কাস্ট সার্টিফিকেট 2024: অনলাইন আবেদন ও জরুরি কাগজপত্র

West Bengal Cast Certificate Application Online: কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন কিভাবে করবেন? কি কি কাগজপত্র লাগবে? জানুন কাস্ট সার্টিফিকেট আবেদন সম্পর্কে সবকিছু। যদি আপনি সিডিউল ট্রাইব, সিডিউল কাস্ট, ও ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটি কাস্ট সার্টিফিকেট লাগবে।

যে কোন কাজে আপনি সার্টিফিকেট ব্যবহার করে এর সুবিধা নিতে পারেন তবে আজকাল অনলাইনে সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট এর জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে।

পশ্চিমবঙ্গ সরকার এখন অনলাইনে কাস্ট সার্টিফিকেট এর আবেদন করার জন্য অনেক সহজ পদ্ধতি করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আপনি কিভাবে অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন তার সমস্ত তথ্য দেওয়া রইল।

West Bengal Cast Certificate Application
কাস্ট সার্টিফিকেট: অনলাইন আবেদন ও জরুরি কাগজপত্র

এই সহজ কটি পদক্ষেপ ও তথ্য অবলম্বন করে আপনি খুব সহজেই পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে আপনার কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন।

জাতিগত শংসাপত্র অথবা কাস্ট সার্টিফিকেট (ST/ SC/ OBC Cast Certificate Online Application West Bengal) এর জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে। কাস্ট সার্টিফিকেট এর অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি

স্টুডেন্ট ক্রেডিট কার্ড জরুরি নিয়ম এবং শর্ত ও লাভ

কিভাবে কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করবেন:

তার আগে জানা যাক কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদনের ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস জরুরী:

প্রয়োজনীয় ডকুমেন্টস

১) একটি পাসপোর্ট সাইজের ফটো।

২) কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্টের একটি স্ক্যানড কপি। যেমন আপনার পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট অথবা আপনার মা-বাবার কাস্ট সার্টিফিকেট।

৩) আপনার বয়সের প্রমাণপত্রর  স্ক্যানড কপি।

৪) আপনার আধার কার্ডের একটি স্ক্যানড কপি।

৫) আপনার ঠিকানার পরিচয় পত্রের একটি স্ট্যান্ড কপি।

পশ্চিমবঙ্গে কাস্ট সার্টিফিকেট আবেদনের পদ্ধতি:

আবেদনের প্রথম ধাপ:

#Step 1. পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট এর অফিসয়াল ওয়েবসাইটে যান। https://www.castcertificatewb.gov.in/application-new-certificate

West Bengal Cast Certificate Application
West Bengal Cast Certificate Application

#Step 2. তারপর “অ্যাপ্লিকেশন ফর ST/SC/OBC সার্টিফিকেট” এর উপর ক্লিক করুন।

#Step 3. একটি ফর্ম আপনার সামনে খুলে যাবে।

কাস্ট সার্টিফিকেট আবেদনের স্থিতি চেক করুন অনলাইনে

আবেদনের দ্বিতীয় ধাপ:

#Step 1. ফর্মটি ফিলাপ করুন।

West Bengal Cast Certificate Application Form Online
West Bengal Cast Certificate Application Form Online

#Step 2. তারপর “সেভ এন্ড কন্টিনিউ” অপশনে ক্লিক করুন।

#Step 3. এক্ষেত্রে একটা কথা জরুরি যে, আপনি যদি ওবিসি ফর্ম সিলেক্ট করে থাকেন, তাহলে আরেকটি নতুন ফর্ম আপনার সামনে আসবে। যেখানে আপনার বাবা-মায়ের সার্ভিস বা চাষের জমি, ল্যান্ড হোল্ডিং, ইত্যাদি তথ্য আপনার কাছে চাইবে।

#Step 4. সঠিক ভাবে সেই তথ্যগুলো পূরণ করার করুন।

#Step 5. তারপর ফর্মটি ফিলাপ করা হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন।

