এই বছর FAEA Scholarship পাওয়ার যোগ্যতা কি এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে রেজিস্ট্রেশান করবেন? সব বিস্তারিত জেনে নিন সহজ ভাষাতে।
Foundation of Academic Excellence and Access (FAEA) ভারতীয় কলেজ ছাত্রদের জন্য স্কলারশীপ ঘোষনা করেছে (FAEA Scholarship)। এই Foundation of Academic Excellence and Access (FAEA) এ ভারতের বৃহৎ শিল্পগ্রুপ টাটা সহ অনেক বিত্তশালী ডোনার আর্থিক সহযোগীতা দিয়ে থাকে।
যে সকল কলেজের ছাত্র মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আর্টস, বানিজ্য ও বিভিন্ন প্রফেশনাল কোর্সে অধ্যয়ন করছেন সে সকল ছাত্র Foundation of Academic Excellence and Access (FAEA) কর্তৃক পরিচালিত FAEA Scholarship হতে বৃত্তির জন্য আবেদন করতে পারে।
এই Scholarship সমাজের দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রদের পড়াশুনা করার জন্য আর্থিক সহায়তা করে থাকে। এই Scholarship এর জন্য অনলাইনে আবেদন করা যায়।
আজকের লেখায় আমরা এই Scholarship এর আবেদনের যোগ্যতা, কিভাবে আবেদন করা যায়, আবেদনের জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয় এসমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
আসুন দেখে নিই কি কি তথ্য আছে FAEA Scholarship নিয়ে।
FAEA Scholarship এর বৈশিষ্ট্যঃ
ক্রমিক | বিষয় | বিবরণ |
০১ | স্কলারশীপের নাম | FAEA Scholarship |
০২ | স্কলারশীপের ফাউন্ডেশন | Foundation of Academic Excellence and Access (FAEA) |
০৩ | আবেদনের জন্য যোগ্যতা | স্নাতকের অধীনে অধ্যয়নরত |
০৪ | আবেদনের মাধ্যম | অনলাইন |
০৫ | স্কলারশীপের পরিমাণ | কোর্সের উপর নির্ভর করে |
FAEA Scholarship এর আবেদনের যোগ্যতাঃ
FAEA Scholarship এর আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী থাকতে হবে।
১) আবেদনকারীকে ভারতের যেকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে।
২) আবেদনকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ফলপ্রকাশের অপেক্ষায় থাকলে ১১ শ্রেনীর পরীক্ষার ফলাফল জমা দিয়ে আবেদন করতে পারবে।
৩) আবেদনকারীকে অবশ্যই কোন স্নাতক কোর্সে ১ম বর্ষে ভর্তি হতে হবে।
৪) এই Scholarship এর জন্য বিবেচিত কোর্সগুলি হলো আর্টস, কমার্স, বিজ্ঞান, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ অন্য কোন কারিগরি ও পেশাদার কোর্স।
৫) এছাড়াও দরিদ্র ও মেধাবীদের সহায়তা দানের উদ্দেশ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯০% নাম্বার পেলে তাকে এই Scholarship থেকে আর্থিক সহায়তা করা হয়।
৬) আবেদনকারীকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি (SC/ST/BPL) হতে হবে।
৭) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই Scholarship এর বাছাই প্রক্রিয়াঃ
সাধারনত ২ টি প্রক্রিয়ায় FAEA Scholarship এর বাছাই সম্পন্ন হয়ে থাকে।
১) আবেদনকারীর আবেদনের উপর নির্ভর করে প্রাথমিক বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হয়। সংক্ষিপ্ত তালিকার বাছাইকৃত লোকজনকে ভারতের বিভিন্ন শহরে সাক্ষাতকারের জন্য আমন্ত্রন করা হয়।
২) সাক্ষাৎকারের পর আবেদনকারীর পারিবারিক আর্থিক অবস্থা ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে চুড়ান্ত বাছাই করা হয়। চুড়ান্ত নির্বাচিতগনের নাম Foundation of Academic Excellence and Access (FAEA) কর্তৃক ঘোষণা করা হয়।
এই Scholarship এর প্রাপ্ত সুবিধা সমুহঃ
চুড়ান্তভাবে নির্বাচিত ছাত্রছাত্রী Foundation of Academic Excellence and Access (FAEA) এর পক্ষ হতে তাদের বর্তমান স্নাতক ডিগ্রী সম্পন্ন হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে।
ফাইন্ডেশনের নিয়ম অনুযায়ী এই ছাত্রছাত্রী টিউশন ফি, বই কেনার টাকা, হোস্টেল চার্জ ইত্যাদির খরচ মেটানোর জন্য টাকা পেয়ে থাকে।
স্কলারশীপের টাকার অংক ছাত্রের পড়াশুনার খরচের উপর নির্ভর করে থাকে। FAEA Scholarship সর্বোচ্চ ৫ বছরের জন্য দেয়া হয়ে থাকে, তবে স্কলারশীপ নবায়নের জন্য প্রতিবছর আবেদন করতে হয়।
এই Scholarship এর জন্য রেফারেন্সঃ
FAEA Scholarship এর জন্য ১ জন ব্যাক্তির রেফারেন্স দেয়া দরকার হয়। রেফারেন্সকৃত ব্যাক্তি ঐ ছাত্রের শিক্ষা, আচার আচরন ও দক্ষতা সম্পর্কে অবশ্যই ভালোভাবে পরিচিত হতে হবে।
আবেদনকারী চুড়ান্ত নির্বাচিত হলে এই Scholarship এর পক্ষ হতে রেফারেন্সকৃত ব্যাক্তির নিকট হতে তথ্য নেয়া হয়ে থাকে। রেফারেন্সকৃত ব্যক্তি ছাত্রের শিক্ষক হওয়া অপেক্ষাকৃত সুবিধাজনক।
FAEA Scholarship এর অনলাইন আবেদন প্রক্রিয়াঃ
এই Scholarship এর অনলাইন আবেদন প্রক্রিয়ার ধাপসমুহ নিম্নরুপ।
১) FAEA Scholarship এর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মপূরন করুন।
২) আবেদন ফর্ম পূরনের পর একটি ৯ ডিজিট কনফার্মেশন নাম্বার আসবে ।
৩) লগইন করে আপনার শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য দিন।
৪) আপনার ছবি ও সাক্ষর এই Scholarship সাইটে আপলোড করুন।
৫) সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।
আপনার কোন কাগজপত্র ডাকযোগে পাঠাতে হবে না। বাছাইকৃত আবেদনকারীকে ফোনে বা মেইলে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
যোগাযোগের ঠিকানাঃ
ওয়েবসাইটঃ www.faeaindia.org
মেইলঃ [email protected]
ফোনঃ 011-41689133
অফিসের ঠিকানা
Foundation for Academic Excellence and Access (FAEA)
C-25, Qutab Institutional Area
New Mehrauli Road
New Delhi – 110 016
আজ আমরা FAEA Scholarship নিয়ে বিস্তারিত জানতে পারলাম। দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীরা এই লেখাটি দেখার সুবিধার্থে এই লেখাটি শেয়ার করুন।
আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে। আমাদের লেখা নিয়ে মন্তব্য, পরামর্শের জন্য মেইলে জানান, আপনার মূল্যবান মন্তব্য আমরা সাদরে গ্রহন করবো।