রমজান 2024 তারিখ ও সময় | Ramadan 2024 Date & Time

রমজান 2024 তিথি ও সময় এই বছরে। কবে পড়েছে এবছরের রমজান 2024? রমজানের শুভ সময় কখন? জানুন 2024 রমজানের পালনের ও কেনাকাটার শুভ সময় এবং তাৎপর্য। এই বছরের কবে রমজান ইসলামিক উৎসব? জেনে নিন কেনাকাটার পাশাপাশি রমজানের শুভ সময়। এছাড়াও রমজানের তাৎপর্য, পালনের পদ্ধতি এবং রমজানের সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

রমজান তারিখ ও সময় | Ramadan Date & Time
রমজান 2024 তারিখ ও সময় | Ramadan 2024 Date & Time

রমজান 2024 (Ramadan 2024): ইসলাম ধর্মাবলম্বী দের কাছে রমজান মাস হল একটি খুবই গুরুত্বপূর্ণ মাস। যে মাসে কুরআন শরীফ নাজিল হয়েছিল। মানবজাতির জন্য কোরআন শরীফ একটি হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদন্ড।

এই বছর রমজান 2024 কবে?

Ramadan Begin
11 March 2024
Monday

Ramadan
10 April 2024
Wednesday

Ramadan 2024 Time Table

DayDATESEHRIIFTAR
112-Mar-2405:36 AM6:49 PM
213-Mar-2405:35 AM6:49 PM
314-Mar-2405:34 AM6:49 PM
415-Mar-2405:33 AM6:49 PM
516-Mar-2405:32 AM6:50 PM
617-Mar-2405:32 AM6:50 PM
718-Mar-2405:31 AM6:50 PM
819-Mar-2405:30 AM6:51 PM
920-Mar-2405:29 AM6:51 PM
1021-Mar-2405:28 AM6:51 PM
1122-Mar-2405:27 AM6:51 PM
1223-Mar-2405:26 AM6:51 PM
1324-Mar-2405:25 AM6:52 PM
1425-Mar-2405:25 AM6:52 PM
1526-Mar-2405:24 AM6:52 PM
1627-Mar-2405:23 AM6:52 PM
1728-Mar-2405:22 AM6:53 PM
1829-Mar-2405:21 AM6:53 PM
1930-Mar-2405:20 AM6:53 PM
2031-Mar-2405:19 AM6:53 PM
2101-Apr-2405:18 AM6:54 PM
2202-Apr-2405:17 AM6:54 PM
2303-Apr-2405:16 AM6:54 PM
2404-Apr-2405:15 AM6:54 PM
2505-Apr-2405:15 AM6:55 PM
2606-Apr-2405:14 AM6:55 PM
2707-Apr-2405:13 AM6:55 PM
2808-Apr-2405:12 AM6:55 PM
2909-Apr-2405:11 AM6:56 PM
3010-Apr-2405:10 AM6:56 PM

রমজানের বাংলায় তারিখ

রমজান শুরু
১১ মার্চ ২০২৪
সোমবার

রমজান
১০ এপ্রিল ২০২৪
বুধবার

রমজান মাসে ২৯ দিন অথবা ৩০ দিন রোজা রাখা হয় এবং একমাস রমজান পালন করার পর খুশির ঈদ উৎসবটি আসে। রমজান হল ইসলামী বর্ষ পঞ্জিকা অনুসারে নবম মাস।

2024 শুভ রমজান শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

রোজা এবং রমজান মাসের নিয়ম অনুসারে ভোর বেলার সেহরি খাওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার জল আহার এবং পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত রকম পাপ কাজ ও স্বামী স্ত্রীর ক্ষেত্রে যৌনসঙ্গম থেকে বিরত থাকা, এই মাসে সমস্ত মুসলিমগণ অধিক ইবাদত করে থাকেন। কেননা অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়।

রমজান মাসে রোজার গুরুত্ব:

রমজান মাসে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজা রাখা। ৮ টি জান্নাতের মধ্যে রাইয়ান” নামক একটি বিশেষ জান্নাত রয়েছে, শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্যই সেই জান্নাতটি তৈরি করা হয়েছে। এতে অন্য কারো প্রবেশের অধিকার থাকবে না।

এছাড়া রমজান মাসের প্রতিটি আমলের সওয়াব বৃদ্ধি করা হয়। প্রতিটি নফলকে একটি ফরজ ও প্রতিটি ফরজকে ৭০ টি ফরজের সমতুল্য করে প্রদান করা হয়। সারা বছর ধরে রমজান মাসের জন্য সেই জান্নাতটি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়।

রমজান মাসে মৃত্যুবরণ করলেও সেই ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি জান্নাতবাসি হয় বলে ধারণা করা হয়। আর তাই এত সব কিছু দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে, রমজান মাস ইসলাম অনুসারে খুবই গুরুত্বপূর্ণ আরো অন্যান্য মাসের তুলনায়। রমজান মাস পাওয়া খুবই ভাগ্যের বিষয় সমস্ত মুসলমান দের জন্য।

রমজানের ইতিহাস 2024: 

রমজানের ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে, রমজান মাস হচ্ছে সেই মাস, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল। মানবজাতির জন্য কোরআন শরীফ একটি হেদায়েত এবং হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদন্ড।

তোমাদের মধ্যে যদি কেউ বেঁচে থাকে তবে এই মাসে রোজা রাখো এবং আর যে সমস্ত মানুষ অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে এই রোজা রাখার চেষ্টা করতে পারেন।

রমজানের ইতিহাস সম্পর্কে জানা যায়, মুসলমানদের ধারণা অনুযায়ী যে সমস্ত ধর্মগ্রন্থ রমজান মাসে অবতীর্ণ হয়েছিল, কোরআন শরীফ এর লিখিত গ্রন্থ গুলি প্রথম ষষ্ঠ, দ্বাদশ, ত্রোদশকে হস্তান্তর করা হয়েছে। রমজানের শেষ ১০ দিনের যে পাঁচটি বিজোড় সংখ্যা যুক্ত রাত আছে, তার মধ্যে একটি রাত হল শবে কদর।

রহমত, বরকত আর মাগফিরাতের সওকাত নিয়ে আবার ফিরে ফিরে আসে পবিত্র মাহে রমজান। মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা গুলি খুলে দেন। এটি অতিশয় গুরুত্বপূর্ণ একটি মাস, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাসের রোজা আল্লাহ তা’আলা তাদের উপরে ফরজ করেছেন।

এই মাসে আকাশের দরজার গুলি উন্মুক্ত করে দেওয়া হয়। আর জাহান্নামের দরজা গুলো করে দেওয়া হয় বন্ধ। এই মাসে বড় বড় শয়তান গুলোকে আটক করে রাখা হয়। এমনটাই ধারণা পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top