Debit Card ও Credit Card এর মাঝে পার্থক্য কি? Debit Card vs Credit Card

Debit Card vs Credit Card: আমরা সবময় Debit Card এবং Credit Card এর কথা শুনতে অভ্যস্ত। পন্য ক্রয় করার সময় আমরা Debit Card ও Credit Card দুইটিই আমরা ব্যবহার করতে পারি।

তাই অনেক সময় আমরা বুঝতে পারিনা,  Debit Card ও Credit Card এর মাঝে পার্থক্য কি? কোন কার্ডে কি সুবিধা পাওয়া যায়, কোন কার্ডের অসুবিধাই বা কি ?

Difference Between Debit Card and Credit Card
Difference Between Debit Card and Credit Card – Debit Card vs Credit Card

আমরা নিয়মিতভাবে ব্যাংকিংখাতের নানা বিষয় আমাদের লেখায় তুলে আনার চেষ্টা করে থাকি। যাতে করে আমাদের পাঠকরা ভারতের বিভিন্ন লোন, কার্ড, ইন্স্যুরেন্স, ফান্ড ইত্যাদি নিয়ে সঠিক ধারনা লাভ করে।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Debit Card ও Credit Card এর পার্থক্য কি নিয়ে আলোচনা করবো। আসুন দেখে নিই Debit Card ও Credit Card এর পার্থক্য রয়েছে।

Debit Card ও Credit Card এর পার্থক্যঃ

Debit Card ও Credit Card এর দেখতে অনেকটা একই হওয়া আমরা অনেক সময় দুটিকে একই ভেবে মিলিয়ে ফেলি, কিন্তু এই দুই Debit Card ও Credit Card এর মাঝে অনেক পার্থক্য রয়েছে।

দুই কার্ডের প্রধান পার্থক্য হলো, ক্রেডিট কার্ড ব্যবহারের সময় ব্যাংক আপনাকে টাকা ধার দিয়ে থাকে যা আপনি পরবর্তীতে শোধ করে থাকবেন যার পরিশোধে বিলম্ব হলে আপনাকে মাসিক ইন্টারেস্ট দিতে হবে, ডেবিট কার্ড ব্যবহারের সময় আপনাকে অবশ্যই নিজের টাকা ব্যাংকে জমা থাকতে হবে।

সেই টাকা আপনি খরচ করতে পারবেন। আমরা নিচে Debit Card ও Credit Card এর আরো কিছু পার্থক্য দেখার চেষ্টা করবো।

Debit Card ও Credit Card এর তুলনামূলক বিশ্লেষনঃ

বিষয় Debit Card Credit Card
সংজ্ঞা আপনার সেভিংস একাউন্ট থেকে টাকা খরচ হবে পন্য কেনার জন্য ব্যাংক হতে টাকা ধার দেয়া হবে
টাকার উৎস আপনার নিজের একাউন্ট ব্যাংক, আপনি টাকা খরচ করলে ইন্টারেস্ট দিতে হবে, অন্যথায় দিতে হবে না।
ব্যবহার সুবিধা আপনি শুধুমাত্র আপনার নিজের টাকা খরচ করতে পারবেন। আপনি নিজের টাকা খরচ করতে হবে না।
টাকা পরিশোধ করবে কে? আপনি আপনার পন্য কেনার টাকা শোধ করবেন। ব্যাংক আপনার পক্ষ্য হতে টাকা পরিশোধ করবে
বিল এখানে কোন বিল দেয়ার ইস্যু নাই। আপনি প্রতিমাসে আপনার খরচের বিল পাবেন এবং লেনদেনের স্টেটমেন্ট পাবেন।
পরিশোধ এখানে কোন পরিশোধের ব্যাপার নাই। আপনার বিল অনুযায়ী পরিশোধ করতে হবে।
ফি এং চার্জ বার্ষিক ফি এবং পিন চেঞ্জ করার চার্জ প্রযোজ্য। বার্ষিক ফি, বিলম্ব ফি, চেক বাউন্স ফি সহ অনেক প্রকার ফি আছে।
ইন্টারেস্ট এখানে কোন ইন্টারেস্ট দিতে হয় না কার্ড হতে টাকা খরচ করা অনুযায়ী ইন্টারেস্ট দিতে হয়
লিমিট আপনি আপনার একাউন্টে যত টাকা আছে তাই তুলতে পারবেন। আপনি ব্যাংক কর্তৃক আগেন থেকে নির্দিষ্ট করা লিমিট পর্যন্ত টাকা খরচ করতে পাবেবেন।
রিওয়ার্ড সাধারনত রিওয়ার্ড কম হয়ে থাকে। অনেক প্রকার রিওয়ার্ড দেয়া থাকে।
বিশেষ সুবিধা সাধারনত বিশেষ সুবিধা থাকে না অনেক সময় বিভিন্ন কেনাকাটায় বা রেস্ট্রুরেন্টে বিশেষ সুবিধা দেয়া হয়ে থাকে।
কার্ড হারিয়ে গেলে দায় কার্ড চুরি হতে রক্ষা করতে প্রতিরক্ষা তুলনামূলক কম থাকে। বেশির ভাগ কার্ডেই অনেক উন্নতমানের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। যাতে করে চুরি করে টাকা উত্তোলন করা তুলনামূলক কঠিন হয়ে থাকে।

ব্যবহারকারীর জন্য কোন কার্ড ভালো ?

এখানে আমরা Debit Card ও Credit Card এর এর মাঝে তুলনামূলক পার্থক্য নিয়ে আলোচনা করলাম। Debit Card ও Credit Card এর মাঝে কোন কার্ড ভালো তা গ্রাহকের চাহিদার উপর নির্ভর করে থাকে।

আপনি যদি নিজের ব্যয় নিয়ন্ত্রন করতে না পারেন তবে আপনার জন্য ডেবিট কার্ড ভালো। তা নাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেক ঋণগ্রস্থ হয়ে যেতে পারেন।

বড় অংকের কিস্তি সুবিধা পেতে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনি ভ্রমনে বের হলে ক্রেডিট কার্ড আপনাকে বাড়তি সুবিধা দেবে, কারন বেশির ভাগ ক্রেডিট কার্ডই যেকোন স্থানে ব্যবহার করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top