Update Aadhaar Card 2024: অনলাইন করার সম্পূর্ণ পদ্ধতি

ADVERTISEMENT

Update Aadhaar Card: অন্যান্য প্রয়োজনীয় পরিচয় পত্রের মত আধার কার্ড (Aadhaar Card) বিশ্বজুড়ে বৃহত্তম বায়োমেট্রিক সনাক্তকরণ ব্যবস্থা তে পরিণত হয়েছে। ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ প্রতিটি ভারতীয় বাসিন্দাকে একটিবারও সংখ্যার নম্বর দেয় যা মূলত তাদের বায়ো মেট্রিকের সাথে সরাসরি ভাবে যুক্ত।

তাছাড়া বিভিন্ন স্কিম এবং পরিকল্পনা সুবিধা গ্রহণের জন্য আধার কার্ড একটি বাধ্যতামূলক প্রয়োজনীয় কাগজপত্র অথবা বাধ্যতামূলক একটি নাম্বার। এর পাশাপাশি এটি সারা দেশে একটি পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে কাজ করে।

Aadhaar Card Update: অনলাইন করার সম্পূর্ণ পদ্ধতি
Update Aadhaar Card: অনলাইন করার সম্পূর্ণ পদ্ধতি

সুতরাং আপনি আপনার আধার কার্ড আপডেট (Update Aadhaar Card) করতে পারেন। আপনাকে আর দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না বা এক অফিস থেকে অন্য অফিসে ছুটতে হবে না। UIDAI সংস্থা অনলাইনে আধার কার্ড আপডেট বা সংশোধন করা সম্ভব করেছে।

আধার কার্ড আপডেট করবেন কিভাবে:

স্বাভাবিকভাবে সাধারণত আপনাকে আধার কার্ডে আপনার নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মতারিখ, ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার পরিবর্তন করার অনুমতি দেয়া হয়।

অতএব আপনি যদি এই বিবরণ গুলির কোনদিনও পরিবর্তনের অপেক্ষায় থাকেন তবে এই আর্টিকেলটি আপনার অনেক সাহায্য করতে পারে।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন পক্রিয়া

১. আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতিঃ

আধার কার্ডে নিজের ঠিকানা পরিবর্তন অনলাইন করতে পারেন, এই কাজের জন্য সম্পূর্ণ পদ্ধতি নীচে দেওয়া আছে।

স্টেপ ১ঃ সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে আধার আপডেটের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিন এবং লগইন (Login) বটনে ক্লিক করুন। আধার ওয়েবসাইটঃ https://myaadhaar.uidai.gov.in/

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ১
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ১

স্টেপ ২ঃ আধারের ওয়েবসাইটে নিজের আধার নাম্বার লিখুন এবং নীচে দেওয়া কেপচা কোড লিখে “Send OTP” তে ক্লিক করুন। আধারে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা OTP আসবে যা নীচে দেওয়া বক্সে লিখতে হবে এবং “Login” বটনে ক্লিক করে আধার ড্যাশবোর্ড-এ পছে যাবেন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ২
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ২

স্টেপ ৩ঃ আধার ড্যাশবোর্ড-এ “Aadhaar Update” সেকশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি নিজের আধার কার্ড অনলাইনেই আপডেট করে নিতে পারেন। এই সেকশানে ক্লিক করুন- https://myaadhaar.uidai.gov.in/address-update/update

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৩
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৩

স্টেপ ৪ঃ “Aadhaar Update” সেকশান ক্লিক করার পর দুটি অপশেন দেখতে পাবেন, এখানে প্রথম অপশেন “Update Aadhaar Online”-তে ক্লিক করুন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৪
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৪

স্টেপ ৫ঃ এর পরে, অনলাইন ঠিকানা আপডেট করার সম্পর্কে এখানে ডিটেল দেখতে পাবেন, সবার নীচে “Proceed To Update Aadhaar” বটন দেখতে পাবেন। পরবর্তী পেজে যাবার জন্য এই বটনে ক্লিক করুন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৫
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৫

