চাকরির জন্য সেরা ১০ টি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

সেরা ১০ টি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা: আমাদের জীবনযাত্রায় কথোপকথনের জন্য আমরা যেটি ব্যবহার করি সেটি হলো ভাষা, তবে এখানে যে ভাষার কথা বলা হচ্ছে সেটা কিন্তু একটু অন্য রকমের ভাষা।

হয়তো অনেকেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না, এই ভাষা শেখার জন্য কেন এতটা গুরুত্ব দেওয়া হয়? প্রোগ্রামিং ভাষার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, তাই কর্মক্ষেত্রে আপনাকে উন্নতি সাধন করার জন্য এই ভাষা শেখাটা খুবই জরুরী হয়ে পড়তে পারে। তবে সবার আগে জানতে হবে এই প্রোগ্রামিং ভাষাটা আসলে কি।

চাকরির জন্য সেরা ১০ টি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা
চাকরির জন্য সেরা ১০ টি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

প্রোগ্রামিং ভাষা কি? (What is Programming Language?)

আসলে এই প্রোগ্রামিং ভাষা গুলো ব্যবহার করা হয় কম্পিউটারে, তাই বলা যায় কম্পিউটারে যে রোবট রয়েছে সেই রোবট কে পরিচালিত করার জন্য যে দিক নির্দেশনা করা হয় তাকে প্রোগ্রাম বলা হয়।

আর এই প্রোগ্রামের মধ্যে যেসব কমান্ড (Comand), সিনট্যাক্স (Syntax) থাকে আর যেসব ভাষার মাধ্যম থেকে দিকনির্দেশনা দেওয়া হয় সেগুলোকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা বা Programming Languages. আর এই ভাষা শেখার মধ্যে দিয়ে আপনি চাকরি জীবনেও তা প্রয়োগ করতে পারেন।

চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষার গুরুত্ব:

বর্তমান সময়ে বেশিরভাগ কাজ অনলাইন এর মাধ্যমে সম্পন্ন করা হয়। তাছাড়া সবকিছু দিন দিন online জগতে জনপ্রিয় হয়ে উঠছে তার পাশাপাশি বেড়ে উঠছে প্রোগ্রামিং ভাষার জনপ্রিয়তা।

আগামী দিনে এর জনপ্রিয়তা আরো বাড়তে চলেছে। সে সম্পর্কে নিশ্চয়ই আগে থেকেই তার ধারণা পাওয়া যায়। আপনি যদি এই প্রোগ্রামিং ভাষা গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে অনলাইন জগতে এবং চাকরি বা কাজের ক্ষেত্রে আপনার কোন অসুবিধা হবে না এবং কাজের অভাবও হবে না।

অনেক বড় বড় নামিদামি কোম্পানি অনলাইনের মাধ্যমে তাদের কাজ সম্পাদন করে থাকে। বর্তমানে অনলাইনে অনেক বড় বড় কোম্পানি আছে, যারা এসব প্রোগ্রামিং ভাষায় দক্ষ তাদেরকে নিয়োগ দেয় মাসে এক থেকে দেড় লক্ষ টাকা বেতন দেওয়ার মধ্যে দিয়েও।

তাই বুঝতেই পারছেন যে আপনার কর্মজীবনে এই ভাষা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এছাড়া এখন অফলাইনেও অনেক বড় বড় কোম্পানি আছে তারা তাদের কোম্পানিতে নিয়োগ দেয়।

কম্পিউটারে প্রোগ্রামিং ভাষা কিভাবে কাজ করে?