আবেদনের তৃতীয় ধাপ:

#Step 1. আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনার ডকুমেন্টগুলি আপলোড করে দিন এবং তার সাথে আপনার একটি ছবিও আপলোড করে দিন।

WB Cast Certificate Application Documents Upload Form Online
West Bengal Cast Certificate Application Documents Upload Form Online

#Step 2. আরো বাকি যা দরকারি ডকুমেন্টস দেওয়ার আছে সেগুলি আপলোড করে দিন।

#Step 3. ওই ডকুমেন্ট গুলি যথাযথ জায়গায় সঠিক ভাবে ভরে দিন।

আবেদনের চতুর্থ ধাপ:

#Step 1. সব তথ্যগুলি সঠিকভাবে ভরা হয়ে গেলে ও সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।

#Step 2. একটি অটো জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে খুলে যাবে।

WB Cast Certificate Application Acknowledgement Slip Download
West Bengal Cast Certificate Application Acknowledgement Slip Download

#Step 3. তারপরেই অ্যাপ্লিকেশন ফর্ম টি ডাউনলোড করে রাখুন যত্ন সহকারে। এই একনলেজমেন্ট ফর্ম টি ভবিষ্যতে আপনার বিভিন্ন কাজে লাগতে পারে।

কাস্ট সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ও সুবিধা

Acknowledgement Slip/ Application Slip ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে পারেন। যেখানে যেখানে Signature করার জায়গা রয়েছে সেখানে সেখানে Signature করে রাখুন।

এরপর আবেদনপত্রের সঙ্গে আপনার ডকুমেন্টস গুলি একসাথে করার পর জমা করতে হবে নিকটবর্তী বি ডি ও অফিসে অথবা অঞ্চল অফিসে।

কাস্ট সার্টিফিকেট আবেদন করার ভিডিও:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কাস্ট সার্টিফিকেট কি পাওয়া যায়?

অবশ্যই পাওয়া যায়, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে SC/ST/OBC ক্যাটাগরির রাজ্য বাসীদের জন্য কাস্ট সার্টিফিকেট ইস্যু করে।

কাস্ট সার্টিফিকেট এর সুবিধা:

কাস্ট সার্টিফিকেট (ST/SC/OBC) থাকার ফলে সরকারি বিভিন্ন রকমের প্রকল্প ও স্কিমের সুযোগ-সুবিধা অনায়াসেই পাওয়া যায়। বলতে গেলে অগ্রাধিকার এক কথায়। তার উপরে ভালোভাবে বেনিফিট পাওয়া যায় সার্টিফিকেট থেকে যেকোনো সংস্থা  অথবা অফিসে, কোন কাজ কর্মের ক্ষেত্রে এই সার্টিফিকেট অনেক কাজে আসে।

সার্টিফিকেট বিভিন্ন রকম প্রকল্পের সরকারি সুযোগ-সুবিধার অনেকটাই পাওয়া যায়। সে ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মানুষদের অনেকটাই সমস্যায় পড়তে হয়। কাস্ট সার্টিফিকেট থাকার ফলে এই সমস্যাগুলি থেকে ভালোভাবে রেহাই পাওয়া যায়।

পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে যেকোনো জায়গায় বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগতে পারে। যেমন কোন সংস্থায় কোন অফিসে বা কোন কর্মক্ষেত্র আবেদন করার জন্য বিভিন্ন স্কিম যেমন জয়বাংলা পেনশন স্কিম বা স্কুল কলেজে ভর্তির জন্য অনেকটাই ছাড় পাওয়া যায়।

সে ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট থাকাটা খুবই জরুরী, এই সব সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তাই এখন অনলাইনের মাধ্যমে সহজ পদ্ধতিতে আবেদন করা যায়, সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করতে ভুলবেন না যেন।

West Bengal Cast Certificate Application Online at castcertificatewb.gov.in, ST/ SC/ OBC Cast Certificate Online Application West Bengal.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top