টেক্সটাইল সেক্টরের জনবলকে আরো দক্ষ করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) চালু করেছে। এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে টেক্সটাইল সেক্টরের জনশক্তিকে আরো দক্ষ করে এই টেক্সটাইল সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
এই যোজনার মাধ্যমে টেক্সটাইল সেক্টরের জনবল আরো দক্ষ ও কার্যকর হলে বিশ্ববাজারে টেক্সটাইল সেক্টরে ভারতের শেয়ার আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এতে করে ভারতের অর্থনীতি বড় হবে এবং সেই সাথে দেশে চাকরির বাজার আরো অনেক বড় হবে।
আজ আমরা আপনাদের সাথে প্রধানমন্ত্রী সমর্থ যোজনা নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা খুব সহজেই এই যোজনা নিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি আপনার যোগ্যতা অনুসারে এই যোজনার সুবিধা নিতে আবেদন করতে পারবেন।
আসুন দেখে নিই এই Yojana এর বিস্তারিত তথ্য।
প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এর কিছু গুরুত্বপূর্ন তথ্য
যোজনার নাম | প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana), India |
---|---|
চালু করে | কেন্দ্রীয় সরকার |
সুবিধাভোগী | ভারতের জনগন |
উদ্দেশ্য | ভারতের টেক্সটাইল সেক্টরের জনগনকে উন্নত প্রশিক্ষণ দেয়া। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://samarth-textiles.gov.in/ |
প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এর বিশেষ বৈশিষ্ট্যঃ
আসুন দেখে নিই এই যোজনার কি কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
১) এই যোজনা ২০ ডিসেম্বর ২০১৭ তারিখে চালু হয়।
২) এই যোজনার মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের জনগনকে টেক্সটাইল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকে।
৩) এই প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ব্যবসা চালু করতে পারবে।
৪) সরকার এই সকল দক্ষ মানুষকে চাকরীর ব্যবস্থা করবে।
৫) এই যোজনা ভারতের ১৮ টি রাজ্যে চালু করা হয়েছে।
৬) এই যোজনার মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য সাহায্য করে থাকে।
৭) এই যোজনার মাধ্যমে আগামী ৩ বছরে প্রায় ১০ লক্ষ লোককে প্রশিক্ষনের পরিকল্পনা রয়েছে।
৮) এই যোজনা ভারতের বেকার সংখ্যা কমাতে কাজ করবে।
৯) এই যোজনার মাধ্যমে ভারতের টেক্সটাইল সেক্টরের উন্নতি ঘটবে।
প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এ আবেদন করার কাগজপত্র?
আসুন দেখে নিই প্রধানমন্ত্রী সমর্থ যোজনার এর জন্য কি কি কাগজপত্র জমা দিতে হয়।
১) আধার কার্ডের কপি।
২) আবাসস্থান নিশ্চিত করার জন্য প্রমাণপত্র।
৩) রেশন কার্ড।
৪) পাসপোর্ট সাইজ ছবি।
৫) মোবাইল নাম্বার।
প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এর জন্য কিভাবে আবেদন করতে হয়?
আসুন দেখে নিই প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এর আবেদন কি কি প্রক্রিয়ায় করতে হয়।
ধাপ ১- প্রথমেই এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে (https://samarth-textiles.gov.in) প্রবেশ করুন।
ধাপ ২- আপনার সামনে হোমপেজ চালু হবে।
ধাপ ৩- Registration বাটনে ক্লিক করুন।
ধাপ ৪- আপনার সামনে একটি ফর্ম সামনে আসবে।
ধাপ ৫- ফর্মে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ঠিকানা লিপিবদ্ধ করুন।
ধাপ ৬- Submit বাটনে ক্লিক করুন।
কোন কোন রাজ্য প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) এর আওতায় রয়েছে?
আসুন দেখে নিই ভারতের প্রধানমন্ত্রী সমর্থ যোজনার আওতায় থাকা রাজ্যগুলির নাম।
১) অরুনাচল।
২) জম্মু কাশ্মীর।
৩) মিজোরাম।
৪) তামিল নাড়ু।
৫) তেলেঙ্গানা।
৬) উত্তর প্রদেশ।
৭) অন্ধ্র প্রদেশ।
৮) আসাম।
৯) মধ্য প্রদেশ।
১০) ত্রিপুরা।
১১) কার্নাটাক।
১২) উড়িশ্যা।
১৩) মনিপুর।
১৪) হরিয়ানা।
১৫) মেঘালয়।
১৬) ঝাড়খন্ড।
১৭) উত্তরখন্ড।
যোগাযোগঃ
হেল্প লাইন নাম্বারঃ ১৮০০২৫৮৭১৫০
ইমেইল আইডিঃ [email protected]
আজ আমরা আপনাদের সাথে প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) কিভাবে অনলাইনে রেজিট্রেশন করা হয়, লগইন করা যায় তা নিয়ে আলোচনা করলাম। এর ফলে আপনারা প্রধানমন্ত্রী সমর্থ যোজনা পোর্টাল সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।
তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী সমর্থ যোজনা (Samarth Yojana) পোর্টাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।