স্টেপ ৬ঃ পরবর্তী পেজে ৪টি অপশেন দেখতে পাবেন “Name”, “Date of Birth”, “Gander” এবং “Address”। এখানে ৪র্থ অপশেন “Address” সিলেক্ট করে নীচে “Proceed To Update Aadhaar” বটনে ক্লিক করুন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৬
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৬

স্টেপ ৭ঃ এর পর যেই পেজটি সামনে খুলবে এখানে সকল তথ্য দিতে হবে। সবার প্রথমে নিজের বর্তমান ঠিকানা ভরতে হবে। সবার নীচে ঠিকানা প্রমাণ করার জন্য একটি প্রমাণপত্র আপলোড করতে হবে। এখানে আপনি সরাসরি আপলোড করতে পারেন অথবা “DigiLocker” দ্বারা নিজের প্রমাণপত্র আপলোড করতে পারেন। [আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে কি কি কাগজপত্র মান্য তার লিস্ট নীচে দেওয়া আছে]

স্টুডেন্ট ক্রেডিট কার্ড জরুরি নিয়ম এবং শর্ত ও লাভ

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৭
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৭

স্টেপ ৮ঃ ঠিকানা সঠিক ভাবে দেওয়ার পর এবং প্রমাণপত্র আপলোড করার পর নিজের ডিটেল চেক করে নেবেন। স ঠিক হলে এইবার আপনাকে ঠিকানা আপডেট করার জন্য ৫০/-টাকা পেমেন্ট করতে হবে, এর জন্য পেজের নীচে “Make Payment” বটনে ক্লিক করবেন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৮
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৮

স্টেপ ৯ঃ পেমেন্ট করার জন্য এখানে অনেক অপশেন পাবেন যেমন “UPI”, Credit/Debit Card”, “Wallet”, “Net Banking” এবং “WhatsApp”, এই সকল ভাবেই পেমেন্ট করতে পারবেন। আপনি আপনার সুবিধা অনুসারে পেমেন্ট করে দিন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ৯
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ৯

স্টেপ ১০ঃ পেমেন্ট হয়ে গেলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। পেমেন্ট হবার সাথে সাথেই একটি পেজ খুলবে যেখানে পেমেন্ট হয়েছে বলে জানা যাবে। এই পেজ থেকে “Download Acknowledgement” বটনে ক্লিক করে আধার আপডেটের রিসিপ্ট ডাউনলোড করে নিন। এই রিসিপ্টে দেওয়া নাম্বার দিয়ে আপনার আধার আপডেটের স্ট্যাটাস জানতে পারবেন।

আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি - স্টেপ ১০
আধার কার্ডে ঠিকানা আপডেট পদ্ধতি – স্টেপ ১০

আধার কার্ডের পেমেন্ট করার পরে যেই “Acknowledgement” ডাউনলোড করবেন সেখানে পেমেন্ট থেকে নিয়ে আপডেট ডিটেল পেয়ে যাবেন। এই “Acknowledgement Slip”-এ দেওয়া SRN (Service Request Number) দিয়ে আধার আপডেটের স্থিতি জানতে পারবেন। (আপডেটের স্থিতি কিভাবে জানবেন তার লিংক নিয়ে দেওয়া আছে)

আধার কার্ড আপডেট পেমেন্ট ডিটেল ও স্বীকৃতি পত্র
আধার কার্ড আপডেট পেমেন্ট ডিটেল ও স্বীকৃতি পত্র

এই ভাবেই আপনি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আধার আপডেটের স্ট্যাটাস দেখার পদ্ধতি জানতে এখানে দেখুনঃ অনলাইন আধার আপডেট স্ট্যাটাস – Online Aadhaar Update Status

আধার আপডেট হতে প্রায় ১২ থেকে ১৫ দিন সময় লাগে, যখন আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে তখন আপনি অনলাইনেই নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আধার কার্ড ডাউনলোড করার অনলাইন পদ্ধতি – Online Aadhaar Card Download

আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে প্রয়োজনীয় কাগজপত্রঃ

অনলাইন আদার কার্ড আপডেট করার জন্য নীচে দেওয়া লিস্টের মধ্যে যে কোন একটি ডকুমেন্ট স্ক্যান কপি ইমেজ অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে।

  1. Allotment letter of accommodation issued by Central Govt /State Govt/PSU/ Regulatory Bodies/ Statutory Bodies (not more than 1 years old)
  2. Bank Account /Credit Card/ Post Office Account Statement (not older than 3 months)
  3. Disability ID Card/Certificate of Disability issued under Rights of Persons with Disabilities Rules, 2017
  4. Electricity Bill (Prepaid & Postpaid bill, not older than 3 months)
  5. Gas Connection Bill (not older than 3 months)
  6. Govt ID Card – Bhamashah, Domicile Certificate, Resident Certificate, Jan-Aadhaar, MGNREGA/ NREGS Job Card, Labour Card
  7. Indian Passport
  8. Kisan Photograph Passbook
  9. Life / Medical Insurance Policy ( valid up to 1 year from the date of issue of the Policy)
  10. Marriage Certificate and Old PoI Document
  11. Marriage Certificate and Old PoI Document (If Photo not available in Marriage Certificate)
  12. Prisoner Induction Document (PID) issued by Prison Officer with his signatures and seal
  13. Property Tax Receipt (not older than 1 year)
  14. Ration /PDS Photograph Card/e-Ration CardST/ SC/ OBC Certificate issued by Central Govt/State Govt
  15. Scheduled Commercial Banks (notified by RBI) Passbook / Post Office Savings Account Passbook with Sign & Stamp of issuing official
  16. School Leaving Certificate (SLC)/ School Transfer Certificate (TC)
  17. Standard Certificate by Gazetted Officer at NACO/State Health Department/Project Director of State AIDS Control Society
  18. Standard Certificate by Gazetted Officer Group ‘A’/EPFO Officer
  19. Standard Certificate by MP/MLA/MLC/Municipal Councillor
  20. Standard Certificate by Recognized Educational Institution signed by Head of Institute (for the concerned Institute students only)
  21. Standard Certificate by Superintendent/Warden/Matron/ Head of Institution (for children of concerned shelter home or orphanage only)
  22. Standard Certificate by Tehsildar/ Gazetted Officer Group ‘B’
  23. Standard Certificate by Village Panchayat Head/President or Mukhiya/Village Panchayat Secretary
  24. Telephone Landline Bill/ Postpaid Mobile Bill/Broadband Bill (not older than 3 months)
  25. Transgender ID Card / Certificate issued under the Transgender Persons (Protection of Rights) Act, 2019
  26. Valid Long Term VISA (LTV) document along with Foreign Passport (valid or expired) of origin country issued to minorities
  27. Valid Registered Sale Agreement/Registered Gift Deed in Registrar office/Registered or Non Registered Rent/ Lease Agreement / Leave and License agreement
  28. Valid Registration Certificate or Residential permit issued by FRRO/FRO to the Resident Foreigners
  29. Voter ID Card/e-Voter ID Card
  30. Water Bill (not older than 3 months)

মনে রাখবেন যেই আধার কার্ডের ঠিকানা আপডেট করতে চান তার নাম যেন আপলোড করা ডকুমেন্টে আবশ্যক রুপে থাকে, না হলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে।

ডিজিটাল হেলথ আইডি কার্ড অনলাইনে আবেদন করুন

২. আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতিঃ

অনলাইনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সম্পূর্ণ ডকুমেন্ট আপডেট করতে পারেন। সম্পূর্ণ ডকুমেন্ট আপডেটের পদ্ধতি নীচে দেওয়া হল-

