গ্যাস সিলিন্ডার আছে? বিনামুল্যে পাবেন ১৫লক্ষ টাকা জানুন কিভাবে

LPG Insurance Policy: ভারতের প্রায় প্রতিটি ঘরেই আজকাল LPG সিলিন্ডার ব্যবহার হচ্ছে। শুধু তাই নয় বছরের পর বছর ধরেই ভারত সরকার জনগনের রান্নাবান্নার চাহিদার কথা চিন্তা করে LPG সিলিন্ডার ব্যবহারে ভর্তুকি দিচ্ছে।

LPG সিলিন্ডার ব্যবহার আমাদের বাসাবাড়ীর রান্নায় অনেক সুবিধা নিয়ে এলেও এই গ্যাস খুবই উচ্চমাত্রায় জ্বলনশীল হওয়ায় যেকোন সময় আগুন লাগার ঝুঁকি এড়িয়ে দেয়া যায় না।

আর একবার অগ্নিকান্ডে ক্ষতি হতে পারে আপনার কয়েক লক্ষ টাকার সম্পদ এমনকি আপনার ও আপনার পরিবারের জীবন ও হুমকির সম্মুখীন হতে পারে। তাই বর্তমানে LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য করা যাচ্ছে LPG Insurance Policy।

Free LPG Insurance Policy for Every Gas Customers in India
Free LPG Insurance Policy for Every LPG Gas Customers in India

আপনি এই ইন্স্যুরেন্স পলিসির আওতায় থাকলে আপনার LPC সিলিন্ডার জনিত দূর্ঘটনার জন্য এই LPG Insurance Policy আপনাকে ক্ষতিপূরন দেবে। তাই ভারতের প্রতিটি LPG সিলিন্ডার ব্যবহারকারীর উচিত এই ইন্স্যুরেন্স পলিসি আওতায় থাকা যাতে করে LPG সিলিন্ডারজনিত দূর্ঘটনার ক্ষতিপূরন পাওয়া যায়।

Arogya Sanjeevani Policy কি? আরোগ্য সঞ্জীবনী পলিসি সম্পর্কে সবকিছু

LIC Jeevan Lakshya Policy কি? কি লাভ এই পলিসি নিলে?

আসুন আমরা দেখে নিই LPG Insurance Policy কি, এটি কিভাবে পাওয়া যায় সহ আরো অনেক তথ্য।

LPG Insurance Policy কি ?

আপনি যদি LPG সিলিন্ডারের মালিক হয়ে থাকেন তাহলে আপনি LPG Insurance Policy করে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারের দূর্ঘটনার ঝুঁকি মুক্ত পারেন।

আপনার এই পলিসির মাধ্যমে আপনার এলপিজি গ্যাসের দূর্ঘটনার ক্ষতিপূরন ইন্স্যুরেন্স পলিসি হতে পেতে পারেন। LPG ইন্স্যুরেন্স পলিসি আপনাকে সর্বোচ্চ 40 লক্ষ টাকার ক্ষতিপূরন দিয়ে থাকে।

কিভাবে বিনা খরচে এই LPG Insurance Policy পেতে পারি?

ভারতের তৈল বিপনন কোম্পানীগুলি তাদের আওতাধীন সকল LPG সিলিন্ডারজনিত দূর্ঘটনার ক্ষতিপূরনের দায়িত্ব নিয়েছে। সেই সাথে তারা এলপিজি দূর্ঘটনাজনিত জানমালের ক্ষতিপূরন দেবে।

এই লক্ষ্যে তৈল কোম্পানীগুলি একটি ইন্স্যুরেন্স পলিসি গঠন করছে যার নাম “Public Liability Policy”। আসুন দেখে নেই এই “Public Liability Policy” এর আওতায় কি কি আছে।

১) এই “Public Liability Policy” কোন নির্দিষ্ট্য আলাদা আলাদা মানুষের নামে নয়।

২) এই “Public Liability Policy” এর জন্য LPG সিলিন্ডার ব্যবহারকারীকে কোন প্রিমিয়াম জমা দিতে হবে না।

৩) এই ক্ষতিপূরেনের দায় LPG সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিতে হবে এবং এই ক্ষতিগ্রস্থগন এই ক্ষতিপূরন পাবে।

৪) এই “Public Liability Policy” এর মাধ্যমে LPG সিলিন্ডারের ভোক্তা তার বাড়ি বা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরন পাবে।

৫) এই “Public Liability Policy” এর আওতায় কোন কোন ক্ষতির জন্য কি পরিমান ক্ষতিপূরন পেতে পারেন।

ব্যক্তিগত ক্ষতিপূরনঃ  জন প্রতি 5 লক্ষ টাকা (মৃত্যু জনিত)

চিকিৎষা জনিত ক্ষতিপূরনঃ 15 লক্ষ টাকা (প্রতি দূর্ঘটনার জন্য) ।

সম্পত্তির ক্ষতিপূরনঃ 1 লক্ষ টাকা (প্রতি দুর্ঘটনার জন্য)।

LPG Insurance Policy কিভাবে দাবী করা যায়?

আমরা অনেকেই জানিনা LPG সিলিন্ডারজনিত অগ্নিকান্ড ঘটলে কিভাবে ইন্স্যুরেন্স দাবী করা যায়। আসুন জেনে নিই কিভাবে LPG Insurance Policy দাবি করা যায়।

১) LPG সিলিন্ডারজনিত অগ্নিদূর্ঘটনা ঘটলে প্রথমেই আপনার এলপিজি বিতরণকারীর নিকট লিখিত ভাবে আবেদন করতে হবে।

২) সরবরাহকারী সেই লিখিত আবেদন সিলিন্ডার সরবরাহকারী কোম্পানী ও ইন্স্যুরেন্স পলিসি প্রদানকারী কোম্পানীর নিকট প্রেরন করবে।

৩) দূর্ঘটনার কারনে কোন ব্যক্তির মৃত্যু হলে দাবীকারী সংশ্লিষ্টব্যক্তির ডেথ সার্টিফিকেট সহকারে ইন্স্যুরেন্স দাবি করার জন্য জমা দিতে হবে।

৪) যদি কোন ব্যক্তি আহত হয়, তবে তার চিকিৎষাজনিত সকল তথ্য, হাসপাতালে ভর্তির তথ্যের মূল কাগজপত্র জমা দিতে হবে।

৫) কোন সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে একজন অডিটের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাপ করা হবে।

৬) স্থানীয় সিলিন্ডার সরবরাহকারী অবশ্যই গ্রাহককে সকল আনুষ্ঠানিকতা পালন করতে সাহায্য করবে।

৭) ইন্স্যুরেন্স কোম্পানী ইন্স্যুরেন্স পলিসি অনুয়ায়ী সকল দাবির নির্ণয় করবে।

প্রতিবছরই সারা ভারতের সিলিন্ডার দূর্ঘটনা বেড়ে চলেছে। তাই আমাদের সবার এই LPG ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে জানা উচিত। সেই সাথে আমাদের পরিচিত কেউ LPG সিলিন্ডারজনিত দূর্ঘটনার মুখামুখি হলে তাকে এই LPG Insurance Policy সম্পর্কে জানাতে সহায়তা করতে হবে।

LPG Insurance Policy পলিসি সম্পর্কে আরো জানতে আমাদের কমেন্ট করুন। আমরা সবসময় চেষ্টা করবো আপনার চাহিদা পূরন করতে। ভারতের বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি নিয়ে জানতে সবসময় আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top