WBMDFC Scholarship 2023: অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশান

চলুন জেনে নেওয়া যাক এই বছর WBMDFC Scholarship পাওয়ার জন্য যোগ্যতা এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে করবেন? সব কিছু বিস্তারিত সহজ ভাষাতে।

WBMDFC Scholarship – WBMDFC হল West Bengal Minority Development and Finance Corporation এর সংক্ষিপ্ত রুপ। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটি প্রতিষ্ঠান

এই প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ, জৈন, পার্সি) সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে।

WBMDFC Scholarship - Eligibility and Application
WBMDFC Scholarship in Bengali

এই WBMDFC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের এ সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্রেনীতে Scholarship পেয়ে থাকে যাতে করে যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে তাদের লেখাপড়া চালিয়ে যেতে সমস্যা হচ্ছে তারা তাদের পড়াশুনা চালিয়ে যাবার সুযোগ পায়।

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আপনাদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এই সকল আলোচনা থেকে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি। যাতে করে আমাদের দৈনন্দিন জীবনে নানা বিষয়ে উপকৃত হয়ে থাকি।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে WBMDFC Scholarship নিয়ে আলোচনা করবো। এই আলোচনায় আমরা জানার চেষ্টা করবো WBMDFC Scholarship এর অনলাইন আবেদন কিভাবে করা যায়, এই Scholarship এ আবেদন করার যোগ্যতা, কিভাবে রেজিস্ট্রেশন করা যায়।

আসুন দেখে নিই WBMDFC Scholarship এর বিস্তারিত তথ্য।

WBMDFC Scholarship এর কিছু তথ্য

বিষয় বিস্তারিত
প্রকল্পের নাম WBMDFC Scholarship
চালু করেন পশ্চিমবঙ্গ সরকার
কোথায় চালু হয় ভারতের পশ্চিমবঙ্গে
কাদের জন্য চালু হয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য
শ্রেনী রাজ্য সরকারের প্রকল্প
অফিসিয়াল ওয়েবসাইট www.wbmdfcscholarship.in

www.wbmdfc.org

হেল্পলাইন নাম্বার 1800-120-2130
ইমেইল আইডি scholarship.wbmdfc@gmail.com

এই Scholarship এ আবেদন করার যোগ্যতা কি কি?

আসুন দেখে নিই WBMDFC Scholarship এ আবেদন করার যোগ্যতাগুলি কি কি।

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার চাইতে কম হতে হবে।

৩) আবেদনকারীকে রাজ্য বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হতে হবে।

৪) পশ্চিমবঙ্গের বাইরের প্রতিষ্ঠানে পড়াশুনারত হলে Pre matric ও Post Matric শ্রেনীর Scholarship এর জন্য বিবেচিত হবে না।

৫) আবেদনকারীকে অবশ্যই গত বছরের ফাইনাল পরীক্ষায় কমপক্ষে ৫০% মানবার পেয়ে পাশ করতে হবে।

WBMDFC Scholarship এ কি কি আর্থিক সুবিধা পাওয়া যাবে?

আসুন দেখে নিই WBMDFC Scholarship কি কি সুবিধা দিয়ে থাকে।

Types of Scholarship Class of Study Admission
fee & tuition fee waiver
Maintenance
Allowance waiver
Total benefit
Pre-Matric 6 to 10 INR 4400 INR 6600 INR 11,000
Post-Matric 11 and 12 INR 7700 INR 4200 INR 11,900
11 and 12 (technical and vocational courses of this level) INR 11,000 INR 4200 INR 15,200
Undergraduate and Postgraduate INR 3300 INR 6300 INR 9600
M.Phil. INR 3300 INR 13,200 INR 16,500
Merit-cum-Means Medical Engineering, Management, Law, Chartered Accountant, etc. courses INR 22,000 INR 11,000 INR 33,000

Scholarship Incentives for Day Scholars

Types of Scholarship Class of Study Admission
fee & tuition fee waiver
Maintenance
Allowance waiver
Total Benefits
Pre-Matric 1 to 5 INR 1100 INR 1100
6 to 10 INR 4400 INR 1100 INR 5500
Post-Matric 11 and 12 INR 7700 INR 2500 INR 10200
11 and 12 (technical and vocational courses of this level) INR 11,000 INR 2500 INR 13500
Undergraduate and Postgraduate INR 3300 INR 3300 INR 6600
M.Phil. INR 3300 INR 6000 INR 9300
Merit-cum-Means Medical Engineering, Management, Law, Chartered Accountant, etc. courses INR 22,000 INR 5500 INR 27500

এই WBMDFC Scholarship এ আবেদনের প্রক্রিয়া কি ?

আসুন দেখে নিই এই Scholarship এর জন্য ধাপে ধাপে আবেদনের প্রক্রিয়া কি কি।

ধাপ ১- শুরুতেই WBMDFC Scholarship এর অফিসিয়াল সাইটে প্রবেশ করুন।

ধাপ ২- সাইটে প্রবেশ করে New Register বাটনে ক্লিক করুন।

ধাপ ৩- আপনার জেলার তথ্য দিয়ে ক্লিক করুন।

ধাপ ৪- নিজের নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, পরিপূর্ন ঠিকানা, জন্ম তারিখ, ব্যাংকের তথ্যসহ আপনার সকল দরকারী তথ্য দিন।

ধাপ ৫- সব তথ্য চেক করে আপনি Submit বাটনে ক্লিক করুন।

ধাপ ৬- আপনি কোন Scholarship এর জন্য আবেদন করছেন তা উল্লেখ করুন।

ধাপ ৭- একটি User ID এবং Password সেট করুন। এবং সংরক্ষন করুন।

ধাপ ৮- এবার User ID ও Password দিয়ে লগইন করুন।

ধাপ ৯- কিছু সাধারন তথ্য প্রদান করুন।

ধাপ ১০- সবকিছু ভালোভাবে দেখে Final Submit বাটনে ক্লিক করুন।

WBMDFC Scholarship এ আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়?

আসুন দেখে নিই এই Scholarship এ আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে।

১) আধার কার্ড

২) পাসপোর্ট সাইজ ছবি।

৩) ব্যাংক একাউন্ট তথ্য।

৪) জন্ম নিবন্ধন।

৫) ঠিকানা প্রমানের জন্য বিদ্যুৎ বিলের কপি।

৬) পরিবারের আয়ের সার্টিফিকেট।

৭) শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট।

৮) বিগত পরীক্ষার মার্কশীট।

আজ আমরা WBMDFC Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর ফলে আপনারা এই Scholarship সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে WBMDFC Scholarship সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন Scholarship নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top