স্টেপ ১ঃ সবার প্রথমে আধার ওয়েবসাইটে লগইন করতে হবে এবং ড্যাশবোর্ড-এ “Document Update” অপশেনে ক্লিক করতে হবে। সরাসরি লিংক – https://myaadhaar.uidai.gov.in/document-update/update

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ১
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ১

স্টেপ ২ঃ এই পেজে আপনাকে ডকুমেন্ট আপডেট সার্ভিস সম্পর্কে জানানো হবে। এই সার্ভিস সম্পূর্ণ বিনামুল্যে দেওয়া হয় কেবল পোর্টাল চার্জ সিহাবে ৫০ টাকা নেওয়া হয়ে থাকে। এখানে “Next” বটনে ক্লিক করবেন।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ২
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ২

স্টেপ ৩ঃ এই পেজে আপনাকে কিভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন তার সম্পর্কে ডিটেল দেওয়া হয়ে থাকে। এখানেউ “Next” বটনে ক্লিক করবেন।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৩
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৩

স্টেপ ৪ঃ পরবর্তী পেজে আপনাকে আপনার ডিটেল ভেরিফাই করার জন্য বলা হবে। এখানে নিজের ডিটেল চেক করে “I verify that the above details are correct” সেক্সানে ক্লিক করে নেবেন। এরপর নীচে “Next” বটনে ক্লিক করবেন।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৪
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৪

স্টেপ ৫ঃ এখানে আপনাকে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, “1. Please upload Proof Of Identity (POI) Document”-এ নিজের পরিচয় প্রমাণপত্র আপলোড করবেন।
দ্বিতীয় সেক্সানে “2. Please upload Proof Of Address (POA) Document”-এ নিজের ঠিকানার প্রমাণপত্র আপলোড করবেন। আপলোড করার পর নীচে “Next” বটনে ক্লিক করবেন। (কি কি ডকুমেন্ট আপলোড করতে পারবেন তার লিস্ট উপরে দেওয়া আছে)

দুয়ারে রেশন প্রকল্পঃ কারা এবং কিভাবে পাবে এর লাভ?

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৫
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৫

স্টেপ ৬ঃ এর পর আপনার সামনে পেমেন্টের পেজ খুলে যাবে, এখানে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য “UPI”, Credit/Debit Card”, “Wallet”, “Net Banking” এবং “WhatsApp” এই অপশেনগুলি ব্যাবহার করতে পারবেন।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৬
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৬

স্টেপ ৭ঃ পেমেন্ট করার পর আপনার সামনে পেমেন্ট কমপ্লিট হবার ডিটেল পাবেন সঙ্গে পাবেন Acknowledgement। এখানে “Download Acknowledgement”-এ ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। এই স্লিপে দেওয়া নাম্বারের দ্বারা আধার ডকুমেন্ট আপডেট হবার স্ট্যাটাস জানতে পারবেন।

আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৭
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট পদ্ধতি- স্টেপ ৭

এই ভাবেই আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে পারবেন। আধার ডকুমেন্ট আপডেটের স্ট্যাটাস দেখার পদ্ধতি জানতে এখানে দেখুনঃ অনলাইন আধার ডকুমেন্ট আপডেট স্ট্যাটাস – Online Aadhaar Document Update Status

আধার কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

#১) প্রথমত আপনাকে UIDAI ওয়েবসাইটে যেতে হবে: https://uidai.gov.in

#২) একটি নতুন উইন্ডো ওপেন হবে অ্যাড্রেস টু আপডেট অপশনে ক্লিক করুন।

Online Aadhaar Update Process
Online Aadhaar Update Process

#৩) তারপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি দিয়ে লগইন করুন।

#৪) ক্যাপচা কোড পূরণ করুন এবং ওটিপি পূরণ করুন।

#৫) আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবেন সেটি পূরণ করুন।

#৬) তারপর এড্রেস অপশনে ক্লিক করুন এবং জমা দিন অথবা সাবমিট করুন।

#৭) ঠিকানার প্রমানে উল্লিখিত আপনার ঠিকানা লিখুন এবং ক্লিক করুন তারপর আপডেট রিকোয়েস্ট করে সাবমিট করুন।

