2023 Nabanna Scholarship পাওয়ার জন্য যোগ্যতা ও আবেদন পদ্ধতি

চলুন জেনে নেওয়া যাক এই বছর Nabanna Scholarship পাওয়ার জন্য যোগ্যতা এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে করবেন? সব কিছু বিস্তারিত সহজ ভাষাতে।

আমাদের সমাজের অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী অর্থের অভাবে তাদের ইচ্ছা থাকার ফলেও পড়াশুনা চালিয়ে যেতে পারে না।

এভাবেই শিক্ষাজীবন বন্ধ হয়ে যায় অনেক সম্ভাবনাময় শিক্ষার্থীর। ঝড়ে পড়ে যায় স্কুল শিক্ষা কার্যক্রম হতে। এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে কিছু স্কলারশীপ কার্যক্রম পরিচালনা করা হয়।

Nabanna Scholarship Eligibility and Application
Nabanna Scholarship in Bengali

এই সকল কার্যক্রমের ফলে দরিদ্র ছাত্রছাত্রীদের তাদের পড়াশুনার খরচ চালানোর জন্য কিছু অর্থ দেয়া হয়। মূলত ছাত্রছাত্রীদের মেধার উপর নির্ভর করে এই স্কলারশীপ দেয়া হয়ে থাকে।

এই স্কলারশিপের মাঝে অন্যতম হলো পশ্চিমবঙ্গ সরকারের চালু করা নবান্ন স্কলারশীপ। আজ আমরা আপনাদের সাথে নবান্ন স্কলারশীপ নিয়ে আলোচনা করবো ।

চেষ্টা করবো আপনাদের Nabanna Scholarship সম্পর্কে জানাতে, এই Scholarship পেতে কি যোগ্যতা দরকার হয়?  কিভাবে এই Scholarship এর জন্য আবেদন করতে হয় ?

আসুন দেখে নি Nabanna Scholarship এর খুঁটিনাটি বিষয়।

Nabanna Scholarship কি ?

এই Nabanna Scholarship ভারতের পশ্চিমবঙ্গ সরকারের চালু করা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি কার্যক্রম।

এই স্কলারশীপ এর জন্য প্রয়োজনীয় অর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রদান করা হয়।

আবেদনকারী ছাত্রছাতীদের মধ্য থেকে মেধা যাচাই করে স্কলারশীপ প্রদানের জন্য নির্বাচিত করা হয়।

নির্বাচিত প্রতিটি ছাত্রছাত্রীকে তাদের পড়াশুনার খরচ মেটানোর জন্য বার্ষিক ১০,০০০ টাকা করে দেয়া হয়।

এই টাকার পরিমাণ ছাত্রছাত্রীর কোর্সের উপরও নির্ভর করে থাকে। এই Scholarship এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের শিক্ষার মান বৃদ্ধি করার চেষ্টা করছে।

যাতে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পেতে পারে।

কি কি আছে এই Scholarship-এঃ

আসুন দেখে নি কি কি আছে Nabanna Scholarship-এ

ক্রমিক বিষয় বিবরন
০১ স্কলারশীপের নাম West Bangle Chief Minister Scholarship Nabanna
০২ অনুমোদন প্রদানকারী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রান তহবিল
০৩ কি কি কোর্সের উপর দেয়া হয় উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপ্লোমা, প্যারামেডিক
০৪ আবেদনের মাধ্যম অফলাইন
০৫ শতকরা কত নাম্বার পেতে হয় উচ্চ মাধ্যমিকের জন্যঃ মাধ্যমিকে ৬৫% নাম্বারঅনার্স কোর্সের জন্যঃ উচ্চ মাধ্যমিকে ৬০% নাম্বারমাস্টার্স কোর্সের জন্যঃ অনার্সে ৫৫% নাম্বার
০৬ Nabanna Scholarship শুরুর তারিখ বর্তমান সেশন শুরুর যেকোন সময়
০৭ অফিসিয়াল ওয়েবসাইট http://wbcmo.gov.in

Nabanna Scholarship পাবার যোগ্যতাঃ

আসুন দেখে নি Nabanna Scholarship পেতে হলে কি কি যোগ্যতা থাকতে হয়, অথবা কি কি যোগ্যতার উপর ভিত্তি করে এই Scholarship দেয়া হয়।

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারী ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের শিক্ষাবোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অথবা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হবে।

৩) উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই মাধ্যমিকে ৬৫% নাম্বার লাভ করতে হবে।

৪) গ্র্যজুয়েশন পর্যায়ের আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে ৬০% নাম্বার লাভ করতে হবে।

৫) মাষ্টার্স পর্যায়ের আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই অনার্সে ৫৫% নাম্বার লাভ করতে হবে।

৬) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার কম হতে হবে।

৭) আবেদনকারী একই সময়ে কেন্দ্র অথবা রাজ্য সরকার হতে অন্য কোন স্কলারশীপ পেয়ে থাকলে এই Scholarship এর জন্য বিবেচিত হবে না।

Nabanna Scholarship পেতে কি কি কাগজপত্র জমা দিতে হয়?

এই Scholarship এর জন্য আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হয়।

১) পূর্ববর্তী সকল পরীক্ষার মার্কশীটের ফটোকপি।

২) সরকারী দ্বায়ীত্বশীল কর্মকর্তা কর্তৃক পরিবারের মাসিক আয়ের প্রত্যয়নপত্র।

৩) MP/MLA এর কাছ হতে মুখ্যমন্ত্রী বরাবর আবেদনকারীর পরিবারের মাসিক আয় সংক্রান্ত চিঠি।

৪) ছাত্রছাত্রীর নিজের সাক্ষরিত বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত কাগজপত্র।

৫) বিস্তারিত তথ্যসহ ব্যাংক একাউন্টের নাম্বার, নাম, শাখার নাম ইত্যাদি।

যোগাযোগের ঠিকানাঃ

The Assistant Secretary
Chief Minister’s Office, “Nabanna”
325, Sarat Chatterjee Road
Tel- 0332214555 / 22143101
Fax- 03322143528
email: cm@wb.gov.in

হটলাইন নাম্বারঃ ০৩৩ ২২১৪৫৫৫ ও ২২১৪৩১০১

আজ আমরা Nabanna Scholarship নিয়ে বিস্তারিত জানলাম, জানতে পারলাম কিভাবে এই Scholarship পাওয়া যায়, এই Scholarship পেতে কি কি কাগজপত্র দরকার হয়।

পরবর্তীতে আপনাদের জন্য আমরা Nabanna Scholarship নিয়ে আরো খুঁটিনাটি বিষয়াদি আলোচনা করবো।

সবসময় আমাদের সাইটে চোখ রাখুন। আমাদের লেখা নিয়ে কোন মন্তব্য, পরামর্শ দিতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানান।

আমাদের কাছে আপনার মন্তব্য অনেক মূল্যবান, তাই আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেব।

1 thought on “2023 Nabanna Scholarship পাওয়ার জন্য যোগ্যতা ও আবেদন পদ্ধতি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top