2023 Vidyasaarathi MPCL Scholarship পাওয়ার যোগ্যতা ও আবেদন পক্রিয়া

এই বছর Vidyasaarathi MPCL Scholarship পাওয়ার যোগ্যতা কি এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে রেজিস্ট্রেশান করবেন? সব বিস্তারিত জেনে নিন সহজ ভাষাতে।

মালানা পাওয়ার কোম্পানী লিমিটেড (MPCL) নার্সিং, ITI, বিএড ছাত্রদের জন্য Vidyasaarathi MPCL Scholarship চালু করেছে। এই টেকনলোজি ভিত্তিক Vidyasaarathi MPCL Scholarship-এর জন্য অনলাইনে আবেদন করতে হয়।

যে সকল ছাত্রছাত্রী স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান হতে নার্সিং, ITI, বিএড কোর্সে পড়াশুনা করছেন তারা এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারে। আজ আমরা আপনাদের জন্য এই Vidyasaarathi Scholarship নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Vidyasaarathi Scholarship Eligibility and Application
Vidyasaarathi MPCL Scholarship in Bengali

যাতে করে টেকনলোজি নির্ভর কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশীপ কিভাবে পেতে হয় তার একটা ধারনা পেতে পারে।

সেই সাথে আমরা জানার চেষ্টা করবো, এই স্কলারশীপের জন্য আবেদনের সময়সীমা, এই স্কলারশীপের জন্য কি কি দরকারী কাগজপত্র জমা দিতে হয়, এই স্কলারশীপের আবেদনের প্রক্রিয়া।

আসুন দেখে নি এই Scholarship এর বিস্তারিত।

এই Scholarship-এর তথ্যঃ

স্কলারশীপের নাম Vidyasaarathi MPCL Scholarship
স্কলারশীপ পরিচালনাকারী প্রতিষ্ঠান মালানা পাওয়ার কোম্পানী লিমিটেড (MPCL)
উপযুক্ত কোর্সসমুহ নার্সিং, ITI, বিএড
আবেদনের তারিখ আগষ্ট – সেপ্টেম্বর

Vidyasaarathi MPCL Scholarship-এ আবেদনের যোগ্যতাঃ

এই Scholarship-এ বিভিন্ন কোর্সে আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয়। নিচে আমরা একে একে সকল কোর্সের জন্য নির্ধারিত যোগ্যতা উল্লেখ করছি।

নার্সিং কোর্সের জন্যঃ

১) ছাত্রছাত্রীকে ভারতের অনুমোদিত যে কোন বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের নার্সিং কোর্সে শিক্ষারত থাকতে হবে।

২) আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নাম্বার পেয়ে পাশ করতে হবে।

৩) শুধুমাত্র স্নাতক পর্যায়ের নার্সিং কোর্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

ITI কোর্সঃ

১) এই Vidyasaarathi MPCL Scholarship-এর জন্য ITI কোর্সের ইলেক্ট্রিসিয়ান, ফ্লাম্বার, ফিটারসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত ছাত্ররা আবেদন করতে পারবে।

২) আবেদনকারীকে মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৩৫% নাম্বার পেয়ে পাশ করতে হবে।

৩) আবেদনকারীর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই ভারতের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে।

বিএড কোর্সঃ

১) ছাত্রছাত্রীকে ভারতের যেকোন অনুমোদিত ২ বছর মেয়াদী বিএড কোর্সের শিক্ষারত হতে হবে।

২) ছাত্রছাত্রীকে তার স্নাতক পরীক্ষায় নূন্যতম ৫০% নাম্বার পেতে হবে।

আবশ্যক শর্তঃ

১) ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।

২) ছেলে মেয়ে উভয়েই এই Scholarship-এ আবেদন করতে পারবে।

৩) হিমাচল প্রদেশের ছাত্রছাত্রীদের এই স্কলারশীপে অগ্রাধীকার দেয়া হবে।

৪) মালানা পাওয়ার কোম্পানী লিমিটেডের পরিবারের কোন সদস্য এই স্কলারশীপে আবেদন করতে পারবে না

আবেদনের তারিখঃ

অনলাইনে আবেদন শুরু হওয়ার তারিখঃ ১লা আগষ্ট

অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ১১ই সেপ্টেম্বর

মালানা পাওয়ার কোম্পানী লিমিটেড

Vidyasaarathi MPCL Scholarship আবেদনের প্রক্রিয়াঃ

আসুন দেখে নি এই Scholarship-এ আবেদনের প্রক্রিয়ার ধাপগুলি কি কি

১) Vidyasaarathi Scholarship Portal এ প্রবেশ করুন এবং  লিংকে ক্লিক করুন।

২) আপনার ফোন নাম্বার, মেইল আইডি, নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

৩) আপনার সকল প্রয়োজনীয় শিক্ষাগত ও অন্যান্য কাগজপত্র ওয়েবসাইট আপলোড করুন।

৪) এবার স্কলারশীপের আবেদন সম্পন্ন হলে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

আসুন দেখে নি Vidyasaarathi MPCL Scholarship-এর জন্য কি কি কাগজপত্র আপলোড করতে হয়।

১) পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি)

২) ঠিকানাপ্রমাণপত্র (বিদ্যুৎ বিলের কপি)

৩) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ১ম বর্ষের মার্কশীট ( ২য় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য)

৪) ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি

৫) কলেজ ভর্তির রশিদ

৬) কলেজ ফি জমা দেয়ার রশিদ

৭) পরিবারের আয়ের সনদপত্র

প্রাপ্তদের কি আর্থিক সুবিধা দিয়ে থাকেঃ

১) নার্সিং কোর্সের জন্য সর্বোচ্চ ৩০০০ টাকা

২) ITI কোর্সের জন্য সর্বোচ্চ ৩০০০ টাকা

৩) বিএড কোর্সের জন্য সর্বোচ্চ ২০০০ টাকা।

আজ এখানে আমরা Vidyasaarathi MPCL Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। জানতে পারলাম কিভাবে এই Scholarship এর আবেদন করতে হয়।

আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে। এই স্কলারশীপের খবর দরিদ্র ছাত্রীদের জানাতে আমাদের লেখা শেয়ার করুন, এতে করে অনেক ছাত্রী স্কলারশীপ পেয়ে তাদের শিক্ষা জীবন চালু রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top