শীতের এই পোশাকগুলি দেবে নতুন লুক, ফ্যাশনেবল শীতের পোশাক

আকাশে বাতাসে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। ঘাসের আগায় শিশিরের রেখা দেখা দিয়েছে। সারাদিন গরম থাকলেও দিনের শেষে ঠান্ডা টা বেশ ভালোই পড়ে। শীত কিন্তু চলেই এল, সে ক্ষেত্রে ঠাণ্ডা আমেজ অনুভব হতে শুরু করেছে।

প্রতিবছর অন্যান্য পোশাকের সাথে সাথে শীতের পোশাকের পরিবর্তন ও উন্নত হয়। সে ক্ষেত্রে ফ্যাশনেবল শীতের পোশাক কেনার জন্য একেবারে ধুম পড়ে যায়। কেননা ফ্যাশনের সাথে সাথে শীত টাকেও যে কাবু করতে হবে, তাই না।

চলুন তাহলে এই শীতে নিজেকে ফ্যাশনেবল এবং শীতের হাত থেকে রক্ষা করার জন্য আমাজনের শীতের পোশাক সম্পর্কে জানা যাক-

#১) হুডি:

শীতে তরুন-তরুনীর পোশাক মানেই চোখে ভেসে ওঠে পায়ে কনভার্স, পরনের জিন্স ও ফুল স্লিপ টিশার্ট, ফুল স্লিভ পোলো শার্ট, জ্যাকেট, কাশ্মীরি শাল, চাদর, মাফলার, সঙ্গে শীত ফ্যাশনের পোশাক হুডি এই শীতের পোশাক নিয়ে পশ্চিমা ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি সংস্করণ।

q? encoding=UTF8&ASIN=B07T4YP5KP&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07T4YP5KP শীতের পোশাক

সময় বদল এর সাথে সাথে ফ্যাশনে টিনএজদের মধ্যে জনপ্রিয় একটি পোশাক ও ফ্যাশন হয়ে উঠেছে। এই পোশাকটি শুধু ছেলেরাই নয়, চলাফেরার জন্য টিনেজ মেয়েরাও বেছে নিচ্ছেন। চমৎকার এই পোশাকটি শীতের হাত থেকে বাঁচাতে হুডি, এর বিকল্প নেই।

#২) জ্যাকেট, ব্লেজার, কোট:

শীতের ফ্যাশনেবল পুরুষের সবচেয়ে পছন্দ এবং আরামদায়ক পোশাক জ্যাকেট, কারণ এগুলো কর্ম ক্ষেত্রে যেমন পরা যায় তেমনি মানিয়ে যায় অন্য যে কোন জায়গাতেও।

q? encoding=UTF8&ASIN=B073CPZ3M4&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B073CPZ3M4 শীতের পোশাক

তাছাড়া যাদের বাইকে করে কাজে যেতে হয়, তাদের জন্য জাকেট সবচেয়ে কম্ফোর্টেবল পোশাক। কারণ এটি যেমন ফ্যাশনেবল তেমনি থেকে আমাদের রক্ষা করে দারুণভাবে। সিনথেটিক লেদার, ডেনিম এবং পলিস্টারের জ্যাকেট কে রংবেরঙের স্টিকার, পকেট, জিপার এবং প্রিন্ট যুক্ত করা হয়েছে।

q? encoding=UTF8&ASIN=B08GJL2JCQ&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08GJL2JCQ শীতের পোশাক

তার জন্য সেই জ্যাকেট গুলি ভীষণ আকর্ষণীয় হয়েছে। আজকাল মেয়েদের মধ্যেও জ্যাকেট পরার প্রবণতা বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। ডেনিম, ট্রাউজার্স এবং হাইট অফ স্নিকার্স এর সঙ্গে জ্যাকেট বেশ মানিয়ে যায়। হালকা-পাতলা গরম কাপড়ই পছন্দ এই সময়ের তরুণ তরুণীদের।

#৩) শাল:

কুয়াশার প্রভাবে, হালকা শীতে শাল হয়ে ওঠে নারীর প্রধান স্টাইল। স্টেইটমেন্ট শীতের পোশাকের মধ্যে মেয়েদের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষ কাশ্মীরি শাল, হাজার ফ্যাশন এর মধ্যেও চোখ আটকে যায়, সব সময় এই কাশ্মীর শালের মধ্যে গোটা প্রকৃতি যেন প্রস্তুত হচ্ছে কাশ্মীরি শালের নিজেকে জড়িয়ে শীত উপভোগ করতে।

q? encoding=UTF8&ASIN=B07MJ5SVGD&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07MJ5SVGD শীতের পোশাক

কাশ্মীরি শাল দেখতে যেমন সুন্দর তেমনি আরামদায়ক এবং ফ্যাশনেবল বলতে গেলে, একেবারে দারুণ।

#৪) টুপি ও মাফলার:

হাড় কাঁপানো শীত আর তার সঙ্গে তাল মিলিয়ে শুরু হয়েছে শীত ফ্যাশনের জোয়ার। কালীপুজো কেটে গেলে শীতটা একেবারে জাঁকিয়ে পড়বে, এটা সকলের কমবেশি জানা। সেক্ষেত্রেও মাফলার না থাকলে ঠান্ডা লেগে শরীর খারাপের চিন্তাটা থেকেই যায়।

q? encoding=UTF8&ASIN=B078BN6XBX&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B078BN6XBX শীতের পোশাক

