার অধীনে একাধিক সুবিধা পেতে পারি?

বাংলা আবাস যোজনার অধীনে একাধিক সুবিধার প্রাপ্যতা স্কিমের নির্দিষ্ট নির্দেশিকা এবং নীতির উপর নির্ভর করতে পারে। আপনি কতটা সুবিধার জন্য যোগ্য হতে পারেন তা বোঝার জন্য অফিসিয়াল তথ্য পড়ুন বা স্কিম কর্তৃপক্ষের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমি কিভাবে আমার বাংলা আবাস যোজনা আবেদনের স্থিতি যাচাই করতে পারি?

আপনার বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশনের থিতি যাচাই করতে, আপনি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এবং প্রদত্ত মনোনীত পোর্টাল বা হেল্পলাইন নম্বর ব্যবহার করতে পারেন। বিকল্পভাবে, আপনি এই স্কিমের জন্য দায়ী প্রাসঙ্গিক সরকারি অফিস বা বিভাগের সাথে যোগাযোগ করে স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন।

আমি কি আমার বাংলা আবাস যোজনা সম্পত্তি অন্য কাউকে হস্তান্তর করতে পারি?

বাংলা আবাস যোজনা সম্পত্তি হস্তান্তর সরকার কর্তৃক নির্ধারিত সুনির্দিষ্ট বিধি ও প্রবিধান সাপেক্ষে হতে পারে। সাধারণত, অপব্যবহার বা অনুমান রোধ করার জন্য এই ধরনের সম্পত্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য হস্তান্তর বা বিক্রি করা যাবে না। স্কিমের অধীনে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত সরকারী নির্দেশিকা চেক করা বা স্কিম কর্তৃপক্ষের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হচ্ছে (আবাস যোজনার নিয়মাবলী)।

আমি বাংলা আবাস যোজনা সম্পর্কে আরও তথ্য কোথায় পেতে পারি?

বাংলা আবাস যোজনা সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন, সরকারি প্রকাশনা বা ঘোষণাগুলি পড়ুন বা প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়ী প্রাসঙ্গিক সরকারি বিভাগ বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন৷ এছাড়াও বাংলা আবাস যোজনার সকল তথ্য সহজ ভাষায় এখানে দেখতে পারেন (বাংলা আবাস যোজনা)

Table of Contents

99 thoughts on “Bangla Awas Yojana List 2024 | বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2024”

  1. Goutam Mondal.vill Birori.Birbhum, Dubrajpura,

    Ami akono gor paii ni dak6i gram ar jadar pakabari tadrii bari pa66a ..hmm amra genaral tahola ki amr paka gorar sopno daka ki puron hoba na ..amr sorkarar ka6a abadin sob general ka bari daban na jadar bari naiiii ba jadar bari korar moto samrtho naii tadr kaa din

        1. নিজের এলাকার হাউসিং ডিপার্টমেন্ট অফিসে লিখিত ভাবে আবেদন জমা দিন, সাথে সঠিক তথ্য ও চালু মোবাইল নাম্বার দিন, যাচাই করে জানা হবে আপনার বাড়ি পাবার যোগ্যতা আছে কি নেই।

          1. Pallab Munshi

            For last 5 years I have informed our Gram Samiti Tapan Kumar Maiti mashay many times for my grandmother Niva Rani Munshi’s house but they came and promised to build the house but nothing was done. I will keep S so I can get this bar

          1. Nurul Amin Mondal

            আমরাও ঘর পাইনি
            গ্রাম : পুরাতন পীতাম্বরপুর
            থানা : চাপরা
            জেলা : নদীয়া
            পিন নাম্বার : ৭৪১১২৩
            হাউস নাম্বার : n0012

          1. Amader ghor goto 10 years 3bar dakha gacha ghor dabar proti shoti diya dayni apni Jodi kichu help Koran to valo Hoy thank you.

      1. Sk shahbuddin

        আমি ঘর পাইনি আমার লিস্টে ফোন নাম্বার ছিল নাম পাল্টিয়ে দিয়ছে এখানে টাকা ছাড়া ঘর আসছে না পাটির লোকেরা আসছে এত টাকা দিলে ঘর আসবে নাহলে তুমি ঘর পাবেনা

          1. Ramkrishnakhatua

            Ramkrishna Khatua simulia post kaimgariya thana bhupati Nagar jila Purva Medinipur pin number 7214 44

  2. Md KAMARUL Islam

    Amar ponchayat A nam alo katiye dewa hoy, tai direct didir kachhe abedone amake akti ghor dewar jonno. Ami boro asohay didi please help didi. Name md kamarul Islam ,md Rakibul Ali, vill dhanghora, po maya, ps lalgola, distrct murshidabad, pin 742148 Id proop sob achhe.

