Bangla Awas Yojana 2025: বাংলা আবাস যোজনা 2025 [আবেদন]

ADVERTISEMENT

Apply Bangla Awas Yojana 2025-2026: বাংলা আবাস যোজনা 2025 কি? বাংলা আবাস যোজনা আবেদন পক্রিয়া 2025, কারা পাবেন এর সুবিধা? জানুন বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ও আবেদন পক্রিয়া এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এছাড়াও গ্রাম পঞ্চায়েতের ঘরের লিস্ট সবকিছু।

নতুন গ্রাম পঞ্চায়েতের ঘর দেওয়ার জন্য নতুন ঘোষণা করেছে সরকার আর কেউ বাকি থাকবে না। এবার নতুন সরকারি ঘোষণা অনুসারে বাংলা আবাস যোজনায় যারা যারা বাকি আছে সকলেই পাবে নিজের বাড়ি। এই পেজে আপনারা গ্রাম পঞ্চায়েতে ঘরের আবেদন পক্রিয়া এবং আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে, কি কি করবেন সবকিছু জানতে পারবেন।

একের পর এক প্রকল্প মানুষের, বিশেষ করে গরিব মানুষের অনেক সুবিধা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যে, বাংলায় যত গরিব মানুষ রয়েছেন তাদের জন্য একটা নতুন প্রকল্প চালু করা, বাংলা আবাস যোজনা 2025 (Bangla Awas Yojana 2025 – WB BAY Scheme 2025)।

এই আবাস যোজনার সুবিধা হয় যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি, সেই সফল ব্যক্তিরা এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন।

Bangla Awas Yojana: Online Apply & New List
Bangla Awas Yojana 2025: Online Apply & New List 2025

বাংলা আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রকল্পের আওতায় সমস্ত গরিব মানুষ এই সুবিধা পাবেন।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

বাংলা আবাস যোজনা 2025-26 কারা আবেদন করতে পারবেন:

এই বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করার জন্য যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ সেগুলি হল:

#১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

#২) যাদের পাকা বাড়ি নেই, তারাই শুধুমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

#৩) তাছাড়া যে সমস্ত ব্যক্তির বছরের ইনকাম ১ লক্ষ টাকা বা তার নিচে একমাত্র তারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

#৪) এবং আবেদনকারীর বিপিএল, রেশন কার্ড থাকাটা বাধ্যতামূলক।

#৫) আপনার নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার পর্চা বা রেকর্ড থাকতে হবে।

#৬) আবার সরকারি চাকরিজীবীরাও বাংলা আবাস যোজনা তে নাম নথিভুক্ত করতে পারবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

বাংলা আবাস যোজনা কত টাকা পাওয়া যাবে:

প্রকল্পের তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলা আবাস যোজনার আওতায় প্রত্যেক আবেদনকারী পাবে ১ লক্ষ কুড়ি হাজার টাকা, কিন্তু এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

কারণ অনেক ওয়েবসাইট আর্টিকেল এ দেখা গিয়েছে যে সেখানে বলা হয়েছে আবেদনকারী ২ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন এই প্রকল্পের আবেদন করার পর।

ইন্দিরা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2025:

বাংলা আবাস যোজনা নামের লিস্ট, নতুন লিস্ট অনুযায়ী জানা গিয়েছে প্রত্যেক আবেদনকারী পাবে ১ লক্ষ কুড়ি হাজার টাকা। এক লক্ষ কুড়ি হাজার টাকা কয়েকটি ইন্সটলমেন্টের মাধ্যমে দেওয়া হবে।

বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির যে পরিমাণ টাকা আসবে প্রায় ৫০ হাজারের ওপর এবং দ্বিতীয় কিস্তির টাকা আসবে প্রায় ৪০ হাজারের মতো। এরপর তৃতীয় কিস্তির টাকা বরাদ্দ হবে বাড়ি কমপ্লিট এর পর কুড়ি হাজার টাকা। এই টাকা জব কার্ডের মাধ্যমে আপনাকে ১০০ টি মেনটেন এর টাকা ব্যাংক একাউন্টে দেয়া হবে।

প্রধানমন্ত্রীর আবাস যোজনায় এখন থেকে একটি বড় সুবিধা পাওয়া যাবে। সি আই আই এর মধ্যে জীবন বীমার সুবিধা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। সবার জন্য বাড়ি, প্রকৃতপক্ষে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশের সকল মানুষের জন্য ঘর দেওয়ার পরিকল্পনা করেছে।

Banglar Bari Provisional List 2025

ভারত আবাস যোজনা নামের প্রকল্প টি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে ২৫ শে জুন ২০১০ সালে চালু হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ৩১ শে মার্চের মধ্যে দুই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। নতুন নিয়ম ও সরকারের ঘোষণা অনুসারে এই যোজনা 2029 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

