Facebook, WhatsApp and Instagram Server Down

সোমবার 4 অক্টোবর 2021 রাত্রি 9:50 থেকে ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সার্ভার সম্পূর্ণভাবে ডাউন হয়ে আছে যে কারণে এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম গুলি ব্যবহারকারীদের খুবই হয়রানি হতে হয়েছে।

ফেসবুক সার্ভার ডাউন

ফেসবুক তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সকলকে জানিয়েছেন যে কিছু টেকনিক্যাল অসুবিধার কারণে সমস্ত সার্ভার বন্ধ রয়েছে।

20211005 010412 e1633411057375

এবং তারা অনবরত চেষ্টা করছেন সার্ভার গুলি তাড়াতাড়ি শুরু করার এই অসুবিধার জন্য ফেসবুকে টুইটারে তিনি জানিয়েছেন যে তারা এর জন্য খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করেছেন।

এই কারণে বর্তমান সময়ে সবথেকে বেশি ব্যবহার টুইটারকে করা হচ্ছে এবং টুইটারে মানুষেরা তাদের মতামত এবং বিভিন্ন রকম মিম শেয়ার করছেন।

অনেকে তো এমন রকম মিম শেয়ার করেছেন যেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টগ্রাম কবরের দেওয়া আছে এবং তার সামনে টুইটার দাঁড়িয়ে আছে। এছাড়াও টুইটার তার নিজের অফিসের একাউন্ট এতে ফেসবুকে সার্ভার ডাউন নিয়ে ট্রল করেছে।

এমনিতেও এই সমস্ত প্রচার মিডিয়া যারা যারা ব্যাবহার করেন বলতে গেলে প্রায়ই মানুষই ব্যবহার করেন তাদের জন্য এই সার্ভার ডাউন যেন এক মহাপ্রলয়ের সমান। এখন সবারই মনে একটাই প্রশ্ন যে কেন এই সমস্ত ওয়েব সাইটগুলি ডাউন হয়ে আছে আর কিবা কারণ এর সার্ভার ডাউন হওয়া।

কেন হল ফেসবুকের সার্ভার ডাউন?

আপনাদের মনে হয় তো এইটাই প্রশ্ন আসছে যে আসলে কেন ফেসবুক সহ বাকি দুটি সোশ্যাল মিডিয়া সার্ভর একসাথে ডাউন হয়ে গেল।

আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম তিনটি একটাই কোম্পানি এবং অবশ্যই তাদের সার্ভার একই জায়গায় অবস্থিত থাকবে এই কারণেই তিনটি সোশ্যাল মিডিয়া একসাথে ডাউন হয়েছে।

কারণ তিনটি মিডিয়ায় একে অপরের সাথে যুক্ত ছিল কারণ আপনারা দেখবেন যখন আপনি কোন ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিছু পোস্ট করেন তাতে এটা বলা হয় যে আপনি কি এটা ফেসবুকে পোস্ট করবেন, অথবা আপনার প্রোফাইলে সাথে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এর যুক্ত করার কথা বারবার ফেসবুক বলে থাকে আসলে তিনটি একটি কোম্পানির অন্তর্গত আলাদা আলাদা মিডিয়া হাউজ।

ফেসবুক সারাবিশ্বের একটি বৃহৎ কোম্পানি যার সার্ভার ক্যালিফোর্নিয়া থেকে অন্যান্য বড় বড় দেশে রয়েছে এই সমস্ত সার্ভার একসঙ্গে কাজ করে এবং যার অন্তর্গত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলি চালু থাকে।

যেমন কি আপনারা জানেন এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। কয়েকটি দেশের জনসংখ্যা মিলিয়ে এদের টোটাল ব্যবহারকারী আছে তাই অত্যন্ত স্বাভাবিক সামান্য কিছু টেকনিক্যাল প্রবলেম এর কারণে এই সার্ভার ডাউন সম্ভব নয়।

কারণ ফেসবুকের টেকনিক্যাল টিম সর্বদা কাজ করে 24 ঘন্টা, তাই এটা মানা একেবারেই উচিত যে কিছু বিশেষ ঘটনা হয়েছে যার কারণে সম্পূর্ণ সার্ভার এইভাবে বন্ধ হয়েছে।

অবশ্য ফেসবুক বারবার জানিয়েছে যে তাদের কাজ অনবরত চলে যাচ্ছে এবং খুব শীঘ্রই সার্ভার আবার প্রথম এর মত কাজ করবে তাই এইবার সকলকে এই আশাতে এবং অপেক্ষায় থাকতে হবে।

আপনি চাইলেই টুইটার ব্যবহার করতে পারেন এখন তো সবাই ওখানেই আছে।

টুইটারে শেয়ার হওয়া কিছু মজার মিম

ফেসবুকেরি সার্ভার ডাউন কে নিয়ে নেটিজেনিদের মধ্যে আলাদা রকম এক উৎসাহ টুইটারে দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে দেখা যাচ্ছে মজার মজার কিছু মিম যা দেখলে হয়তো আপনারা বাসে উঠবেন তাই আপনাদের জন্য এই মজার মিম গুলি এনেছি,

20211005 011941 e1633411082619 20211005 011957 e1633411099486 20211005 012012 e1633411114917 20211005 012031 e1633411129902 20211005 012048 e1633411142990 20211005 011918 e1633411156953

তো বন্ধুরা অপেক্ষা করুন এবং আশায় থাকুন যে পুনরায় এবং শীঘ্র ফেসবুকে সার্ভার চালু হবে এবং তার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এর আবারো আগের মত কাজ করবে।

আর খুবই মন খারাপ হলে টুইটার ব্যবহার করুন এ সম্পর্কে আরও নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে নজর রাখুন আমরা যথাসম্ভব নতুন আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top