Laxmi Puja 2023: অর্থ কষ্ট দূর করতে কোজাগরী লক্ষ্মী পূজায় এই কাজগুলি করুন

দেবী লক্ষ্মী ধন-সম্পদের দেবী, সংসার সমৃদ্ধময় করে তুলতে তাঁর আরাধনা করা হয় সারা বছর। তবে এই কোজাগরী লক্ষ্মী পূজায় অর্থাৎ এই কোজাগরী পূর্ণিমায় তাঁর আরাধনা বেশ জাকজমকপূর্ণ ভাবে করা হয়ে থাকে।

দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য সকল ভক্তরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তবুও অনেকেই কোন শুভ ফল লাভ করতে পারেন না। দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যেগুলি করা হয় না এবং ভক্তি ভরে পূজা করায় হয়তো কোন ত্রুটি থাকতে পারে। এমন কিছু কাজ রয়েছে যেগুলি এই কোজাগরী লক্ষ্মী পূজায় গ্রহণ করলে বিভিন্ন সমস্যা দূর হওয়ার পাশাপাশি আপনার অর্থ-কষ্ট দূরীভূত হবে।

অর্থ কষ্ট দূর করতে কোজাগরী লক্ষ্মী পূজায় এই কাজগুলি করুন
অর্থ কষ্ট দূর করতে কোজাগরী লক্ষ্মী পূজায় এই কাজগুলি করুন

শারদীয়া দুর্গাপূজা সকল বাঙ্গালীদের কাছে এক প্রাণের পূজা, দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজায় মা লক্ষ্মীর আরাধনা করা হয়, সে কথা তো সকলেরই জানা।

কোজাগরী লক্ষ্মী পূজায় মনের মত ফল পেতে এই কাজগুলি ভুলেও করবেন না

বাঙালি হিন্দুদের প্রায় প্রতি ঘরে ঘরে এই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে খুবই আড়ম্বরপূর্ণভাবে। এই শুভদিনে আরো অন্যান্য নিয়ম পালন করার পাশাপাশি এমন অনেক কাজ রয়েছে যেগুলি করার পরে দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় এবং জীবনের অর্থ কষ্ট দূর করা যায়।

মা লক্ষ্মী হলেন আদি শক্তির সেই রূপ, যিনি বিশ্বকে বস্তুগত সুখ প্রদান করেন। জাঁকজমক, সমৃদ্ধি, অর্থ, দ্রব্য, ধাতু, রত্ন এর অধিপতি দেবীকে বলা হয় লক্ষ্মী। এই দেবীর প্রভাবের বিস্তৃত বলয় দেখে বলা হয়েছে যে লক্ষ্মীর সঙ্গে লক্ষগুন রয়েছে। পৃথিবীতে কোন কাজই টাকা ছাড়া সম্ভব নয় সেই কারণে সবার লক্ষ্মী সাধনায় বিশেষ আগ্রহ দেখা যায়।

শুভ কোজাগরী লক্ষ্মী পূজা শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু কাজ, যা কোজাগরী লক্ষ্মী পূজায় পালন করলে আপনার অর্থ কষ্ট দূর হবে:

১) সিন্দুকে রাখুন এই জিনিসটি:

একটি নতুন হলুদ কাপড়ে নাগকেশর, সুপারি, হলুদ, এক টুকরো তামা অথবা একটি কয়েন, একটি মুদ্রা এবং চাল রেখে একটি পুটলি তৈরি করতে হবে এবং এই পুটুলিটি শিবের সামনে রাখুন এবং ধুপ, প্রদীপ দিয়ে পূজা করার পর প্রণাম করুন।

এরপর এটি আপনার টাকা পয়সা রাখার সিন্দুকে রেখে দিন, এর ফলে দেবী লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হয়ে আপনার অর্থ কষ্ট দূর করবেন বলে মনে করা হয়।

২) ব্যবসা বৃদ্ধিতে যা করবেন:

যাঁরা ব্যবসা-বাণিজ্য করে থাকেন, তাঁদের ব্যবসায় উন্নতি সাধনের জন্য কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই বিশেষ কাজটি করতে পারেন। উজ্জ্বল লাল রঙের কাপড়ে নারকেল মুড়িয়ে ঘরে রাখলে ধন-সম্পদ বৃদ্ধি পায় বলে জানা যায়, এছাড়া নারকেল কে শ্রীফল ও বলা হয়।

আর এই নারকেল আপনার ব্যবসার জায়গায় রেখে দিন, দেখবেন কিছুদিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই কাজটিও করে দেখতে পারেন।

কোজাগরী লক্ষ্মী পূজায় এই পদ্ধতি মানলে হবে মা লক্ষ্মীর প্রচুর কৃপা

৩) নয়মুখী প্রদীপ:

নয় মুখী প্রদীপ পূজা ক্ষেত্রে খুবই শুভ বলে মনে করা হয়। রাত দশটার পর সব কাজ থেকে অবসর নিয়ে উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসতে হবে।

