পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্প 2023 (Duare Sarkar) ক্যাম্পে কোন কোন প্রকল্পের কাজ করতে পারবেন? এবং এর জন্য আপনাদের কোন কোন কাগজপত্র জমা করে রাখতে হবে। জেনে নিন
পশ্চিমবঙ্গের সরকারি আদেশ অনুসারে পুনরায় দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প শুরু হতে চলেছে। আর এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
এই ক্যাম্পের দ্বারা আপনি বাড়িতে বসেই বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করে নিতে পারেন। যেমন কি আপনারা জানেন যে যে কোন প্রকল্পের আবেদনের বা কাজের জন্য বিভিন্ন রকম কাগজপত্রের প্রয়োজন হয়।
আজ আমরা আপনাদের জানাতে চলেছি যে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে কোন কোন প্রকল্পের কাজ করতে পারবেন এবং এর জন্য আপনাদের কোন কোন কাগজপত্র জমা করে রাখতে হবে।
ক্রমিক নম্বর | প্রকল্প/পরিষেবা | প্রয়োজনীয় কাগজপত্র |
১. | স্বাস্থ্য সাথী | আধার কার্ড, রেশন কার্ড, চালু মোবাইল নাম্বার, বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্য সাথী কার্ড থাকলে সিটি |
২. | ডিজিটাল রেশন কার্ড | আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড (যদি আপনার কাছে থাকে), পুরাতন রেশন কার্ড, চালু মোবাইল নাম্বার, যদি বাড়ির কোনো সদস্যের রেশন কার্ড এসে থাকে তাহলে সেটি |
৩. | খাদ্য সাথী | ভোটার কার্ড, আধার কার্ড, পুরাতন অথবা নতুন রেশন কার্ড, চালু মোবাইল নাম্বার |
৪. | শিক্ষাশ্রী | আধার কার্ড, স্কুলের সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট ডিটেইল, জাতি প্রমাণপত্র, মাতা পিতার আয় প্রমাণ পত্র, পাসপোর্ট সাইজ ফটো, বাসিন্দা প্রমাণপত্র, চালু মোবাইল নাম্বার |
৫. | জাতি প্রমাণপত্র (কাস্ট সার্টিফিকেট) | আধার কার্ড (আবেদনকারীর এবং মাতা পিতার), ভোটার কার্ড (আবেদনকারীর ও মাতা পিতার), বাসিন্দা প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র, বংশ তালিকা, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম প্রমাণপত্র (অনলাইন), জাতি প্রমাণপত্র (যদি রক্তের সম্পর্কের কারো থাকে), চালু মোবাইল নাম্বার |
৬. | কন্যাশ্রী | আধার কার্ড, রেশন কার্ড, বসবাস প্রমাণপত্র, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড (যদি থাকে), জন্ম প্রমাণপত্র, মাতা-পিতার আয় প্রমাণপত্র, ব্যাংক একাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো, আবেদনকারীর অবিবাহিত ঘোষণাপত্র এবং পৌরসভার থেকে অবিবাহিত প্রমাণপত্র, চালু মোবাইল নাম্বার |
৭. | রুপশ্রী | আধার কার্ড, বসবাস প্রমাণপত্র, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড (যদি থাকে), জন্ম প্রমাণপত্র, মাতা-পিতার আয় প্রমাণপত্র, পাত্রীর ব্যাংক একাউন্ট ডিটেলস, পাসপোর্ট সাইজ ফটো, আবেদনকারীর অবিবাহিত ঘোষণাপত্র, [ বিয়ের কার্ড, পাত্রের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, একটি চালু মোবাইল নাম্বার |
৮. | তপশিলি বন্ধু | আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আয় প্রমাণপত্র, তপশিলি শংসাপত্র, চালু মোবাইল নাম্বার |
৯. | লক্ষীর ভান্ডার | আধার কার্ড (জেরক্স), পরিবারের স্বাস্থ্য সাথীকার্ড (জেরক্স), জাতি প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো (রঙিন), ব্যাংকের পাসবুক, ব্যাংক চেক (যদি থাকে), চালু মোবাইল নাম্বার
