দশেরা 2023 তারিখ ও সময় | Dussehra 2023 Date & Muhurat

দশেরা 2023 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের দশেরা 2023? দশেরার শুভ সময় কখন? জানুন 2023 দশেরার মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এই বছরের কবে দশেরা? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও দশেরার তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

দশেরা তারিখ ও সময় | Dussehra Date & Muhurat
দশেরা 2023 তারিখ ও সময় | Dussehra 2023 Date & Muhurat

দশেরা 2023 (Dussehra 2023): দশহরা শব্দের অর্থ, দশ মানে দশানন রাবণ, আর হরা মানে হার। দশেরার দিনে ভারতের বিভিন্ন জায়গায় রাবন দহনের মাধ্যমে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ ভাবে পালন করা হয়। সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ দশহরা বা দশেরা উৎসব আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উদযাপিত হয়।

এই বছর দশেরা 2023 কবে?

Dussehra Puja
24 October 2023
(Tuesday)

Dashami Muhurat Start
05:40 PM on 23 October 2023
Dashami Muhurat End
03:10 PM on 24 October 2023

বাংলা তারিখ

দশেরা পূজা
২৪ অক্টোবর ২০২৩
(মঙ্গলবার)

দশমী মুহূর্ত শুরু
২৩ অক্টোবর ২০২৩ বিকাল ০৫ঃ৪০ টায়
দশমী মুহূর্ত শেষ
২৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৩ঃ১০ টায়

 

দশ রাত্রে দশ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন সুতরাং এই দিনে বিজয়ের দিন বিজয়া দশমী। মা দুর্গা মহিষাসুরের পরাজয় কেও ব্যাক্ত করে। মহিষাসুর হোক অথবা রাবণ এই দিনটি আসলে অশুভ শক্তির পরাজয় কে মনে করায়। অর্থাৎ অশুভকে বিনাশ করে শুভশক্তির সূচনা শক্তির আরাধনাও শেষ হয় এই দিনে।

2023 শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস

দশেরার তাৎপর্য 2023:

দশেরা অথবা বিজয়া দশমীর তাৎপর্য মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মহান বিজয়া দশমী পর্যন্ত চলে মায়ের আরাধনা। শুভ বিজয়া দশমীতে সিঁদুর খেলা অর্থাৎ হিন্দুরীতি অনুযায়ী পৃথিবীর সকল নারীর যেন সারা বছর শাঁখা-সিঁদুর থাকে নিরন্তর, তার আশীর্বাদ প্রার্থনা করা।

দুষ্টের দমন আর শিষ্টের পালন। সত্যের জয় মন্দের উপরে ভালোর জয় ইত্যাদি নানাভাবে এই বিজয়া দশমী কিংবা দশেরা দিনটি পালিত হয় সারা ভারতে। কিন্তু আসল ব্যাপারটা হলো সেই ২ অসুর পরাজিত হয়েছিল এই দিনটিতে রামায়ণের কাহিনী অনুসরণে দশানন রাবণ এবং পুরাণের কাহিনী অনুসরণে মহিষাসুর।

নয় দিন টানা যুদ্ধের পর দশম দিনটিতে দশানন রাবণের মৃত্যু হল রামের হাতে লঙ্কায়। দশ মানে দশটি মাথা এবং হর মানে পরাজিত। তাই দুইয়ে মিলে দশহরা, লোকমুখে যা হয়েছে দশেরা।

দশেরা পুজা 2024: ইতিহাস ও তাৎপর্য | Dussehra 2024: History and Significance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top