প্রোগ্রামিং ভাষা কে বলা হয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা বা প্রোগ্রামারর অর্থাৎ ডেভেলপাররা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে ব্যবহার করে থাকেন এই সমস্ত ভাষাকে। এটি একটি অনলাইনে নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য যেকোনো নির্দিষ্ট ভাষায় লেখা নির্দেশের একটি সেট বলা যেতে পারে।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে C, C++, Java, Python ইত্যাদি। একটি প্রোগ্রামিং ভাষা প্রধানত ওয়েবসাইট ডিজাইন, ডেক্সটপ অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয়।

এবার জানা যাক জনপ্রিয় ১০ টি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে:

১) জাভা (Java):

জাভা প্রোগ্রামিং ভাষা (Java Programming Language)
জাভা প্রোগ্রামিং ভাষা (Java Programming Language)

সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার মধ্যে হচ্ছে জাভা। জাভা ভাষা জনপ্রিয় হওয়ার সবথেকে বড় কারণ হলো তা দিয়ে যেকোনো অ্যাপ্লিকেশন গেমস বা যে কোন সফটওয়্যার তৈরি করতে বেশ জনপ্রিয় একটি ভাষা বলে গণ্য করা হয়।

তাছাড়া ১৯৯১ সালে জেম গসলিং, মাইক শেরিডন এবং প্যাট্রিক নটন ভাষা ‘Oak’ হিসেবে তৈরি করেছিলেন। যাকে পরবর্তীতে ‘জাভা’ নামকরণ করা হয়েছে।

প্রোগ্রামিং জগতের প্রচন্ড আলোড়ন সৃষ্টিকারী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এই জাভা ল্যাঙ্গুয়েজ। জাভার সবচেয়ে বড় সুবিধা হল এটি প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যা একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।

বলা যেতে পারে জাভা দিয়ে যেকোনো ধরনের ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি করা যেতে পারে, ফলে একবার এটি শিখে নিলে সহজেই সকল ডিভাইস কভার করতে পারবেন আপনি।

জাভা ল্যাঙ্গুয়েজ এর কিছু সুবিধা:

  • জাভা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট।
  • জাভা ল্যাঙ্গুয়েজ খুব সহজেই শেখা যায়।
  • এই ল্যাঙ্গুয়েজ পৃথিবীর সবচেয়ে বেশি ডিভাইসে চলছে।
  • এন্টারপ্রাইজ পর্যায়ে ওয়েবসাইট গুলিতে জাভা খুবই ভালোভাবে কাজ করে।
  • জাভা ওপেন সোর্স।
  • জাভার আইডি গুলো প্রচুর শক্তিশালী হয়।
  • জাভা এর api এর প্রাচুর্য অনেক বেশি।

২) পাইথন (Python):

পাইথন প্রোগ্রামিং ভাষা (Python Programming Language)
পাইথন প্রোগ্রামিং ভাষা (Python Programming Language)

আরো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হল পাইথন। পাইথন একটি শক্তিশালী হাই লেভেল ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

এই ল্যাঙ্গুয়েজ সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা গুলোর মধ্যে একটি, কারণ পাইথন শেখা তুলনামূলকভাবে অনেক বেশি সহজ।

পাইথনের শুরুটা হয় ১৯৯১ সালে তারপর থেকে এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। বিশেষ করে ওয়েব ডেভলপার ও ডাটা সাইন্টিস্টর এই ভাষা বেশি ব্যবহার করেন।

পাইথন ভাষার সুবিধা গুলি:

  • পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারে বিভিন্ন সমস্যা সমাধান করা থেকে শুরু করে সিস্টেম ডেভলপ করা, ফিন্যান্স, ওয়েবসাইট তৈরি করা, ডাটা এনালাইসিস ইত্যাদি কাজ করা যায় খুবই সহজে।
  • ইংরেজির সিনট্যাক্স দিয়ে গঠিত হয় এই ভাষা বোঝা ও মনে রাখা তুলনামূলকভাবে সহজ।
  • শুধু বেসিক ওয়েব ডেভেলপমেন্টই নয়, এটা দিয়ে আপনি জটিল এ আই (AI) সিস্টেমের কাজও করতে পারবেন।
  • এই ল্যাঙ্গুয়েজের ইউজার কমিউনিটি অনেক বড় তাই প্রোগ্রামারদের সাথে সহজে কমিউনিকেট করা যেতে পারে।
  • এটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাই যে কেউ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন, আর যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন।
  • ভুল হলে সহজে ই ডিবাগিং করা যেতে পারে।
  • বিশাল লাইব্রেরী টুল ও বিল্ট ইন ফাংশন থাকায় বড় বড় প্রোগ্রামকে সহজে সমাধান করা যেতে পারে এই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে।
  • এর সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজ CLDC (Common Language Development Competency) স্ট্যান্ডার্ড ও বটে।
  • যদি আপনি আপনার কাজের ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষা শেখার জন্য নতুন হয়ে থাকেন তাহলে পাইথন দিয়েই শুরু করতে পারেন, এর জনপ্রিয়তার মূল কারণ হলো এটা খুব কম সময়ের মধ্যে শেখা যায় আর এই ভাষায় প্রোগ্রাম লেখার নিয়ম গুলো আরো বেশি সহজ।

৩) সি (C):

সি প্রোগ্রামিং ভাষা (C Programming Language)
সি প্রোগ্রামিং ভাষা (C Programming Language)

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা গুলির মধ্যে ‘সি’ একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর প্রোগ্রামিং ভাষা। এ ছাড়া এই ভাষাকে মধ্যম স্তরের ভাষা ও বলা যেতে পারে। ‘সি’ ভাষাকে সকল আধুনিক প্রোগ্রামিং ভাষার মাতৃভাষা বলা হয়।

কারণ অধিকাংশ প্রোগ্রামিং ভাষা যেমন C++, Java, C# ইত্যাদি ‘সি’ ভাষার সিনট্যাক্স (Syntax) অনুসরণ করে।

সি’ ভাষার সুবিধা গুলি:

  • প্রায় সব প্রোগ্রামার ও ডেভেলপার ব্যবহার করে থাকেন এই ভাষা, তাই কোলাবারেশন করে কাজ করতে সুবিধা হয়।
  • কোড করা এবং রান করা খুবই সহজ।
  • ‘সি’ তে একটি প্রোগ্রামকে কতগুলো সাব প্রোগ্রামে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা ভাবে স্ট্রাকচার ফাংশন ভেরিয়েবল ইত্যাদি বর্ণনা করা যায়।
  • এই ভাষায় পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চিং স্টেটমেন্ট, লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট এর সুবিধা পাওয়া যায়।
  • এক সিস্টেমের জন্য ‘সি’ ভাষায় লেখা প্রোগ্রাম অন্য সিস্টেমে ব্যবহারযোগ্য হয়ে ওঠে।

৪) জাভা স্ক্রিপ্ট (JavaScript):

জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষা (JavaScript Programming Language)
জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষা (JavaScript Programming Language)

এই ভাষা পাইথনের মত একটি হাই লেভেলের প্রোগ্রামিং ভাষা যা ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন কে ইন্টারেক্টিভ করে তোলে। এর সবচেয়ে মজাদার ফিচারটি হল এটা ওয়েবসাইটের মধ্যে অ্যানিমেশন কালার চেঞ্জিং, বাটন, ড্রপডাউন মেনু ইত্যাদি এনে ওয়েব ডেভেলপমেন্টের কাজকে আরো বেশি সহজ করে দেয়।

এছাড়া ৯৮% ওয়েবসাইটে কিন্তু জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে তৈরি করা হয়। তবে আপনি কি জানেন facebook, youtube, twitter, google এই সবগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার সাইট গুলো জাভা স্ক্রিপ্ট এর সাহায্যেই তৈরি করা হয়েছে ?

