ভারতের সেরা ১০ টি ওয়েব সিরিজ না দেখলে মিস করবেন

সেরা ১০ টি ওয়েব সিরিজ: আমাদের জীবনযাত্রা অনেকটাই পাল্টে গেছে, ঘরে বসেই সারা পৃথিবী ঘুরে আসা যায়। আমি দেশ ভ্রমণের কথা বলছি না, আমাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে তার মধ্যেই তো রয়েছে সম্পূর্ণ পৃথিবী, তাই নয় কি ? স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপ আর ইন্টারনেট এখন বর্তমান জীবনে এটাই যেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আর তার দৌলতে ওয়েব সিরিজ দেখার চাল দিন দিন বেড়েই চলেছে।

রোমাঞ্চকর ঘটনা এবং টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যখন ওয়েব সিরিজ গুলি দেখা হয় তখন আর অন্য কিছুতে মন বসে না, তাই তো ! হলে গিয়ে সিনেমা দেখার থেকে ওয়েব সিরিজের প্রতি বেশি আগ্রহ বর্তমান প্রজন্ম এর। আর তাই তাঁদের আগ্রহের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে একটার পর একটা ওয়েব সিরিজ যে ওয়েব সিরিজের ঘটনা গুলি সত্যিই মন কেড়ে নেয়।

ভারতের সেরা ১০ টি ওয়েব সিরিজ না দেখলে মিস করবেন
ভারতের সেরা ১০ টি ওয়েব সিরিজ না দেখলে মিস করবেন

বেশিরভাগ ওয়েব সিরিজ গুলি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন বিষয়বস্তুকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে একাধিক ওয়েব সিরিজ। সেগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণ বাস্তবতা আর তাই মানুষের এতটা পছন্দের। ঘটনা গুলো এমন ভাবে দেখানো হয় যেন সত্যিই চোখের সামনে কোন বাস্তবিক ঘটনা ঘটছে। এমন অনেক ওয়েব সিরিজ রয়েছে যেগুলি সত্যিই আপনার চিন্তাধারা পাল্টে দিতে পারে।

তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কয়েকটি ওয়েব সিরিজের কথা, যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে:

১) ফ্যামিলি ম্যান (The Family Man):

প্রতিটি ওয়েব সিরিজের মতই এই ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল দ্য ফ্যামিলি ম্যান। শ্রীকান্ত তেওয়ারির বেশে দেখা গিয়েছিল মনোজ বাজপেয়ী কে। আর মনোজ বাজপেয়ী নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা।

ভিন্ন ধাঁচের এই ওয়েব সিরিজ পছন্দ হয়েছিল সকলের, ব্যাপক সাফল্য পেয়েছিল এই ফ্যামিলি ম্যান, এরপর ২০২১ সালে সিরিজের দ্বিতীয় সিজনটি ও মুক্তি পায়। শ্রীকান্ত এবং তাঁর পরিবারের গল্প নিয়েই এই ওয়েব সিরিজটি এবং যা খুবই সুপারহিট বলে মনে করা হয়।

সেই থেকে এই গল্পের তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করে আছেন এই ওয়েব সিরিজের ভক্তরা। তবে অবশ্যই অপেক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই।

২) মির্জাপুর (Mirzapur):

এটি একটি বেশ জনপ্রিয় ওয়েব সিরিজ, মির্জাপুর দর্শকের কাছে অন্যতম চর্চিত একটি ওয়েব সিরিজ। প্রথম দুই সিজনে বাজিমাত করেছে কালীন ভাইয়া ও গুড্ডু অভিনীত এই সিরিজ। বলিউড সূত্রে খবর অনুযায়ী এই নতুন সিজন হতে চলেছে আরো বেশি রোমাঞ্চকর অর্থাৎ এ বছরই মুক্তি পেতে চলেছে মির্জাপুর সিজন ৩।

এই সিরিজেও দেখা মিলতে চলেছে আলী ফজল, পংকজ ত্রিপাঠি এবং বিজয় ভার্মা কে। তৃতীয় সিজনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা, অ্যামাজন প্রাইমেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। তবে আগের সিজন গুলো যদি দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারেন, তবেই কিন্তু সিজন থ্রি আপনার ভালো লাগবে।

৩) মিসম্যাচড (Mismatched):

এই ওয়েব সিরিজটি একটু অন্য ধরনের প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। এই ওয়েব সিরিজে দেখা গেছে রোহিত সুরেশ, প্রযুক্তা কলি দের মতো নতুন কলাকুশলীদের।

হোয়েন ডিম্পল মেক রিসিভ এই বইটির গল্প অনুকরণ করেই এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়েছে।

৪) ফারজি (Farzi):

গত ১০ ই ফেব্রুয়ারি Amazon প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি, এখানে অভিনয় করে ওটিটি প্লাটফর্মে জার্নি শুরু করেছিলেন শাহিদ কাপুর।

অভিনেতার সঙ্গে এখানে বিজয় সেতুপতীকেও দেখা যাচ্ছে, প্রথম যিনি নোট তৈরি করেছিলেন তাঁর জীবনের উপর ভিত্তি করেই এই গল্পটি লেখা হয়েছে এবং ওয়েব সিরিজের মধ্যে প্রতিফলিত করা হয়েছে।