দুঃস্থ মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (বাংলা আবাস যোজনা 2025 – Bangla Awas Yojana 2025) বাড়ি তৈরি করে দেওয়া হয়। গত আর্থিক বছরে এই প্রকল্পের বাড়ি তৈরির কাজ শেষ করার নিরিখে সমগ্র দেশে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা প্রথম স্থান অধিকার করেছে আর এই প্রকল্পের সার্বিক কাজের নিরিখে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এই প্রকল্প ঐ সকল পরিবারের জন্য যারা SECC 2011 অন্তর্গত গরীব রেখার নীচে বসবাস করেন এবং যারা সম্পূর্ণ ভাবে গৃহহীন ও দুঃস্থ, আপনার এখানে SECC 2011 লিস্ট এখানে দেখতে পারেন

https://secc.gov.in/getSeccDataSummaryNationalReport.htm

Swasthya Sathi List: স্বাস্থ্যসাথী লিস্টে নাম আছে কিনা দেখার পদ্ধতি

বাড়ি কেনার জন্য লোন এর সুবিধা:

এই প্রকল্পের আওতায় যদি কেউ প্রথমবারের জন্য একটি বাড়ি কিনে থাকেন, তবে তাদের সংযুক্ত লোনে ভর্তুকি দেয়া হবে।

বাড়ি কেনার জন্য হোম লোনের জন্য ভর্তুকি দেয়া হবে। এই ভর্তুকির পরিমাণ ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত। এই প্রকল্প টি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত।

বাংলা আবাস যোজনার সুবিধা:

এই প্রকল্পের আবেদন করার পর আবেদনকারী যে সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন:-

#১) এই প্রকল্পে আপনি সরাসরি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের একাউন্ট এক বারের জন্য আর্থিক সহায়তা পাবেন।

#২) এই প্রকল্পের অধীনে আপনি যে বাড়িটি করবেন তা নতুন প্রযুক্তিতে তৈরি করা হবে। এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আপনার বাড়িটি সুরক্ষিত থাকবে।

#৩) এই প্রকল্পের অধীনে আপনি বাড়ি তৈরি করতে পারবেন প্রায় ২৫ বর্গমিটার জায়গা জুড়ে।

#৪) এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার দরিদ্র সম্প্রদায়ের মানুষদের আর্থিক ১২০০০ টাকা সাহায্য করবে।

এই প্রকল্পের অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হল: pmayg.nic.in ওয়েব সাইটে যাওয়া পর সমস্ত রকম তথ্য পূরণ করার পরে আপনার সমস্ত ব্যক্তিগত বিবরণ, ব্যাঙ্কের ডিটেইলস, ডিটেইলস ছাড়পত্র ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।

আপনি যদি  যেকোনো ধরনের তথ্য বুঝতে না পারেন বা আপনি আরও বিস্তারিত ভাবে অন্য কোন তথ্য যদি জানতে চান, তবে pmayg.nic.in এতে আবেদন জানাতে পারেন। তার সাথে রয়েছে ফোন করার অপশনও আপনি চাইলে 1800-11-6446 এই নাম্বারে কল করতেও পারেন।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প: আবেদন ও রেজিস্ট্রেশান

বাংলা আবাস যোজনার সরকারি ঘোষণা:

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাংলা আবাস যোজনার বিস্তারিত ঘোষণা সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে আপনারও এই ঘোষণা দেখতে পারেন।

বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা - Bangla Awas Yojana Govt Notice
বাংলা আবাস যোজনা সরকারি ঘোষণা 2025 – Bangla Awas Yojana Govt Notice 2025

সরকারি ঘোষণা অনুসারে সমস্ত গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাসকারী পরিবারগুলিকে কমপক্ষে ২৫ বর্গ মিটার আকারের একটি পাকা বাড়ি দেওয়া। এই যোজনা ঐ সকল পরিবারদের জন্য যারা বাড়ি করতে অসমর্থ। সরকারি সহযোগিতায় সেই সকল পরিবার কে নিজস্ব বাড়ি প্রদান করা এই যোজনার প্রধান উদ্দেশ্য।

বাংলা আবাস যোজনা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

আপনি যদি বাংলা আবাস যোজনার জন্য অনলাইন অথবা অফলাইনে যেকোনো পদ্ধতিতেই আবেদন করতে চান, তাহলে আপনাকে কিছু ডকুমেন্টস এর দরকার পড়বে সেগুলি হল:-

১) আবেদনকারীর আধার কার্ড এবং প্যান কার্ড।

২) বাংলা আবাস যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম (যদি অনলাইনে এপ্লাই করেন)।

৩) আপনার ফ্যামিলি রেশন কার্ড।

৪) বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।

৫) স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র।

৬) আবেদনকারীর একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো।

বাংলা আবাস যোজনা ভিডিও:

বাংলা আবাস যোজনার আবেদন পদ্ধতি 2025:

এই আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, অথবা গ্রাম প্রধান অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য যোগাযোগ করতে হবে। বাংলা আবাস যোজনা অ্যাপ্লিকেশন (Bangla Awas Yojana Application 2025) এর নথিপত্রগুলো গ্রামের পঞ্চায়েত, গ্রাম প্রধান, বিডিও অফিসে গিয়েও জমা করতে পারবেন।

78 thoughts on “Bangla Awas Yojana 2025: বাংলা আবাস যোজনা 2025 [আবেদন]”

    1. আমার থাকার মতো বাড়ী নেই তাই আমাকে আবাস জজোনার সুযোগ সুবিধা দিন

      1. আমাদের বাড়ি নেই। যদি দয়া করে একটি বাড়ি দেন, তাহলে উপকৃত হব।

  1. Amar lone chai jate ami akta choto business kore songsar chalate pari akta choto ghor ache amar kintu kono songsar chalanor moto upai nei tai lone chai

  2. আমার বাড়ি নেই আমি পারছি না আবাস য়োজনা বাড়ি

    1. Name: Mosaraf Ali
      Village: Basilhat
      Panchayat: Kharba
      P.o:Kharba
      P.s: Chanchal
      Dist: Malda
      Pin:732150
      M.b:987018165

  3. আমার থাকার মতো বাড়ী নেই তাই আমাকে আবাস জজোনার সুযোগ সুবিধা দিন

    1. আমার মাটির বাড়ি , আমি বয়স্ক আমাকে একটা বাড়ি দেওয়ার জন্য অনুরোধ জানাই।

  4. আমার বাড়ি মাটির বারি আমি পারছি না আবাস য়োজনা বাড়ি।
    Vill kurit po.ps Amta

    1. আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তাই বাড়ি দেওয়ার অনুরোধ করছি

  5. আমার থাকার মতো বাড়ী নেই তাই আমাকে আবাস জজোনার সুযোগ সুবিধা দিন

  6. Mijanur Rahaman

    Name – Mijanur Rahaman
    Vill+po – Kulbria
    Ps – Polithat
    Dist – south 24 porganash
    Pin – 743502
    Mobile – 9134881397

  7. আমি পশ্চিমবঙ্গের ভারতবাসী হইতাছি আমার কোন পাকা বাড়ি নেই। আমি যেন আবাস যোজনার সুযোগ সুবিধা পেতে পারি।

  8. আমাদের পুরো কাঁচা বাড়ি এখনো পর্যন্ত কোন সাহায্য পাইনি।
    আমাদের একটি বাড়ির দরকার আছে।

  9. পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি বামুনপাড়া অঞ্চল ব্লক মন্তেশ্বর গ্রাম শাহজাদপুর

  10. আমি পশ্চিমবঙ্গের ভারতবাসী হইতাছি আমার কোন পাকা বাড়ি নেই। আমি যেন আবাস যোজনার সুযোগ সুবিধা পেতে পারি।

  11. আমার থাকার মতো বাড়ী নেই তাই আমাকে আবাস জজোনার সুযোগ সুবিধা দিন

  12. Abdul Barek Sikdar

    Name.abdul Barek Sikdar.vill.jaygirbala Bari.po.chowdhuri hat.Dinhata.coochbihar. pin.736168.sub.Banglar bari.amr kono paka bari nai.amke Banglar awas yojana liste name noti vukto korben.

  13. OBAIDUR RAHAMAN village dackbangla road Alpara post office Ratua p/s Ratua Dist maldah West Bengal India pin 732205

  14. আমার টিনের চালের বাড়ি আমি নার্ভের রোগে আক্রান্ত তাই আমি কিছু কাজ করতে পারিনা আমার এক টা বাড়ির দরকার।নাম অবাইদুর রহমান গ্রাম ডাকবাংলা রোড আলপারা পোস্ট রতুয়া থানা রতুয়া জেলা মালদা পশ্চিমবঙ্গ পিন নম্বর 732205 আমার ফোন নম্বর 7001004088

  15. নাম সামিউল সেখ বাবা কাদের সেখ গ্রাম সোলাগর দেবশালা গ্রাম পঞ্চাইত বুদবুদ পূর্ব বর্ধমান 713148 আমার পাকাবাড়ি নেই আমার নাম নথিভুক্ত করা হোক

  16. আমার বাড়ি ধারারা একটি পাকা ঘর তিন নম্বর ৭৩২২০৬

  17. আমার বাড়ি পূর্ব মেদিনীপুর
    তোমার একটা ঘর চাই পা
    কা ঘর

  18. আমার থাকার মতো বাড়ি নেই তাই আমার আবাস যোজনার সুযোগ সুবিধা দরকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top