দস্তাবেজ ছাড়াই অনলাইনে ঠিকানা আপডেট করুন:

#১) প্রথমত অফিশিয়াল ওয়েবসাইটে যান।

#২) দ্বিতীয়তঃ ঠিকানা অনলাইন আপডেট (Online Update Aadhaar Card) অপশনে ক্লিক করে আপডেট করুন।

Online Aadhaar Update Process
Online Aadhaar Update Process

#৩) তারপর একটি নতুন পেজ ওপেন হবে অ্যাড্রেস এর বৈধতা পত্রের জন্য রিকোয়েস্ট করুন।

#৪) তারপর সেখানে আধার নম্বর টাইপ করুন এবং ওটিপি সেন্ড করুন। এরপর যার ঠিকানা পরিবর্তন করতে হবে তার আধার নাম্বার লিখুন।

#৫) তারপর সাবমিট করার পর একটি ম্যাসেজ আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এ।

#৬) এবার আবার অফিশিয়াল ওয়েবসাইট যান, এবং লগইন করুন, ওটিপি পূরণ করুন এবং অনুরোধটি কনফার্ম করুন।

#৭) আপনার তথ্যটি যাচাই করুন ওটিপি দিয়ে এবং ঠিকানা পরিবর্তনের জন্য আপডেট করার রিকোয়েস্ট করুন। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

#৮) আপনার রিকুয়েস্ট সিলেক্ট হয়ে গেলে আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।

তালিকাভুক্ত কেন্দ্র পরিদর্শন করে আধার কার্ড সংশোধন:

#১) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে, UIDAI

#২) তারপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে বুক এ অ্যাপোয়েন্টমেন্ট (Book an Appointment) অপশনে ক্লিক করুন তারপর আধার অপশন পাবেন।

Aadhaar Update Book an Appointment
Aadhaar Update Book an Appointment

#৩) প্রয়োজনীয় তথ্য দিন এবং আপনি অ্যাপোয়েন্টমেন্টক  পেয়ে যাবেন।

#৪) তারপর আধার আপডেট হওয়ার জন্য আপনাকে আপনার ডকুমেন্টস গুলি কেন্দ্রে নিয়ে যেতে হবে।

আধার কার্ডে অন্যান্য বিবরণ আপডেট অথবা পরিবর্তন করা:

আপনি যদি ঠিকানাটি বাদে আপনি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট বা আধার কার্ডের নাম পরিবর্তন করতে চান তাহলে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন।

Online Aadhaar Update Services List
Online Aadhaar Update Services List

#১) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার সংশোধন ফর্মটি পূরণ করুন। অফিশিয়াল ওয়েবসাইটে উপরে আছে ওখান থেকে দেখে নিতে পারেন।

#২) সঠিক নাম মোবাইল নাম্বার জন্মতারিখ পূরণ করুন যেটা আপনি আপডেট করতে চান অথবা সংশোধন করতে চান।

#৩) সঠিক প্রমাণ এবং তথ্যসহ ফর্মটি সাবমিট করুন।

#৪) আপনার এই অনুরোধ ভেরিফাই হওয়ার পর আপনি একটি স্বীকৃতি স্লিপ পাবেন।

আধার কার্ড সংশোধন বা আপডেট করার জন্য ৯০ দিনের বেশি সময় লাগতে পারে। আপনি চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট স্ট্যাটাসটি চেক করতে পারেন। আপনার আধার আপডেট হওয়ার পরে এটি PDF ফরমাটে ডাউনলোড করুন।

আধার কার্ডের ঠিকানা বদলানোর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন:

#১) অনলাইনে আপনার আধার কার্ডের ঠিকানা আপডেট করার জন্য আপনার বিভিন্ন ডকুমেন্ট স্ক্যানড কঁপি জরুরী।

