Update Aadhaar Card: অন্যান্য প্রয়োজনীয় পরিচয় পত্রের মত আধার কার্ড (Aadhaar Card) বিশ্বজুড়ে বৃহত্তম বায়োমেট্রিক সনাক্তকরণ ব্যবস্থা তে পরিণত হয়েছে। ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ প্রতিটি ভারতীয় বাসিন্দাকে একটিবারও সংখ্যার নম্বর দেয় যা মূলত তাদের বায়ো মেট্রিকের সাথে সরাসরি ভাবে যুক্ত।
তাছাড়া বিভিন্ন স্কিম এবং পরিকল্পনা সুবিধা গ্রহণের জন্য আধার কার্ড একটি বাধ্যতামূলক প্রয়োজনীয় কাগজপত্র অথবা বাধ্যতামূলক একটি নাম্বার। এর পাশাপাশি এটি সারা দেশে একটি পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে কাজ করে।

সুতরাং আপনি আপনার আধার কার্ড আপডেট (Update Aadhaar Card) করতে পারেন। আপনাকে আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না বা এক অফিস থেকে অন্য অফিসে ছুটতে হবে না। UIDAI সংস্থা অনলাইনে আধার কার্ড আপডেট বা সংশোধন করা সম্ভব করেছে।
সুচিপত্র
- আধার কার্ড আপডেট করবেন কিভাবে:
- আধার কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
- দস্তাবেজ ছাড়াই অনলাইনে ঠিকানা আপডেট করুন:
- তালিকাভুক্ত কেন্দ্র পরিদর্শন করে আধার কার্ড সংশোধন:
- আধার কার্ডে অন্যান্য বিবরণ আপডেট অথবা পরিবর্তন করা:
- আধার কার্ডের ঠিকানা বদলানোর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন:
- মোবাইল নম্বর বদল করবেন কিভাবে:
- আপডেট করার জন্য খরচ:
- কিভাবে আধার কার্ডের নাম সংশোধন করবেন:
আধার কার্ড আপডেট করবেন কিভাবে:
স্বাভাবিকভাবে সাধারণত আপনাকে আধার কার্ডে আপনার নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ, ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার পরিবর্তন করার অনুমতি দেয়া হয়।
অতএব আপনি যদি এই বিবরণ গুলির কোনদিনও পরিবর্তনের অপেক্ষায় থাকেন তবে এই আর্টিকেলটি আপনার অনেক সাহায্য করতে পারে।
আধার কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
#১) প্রথমত আপনাকে UIDAI ওয়েবসাইটে যেতে হবে: https://uidai.gov.in
#২) একটি নতুন উইন্ডো ওপেন হবে অ্যাড্রেস টু আপডেট অপশনে ক্লিক করুন।

#৩) তারপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি দিয়ে লগইন করুন।
#৪) ক্যাপচা কোড পূরণ করুন এবং ওটিপি পূরণ করুন।
#৫) আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবেন সেটি পূরণ করুন।
#৬) তারপর এড্রেস অপশনে ক্লিক করুন এবং জমা দিন অথবা সাবমিট করুন।
#৭) ঠিকানার প্রমানে উল্লিখিত আপনার ঠিকানা লিখুন এবং ক্লিক করুন তারপর আপডেট রিকোয়েস্ট করে সাবমিট করুন।
দস্তাবেজ ছাড়াই অনলাইনে ঠিকানা আপডেট করুন:
#১) প্রথমত অফিশিয়াল ওয়েবসাইটে যান।
#২) দ্বিতীয়তঃ ঠিকানা অনলাইন আপডেট (Online Update Aadhaar Card) অপশনে ক্লিক করে আপডেট করুন।

#৩) তারপর একটি নতুন পেজ ওপেন হবে অ্যাড্রেস এর বৈধতা পত্রের জন্য রিকোয়েস্ট করুন।
#৪) তারপর সেখানে আধার নম্বর টাইপ করুন এবং ওটিপি সেন্ড করুন। এরপর যার ঠিকানা পরিবর্তন করতে হবে তার আধার নাম্বার লিখুন।
#৫) তারপর সাবমিট করার পর একটি ম্যাসেজ আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এ।
#৬) এবার আবার অফিশিয়াল ওয়েবসাইট যান, এবং লগইন করুন, ওটিপি পূরণ করুন এবং অনুরোধটি কনফার্ম করুন।
#৭) আপনার তথ্যটি যাচাই করুন ওটিপি দিয়ে এবং ঠিকানা পরিবর্তনের জন্য আপডেট করার রিকোয়েস্ট করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
#৮) আপনার রিকুয়েস্ট সিলেক্ট হয়ে গেলে আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।
তালিকাভুক্ত কেন্দ্র পরিদর্শন করে আধার কার্ড সংশোধন:
#১) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে, UIDAI
#২) তারপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে বুক এ অ্যাপোয়েন্টমেন্ট (Book an Appointment) অপশনে ক্লিক করুন তারপর আধার অপশন পাবেন।

