2024 Check Laxmi Bhandar Payment Status @ socialsecurity.wb.gov.in

ADVERTISEMENT

নতুন আপডেটঃ বেড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা! পশ্চিমবঙ্গ সরকারের নতুন ঘোষণা এবার থেকে মহিলারা পাবেন প্রতিমাসে ১২০০ টাকা ও ১০০০ টাকা। SC/ST-দের জন্য লক্ষ্মীর ভান্ডার ১০০০ বেড়ে ১২০০ টাকা করা হয়েছে এবং বাকিদের ১০০০ টাকা করা হয়েছে।

লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস 2024 (Lakshmir Bhandar Payment Status Check 2024): জানুন লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট টাকা চেক করবেন কিভাবে? লক্ষীর ভান্ডার প্রকল্প 2024-25 পেমেন্ট স্ট্যাটাস জানুন অনলাইনে। আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে জানুন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন লক্ষীর ভান্ডার প্রকল্প 2024। রাজ্যের প্রতিটি পরিবারের মহিলারা প্রতিমাসের সরাসরি নিজের ব্যাংক একাউন্টে ১২০০ টাকা ও ১০০০ টাকা করে পেয়ে যাবেন।

নতুন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা

CategoryAmounts
Scheduled Caste (SC)₹ 1,200/- Per Month
Scheduled Tribes (ST) ₹ 1,200/- Per Month
Others Caste (OBC/General)₹ 1,000/- Per Month

দুয়ারের সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আপনি এপ্লাই করেছেন এবং আপনার আবেদন সফল ভাবে পরিপূর্ণ হয়েছে। এই সময় আবেদনকারীদের আকাউন্টে টাকা আসতে শুরু করে দিয়েছে। আপনার টাকা কি এখন আসেনি?

Lakshmir Bhandar Payment Status Check Online in 2 Minute
2024 Laxmi Bhandar Payment Status Check Online in 2 Minute

কিভাবে লক্ষীর ভান্ডারের পেমেন্টের স্ট্যাটাস চেক করবেন? কিভাবে জানবেন কখন টাকা আসবে? লক্ষীর ভান্ডার প্রকল্প পেমেন্ট স্ট্যাটাস 2024 (Lakshmir Bhandar Payment Status 2024) কিভাবে অনলাইনে চেক করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক-

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

লক্ষীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস – Lakshmir Bhandar Payment Status

আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা আপনার একাউন্টে ঢুকলো কিনা চেক করবেন কিভাবে? চলুন সকল পদ্ধতি দেখে নিন-

১) প্রথমে আপনাকে লক্ষীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস (Lakshmir Bhandar Payment Status 2024) চেক করার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটি হল- socialsecurity.wb.gov.in

এছাড়া সরাসরি এই লিংকে ক্লিক করে স্ট্যাটাস পেজে যেতে পারেন- https://socialsecurity.wb.gov.in/track-applicant

২) তারপর এই ওয়েবসাইটের Home পেজে “Track Applicant Status” বটনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে Track Applicant & View Payment Status পেজ খুলে যাবে যেখানে পেমেন্টের সাথে আবেদনের স্থিতি দুটোই জানতে পারবেন।

Laxmi Bhandar View Payment Status Online
Laxmi Bhandar View Payment Status Online

৩) এই পেজে আপনি Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No. এর মধ্যে যে কোন ডিটেলের মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে আপনি আপনার লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

Check Laxmi Bhandar Payment Status Online
Check Laxmi Bhandar Payment Status Online

৪) এরপর আপনি এইগুলির মধ্যে যেকোনো একটি আইডি লিখুন (Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No.) এরপর একটি কোড দেখতে পাবেন সেটি সঠিক ভাবে লিখুন এবং “Search” বটনে ক্লিক করুন। আপনার সামনে পেমেন্টের সমস্ত ডিটেল চলে আসবে।

Laxmi Bhandar Payment Receipt
Laxmi Bhandar Payment Receipt

পেমেন্ট স্ট্যাটাস চেক করার অন্যান্য পদ্ধতি

৫) তাছাড়া যে ব্যাঙ্ক ডিটেলস লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনের সময় জমা দিয়েছিলেন সেই ব্যাংকে যেতে পারেন।

৬) নিজের পাস বই আপডেট করলেই তাহলে বুঝতে পারবেন আপনার একাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা।

আবার ঘরে বসে লক্ষীর ভান্ডার প্রকল্প পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য নিজের মোবাইলে ব্যাংকের পাস বুক অ্যাপ ডাউনলোড করে তা থেকেও যাচাই করে দেখতে পারেন।

{নতুন} প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন, স্ট্যাটাস ও লিস্ট

যারা এই প্রকল্পের জন্য সঠিকভাবে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনের স্ট্যাটাস (Lakshmir Bhandar Application Status), তার পাশাপাশি অনান্য তথ্য এই স্কিমের অফিশিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in এখানে গিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।

লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নিয়মাবলী:

১) লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে গেলে, মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

২) তার সাথে মহিলার নামের আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকার পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে।

৩) গত বছরের মতো এ বছরও দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। বছরে দুবার করে এই দুয়ারে সরকার হবে। সেকথা রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী ই-শ্রম কার্ডের আবেদন পদ্ধতি মাত্র ৫ মিনিটে

আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য কি করতে হবে আপনাকে:

১) প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট, socialsecurity.wb.gov.in এখানে যান।

২) তারপর এই ওয়েবসাইটের হোমপেজটি খুলে যাবে।

Lakshmir Bhandar Scheme Application Status Login
Laxmi Bhandar Scheme Application Status Login

৩) তারপর আপনার মোবাইল নাম্বার লিখুন। দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটি OTP আসবে।

৪) যাচাই করার জন্য OTP টি লিখুন, তারপর আবেদনকারীর প্রোফাইল খুলবে।

৫) তারপর সংশ্লিষ্ট বিভাগে যান এবং বিবরণ সহ আবেদন এর স্থিতি এবং টাকা প্রদানের অবস্থা চেক করতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক করার ভিডিও:

লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে:

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন যে, পুজোর আগেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন মহিলারা। তাছাড়া ১লা সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হয়েছে টাকা দেওয়া।

লক্ষীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য:

লক্ষীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- শহর থেকে গ্রাম প্রত্যেকটি পরিবারের মহিলাদের মাসিক ইনকাম সুনিশ্চিত করা এবং রাজ্য সরকার অর্থপ্রদান প্রকল্প 2024, যা মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ সরকার দ্বারা বাস্তবায়িত হয়।

তাছাড়া এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার রাজ্যের শহর অঞ্চল এবং গ্রামাঞ্চল এ বসবাসকারী পরিবারের নারী প্রধান দের আর্থিক সহযোগিতা করবে। সে ক্ষেত্রে সাধারণ পরিবারকে প্রতিমাসে ১০০০ টাকা এবং SC/ST মহিলাদের প্রতি মাসে ১২০০ করে টাকা দেওয়া হবে।

এই প্রকল্প অনেক মহিলাদের স্বপ্নপূরণে কাজে আসবে বলে মনে করা হচ্ছে। তাদের মাসিক ইনকাম সুনিশ্চিত হওয়ার পাশাপাশি তারা উদ্যোগীও হতে পারবে কোন কাজে।

1 thought on “2024 Check Laxmi Bhandar Payment Status @ socialsecurity.wb.gov.in”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top