    1. সামিউল

      আমার এক টি সরকারের কাছে আবেদন করেছি আমার এক টি ঘোরের জন্য ধন্যবাদ

    2. দীপঙ্কর পাল বাবা রঞ্জন পাল নন্দন পুর খানাকুল hooghl পিন712417

        1. Hello ami,sobang thana ,post/ Bishnupur bazer ,pin/721144,13no anchal,madhabchak ,gram nibasi,Amar nam /Ranjan Kumar beta,ami gor paini,ami amar babar thaka alada thaki ,akta chotto gora,amar akta gor lagba,amdar Pradhan ar hoyto dekta payni,tai ami gor Paini ,plizzz akta gor kora den

  3. AMADER EKHANE EKJONER GHARER JONNO NAM ESCHE BUT TAR AGEI 50000 (PANCHAS HAJAR) TAKA DABI KORCHE BOLECHE JE TAKA NA DILE GHAR RETURN CHOLE JABE. ABAR HUMKIO DICCHE J KAWKE BOLA JABE NA .BECHARARA KHUB ASOHAI EKHON KI KORBE BUJHTE PARCHE NA.PLEASE KEW SUGGESTION DILE UPOKRITO HOBO

  4. আমি একজন সাধারণ মানুষ ।
    আমার কোনো লিস্টে ঘরে নাম নেই তাই ।আমার একটি ঘরের প্রয়োজন ।
    যদি এই ম্যাসেজের মাধ্যমে যদি পাই তাহলে উপকিরিত হবো
    বিনীত
    Faruk Abdullah
    Vill.Bornaho
    Post.Talbangrua
    P.S Harishchandra pur
    Dist.Malda
    Pin.732125

  5. আমি অত্যন্ত গরীব, মাটির বাড়ি। আমার কোনো লিস্টে ঘরের নাম নেই,তাই আমার একটা ঘরের প্রয়োজন।
    যদি আমি পাই , খুবই উপকৃত হব।
    গ্রাম -নলদা
    পোস্ট -ভগবানপুর
    থানা-ভগবানপুর
    জেলা – পূর্ব মেদিনীপুর
    পিন কোড -৭২১৬০১

  6. আমার ঘর একটা পয়জন আমাদের কোনো সদর ঘর দিছে নে আমাদের ঘর নেই এবং তাদের পাকা বাড়ি তাতে ওদের বাড়ি তালিকা নাম আছে

    1. Shajul mallick

      Amarkanobarenai.ame akata bare pai tar subabsota korun vallg-jagenswer pur .p.o-ukhurasaring pur.dis-purbo burdhaman.pin-713512. WB

  7. ধর্মেন্দ্র।দাস ‌‌

    চন্দ্র কোণা।কারণ।খলক।পুর। আমাদের টালির।ঘর

  8. Amader akta ghor lagba amara onak bar sab kichu joma dache kintu amard ghar daine amadl ta nam ney plz plz plz plz sir amar akta ghor khub dorkar ..tai apnak onrud korche ja amader akta ghor din nomaskar

  9. Shajul mallick

    Amarkanobarenai.ame akata bare pai tar subabsota korun vallg-jagenswer pur .p.o-ukhurasaring pur.dis-purbo burdhaman.pin-713512. WB

    1. এর জন্য আপনি সরাসরি গ্রাম পঞ্চায়েতের হাউসিং ডিপার্টমেন্ট অফিসে লিখিত ভাবে আবেদন জমা দিন, একটা জিনিস মনে রাখবেন আবেদন দিয়ে ভুলে গেলে চলবে না, বার বার আবেদনের স্থিতি জানুন, সঠিক তথ্য দিন যদি আপনি বাড়ির জন্য উপযুক্ত হন তাহলে বাড়ি পাবেন।

  10. আমার লিস্টে নাম আছে কিন্তু তো ঘর পাইনি

    1. যদি লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি বাড়ি পাবেন, লিস্টে নামের সাথে একটা আইডি নাম্বার থাকে, এই আইডি ও নামের সাথে একটা লিখিত আবেদন এবং চালু মোবাইল নাম্বার ও নজের পরিচয়পত্রের সাথে হাউসিং ডিপার্টমেন্ট অফিসে জমা দিন এবং বার বার আবেদনের স্থিতি জানতে থাকুন।

  11. Santy ranjan das “house no ” (SRS149)

    G.P = charghat
    Ps = swarupnagar
    Post office = bargharia post
    office.
    Pin = 743247
    Ph – 7547917582

  12. Md Ikbal Saikh

    My name is md Ikbal Saikh vill Barianagar po chhatai PS ranitala dist murshidabad pin 742302 adhar no 328169521303 block bhagwangola 2। Panchayet Bali gram gram Panchayet প্রধানমন্ত্রী আবাস যোজনা তে আমার নাম ছিল। গ্রামের মেম্বাররা আমার নামটা কাটিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আমি বাদ পড়ে গেলাম। সামনে আছে বাংলা আবাস যোজনা। এই আবাস যোজনাতে আমার নাম ছাড়বে হবে কি হবে না জানতে পারছি না। গ্রামের পঞ্চায়েতের প্রধানকে কিছু বললে কোন কর্ণপাত করছে না। আমি কি কোন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারি। একটু জানাবেন প্লিজ।

  13. West Bengal jila Uttar Dinajpur khana Chopra pin code 7332 27 Amar mobile number 896703 45 56Amit MC party bahut din thode thodi Ami

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top