2023 Oasis Scholarship পাওয়ার যোগ্যতা ও আবেদন পক্রিয়া {নতুন}

চলুন জেনে নেওয়া যাক এই বছর Oasis Scholarship পাওয়ার জন্য যোগ্যতা এবং আবেদন পক্রিয়া কি? কিভাবে করবেন? সব বিস্তারিত সহজ ভাষাতে।

শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার। কিন্তু ভারতের অনেক দরিদ্র ছাত্রছাত্রী মেধাবী হয়েও তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনা।

এই সকল সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন শিক্ষা বৃত্তি চালু করেছে। অনেক স্কলারশিপে মাধ্যমিক পরীক্ষায় পাসের পর স্কলারশীপের জন্য আবেদন করা যায়।

Oasis Scholarship Eligibility and Application
Oasis Scholarship in Bengali

কিন্তু আমাদের সমাজ বাস্তবতায় অনেক ছাত্রছাত্রী পড়াশুনার ব্যয় মেটাতে না পেরে মাধ্যমিক পরীক্ষার আগেই পড়াশুনা থেকে ঝরে পড়ে।

এসকল দরিদ্র ছাত্রদের কথা বিবেচনা করেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে Oasis Scholarship. এই বৃত্তির আওতায় পশ্চিমবঙ্গের SC/ST/OBC শ্রেনীতে অধ্যয়নকারী দরিদ্র ছাত্রছাত্রী স্কলারশিপ লাভ করে থাকে।

ছাত্রছাত্রীদের জন্য এই Oasis Scholarship পরিচালনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আওতাধীন অধিদপ্তর

Oasis Scholarship -এর গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ

বিষয় বিবরণ
স্কলারশীপের নাম Oasis Scholarship
স্কলারশীপ কর্তৃপক্ষ Backward Classes Welfare Department, Government of West Bengal
স্কলারশীপের উপযুক্ত কোর্স মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
আবেদনের প্রক্রিয়া অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইট http://oasis.gov.in

এই Scholarship কাদের দেয়া হয়?

Pre-matric scholarship for SC Students.

Pre-matric scholarship for ST Students.

Post-matric scholarship for SC/ST Students.

Post-matric scholarship for OBC Students.

Oasis Scholarship কখন দেয়া হয়?

Sl. Scholarship Name Application Period
01 Pre-matric scholarship for SC Students. May to November
02 Pre-matric scholarship for ST Students. May to November
03 Post-matric scholarship for SC/ST Students. May to November
04 Post-matric scholarship for OBC Students. May to November

Oasis Scholarship পেতে কি কি যোগ্যতা দরকার হয়?

নং স্কলারশীপের নাম আবেদনের যোগ্যতা
01 Pre-matric scholarship for SC Students. আবেদনকারী ছাত্রছাত্রীকে মাধ্যমিক শ্রেনীর অধ্যয়নরত হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২,০০,০০০ টাকার বেশি নয়।
02 Pre-matric scholarship for ST Students. আবেদনকারী ছাত্রছাত্রীকে মাধ্যমিক শ্রেনীর অধ্যয়নরত হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২,০০,০০০ টাকার বেশি নয়।
03 Post-matric scholarship for SC/ST Students. আবেদনকারী ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকার বেশি নয়।
04 Post-matric scholarship for OBC Students. আবেদনকারী ছাত্রছাত্রীকে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত হতে হবে।
পরিবারের বার্ষিক আয় ১,০০,০০০ টাকার বেশি নয়।

Oasis Scholarship এ কি কি সুবিধা পাওয়া যায়?

নং স্কলারশীপের নাম কি সুবিধা পাওয়া যায়
01 Pre-matric scholarship for SC Students. ১৫০ টাকা করে ১০ মাস
02 Pre-matric scholarship for ST Students. ১৫০ টাকা করে ১০ মাস
03 Post-matric scholarship for SC/ST Students. মাসে ৩০০ টাকা করে
04 Post-matric scholarship for OBC Students. মাসে ২১০ টাকা করে

Oasis Scholarship পেতে কি কি কাগজপত্র দরকার হয়

১) পাসপোর্ট সাইজ ছবি

২) কাস্ট সনদ

৩) জন্ম সনদ

৪) সর্বশেষ পাসের সনদ ও মার্কশীট।

৫) আধার কার্ড কপি।

৬) আয় প্রমানের প্রত্যয়ন পত্র

৭) ব্যাংকের পাস বইয়ের কপি

৮) ফি রশিদ

কিভাবে আবেদন করবেন?

আসুন দেখে নিই Oasis Scholarship এর জন্য কিভাবে আবেদন করে ।

১) অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২) ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনে ক্লিক করুন।

৩) আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় তা সিলেক্ট করুন।

৪) কাস্ট সনদপত্র ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় তথ্য দিন।

৫) কাস্ট সনদপত্র ভেরিফাই হয়ে গেলে আপনি অনলাইন রেজিস্ট্রেশন পেজে চলে যাবেন,

৬) সকল প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করুন।

৭) আপনার রেজিস্ট্রেশন্ন সম্পন্ন হলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ডাউনলোড করতে পারবেন।

৮) তারপর লগইন অপশনে গিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

৯) প্রথমবার লগইন করার পর আপনাকে বিভিন্ন তথ্য দিতে হবে, সঠিকভাবে ব্যাংকের তথ্য দিন এবং সেভ এবং প্রসেড এ ক্লিক করুন।

১০) আবেদন ফর্মের সকল তথ্য দেয়ার পর আপনি ভেরিফাই ও লক অপশন দেখতে পাবেন। এই বাটনে চাপ দেয়ার পর আপনি আর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।

১১) সফলভাবে লক হবার পর ডাউনলোড অপশনে ক্লিক করুন।

১২) ডাউনলোকৃত আবেদনপত্র প্রিন্ট করুন।

আবেদনপত্র কিভাবে জমা দিতে হয়?

আপনার প্রিন্ট করা আবেদনপত্র সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। আবেদনপত্রে সাথে যা যা জমা দিতে হবেঃ

১) আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২) আপনার কাস্ট সনদপত্রের সত্যায়িত কপি।

৩) আপনার সর্বশেষ পরীক্ষা পাসের মার্কশীট ও সনদপত্রের কপি।

Oasis Scholarship আবেদনপত্রের অবস্থা জানার উপায়ঃ

১) অফিসিয়াল পেজে প্রবেশ করুন।

২) ট্র্যাক অফ এপ্লিকেশন বাটনে ক্লিক করুন।

৩) আপনি কোন জেলা হতে আবেদন করছেন তা সিলেক্ট করুন।

৪) আপনার আবেদনের সিরিয়াল নাম্বার, ইউজার আইডি, আপনার সেশনের তথ্য দিন।

৫) এবার আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাবেন।

আজ আমরা Oasis Scholarship এর বিস্তারিত জানতে পারলাম। পশ্চিমবঙ্গের সরকারের অর্থায়নে এই স্কলারশীপের ফলে সমাজের পিছিয়ে পড়া অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী তাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার সু্যোগ পায়।

পরবরতীতে আপনাদের জন্য আরো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো । আপনাদের কোন বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের মেইলে জানান। আমরা আপনার প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করবো। আরো অনেক স্কলারশীপ নিয়ে জানতে চোখ রাখুন আমাদের সাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top