[ 25 থেকে 60 বছরের মহিলারা এই আবেদনটি করতে পারবেন] |
১০. | জয় জোহার | আধার কার্ড, ভোটার কার্ড, তপশিলি শংসাপত্র (ডিজিটাল), আয় প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, চালু মোবাইল নাম্বার |
১১. | স্টুডেন্ট ক্রেডিট কার্ড | আবেদনকারীর আধার কার্ড, আবেদন ও সহ আবেদনকারীর রঙিন ছবি, মাধ্যমিক এডমিট কার্ড, ভর্তির প্রমাণপত্র, কোর্স ফি ও খরচের বিবরণ তথ্য, অভিভাবকের ঠিকানা প্রমাণপত্র, আবেদনকারী ও অভিভাবকের প্যান কার্ড (ঘোষণা), চালু মোবাইল নাম্বার |
১২. | মানবিক | আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র (যদি থাকে), প্রতিবন্ধী প্রমাণপত্র, স্ব-ঘোষণাপত্র, ব্যাংক একাউন্ট ডিটেলস, নিজের স্বাক্ষরের সাথে সকল জেরক্স, চালু মোবাইল নাম্বার |
১৩. | কৃষক বন্ধু | আধার কার্ড, ভোটার কার্ড, বংশ তালিকা, ব্যাংকের পাস বুক, পর্চা, চালু মোবাইল নাম্বার |
১৪. | ঐক্যশ্রী | সংখ্যালঘুরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, বসবাস প্রমাণপত্র, ইনকামের প্রমাণপত্র, তপশিলি প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, পাসপোর্ট সাইজ ফটো, চালু মোবাইল নাম্বার |
১৫. | আধার সংক্রান্ত পরিষেবা | এই পরিষেবার মধ্যে আধার কার্ডের সঙ্গে যুক্ত পরিষেবাগুলি পেতে পারেন। পরিষেবা অনুসারে প্রয়োজনীয় প্রমাণপত্র একত্র করবেন। |
১৬. | ব্যাঙ্কিং পরিষেবা | আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড |
১৭. | চাষযোগ্য জমির রেকর্ড | এই পরিষেবার জন্য বৈধ দলিলের প্রয়োজন |
১৮. | 100 দিনের কাজ | |
১৯. | বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প | পরিবারের আধার কার্ড, ভোটার কার্ড, অসংগঠিত শ্রমিকের প্রমাণপত্র, ব্যাংকের পাস বুক(আবেদনকারীর) |
দুয়ারে সরকার প্রকল্পের জন্য এই সমস্ত কাগজপত্র গুলি যত্ন করে এবং সামনে রাখবেন দরকার হলে 1-2 টি জেরক্স করে রাখতে পারেন যদি কোন কারণে দরকার লাগে তাহলে আপনাকে এদিক-ওদিক ছোটাছুটি করতে হবে না। আর যদি দরকার না লাগে তা হলেও অসুবিধা নেই আপনার কাছে কাগজগুলি থেকে যাবে।
এই দুয়ারে সরকার পরিষেবার মধ্যে স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড, খাদ্য সাথী, শিক্ষাশ্রী, জাতি প্রমাণপত্র, কন্যাশ্রী, রুপশ্রী, তপশিলি বন্ধু, লক্ষীর ভান্ডার, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, 100 দিনের কাজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প ইত্যাদি প্রকল্প গুলির কাজ করা হয়ে থাকে।
এর সাথে সাথে কিছু আরো পরিষেবা প্রদান করা হয় যেমন আধার সংক্রান্ত পরিষেবা, ব্যাঙ্কিং পরিষেবা, চাষযোগ্য জমির রেকর্ড ইত্যাদি। এই পরিষেবা অনুসারে আপনি এই সমস্ত কাজ বাড়িতে বসেই করতে পারবেন কারণ এই পরিষেবার মুখ্য উদ্দেশ্য এটাই।
আপনার যদি উক্ত প্রকল্প বা পরিষেবার মধ্যে কোন কাজ করাতে হবে তাহলে উপরে দেওয়া কাগজপত্রগুলো অবশ্যই জমা করে রাখবেন। যেই সময়ে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প লাগানো হবে সেই সময় আপনি আপনার কাজ করিয়ে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প | Click Here |
কেন্দ্র সরকারের সমস্ত যোজনা | Click Here |
বাংলাভুমি হোম | Click Here |
All project are great running by West Bengal government. Thank you Didi.
খাদ্য-সাথী, স্বাস্হ্য-সাথী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে আয়ের সর্বোচ্চ সীমা কত ?