#৩) প্রয়োজনীয় তথ্য দিন এবং আপনি অ্যাপোয়েন্টমেন্টক পেয়ে যাবেন।
#৪) তারপর আধার আপডেট হওয়ার জন্য আপনাকে আপনার ডকুমেন্টস গুলি কেন্দ্রে নিয়ে যেতে হবে।
আধার কার্ডে অন্যান্য বিবরণ আপডেট অথবা পরিবর্তন করা:
আপনি যদি ঠিকানাটি বাদে আপনি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট বা আধার কার্ডের নাম পরিবর্তন করতে চান তাহলে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।

#১) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার সংশোধন ফর্মটি পূরণ করুন। অফিশিয়াল ওয়েবসাইটে উপরে আছে ওখান থেকে দেখে নিতে পারেন।
#২) সঠিক নাম মোবাইল নাম্বার জন্মতারিখ পূরণ করুন যেটা আপনি আপডেট করতে চান অথবা সংশোধন করতে চান।
#৩) সঠিক প্রমাণ এবং তথ্যসহ ফর্মটি সাবমিট করুন।
#৪) আপনার এই অনুরোধ ভেরিফাই হওয়ার পর আপনি একটি স্বীকৃতি স্লিপ পাবেন।
আধার কার্ড সংশোধন বা আপডেট করার জন্য ৯০ দিনের বেশি সময় লাগতে পারে। আপনি চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট স্ট্যাটাসটি চেক করতে পারেন। আপনার আধার আপডেট হওয়ার পরে এটি PDF ফরমাটে ডাউনলোড করুন।
আধার কার্ডের ঠিকানা বদলানোর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন:
#১) অনলাইনে আপনার আধার কার্ডের ঠিকানা আপডেট করার জন্য আপনার বিভিন্ন ডকুমেন্ট স্ক্যানড কঁপি জরুরী।
#২) যেমন ধরুন আপনার ছবি, বৈধ ঠিকানা প্রমাণের তালিকায় পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড বা বিগত তিন মাসের টেলিফোন বিল।
মোবাইল নম্বর বদল করবেন কিভাবে:
আধার কার্ডের শুধুমাত্র ঠিকানা অনলাইনে সংশোধন অথবা আপডেট করা যাবে। কোন রকম বায়োমেট্রিক বা অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক তথ্য,
যেমন ধরুন- আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ, সম্পর্ক, আপনার মোবাইল নাম্বার, এবং ইমেইল এড্রেস, আপডেট করতে হলে নিকটবর্তী এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে আপনাকে যেতেই হবে।
আপডেট করার জন্য খরচ:
আপনি যদি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করেন তাহলে কিন্তু তা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন।
আর যদি আপনি আপডেটের জন্য এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে যান তাহলে আপনাকে টাকা দিতে হবে, আপডেট পিছু খরচ পরবে 50 টাকা।
কিভাবে আধার কার্ডের নাম সংশোধন করবেন:
#১) প্রথমত আপনাকে https://uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে অথবা আপনার ফোনের ব্রাউজারে এটা টাইপ করলেই হবে।
#২) তারপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Proceed to Update Aadhar এই অপশন এ ক্লিক করুন।
#৩) এরপরে আমার একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে নির্দিষ্ট স্থানে ১২ ডিজিটাল আধার নাম্বার দিয়ে লগইন করতে হবে আপনাকে।
#৪) এর পর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করুন সবার শেষে সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করুন প্রায় সঙ্গে সঙ্গেই আপনার আধারের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে।
#৫) ওটিপি সাবমিট করুন এরপর একটি নতুন পেজ আবার ওপেন হবে, সেখানে আপনার সঠিক ব্যক্তিগত বিবরণ, যেমন আপনার ঠিকানাা, আপনার জন্ম তারিখ, আপনার নাম, এবং লিঙ্গ ইত্যাদি তথ্যাবলী সঠিক সঠিক দিতে হবে। এখানেই সমস্ত বিবরণ আপডেট করার অপশন থাকবে।
#৬) এখান থেকে আপনি আপনার তথ্যগুলি আপডেট করে নিতে পারবেন।
#৭) যদি নাম পরিবর্তন করতে চান তাহলে Name অপশনে ক্লিক করুন।
তবে একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ যে নাম আপডেট করতে অবশ্যই একটি আইডি প্রুফ থাকতে হবে আপনার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আইডি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন।
#৮) সমস্ত বিবরণ দেওয়ার পর আবার একটি ওটিপি আসবে সেটা পূরণ করে Save বাটনে ক্লিক করুন।
#৯) তারপর আর কি আপনার আধার আপডেট হয়ে যাবে।
আবার অনেক সময় দেখা যায় আধার কার্ড তৈরি করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা আর ব্যবহার করেন না। আবার অনেক অভিভাবকরই নম্বর দিয়েছিলেন সেই সময়ে সেই ক্ষেত্রে আপনার বর্তমান নম্বরে সেটা আপডেট করে নেওয়াই সবচেয়ে ভালো। এটিও খুব সহজেই করা সম্ভব, তবে এক্ষেত্রে আধার কেন্দ্রের সাহায্য নিতে পারেন আপনি।
Official Website | Click Here |
Home | Click Here |