ক্যান্সার বীমা কেন দরকার ? ক্যান্সার ইন্সুরেন্স সম্পর্কে জেনে নিন

ক্যান্সার যা বর্তমান সমাজের সব থেকে বড় রোগ এবং যার চিকিৎসার জন্য দরকার হয় প্রচুর টাকা। তাই ক্যান্সারের মত রোগের চিকিৎসার জন্য দরকার একটি ক্যান্সার বীমা যা এই রোগের থেকে বাঁচার জন্য দরকার সমস্ত টাকা দেবে। আমরা আজ আপনাদের ক্যান্সার বীমা সম্পর্কে বিশেষ আর জরুরি তথ্য জানাতে চলেছি ।

কেন দরকার ক্যান্সার বীমা ?

ক্যান্সারের মত শারিরিক রোগ যার চিকিৎসা খুবই জটিল তার সাথে খুবই খরচ হওয়া একটি রোগ। এমন সময়ে আপনার পরিবারের স্থিতি খুবই চিন্তা জনক হতে পারে এর এই রোগের চিকিৎসার খরচের প্রভাব আপনার পরিবারের ওপর পরতে পারে। এছারাও আরও কিছু কারন আছে যার জন্য ক্যান্সার বীমা দরকার… এই কারনগুলি নীচে দেওয়া আছে 

  • যদি আপনার পরিবারের ইতিহাসে কার ক্যান্সার থাকে।
  • যদি আপনি বিশ্বাস করেন যে আপনার ক্যান্সার হতে পারে তা পরিবেশের কারনে হোক বা অন্য কোন কারনে।
  • এই ধরনের বড় চিকিৎসার জন্য যদি জরুরি সঞ্চয় না করে থাকেন।
  • আপনি যদি পরিবারের একমাত্র উপার্জনকারী এবং যদি আপনার ওপর পরিবার নির্ভর করে।

উপরে দেওয়া কারনগুলির জন্য এই ক্যান্সার বীমা নেবার পরিকল্পনা করা খুবই প্রয়জন ।


কোন কোন ধরনের ক্যান্সার এই ক্যান্সার বীমার মধ্যে কাভার দেওয়া হয় ?

  • ফুসফুসের ক্যান্সার (Lung Cancer)
  • স্তন ক্যান্সার (Breast Cancer)
  • ডিম্বাশয়ের ক্যান্সার (Ovarian Cancer)
  • পেটের ক্যান্সার (Stomach Cancer)
  • হাইপোলারইনক্স ক্যান্সার (Hypolarynx Cancer)
  • মূত্রথলির ক্যান্সার (Prostate Cancer)

উপরে দেওয়া ক্যান্সারগুলি ক্যান্সার বীমা দ্বারা প্রাথমিক ভাবে কাভার দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্যান্সার বীমা আয়কর আইনের ৮০ডি এর আওতায় আশে যার ফলে ট্যাক্সে সুবিধা পাওয়া যায়। 


কিছু বিশেষ ও বিশ্বাসযোগ্য ক্যান্সার বীমা ঃ

বীমা এমন কম্পানির কাছে নেওয়া দরকার যেই কোম্পানি সময়ে আপনার সাথে থাকবে। ভারতে ক্যান্সার বীমা কোম্পানি ত অনেক আছে কিন্তু সঠিক কাভার ও উচিৎ সময়ে ক্লেমের সুবিধা দেওয়া ক্যান্সার বীমা কোম্পানি কিছু আছে। তাই আপনাদের জন্য কিছু বিশেষ ও বিশ্বাসযোগ্য ক্যান্সার বীমা কোম্পানি নীচে দেওয়া আছে…

  • এইচডিএফসি লাইফ ক্যান্সার বীমা (HDFC Life Cancer Insurance)
  • অ্যাগন লাইফ আই-ক্যান্সার বীমা (Aegon Life iCancer Insurance)
  • ফিউচার জেনেরালি ক্যান্সার বীমা (Future Generali Cancer Protect Insurance)
  • আইসিআইসিআই প্রুডেনশিয়াল ক্যান্সার বীমা (ICICI Prudential Cancer Insurance)
  • পিএনবি মেটলাইফ ক্যান্সার বীমা (PNB Metlife Cancer Insurance)

উপরে দেওয়া বীমা গুলি বর্তমান সময়ে বিশ্বাসযোগ্য যার ক্লেম প্রসেস ও প্রিমিয়াম ভাল। আমরা এটা বলছি না যে শুধুমাত্র এই বীমা গুলি ভাল আরও অনেক রয়েছে যা ভাল, এই বীমাগুলি আমাদের লিস্টে প্রথমে আছে।


মনে রাখবেন যে কোন বীমা নেবার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নেবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জানার জিনিস যে প্রতি মাসে কত করে প্রিমিয়াম দিতে হবে আর ক্লেম প্রসেস কেমন। এই দুটি বিষয় একটু ভাল করে জেনে নেবেন।

আপনারা জানেন ক্যান্সার হবার কারণগুলি কি কি । যদি এই রকম কোন পরিস্থিতিতে থাকেন বা আপনার পরিচয়ের কেউ থাকেন তাহলে অবশ্যয় ক্যান্সার বীমা নেওয়া দরকার । আর আমরা আপনাদের জানালাম যে ক্যান্সার বীমা কেন দরকার ? সুস্থ থাকুন, ভাল থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top