তাছাড়া শীতের ফ্যাশনে অনেক বড় ভূমিকা রাখে টুপি। পুর লুক টাকে যেন পাল্টে দেয়। তবে মামলারও কিন্তু কম যায়না, এর পাশাপাশি এসেছে মেয়েদের বিনি ক্যাপ শীত থেকে রক্ষার পাশাপাশি কানকে রক্ষা করবে বিনি ক্যাপ

#৫) লেডিস ওয়্যার এর মধ্যে সোয়েটার:

মেয়েদের শীত ফ্যাশনের মধ্যে সোয়েটার অন্যতম। সোয়েটারের গলায় ওভার ক্লিপ ডিজাইন ব্যবহার করা হয়েছে, মেয়েদের শীত পোশাক বিশেষ করে সোয়েটার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাছাড়া টি-শার্ট ও শার্টের উপর পরার জন্য হাতা কাটা সোয়েটার, মানানসই কুচি দেওয়া, চুড়িদার হাতা, তরুণীদের বিশেষ পছন্দ।

q? encoding=UTF8&ASIN=B07HKH5KFK&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B07HKH5KFK শীতের পোশাক

এবার সম্পূর্ণ আঁটোসাঁটো নয় বরং একটু ঘের দেওয়া, ঢিলেঢালা শীতপোশাকের বেশ চল দেখা যাচ্ছে। এছাড়াও পশমী উল এর ক্রুষ কাজের সোয়েটারও পরছেন অনেকেই। তবে সোজা কাটের প্যান্ট, জিন্সের সঙ্গে পরতে পারেন ব্লেজার, কোট, দৈর্ঘ্যে হাটুর উপর পর্যন্ত, এমন সোয়েটার মেয়েদের কাছে এবার বেশ জনপ্রিয়।

#৬) ছেলেদের সোয়েটার:

প্রচন্ড শীতে চাই উষ্ণতায় জড়ানো সোয়েটার, পোশাকের সঙ্গে ফ্যাশনেবল সোয়েটার নিয়ে আসে বৈচিত্র। এবার পাতলা কাপড়ে সোয়েটার চলছে বেশ। অল্প শীতে এ ধরনের পাতলা সোয়েটার আরামদায়ক।

q? encoding=UTF8&ASIN=B0178FS9SY&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0178FS9SY শীতের পোশাক

এছাড়া ফুলহাতা টি-শার্ট, ফুলহাতা শার্ট, পরতে পারেন এই মৌসুমে। ছেলেদের শীতের পোশাকের মধ্যে নানা ধরনের সোয়েটার এ  থাকছে বিভিন্ন ধরনের ডিজাইন। স্টাইলিশ সোয়েটার এর সব কটি কালেকশনই মিলছে অ্যামাজনে।

#৭) অনান্য শীতের পোশাক

তাছাড়া পায়ের মোজা, হালকা শীতে পরার জন্য সুন্দর ড্রেস, ছেলে হোক বা মেয়ে সবকছুই কিন্তু পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিজাইন ও দামে। শীতে পুরো শরীরকে একেবারে জবুথবু করে মুড়ে রাখতে চান না অনেকেই।

q? encoding=UTF8&ASIN=B08GQH5JM8&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08GQH5JM8 শীতের পোশাক

ফ্যাশনের সাথে সাথে শীত টাও যেন শরীরকে ছুঁতে না পারে, সেদিকেও খেয়াল রেখে শীতের পোশাক গুলি মার্কেটে আসে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ডিজাইন, স্টাইল, লুক, সবকিছুই মেনটেন করা হয় দিনবদলের সাথে সাথে।

q? encoding=UTF8&ASIN=B08P5ZTD59&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B08P5ZTD59 শীতের পোশাক

শীতকালীন আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। এসব পোশাকের মধ্যে পাওয়া যাবে বোম্বার জ্যাকেট, কুইল্টেড ভেস্ট, পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানেজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্লানেল শার্টস, ফ্লনেল স্কার্ফ, কিডস প্যাফার, জ্যাকেট, কিডস হুডিস। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে শীতের দুর্দান্ত পোশাক গুলি।

q? encoding=UTF8&ASIN=B0839G2YGZ&Format= SL250 &ID=AsinImage&MarketPlace=IN&ServiceVersion=20070822&WS=1&tag=indianamazo00 21&language=en IN শীতের পোশাকir?t=indianamazo00 21&language=en IN&l=li3&o=31&a=B0839G2YGZ শীতের পোশাক

শুধুমাত্র উষ্ণতা নয়, শীতকালীন পোশাকে থাকবে ফ্যাশন, গুণগতমান, স্বাচ্ছন্দ্যবোধ এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হল সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে তৈরি শীতের পোশাক। আরো অনেক রকমের শীতের পোশাক পাওয়া যাবে।

প্রতি বছর শীতের পোশাক তার লুক চেঞ্জ করে সেক্ষেত্রে এখনো পর্যন্ত অনেকেরেই এবছরের শীতের কেনাকাটা হয়নি বললেই চলে। তাহলে অ্যামাজনের এই Collection গুলি দেখে নিতে কিন্তু ভুলবেন না। আপনার সাধ্যের মধ্যে ফ্যাশনেবল এবং টেকসই ও স্বাচ্ছন্দ্যবোধ এর মধ্যে পেয়ে যাবেন নিজের পছন্দমত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top