এই ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ টি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।

৫) স্কুপ (Scoop):

এই ওয়েব সিরিজের ঘটনা অনুসারে ২০১১ সালে এক বাঙালি সাংবাদিক জ্যোতির্ময় দে খুন হন। খুনি সন্দেহে তাঁর সহকর্মী জিগনা ভোরাকে গ্রেফতার করা হয়।

ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে গ্রেফতার হয়ে যান জিগনা। সেই সময় তোলপাড় ফেলেছিল এই ঘটনাটি, আর এই ঘটনাকে অবলম্বন করে তৈরি হয় স্কুপ, নেটফ্লিক্স এ ২ জুন মুক্তি পেয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কারিশমা তান্না।

৬) আশ্রম (Aashram):

এটা কিন্তু একটা বাস্তবমুখী ওয়েব সিরিজ, আশ্রম ওয়েব সিরিজের এবার চতুর্থ পর্বটি আস্তে চলেছে ম্যাক্স প্লেয়ার এ। এছাড়াও এই সিরিজের প্রতিটা পর্বে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ববি দেওয়াল কে।

তাঁর সাথে থাকছেন বহু সহ অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজের গল্পের শেষ না দেখে উঠতেই পারেন না দর্শকেরা, এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে, প্রতিটি পর্ব এক একটি মাস্টারপিস বলা যায়।

৭) পাতাল লোক (Paatal Lok):

এই ওয়েব সিরিজটি ২০২০ সালে মুক্তি পায় আমাজন প্রাইমে। প্রথম সিজনেই দর্শকের মন জয় করেছিল এই থ্রিলার ওয়েব সিরিজটি।

সিরিজে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে, জয়দীপ হাওলাওয়াথ, নীরাজ কবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও বলিউডের এক ঝাঁক তারকাকে। যদি আপনার এই সমস্ত ঘটনাগুলি খুবই পছন্দের হয় তাহলে অবশ্যই সমস্ত পার্ট গুলি দেখতে হবে।

৮) আরিয়া (Aarya):

এই ওয়েব সিরিজটিও ২০২০ সালে “আরিয়া” হিসেবে সফর শুরু করেছিল এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা সেন। এরপর ২০২১ সালের ডিসেম্বরে আরিয়ার দ্বিতীয় পর্বের আটটি এপিসোড দেখা যায়।

আরিয়ার দুটি সেশনেই তিনি একাই সম্পূর্ণ ফোকাস টেনে নিয়েছেন দর্শকদের নিজের দিকে। আর ইতিমধ্যেই শেষ হয়েছে আরিয়ার তৃতীয় সিজনের শুটিং, তাই আর দেরি কেন, সব কটি সিজনই দেখতে হবে যে, নইলে ঘটনা বোঝা যাবে না।

৯) নাইট ম্যানেজার (The Night Manager):

এটি বেশ অনেক আগের অর্থাৎ ২০১৬ সালে মুক্তি পাওয়া ব্রিটিশ অ্যান্ড টেলিভিশন সিরিজ “দা নাইট ম্যানেজার” এর ভারতীয় সংস্করণ, নাইট ম্যানেজার সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোমের মতো একাধিক নামকরা অভিনেতা-অভিনেত্রীরা।

এই সিরিজটির প্রথম ও দ্বিতীয় ভাগ মিলিয়ে মোট সাতটি এপিসোড। ক্রাইম থ্রিলার সিরিজ টি পরিচালনা করেছেন সন্দীপ মোদী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ভারতীয় দ্য নাইট ম্যানেজারের প্রথম ভাগ গত জুনে মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ।

১০) স্ক্যাম ১৯৯২ (Scam 1992):

২০২০ সালে মুক্তি পেয়েছিল “স্ক্যাম ১৯৯২” এই ওয়েব সিরিজটি। অতি মারি ও লকডাউনের বাজারে যখন সবেমাত্র গতি পেয়েছে ওটিটি প্লাটফর্ম, সেই সময় দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এই ওয়েব সিরিজটি।

হনসাল মেহতা পরিচালিত এই ওয়েব সিরিজ ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছিল ওটিটি প্লাটফর্মে। সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল হেমন্ত খের কে। এই ওয়েব সিরিজটিও আপনার ভীষণ পছন্দের হতে পারে।

এছাড়াও আরো অনেক ওয়েব সিরিজ রয়েছে, তবে এগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে তাই আপনার ভালোলাগার ওয়েব সিরিজ হতে পারে। প্রতিটি ওয়েব সিরিজের মধ্যে রয়েছে এক রোমাঞ্চকর ঘটনা, যেগুলি সম্পূর্ণ বাস্তবতার প্রতিচ্ছবি আপনার চোখের সামনে ফুটিয়ে তুলবে। সিনেমা প্রেমী এবং ওয়েব সিরিজ যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য এগুলি বিনোদনের পাশাপাশি আরো অনেক কিছুই শেখায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top