#২) যেমন ধরুন আপনার ছবি, বৈধ ঠিকানা প্রমাণের তালিকায় পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড বা বিগত তিন মাসের টেলিফোন বিল।

মোবাইল নম্বর বদল করবেন কিভাবে:

আধার কার্ডের শুধুমাত্র ঠিকানা অনলাইনে সংশোধন অথবা আপডেট করা যাবে। কোন রকম বায়োমেট্রিক বা অন্যান্য জনসংখ্যাতাত্ত্বিক তথ্য,

যেমন ধরুন- আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ, সম্পর্ক, আপনার মোবাইল নাম্বার, এবং ইমেইল এড্রেস, আপডেট করতে হলে নিকটবর্তী এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে আপনাকে যেতেই হবে।

আপডেট করার জন্য খরচ:

আপনি যদি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপডেট করেন তাহলে কিন্তু তা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। পোর্টাল চার্জ হিসাবে ৫০টাকা নেওয়া হয়।

আর যদি আপনি আপডেটের জন্য এনরোলমেন্ট বা আপডেট কেন্দ্রে যান তাহলে আপনাকে টাকা দিতে হবে, আপডেট পিছু খরচ পরবে 50 টাকা।

কিভাবে আধার কার্ডের নাম সংশোধন করবেন:

#১) প্রথমত আপনাকে https://uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে অথবা আপনার ফোনের ব্রাউজারে এটা টাইপ করলেই হবে।

#২) তারপর নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Proceed to Update Aadhar এই অপশন এ ক্লিক করুন।

#৩) এরপরে আমার একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে নির্দিষ্ট স্থানে ১২ ডিজিটাল আধার নাম্বার দিয়ে লগইন করতে হবে আপনাকে।

#৪) এর পর স্ক্রিনে থাকা ক্যাপচা কোড পূরণ করুন সবার শেষে সেন্ড ওটিপি অপশন এ ক্লিক করুন প্রায় সঙ্গে সঙ্গেই আপনার আধারের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে।

#৫) ওটিপি সাবমিট করুন এরপর একটি নতুন পেজ আবার ওপেন হবে, সেখানে আপনার সঠিক ব্যক্তিগত বিবরণ, যেমন আপনার ঠিকানাা, আপনার জন্ম তারিখ, আপনার নাম, এবং লিঙ্গ ইত্যাদি তথ্যাবলী সঠিক সঠিক দিতে হবে। এখানেই সমস্ত বিবরণ আপডেট করার অপশন থাকবে।

#৬) এখান থেকে আপনি আপনার তথ্যগুলি আপডেট করে নিতে পারবেন।

#৭) যদি নাম পরিবর্তন করতে চান তাহলে Name অপশনে ক্লিক করুন।

তবে একটা কথা অবশ্যই গুরুত্বপূর্ণ যে নাম আপডেট করতে অবশ্যই একটি আইডি প্রুফ থাকতে হবে আপনার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আইডি প্রুফ হিসাবে ব্যবহার করতে পারেন।

#৮) সমস্ত বিবরণ দেওয়ার পর আবার একটি ওটিপি আসবে সেটা পূরণ করে Save বাটনে ক্লিক করুন।

#৯) তারপর আর কি আপনার আধার আপডেট হয়ে যাবে।

আবার অনেক সময় দেখা যায় আধার কার্ড তৈরি করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা আর ব্যবহার করেন না। আবার অনেক অভিভাবকরই নম্বর দিয়েছিলেন সেই সময়ে সেই ক্ষেত্রে আপনার বর্তমান নম্বরে সেটা আপডেট করে নেওয়াই সবচেয়ে ভালো। এটিও খুব সহজেই করা সম্ভব, তবে এক্ষেত্রে আধার কেন্দ্রের সাহায্য নিতে পারেন আপনি।

Official Websitehttps://www.uidai.gov.in/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top