জাভা স্ক্রিপ্টের সুবিধা গুলি:

  • যারা একেবারে নতুন অর্থাৎ বিগিনার এই ভাষা শিখতে পারেন।
  • প্রথমে বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল ওয়েব ডেভেলপার সবার জন্য এই ভাষা ব্যবহার করা খুবই সহজ।
  • জাভা স্ক্রিপ দ্রুত গতিতে ওয়েব ব্রাউজারে কাজ করে।
  • লোড হতে খুব একটা সময় নেয় না বললেই চলে।
  • সাধারণ পোর্টফোলিও থেকে শুরু করে মোবাইল গেম, সব ধরনের ওয়েবসাইট ও মোবাইলে অ্যাপ্লিকেশন জাভা স্ক্রিপ দিয়ে তৈরি করা যেতে পারে।
  • এই ল্যাঙ্গুয়েজ সরাসরি এইচটিএমএল (HTML) পেইজে রান করা যায় এবং এট্রিবিউট পরিবর্তন করা যায়।
  • ইউজার ফ্রেন্ডলি এবং ইউজার এক্সপেরিয়েন্স ভালো করে এই ল্যাঙ্গুয়েজ।
  • এছাড়া এর প্রচুর ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরী রয়েছে।

৫) সি++ (C++):

সি++ প্রোগ্রামিং ভাষা (C++ Programming Language)
সি++ প্রোগ্রামিং ভাষা (C++ Programming Language)

সি++ হলো আরো একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ভাষা ‘সি’ সিরিজের একটি ল্যাঙ্গুয়েজ। এটি ক্রস প্লাটফর্ম প্রোগ্রামিং ভাষা। এই সিরিজের আরেকটি ল্যাঙ্গুয়েজ হলো সি#। এর ফলে যে কোন ডিভাইসের ক্ষেত্রেই এটি ব্যবহার করে সফটওয়্যার তৈরি করতে পারবেন আপনি।

এটি মূলত ‘সি’ প্রোগ্রামিং ভাষার এক্সটেনশন হিসেবে তৈরি করা হয়, ফলে আপনি যদি ‘সি’ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে খুব সহজেই সি++ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে পারবেন।

সি++ ল্যাঙ্গুয়েজের সুবিধা:

  • এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
  • এটি সিনটেক্স ‘সি’ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মত।
  • সি++ প্রোগ্রামিং ভাষা শেখা খুবই সহজ। এই ল্যাঙ্গুয়েজ খুবই দ্রুত প্রসেস সম্পন্ন করতে পারে, ফলে এটি সিস্টেম সফটওয়্যার তৈরিতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
  • এই ভাষাটি ‘সি’ ভাষার এক্সটেনশন হওয়ায় এটিও হার্ডওয়ারের খুব কাছাকাছি যেতে সক্ষম হয়, তাই অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্টে খুবই সহায়ক বলে মনে করা হয়।
  • এছাড়া এই ভাষার দ্রুত প্রসেসিং ক্ষমতার কারণে গেম তৈরির জন্য খুবই সহায়ক একটি ল্যাঙ্গুয়েজ।

৬) রুবি (Rubi):

রুবি প্রোগ্রামিং ভাষা (Rubi Programming Language)
রুবি প্রোগ্রামিং ভাষা (Rubi Programming Language)

অন্যান্য সব প্রোগ্রামিং ভাষার মধ্যে এটা একটু অন্যরকম বলা যেতে পারে। এই ভাষার প্রচার অন্য গুলোর মত না হলেও এই ভাষাটাও কিন্তু বেশ কাজের এবং জনপ্রিয়।

রুবি একটি চলমান রিফ্লেক্টিভ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। মূলত প্রোগ্রামিংকে আরো বেশি মজাদার ও আরো বেশি সহজ করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। এই ভাষার জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হল ‘রুবি অন রেইলস’ ফ্রেমওয়ার্ক।

রুবি এর সুবিধা গুলি:

  • ওপেন সোর্স ওয়েব ডিজাইনে ব্যবহার করা যায় এই ল্যাংগুয়েজ।
  • নানা রকম লাইব্রেরি ব্যবহার করে অসাধারণ ওয়েব এপ্লিকেশন ডিজাইন করা যেতে পারে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে।
  • মানসম্মত কোড প্রস্তুত করা যায়।
  • ডেভলপারের কাজকে আরো বেশি সহজ করে তোলাই হল রুবির মূল উদ্দেশ্য।

৭) পি এইচ পি (PHP):

পি এইচ পি প্রোগ্রামিং ভাষা (PHP Programming Language)
পি এইচ পি প্রোগ্রামিং ভাষা (PHP Programming Language)

php হল সার্ভার সাইড স্ক্রিপটিং এর জন্য একটি প্রোগ্রাম ল্যাংগুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলা যেতে পারে। এখন সার্ভার সাইড স্ক্রিপটিং কি সে সম্পর্কে অনেকেই হয়তো জানেন বা জানেন না। এটা হল এমন কিছু নির্দেশনার সেট যা রান করলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করে।

এর মাধ্যমে ইউজারের কম্পিউটার থেকে ডাটা নিয়ন্ত্রণের বদলে সরাসরি সার্ভার থেকেই নিয়ে নেওয়া যায়। কেউ পি এইচ পি সার্ভারে প্রবেশ করলে ওয়েব সার্ভার পিএইচপি কোডগুলো প্রসেস করে এইচটিএমএল (HTML) এ রূপান্তরিত করে ইউজারের ওয়েব ব্রাউজারে পাঠাবে।

Facebook, উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস এর মতো অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের মূল ওয়েবসাইটের সার্ভার সাইটে পিএইচপি ব্যবহার করে থাকে। এটি সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। আর বর্তমান সময়ে ওয়েব টেকনোলজির ৭৪% জায়গা দখল করে রেখেছে এই পি এইচ পি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

পি এইচ পি ল্যাংগুয়েজ এর সুবিধা:

  • ডাটা ও পাসওয়ার্ড বিশ্লেষণ করে ডাটাবেজের সাথে কানেক্ট করা যায় এই ভাষার মাধ্যমে।
  • পি এইচ পি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উদ্দেশ্য হল ওয়েব পেজ ডায়নামিক্যালি দ্রুত তৈরি করা যেতে পারে।
  • যেকোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করা যায়।
  • পিএইচপি কাজ শেখা খুবই সহজ।
  • ডেভেলপমেন্ট এনালাইটিক ম্যানেজমেন্ট এর সব কাজ একাই সামলাতে পারে।
  • খেলার টিম থেকে শুরু করে ফিনান্স ম্যানেজমেন্ট সবকিছু পিএইচপি দিয়েই সম্ভব হয়।

৮) এইচ টি এম এল (HTML):

এইচ টি এম এল প্রোগ্রামিং ভাষা (HTML Programming Language)
এইচ টি এম এল প্রোগ্রামিং ভাষা (HTML Programming Language)

আরো অন্যান্য জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা গুলির মধ্যে এইচটিএমএল হল সব থেকে সহজ প্রোগ্রামিং ভাষা। এইচ টি এম এল (HTML) সব কাজেই ব্যবহার করা যায়। তাছাড়া ওয়েব ডিজাইন গেম তৈরি করা অ্যাপ ডেভেলপমেন্ট অনলাইনে যেকোনো ধরনের স্ক্রিপ্ট তৈরি করার কাজে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।

গেম ডেভলপারদের মত অনুসারে ক্রস প্ল্যাটফর্ম এবং ক্রস ব্রাউজার অ্যাপ্লিকেশন এবং গেম তৈরির জন্য এইচটিএমএল একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।

এইচ টি এম এল এর সুবিধা:

