2023 MOMA Scholarship অনলাইন আবেদন, যোগ্যতা ও রেজিস্ট্রেশান

চলুন জেনে নেওয়া যাক এই বছর MOMA Scholarship পাওয়ার জন্য যোগ্যতা এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে করবেন? সব বিস্তারিত সহজ ভাষাতে।

MOMA অর্থাৎ Ministry of Minority Affairs Scholarship এর আওতায় বর্তমানে নানা শ্রেনীর ছাত্রছাত্রীদের MOMA Scholarship দেয়া হচ্ছে। এই স্কলারশীপের মাধ্যমে Pre Matric, Post Matric এবং Merit cum Means স্কলারশীপ প্রদান করা হয়ে থাকে।

National Scholarship Portal এর ওয়েবসাইট scholarships.gov.in এর মাধ্যমে এই স্কলারশীপের জন্য আবেদন করা যায় এবং এই স্কলারশীপের সম্পর্কে সবকিছু জানা যায়। শুধু তাই নয়, Ministry of Minority Affairs এর ওয়েবসাইটেও এই স্কলারশীপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

MOMA Scholarship Eligibility and Application
MOMA Scholarship in Bengali

আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিতভাবে আমরা আপনাদের সাথে নানা গুরুত্বপূর্ন তথ্য নিয়ে আলোচনা করে থাকি। এই সকল তথ্য থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে নানাভাবে উপকৃত হয়ে থাকেন। সেই সাথে নানা অজানা তথ্য জেনে থাকেন।

এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সাথে Moma Scholarship এ কিভাবে অনলাইনে রেজিট্রেশন করা হয়, লগইন করা যায় তা নিয়ে আলোচনা করবো এতে করে আপনারা এই  Moma Scholarship পোর্টাল নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

সেই সাথে কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লগইন করতে হয় তা জানতে পারবেন।

আসুন দেখে নিই এই Scholarship সম্পর্কে বিস্তারিত তথ্য।

MOMA Scholarship এর কিছু গুরুত্বপূর্ন তথ্য

স্কলারশীপের নাম MOMA (Ministry of Minority Affairs Scholarship)
অর্থায়নে ভারতের কেন্দ্রীয় সরকার
পরিচালনায় Ministry of Minority Affairs
অফিসিয়াল ওয়েবসাইট www.momascholarship.gov.in
শ্রেণী স্কলারশীপ
স্কলারশীপের প্রকারভেদ Pre Matric Scholarship

Post Matric Scholarship

Means Cum Merit Scholarship

সংখ্যা ২০,০০০ ছাত্রছাত্রী
সুবিধাভোগী সংখ্যালঘু জনগোষ্ঠীর ছাত্রছাত্রী
যোগ্যতা যে সকল ছাত্রছাত্রী প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে অধয়নরত।
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনের শেষ তারিখ নভেম্বর ২০২১
অফিসিয়াল ওয়েবসাইট http://www.minorityaffairs.gov.in
হেল্পলাইন নাম্বার 1800112001

এই স্কলারশীপের জন্য গুরুত্বপূর্ন তারিখ সমূহ

বিষয় তারিখ
আবেদনপত্র বিতরণ শুরু সেপ্টেম্বর ২০২১
আবেদনপত্র বিতরণের শেষ তারিখ ৩১ শে অক্টোবর ২০২১
আবেদন যাচাইয়ের তারিখ ডিসেম্বর ২০২১
বাছাইকৃত ছাত্রছাত্রীদের তালিকা ডিসেম্বর ২০২১

কিভাবে MOMA স্কলারশীপের জন্য অনলাইনের আবেদন করতে হয়।

আসুন দেখে নিই কিভাবে ধাপে ধাপে এই Scholarship এর জন্য আবেদন করা যায়।

ধাপ ১- প্রথমেই MOMA Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.minorityaffairs.gov.in  এ প্রবেশ করুন।

ধাপ ২- সাইটের মেনুবারে গিয়ে Scheme অপশনে ক্লিক করুন।

ধাপ ৩- “scholarship scheme” অপশনে ক্লিক করুন।

ধাপ ৪- Apply online বাটনে ক্লিক করুন।

ধাপ ৫- Register নামক পেজ চালু হবে।

ধাপ ৬- “Read the Guidelines” অংশের সবটুকু ভালোভাবে পড়ুন এবং “Register” লেখায় ক্লিক করুন।

ধাপ ৭- আপনার রাজ্য, স্কলারশীপ ক্যাটাগরি, নাম, ব্যাংক তথ্য, ফোন নাম্বার, ইমেইল আইডি দিন।

ধাপ ৮- ক্যাপচা কোড দিন এবং Register লেখায় ক্লিক করুন।

ধাপ ৯- Application ID এবং পাসওয়ার্ড লিপিবদ্ধ করুন।

ধাপ ১০- আবেদনপত্রের সাথে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।

MOMA Scholarship এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয়?

আসুন দেখে নিই এই Scholarship এর জন্য কি কি কাগজপত্র দরকার হয়ে থাকে।

১) আবেদনকারীর ছবি।

২) আয়ের প্রমানপত্র।

৩) Community Certificate।

৪) আবেদনকারীর সকল পরীক্ষার মার্কশিট।

৫) বর্তমান কোর্সের ফি জমাদানের রশিদ।

৬) ব্যাংক একাউন্ট নাম্বার।

৭) ঠিকানা প্রমাণের কাগজপত্র।

৮) ছাত্রছাত্রীর আধার নাম্বার।

MOMA Scholarship এ আবেদনের যোগ্যতা কি কি?

আসুন দেখে নিই এই Scholarship-এ আবেদনের যোগ্যতাগুলি কি কি।

১) Pre Metric

ক্লাসঃ ১ম শ্রেনী থেকে ১০ম শ্রেনী।

নাম্বারঃ কমপক্ষে ৫০% নাম্বার।

বার্ষিক আয়ঃ  ১ লক্ষ টাকা

২) Post Metric

ক্লাসঃ ১১ ক্লাস, ১২ ক্লাস, ডিপ্লোমা, গ্রেজুয়েশান কোর্স।

নাম্বারঃ কমপক্ষে ৫০% নাম্বার।

বার্ষিক আয়ঃ  ২ লক্ষ টাকা।

৩) Merit Cum Means

ক্লাসঃ Technical/ Professional Course

নাম্বারঃ কমপক্ষে ৫০% নাম্বার।

বার্ষিক আয়ঃ ২.৫ লক্ষ টাকা।

আজ আমরা আপনাদের সাথে Moma Scholarship পোর্টালে কিভাবে অনলাইনে রেজিট্রেশন করা হয়, লগইন করা যায় তা নিয়ে আলোচনা করলাম।

এর ফলে আপনারা Moma Scholarship পোর্টাল সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে। তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন।

এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে Moma Scholarship পোর্টাল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

ভারতের বিভিন্ন Scholarship নিয়ে আরো অনেক লেখা পেতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন। আমাদের লেখা ভালো লাগলে বা যেকোন মন্তব্য আমাদের ফেসবুক পাতায় লিখুন। আমরা আপনার মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দেবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top