তারপর আপনার সামনে নয়টি তেলের প্রদীপ জ্বালাতে হবে, প্রদীপের সামনে লাল চালের স্তূপ তৈরি করে রাখুন। আর তার উপরে একটি শ্রীযন্ত্র রাখুন। এর ফলে দেবী লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন বলে জানা যায়।

৪) কুমকুম, ফুল, প্রদীপ সাথে স্বস্তিক চিহ্ন:

প্রতিটি পূজায় ফুল, প্রদীপ, স্বস্তিক চিহ্ন এবং কুমকুম খুবই প্রয়োজনীয় উপকরণ বলে আমরা তো সকলেই জানি। এই সব উপকরণ দিয়ে পূজা করুন, তারপর সামনে একটি থালায় স্বস্তিক চিহ্ন তৈরি করে পূজা করুন প্রতিদিন নিয়মিত পূজা করতে থাকুন তাহলে আর্থিক দিক থেকে অলৌকিক ফল পেতে থাকবেন।

৫) ব্যবহার করুন লবঙ্গ:

লবঙ্গ এক ধরনের মসলা হলেও এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অর্থ সঙ্কট থেকে মুক্তি পেতে দেবীর পূজা করতে হবে এবং কোজাগরী লক্ষ্মী পূজার দিন এটি দিয়ে কিছু উপায় করতে পারেন, প্রতিদিন পূজার সময় দেবীর মূর্তির উপরে লবঙ্গ অর্পণ করুন। এই কাজটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।

পুরোহিত ছাড়াই ঘরে করুন কোজাগরী লক্ষ্মী পূজা এই ভাবে

৬) দেবী লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পূজা:

কোজাগরী লক্ষ্মী পূজায় দেবী লক্ষ্মীর আরাধনা তো করা হয় তাতো সকলেই জানি। তবে এই পূর্ণিমায় যদি নারায়ণের সাথে লক্ষ্মী পূজা করা হয় তাহলে সকলের মনস্কামনা পূর্ণ হয়।

এই দিনে ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করলে সারা বছর মায়ের কৃপা পাওয়া যায়, লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিনটি লক্ষ্মী পূজার সঙ্গে একই সঙ্গে নারায়নের পূজা করা হয়। এতে তাঁদের কৃপা সারা বছর পাওয়া যাবে।

৭) বাচ্চা মেয়েদের খাওয়ানো:

এই পূজার দিন কুমারী মেয়ে অর্থাৎ ছোট বাচ্চা পাঁচটি মেয়েকে তাদের পছন্দমত কিছু উপহার দিতে পারেন। এতে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন।

এছাড়া যদি সম্ভব হয় তাহলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করে নিতে ভুলবেন না। এতে অত্যন্ত পূণ্য অর্জন করা যায় বলে জানা যায়। আপনার সাধ্যমত পাঁচ জন মেয়েকে তাদের পছন্দের খাবার খাওয়াতে পারেন অথবা বাড়িতে ডেকে খাওয়াতে পারেন।

কোজাগরী লক্ষ্মী পূজা বিধি: অভাব অনটন দূর হবে এই নিয়ম মেনে পূজা করলে

৮) গায়ত্রী মন্ত্র জপ করুন:

প্রতিটি পূজার ক্ষেত্রে সেই পূজায় গায়ত্রী মন্ত্র খুবই শুভ ফল দেয়। লক্ষ্মী পূজার দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালী পড়তে হবে এবং ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পূজার দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল লাভ করা যায় বলে জানা যায়।

এছাড়া এই দিন দেবীর পায়ের সামনে পাঁচটি কড়ি রেখে পূজা করুন এবং সেই কড়ি গুলো ক্যাশ বাক্স রেখে দিন দেখবেন আপনার সমৃদ্ধি দিন দিন বেড়েই চলেছে।

⭐ শরতের এই হিমেল হাওয়ায় চারিদিক কোজাগরী পূর্ণিমার আলোয় ভেসে যায়। আর এই কোজাগরী লক্ষ্মী পূজার জন্য অপেক্ষা করে থাকতে হয় সারাটা বছর। বেশ কিছুদিন ধরে তোড়জোড় চড়ে দুর্গাপূজার এবং দুর্গাপূজার চার থেকে পাঁচ দিন পরেই আসে কোজাগরী লক্ষ্মী পূজা।

তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি করার মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীকে অল্পতেই সন্তুষ্ট করতে পারবেন। আর আপনার ধনসম্পদ বৃদ্ধি করতে, সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে আনতে এই কাজগুলি বিশেষভাবে সহযোগিতা করবে। তিনি অল্পতেই সন্তুষ্ট হন তাই নিজের সাধ্যমত সকল নিয়ম মেনে দেবী কে সন্তুষ্ট করার পাশাপাশি এই কাজ গুলিতে মনোনিবেশ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top