  • এইচটিএমএল প্রোগ্রামিং ভাষা শেখার জন্য একটি সহজ এবং অ্যালগরিদম গুলির ব্যাপক প্রোগ্রামিং বোঝার কোন প্রয়োজন নেই।
  • এই ভাষা জাভা স্ক্রিপ্ট এর সাথে বিনিময় যোগ্য ভাবে ব্যবহার করা যেতে পারে।
  • এটা সকলের কাছে সহজ এবং জনপ্রিয় একটি ভাষা।

৯) টাইপস্ক্রিপ্ট (TypeScript):

টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষা (TypeScript Programming Language)
টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষা (TypeScript Programming Language)

এটি হলো জাভা স্ক্রিপ্টের সুপার সেট এবং জাভাস্ক্রিপ্ট এর মত প্রায় একই অ্যাপ্লিকেশন রয়েছে এই ভাষার মধ্যে। টাইপ স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট, ডেক্সটপ অ্যাপ ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে।

টাইপস্ক্রিপ্ট হলো দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ভাষা যা StackOverflow -এর সর্বাধিক পছন্দের ভাষার তালিকায় উল্লেখ করা হয়েছে যা কিনা ৬৭.১% ডেভেলপারদের কাছে খুবই পছন্দের।

টাইপস্ক্রিপ্ট এর সুবিধা:

  • যাই হোক না কেন টাইপস্ক্রিপ্ট এর নতুন বৈশিষ্ট্য গুলির কারণে কেউ আশা করতে পারেন যে এটি গবেষণার জন্য কিছুটা বেশি আগ্রহকে অনুপ্রাণিত করতে পারে।
  • এই ভাষা মূলত এমন একটি ভাষা যা কোন কাজকে আরো আকর্ষণীয় করতে কাজে লাগানো হয়।
  • জাভাস্ক্রিপ্টের তুলনায় ভাষাটির দক্ষতার সিলিং অনেক কম এবং জাভাস্ক্রিপ্ট অনেকের বুঝতে অসুবিধা হয় কিন্তু এক্ষেত্রে অসুবিধা হয় না।
  • তাই স্ক্রিপ্ট খুব সহজে কাজ করে এবং বিগিনার দের জন্য সহজ মনে হবে।

১০) গোলং (Golang):

গোলং প্রোগ্রামিং ভাষা (Golang Programming Language)
গোলং প্রোগ্রামিং ভাষা (Golang Programming Language)

গোলং একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া শক্তিশালী সফটওয়্যার বিকাশের পাশাপাশি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন গুলির জন্য ব্যবহৃত ব্যাক এন্ডের জন্য ব্যবহার করা হয়।

এছাড়া এই ভাষা কিছু প্রাথমিক পরিমাণ ওয়েব ডেভেলপমেন্ট কে সমর্থন করে। যদিও এটি এখনও জাভা স্ক্রিপকে ওয়েবের ভাষা হিসেবে প্রতিস্থাপন করার পর্যায়ে নেই, তবুও এটি দ্রুত একটি ভাষা হয়ে উঠেছে যা web এর পরবর্তী পর্যায়ে সমর্থন করে।

গোলং এর সুবিধা:

  • অন্যান্য ভাষার তুলনায় এই ভাষা শেখা একটু বেশি কঠিন।
  • তদুপরি গোলং একটি ওপেন সোর্স ভাষা যা প্রায় প্রতিটি বড় আপলোডের সাথে পরিবর্তিত হয়, তাই আপডেট থাকা একটি প্রয়োজনীয়তা বলা যেতে পারে।

এছাড়াও আরো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলি নিচে দেওয়া হল:-

কোডা- সি (CUDA-C):

এই ল্যাঙ্গুয়েজ ডেস্কটপ গেম তৈরি করতে গেম ডেভেলপারদের দ্বারা ব্যবহৃত শীর্ষস্থানে অধিকার পাওয়া প্রোগ্রামিং ভাষা গুলির মধ্যে একটি জনপ্রিয় ভাষা।

