বড়দিন 2022 তারিখ ও সময় | Christmas 2022 Date & Muhurat

বড়দিন 2022 তিথি ও সময় ভারতীয় সময় অনুসারে। কবে পড়েছে এবছরের বড়দিন? বড়দিনের শুভ সময় কখন? জানুন বড়দিনের মুহূর্ত ও কেনাকাটার শুভ মুহূর্ত এবং তাৎপর্য। এই বছরের কবে বড়দিন? জেনে নিন কেনাকাটার পাশাপাশি উৎসবের শুভ সময় ও মুহূর্ত। এছাড়াও বড়দিনের তাৎপর্য, পূজা বিধি এবং এই সময় কি কাজ করা উচিৎ ও কি না করা উচিৎ জানুন সবকিছু।

বড়দিন তারিখ ও সময় | Christmas Date & Muhurat
বড়দিন 2022 তারিখ ও সময় | Christmas 2022 Date & Muhurat

বড়দিন 2022 (Christmas 2022): বড়দিন অথবা ক্রিসমাস, এমন একটি বাৎসরিক উৎসব যা কিনা খ্রিস্ট ধর্মের প্রধান উৎসবও বলা যেতে পারে। এই দিনটি বিশেষভাবে পালিত হয় যিশুখ্রিস্টের জন্মদিন হিসাবে। ২৫ শে ডিসেম্বর এই দিনটি উৎসর্গ করা হয় তার উদ্দেশ্যে। যদিও খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে কয়েক মাস পূর্বে মেরীর গর্ভে প্রবেশ করেছিলেন যীশু খ্রীষ্ট। এছাড়া সম্ভবত এই হিসাব অনুসারে ২৫ শে ডিসেম্বর তারিখ টিকে যীশুর জন্ম তারিখ হিসেবে পালন করা হয়।

এই বছর বড়দিন 2022 কবে?

Christmas
25 December 2022
(Sunday)

 

বাংলা তারিখ

বড়দিন/ ক্রিসমাস
২৫ ডিসেম্বর ২০২২
রবিবার

 

বড়দিন অথবা ক্রিসমাস 2022:

বাইবেল অনুযায়ী যীশু খ্রীষ্টের কোন জন্ম তারিখ উল্লেখিত নেই। তবে ইতিহাস অনুযায়ী জানা যায় যে, ২৫ শে ডিসেম্বর বেথেলহেম নগরে কুমারী মা মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রীষ্ট।

তাঁকে বলা হয় ঈশ্বরের পুত্র। শোনা যায়, প্রথম দিকে এই দিনটি উৎসব আকারে পালন না করা হলেও তার মৃত্যুর কয়েকশো বছর পর ২৫ ডিসেম্বর  জাঁকজমকপূর্ণ ভাবে তাঁর জন্মদিন পালন করা হয়।

2022 শুভ বড়দিনের শুভেচ্ছা ফটো ও স্ট্যাটাস

 

বড়দিনের ইতিহাস 2022: 

ঐতিহাসিক মত অনুযায়ী যীশুখ্রীষ্টের জন্মের আগে থেকে রোমে প্রথম ২৫ শে ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করা হতো। পোপ জুলিয়াস পরবর্তীতে সেটি আনুষ্ঠানিক ভাবে এই দিনটিকে যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেছিলেন।

আবার অনেকেই মনে করেন যে, ডিসেম্বর মাসে প্রচন্ড ঠান্ডার প্রভাব থাকার কারণে বরফ জমে যেত। বিভিন্ন জায়গায় জমে যাওয়া ঠান্ডা থেকে রেহাই পেতে রোমের মানুষজন এই দিনে সূর্যের কিরণ চেয়ে উপাসনা করতেন। খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এই দিন থেকে যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়।

ক্রিসমাস ট্রির প্রচলন:

একটি রিপোর্ট অনুসারে জানা যায় যে, ১৬ শতকে জার্মানিতে ক্রিসমাস ট্রির প্রচলন শুরু হয়েছিল সর্বপ্রথম। বড়দিন উপলক্ষে এই ফার গাছকে সাজানো হয়। এই গাছটিকে প্রচলিত ভাষায় সোনোবর গাছ বলা হয়। বড়দিন উদযাপনের সময় এই গাছটিকে সকলে বাড়ির বাইরে লাগিয়ে রাখত। একই সঙ্গে এই গাছ কিনতে পারতেন না এমন দরিদ্র মানুষেরা পিরামিড আকৃতির কাট দিয়ে সেটি সাজাতেন।

এছাড়া ক্রিসমাস ট্রি খাবারের জিনিসপত্র দিয়েও সাজানো হয়। এর রীতিও রয়েছে, সেটাও কিন্তু জার্মানি থেকেই শুরু। বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র দিয়ে গাছ সাজানো হয়। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, আপেলকে সোনার কাগজ দিয়ে মুড়িয়ে গাছের উপর ঝোলানো হতো। এছাড়াও এটি সাজানোর জন্য জিনজার ব্রেড ব্যবহার করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে এর মধ্যে আরও অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়।

ক্রিসমাস 2024: ইতিহাস ও কেন পালন করা হয়? | Christmas 2024: History and Significance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top