2023 Google Scholarship পাওয়ার যোগ্যতা, আবেদন ও রেজিস্ট্রেশান

এই বছর Google Scholarship পাওয়ার যোগ্যতা কি এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে রেজিস্ট্রেশান করবেন? সব বিস্তারিত জেনে নিন সহজ ভাষাতে।

করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বে যখন বেকারত্ব বেড়ে গেছে। অনেক চাকরিজীবিই আছেন চাকরি হারানোর ভয়ে। বিশ্বের অর্থনীতি যখন মন্দা। তখন ১,০০,০০০ (১ লক্ষ) জন মানুষের জন্য Google নিয়ে এলো Google Scholarship এর সুযোগ।

যা এই খারাপ অর্থনীতির সময়ে মানুষের জন্য এক অভাবনীয় সুযোগ হিসেবে এসেছে। কিভাবে এই স্কলারশীপ পাওয়া যায়? কারা পেতে পারে এই স্কলারশীপ?  কি কি কাগজপত্র দরকার হয় এই Google Scholarship এর জন্য আবেদন করতে হয়?

Google Scholarship Eligibility and Application
Google Scholarship Eligibility and Application

আমাদের আজকের লেখায় এই সব উত্তর আপনাদের জন্য আমরা সুন্দরভাবে দেয়ার চেষ্টা করবো আসুন বিস্তারিত দেখে নি কি কি আছে এই Google Scholarship-এ।

এই স্কলারশীপ সম্পুর্ন Google Company দ্বারা পরিচালিত। এই Scholarship এর মাধ্যমে শিক্ষার্থীরা USA এর ইউনিভার্সিটিগুলোতে ফ্রি অনলাইনে বিভিন্ন ডিগ্রী নিতে পারবে।

এই ডিগ্রী নিতে গেলে শিক্ষার্থীকে তার ভিসা, থাকা খাওয়া খরচ, বিমান ভাড়া এসব কোন খরচ করতে হবে না। সারা বিশ্বের অনেক ছাত্রছাত্রী USA এর ভিসাসহ অন্যান্য খরচ মেটাতে পারেনা বলে USA এর ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা অপূর্ন থেকে যায়।

সে সকল শিক্ষার্থীর জন্য Google Scholarship একটি আশার আলো নিয়ে এসেছে।

USA তে সাধারনত খুব দক্ষ লোককেই চাকরি বা পড়াশুনার সু্যোগ দেয়া হয়। এই Scholarship এর জন্য শিক্ষার্থীর পূর্ববর্তী ডিগ্রী থাকতে হবে না। Google Scholarship শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলে।

তাই এই স্কলারশীপের জন্য কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। একজন শিক্ষার্থী ২-৩ মাসের মাঝেই তার প্রশিক্ষণ সম্পন্ন করে থাকে।

কি আছে এই Google Scholarship তে?

১) এই Google Scholarship-এর মাধ্যমে শিক্ষার্থী সম্পুর্ন বিনা মূল্যে তার কোর্স শেষ করতে পারবে।

২) এই কোর্সের মান অন্যান্য বিশ্ববিদ্যায়ের ডিগ্রির মতই।

৩) এই Scholarship-এর একমাত্র লক্ষ্য দক্ষতা বৃদ্ধি করা।

৪) এই কোর্সে ভর্তি হতে কোন ডিগ্রীর প্রয়োজন হয় না।

৫) Google নিজেই এই কোর্স পরিচালনা করে।

আপনি এই কোর্সে অংশ নিয়ে নিজের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। সেই সাথে আপনার বায়োডাটায় এই কোর্সের তথ্য উল্যেখ করে আপনার দক্ষতা প্রকাশ করার সুযোগ পাবেন।

Google Scholarship কি কি বিষয়ে কোর্স আছে?

Google Scholarship তার শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট বিষয়ে দক্ষ করে গড়ে তুলবে, যার ফলে এই সকল শিক্ষার্থী এই দক্ষতা দিয়ে সারা বিশ্বে আইটি সেক্টরে কাজ করার মত ক্ষমতা তৈরি হবে। কোর্সগুলি হলো

১) ডাটা এনালাইসিস

২) প্রজেক্ট ম্যানেজমেন্ট

৩) ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইন

ডাটা এনালাইসিসঃ

ডাটা এনালাইসিসি বিশ্বের একটি বেশী বেতনের কাজের মধ্যে একটি। একজন ডাটা এনালাইজার ৬০,০০০ থেকে শুরু করে  70,000 ডলার পর্যন্ত আয় করতে পাবে। সেই সাথে আপনার বেতন প্রতি বছর বৃদ্ধি পাবে।

ইউজার এক্সপেরিয়েন্স (UX) ডিজাইনঃ

ইউজার এক্সপেরিয়েন্স সাধারনত বিভিন্ন ডাটা সংগ্রহ করে গবেষনা করে থাকে ।  Google এর একজন ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনারের বেতন বার্ষিক ৭১,০০০ ডলার।

প্রজেক্ট ম্যানেজমেন্টঃ

প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে একটা প্রজেক্টের প্ল্যানিং , ডিজাইন, কন্ট্রোল এবং ইভালুয়েশন করে থাকে। Google এর প্রজেক্ট ম্যানেজারের বেতন বার্ষিক ৯৩,০০০ ডলার।

স্কলারশীপের জন্য যোগ্যতাঃ

১) আবেদনকারীর কোন প্রকার শিক্ষাগত ডিগ্রীর প্রয়োজন নাই।

২) আবেদনকারী যে কোন দেশের হতে পারে।

৩) আবেদনকারীর কোন কাজের অভিজ্ঞতার প্রয়োজন নাই।

৪) এই অনলাইন কোর্সের মেয়াদ ৩ মাস হতে ৬ মাস।

কিভাবে আবেদন করা যায়ঃ

Google এর মালিকানাধীন সাইট  https://www.coursera.org এ প্রবেশ করে লগইন করেই এই কোর্সে অংশ নিতে পারেন।

Google পরিচালিত এই বিনামূল্যের কোর্স হতে অনেক বেকার যুবক, নারী, ছাত্র তার কাজের দক্ষতা তৈরি করতে পারে। ১ লক্ষ মানুষের জন্য Google এর এই স্কলারশীপ অনেক বড় সুযোগ হিসেবে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top