গেমিং এর ক্ষেত্রে CUDA-C কোরগুলি উচ্চ রেজোলিউশনের ভিজুয়াল গুলি উপস্থাপন করার মাধ্যমে আপনার গেমটিকে আরো বাস্তবসম্মত করে তোলে, যা একটি গভীর 3D ছাপ তৈরি করে।

এছাড়া আপনি আরো ভালো আলো এবং কালার সহ আপনার গেমগুলি আরো বেশি প্রাণবন্ত করে তুলতে পারবেন এই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে।

ডার্ট (Dart):

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা গুলির মধ্যে এটি একটি জনপ্রিয় ভাষা। শিল্প ক্ষেত্রে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভাষা গুলির মধ্যে একটি হল ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট (Microsoft) এর টাইপস্ক্রিপ্ট (TypeScript) এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে ভাষার ক্ষেত্রে গুগলের (Google) অবদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ডার্ট তার সরলতার জন্য বিশ্বজুড়ে প্রোগ্রামারদের দ্বারা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ এটি খুবই সহজ এবং সরল ভাষা।

ডার্ট মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয় এছাড়া জাভাস মতো ডার্ক সফটওয়্যার তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। যে কেউ একটি ইলেকট্রনিক্স ডিভাইসের দ্বারা পরিচালনা করতে পারবেন সহজেই। সাম্প্রতিক google প্রবণতা গুলি দেখিয়েছে যে Flutter একটি নতুন ফ্রেমওয়ার্ক হওয়া সত্বেও রিঅ্যাক্ট নেটিভ এর চেয়ে বেশি জনপ্রিয়।

বর্তমানে ডার্টের সবচেয়ে বিখ্যাত ব্যবহার হলো ফ্লটার এর কাঠামোতে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত একটি ভাষা। এটি ইতি মধ্যেই শিল্পক্ষেত্রে প্রতিষ্ঠিত একটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এর পাশাপাশি জাভা স্ক্রিপ্ট এর থেকে ডার্ট শেখা সহজ এবং সহজে বোঝার মত কঠিন কেস গুলিকে সত্যিই ভালোভাবে পরিচালনা করা যেতে পারে।

লুয়া (Lua):

জনপ্রিয় সব প্রোগ্রামিং ভাষা এর মধ্যে Lua হল একটি হালকা ওজনের ক্রস প্লাটফর্ম স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গেমিং শিল্পে ট্রাকশন অর্জন করেছে এই ভাষা। লুয়া হল প্রধান প্রোগ্রামিং ভাষা যা গেম ইঞ্জিন যেমন Gideros Mobile, Corona SDK ও CryEngine দ্বারা ব্যবহার করা হয়।

এজ অফ করোনা (Age of corona), অ্যাংরি বার্ডস (Angry birds), আমেরিকান গার্ল (American girl), অ্যাকোয়ারিয়া (Aquaria) হল সবচেয়ে জনপ্রিয় লুয়া (Lua) দ্বারা তৈরি জনপ্রিয় গেমিং প্রকল্পের মধ্যে অন্যতম যা ছোট বড় সকলের খুবই পছন্দের।

বর্তমান সময়ে এখন অনলাইন, কম্পিউটার এসব কিছুর উপরেই বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। যে কোনো কাজ করতে গেলে কোনো না কোনোভাবেই আপনাকে কম্পিউটারের ব্যবহার করতেই হচ্ছে। সেইজন্য আপনার চাকরি ক্ষেত্রে হোক বা কোন কাজ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা বেশ গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়ে পড়েছে।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমান সময় খুবই জনপ্রিয় হয়ে উঠছে এবং পরবর্তীতে এর জনপ্রিয়তা আরো বেশি বেড়ে উঠবে। তাই যথাযথ সম্ভব যেকোনো একটা ভাষা আয়ত্ত করে নিন, তাহলে অনলাইন হোক অথবা অফলাইন আপনার চাকরি পেতে সমস্যা হবে না এবং কর্মক্ষেত্রে আপনি অনেকটাই স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top