WB Caste Certificate Application Status 2024: Check Online

ADVERTISEMENT

WB Caste Certificate Application Status (কাস্ট সার্টিফিকেট আবেদনের স্থিতি): প্রতিটি মানুষের তার জাতী অনুযায়ী একটি করে কাস্ট সার্টিফিকেট থাকে। সেই সার্টিফিকেটের মাধ্যমে জানা যায় যে সেই ব্যাক্তি কোন জাতির অন্তর্গত। আপনি যদি সিডিউল ট্রাইব, সিডিউল কাস্ট, অথবা ওবিসি হন, তাহলে আপনার একটি কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) লাগবে।

এই সার্টিফিকেটটি পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বাইরে ও বিভিন্ন ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগতে পারে।

WB Caste Certificate Application Status: Check Online
WB Caste Certificate Application Status 2024 Check Online

যেমন ধরুন- যেকোনো সরকারি সংস্থায়, কোন অফিসে অথবা যে কোন ক্ষেত্রে কোন কাজের জন্য আবেদন করার ক্ষেত্রে অথবা বিভিন্ন প্রকল্প, স্কিম এর সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই সার্টিফিকেট আপনার অনেক সুবিধা করে দেবে।

কাস্ট সার্টিফিকেট চেক করবেন কিভাবে:

যারা পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট জমা করেছেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য অথবা আপনার সার্টিফিকেট কেমন অবস্থানে আছে তা জানার জন্য এই পদক্ষেপগুলি নিতে পারেন:

১) প্রথমত আপনাকে ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, castcertificatewb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর ভিউ স্টেটাস অফ অ্যাপ্লিকেশন (View Status Of Application) এ ক্লিক করুন। তারপর দেখবেন একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

West Bengal Caste Certificate Application Status Check Online
West Bengal Caste Certificate Application Status Check Online

৩) সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিন। দেওয়ার পর ক্লিক করুন সার্চ অপশনে।

৪) আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবে আপনার চোখের সামনে, মোবাইল অথবা ল্যাপটপের স্ক্রিনে।

পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট আবেদনের অনলাইন পদ্ধতি

অ্যাপ্লিকেশনটি যদি কোন জায়গায় ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করবেন এভাবে:

যদি আপনি ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট জমা করার পর সেটাকে আবার এডিট করতে চান তাহলে এই পদ্ধতিতে খুব সহজে সংশোধন করে নিতে পারবেন:-

১) প্রথমে পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট অফিশিয়াল ওয়েবসাইটে যান, castcertificatewb.gov.in এ।

২) তারপর ক্লিক করুন এডিট অ্যাপ্লিকেশন অপশন এ। একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

West Bengal Caste Certificate Application Edit Online
West Bengal Caste Certificate Application Edit Online

৩) আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি সঠিক জায়গায় দিয়ে দিন। তার সাথে আপনার জন্ম তারিখ নির্দিষ্ট জায়গায় পূরণ করুন।

৪) তারপর সার্চ অপশনে ক্লিক করুন।

৫) এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টি এডিট করতে পারবেন খুব সহজেই। তারপর পুনরায় আবার জমা করে দিন।

সহজ কথায় পশ্চিমবঙ্গে OBC/ST/SC কাস্ট সার্টিফিকেট চেক করার জন্য এই সহজ পদ্ধতিতে চেক করতে পারেন:

যারা পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট অফিশিয়াল ওয়েবসাইটে যান             (castcertificatewbgov.in), তারপর ভিউ স্টেটাস অফ অ্যাপ্লিকেশন এ ক্লিক করুন, এখান থেকেই দেখে নিতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেট এর অবস্থান।

কাস্ট সার্টিফিকেট ডাউনলোড অথবা রিপ্রিন্ট করবেন কিভাবে:

আপনি আপনার কাস্ট সার্টিফিকেট এর জন্য যদি অনলাইনে সার্টিফিকেট ডাউনলোড করতে চান অথবা রেপ্রিন্ট করতে চান তাহলে,

১) ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট এর castcertificatewb.gov.in ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।

২) তারপর Reprint application অপশনে ক্লিক করতে হবে।

West Bengal Caste Certificate Reprint Application
West Bengal Caste Certificate Reprint Application

৩) তারপর এখানে আবেদনকারীর অ্যাপলিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, বসিয়ে এপ্লাই করলেই আবেদনকারীর চোখের সামনেই মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে অনলাইনে কাস্ট সার্টিফিকেট চলে আসবে।

৪) তারপর এখান থেকে আপনার কাস্ট সার্টিফিকেট প্রিন্ট আউট করে অথবা PDF ফাইল আকারে বার করে নিতে পারেন খুব সহজেই।

কাস্ট সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ও সুবিধা

বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আপনি কাস্ট সার্টিফিকেট রিপ্রিন্ট করে নিতে পারবেন:

১) প্রথমে আপনাকে https://castcertificatewb.gov.in/jsp/DuplicateApplication.jsp ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর সেখানে সঠিক জায়গায় আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে।

West Bengal Caste Certificate Application Status Check Online
West Bengal Caste Certificate Application Status Check Online

৩) তারপর সঠিক জায়গায় ডেট অফ বার্থ দিতে হবে।

৪) তারপর স্বাভাবিকভাবে সার্চ বাটনে ক্লিক করতে হবে।

আপনার সামনে চলে আসবে আপনার কাস্ট সার্টিফিকেট তারপর আপনি খুব সহজেই এটা রি প্রিন্ট করে নিতে পারবেন। ডাউনলোড এর মাধ্যমে।

Acknowledgment Slip:

১) এক্ষেত্রেও আপনাকে ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেট এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে।

২) এক্ষেত্রে আবেদনকারী আবেদন করার ৬০ দিনের মধ্যে B.D.O./S.D.O. অফিসে মাসের দ্বিতীয় এবং চতুর্থ বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত সময়ের মধ্যে খোজখবর নিতে পারেন।

৩) কম্পিউটার অথবা মোবাইল অনলাইনে একনলেজমেন্ট ডাউনলোড করার জন্য

প্রথমত আপনাকে https://castcertificatewb.gov.in/jsp/DuplicateApplication.jsp এই ওয়েবসাইটে যেতে হবে।

West Bengal Caste Certificate Reprint Application
West Bengal Caste Certificate Acknowledgment Slip

এখানেও আবেদনকারীর অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, সঠিক জায়গায় বসিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনেই হাজির হয়ে যাবে কাস্ট এপ্লিকেশন / একনলেজমেন্ট স্লিপ। খুব সহজ পদ্ধতিতে ডাউনলোড করার পর এটি  প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন।

View certificate Details:

১) ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে View Status of application এই অপশনে ক্লিক করতে হবে।

২) তারপর সেখানে অ্যাপলিকেশন নাম্বার দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করুন।

West Bengal Caste Certificate Details Online
West Bengal Caste Certificate Details Online

৩) এবার আপনি চেক করতে পারবেন অথবা দেখতে পারবেন আপনার ওয়েস্টবেঙ্গল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন টি।

৪) যদি আপনি SC/ST/OBC সার্টিফিকেট অনলাইনে চেক করতে না পারেন তাহলে আপনার নিকটবর্তী বিডিও অথবা এসডিও তে যোগাযোগ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top