MakeMyTrip Credit Card 2023: Features, Benefits and Apply

MakeMyTrip Credit Cards by ICICI Bank: MakeMyTrip Credit Card কি? এই কার্ডের সুবিধা কি? জানুন সব কিছু এই ক্রেডিট কার্ড সম্পর্কে।

আপনি অনেক সময় অনেক ক্রেডিট কার্ডের নাম শুনেছেন। এত এত কার্ডের মাঝে আপনি বুঝে উঠতে পারেন না কোন ক্রেডিট কার্ডটির কাজ কি? সুবিধাই বা কি? কোন কার্ডটি আপনার জন্য সঠিক।

তাই আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা চেষ্টা করছি ভারতের বিভিন্ন প্রকার ক্রেডিট কার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা আপনাদের জানাতে।

MakeMyTrip Credit Card by ICICI Bank: Know Features, Benefits & Application
MakeMyTrip Credit Card by ICICI Bank: Know Features, Benefits & Application

তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে MakeMyTrip Credit Card নিয়ে আলোচনা করবো।এই কার্ড কিভাবে নেয়া যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে। এই কার্ড ব্যবহারে কি সুবিধা পাওয়া যেতে পারে।

MakeMyTrip Credit Card কি?

MakeMyTrip ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানী এবং ভারতের ICICI Bank মিলে একটি ক্রেডিট কার্ড চালু করেছে। যা MakeMyTrip ও ICICI ব্যাংক উভয় কোম্পানীর নাম পরিচয় বহন করে চলবে।

এই কার্ড মূলত ভ্রমন বিষয়ক নানা বিল পরিশোধে গ্রাহককে নানা সুবিধা প্রদান করে থাকে। এই ক্রেডিট কার্ড বিভিন্ন সময় গ্রাহককে বিমান ভাড়া, হোটেল বুকিং, বিমানবন্দরে লাউঞ্জ ব্যবহার করায় সুবিধা দিয়ে থাকে।

আসুন দেখে নিই এই MakeMyTrip Credit Card এর ফি, চার্জসহ নানা বিষয়।

Credit Card কি? এর সুবিধা কি কি? Credit Card আবেদন পদ্ধতি

Debit Card ও Credit Card এর মাঝে পার্থক্য কি?

MakeMyTrip Credit Card এর কি কি বৈশিষ্ট্য রয়েছে?

আসুন দেখে নিই এই Credit Card এর কি কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

১) নতুন কার্ডে ৫০০ টাকার ক্যাশ ভাউচার।

২) নতুন কার্ডে লেমন ট্রি হোটেলের ২০০০ টাকার ক্যাশ ভাউচার ।

৩) এক বছরে ২.৫ লক্ষ টাকার বেশি খরচ করলেই ১০০০ টাকার ক্যাশব্যাক।

৪) ১ মাই ক্যাশ = ১ টাকা

৫) আভ্যন্তরীন প্রতি ২০০ টাকায় ১ মাই ক্যাশ

৬) আন্তর্জাতিক প্রতি ২০০ টাকায় ১.২৫ মাই ক্যাশ

৭) ফ্লাইট বুকিং এ প্রতি ২০০ টাকায় ২ মাই ক্যাশ

৮) MakeMyTrip এ প্রতি ২০০ টাকায় ৩ মাই ক্যাশ

এই Credit Card পেতে কি কি যোগ্যতা প্রয়োজন হয়?

এই কার্ডের আবেদনের জন্য ICICI Bank কর্তৃক কিছু নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে কার্ড ইস্যু করা হয়।

১) বয়সঃ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৭০ বছর।

২) নূন্যতম আয়ঃ চাকরিজীবির জন্য বার্ষিক ১,৮০,০০০ টাকা, ব্যবসায়ীর জন্য বার্ষিক ৬,০০,০০০ টাকা

৩) ক্রেডিট স্কোরঃ সর্বনিম্ন ৭৫০

৪) পূর্বে ঋণ নিয়ে থাকলে তা পরিশোধ করার ইতিহাস।

এই Credit Card পেতে কি কি কাগজপত্র দরকার হয়?

আসুন দেখে নিই এই MakeMyTrip Credit Card পেতে কি কি কাগজপত্র জমা দিতে হয়।

১) পাসপোর্ট সাইজ ছবি।

২) পরিচয় প্রমানের জন্য আইডি কার্ড (পাসপোর্ট, PAN কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ফটো আইডি কার্ড)

৩) বাসস্থানের প্রমান (বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, রেশন কার্ড ইত্যাদি)

৪) আয়ের প্রমান (সর্বশেষ ৩মাসের ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানী প্রদত্ত বেতনের রশিদ)

৫) আয়কর প্রদানে কাগজপত্র বা TIN সার্টিফিকেট।

৬) ব্যবসায়ী হলে গত ২ বছরে আর্থিক অডিটের রিপোর্ট।

এই Credit Card এর চার্জ ও ফিঃ

কার্ড চালু করা ফি ৫০০ টাকা
বার্ষিক ফি নাই
আর্থিক চার্জ ৩.৪% মাসিক, ৪০.৮০% বার্ষিক
ক্যাশ উইথড্রয়াল ফি ২.৫% অথবা নূন্যতম ৩০০ টাকা
বিলম্ব ফি ১০০ টাকা পর্যন্ত ফ্রি, ১০০ টাকা হতে বিভিন্ন ধাপে বিভিন্ন চার্জ
বিদেশী মুদ্রা ব্যবহার ফি ৩.৫০%
ওভার লিমিট চার্জ ২.৫% অথবা নূন্যতম ৫০০ টাকা

কিভাবে পাওয়া যায় এই Credit Card?

অনলাইনে আপনি ICICI Bank ওয়েবসাইটে গেলেই MakeMyTrip Credit Card এ এপ্লাইয়ের লিঙ্ক দেখতে পাবেন। সেখানে এপ্লাই করে সাথে প্রয়োজনীয় তথ্য জমা দিলেই এই Credit Card এর আবেদন জমা হয়ে যাবে।

এরপর ব্যাংক হতে আপনার ঠিকানায় MakeMyTrip Credit Card পৌছে যাবে। এছাড়াও আপনি চাইলে সরাসরি ICICI এর ব্রাঞ্চে গিয়েও এই কার্ডের জন্য আবেদন করতে পারেন ।

আজ আমরা MakeMyTrip Credit Card নিয়ে বিস্তারিত জানতে পারলাম। পরবর্তীতে আমরা আপনাদের জন্য অন্য কোন ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করবো।

আমাদের লেখা নিয়ে আপনাদের যে কোন মন্তব্য, পরামর্শের জন্য আমাদের মেইল করুন। আপনার যেকোন পরামর্শ আমরা সাদরে গ্রহন করবো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top