Student Credit Card Scheme 2024: New Update and Rules

ADVERTISEMENT

West Bengal Student Credit Card Scheme 2024 (পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনা 2024): স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার নিয়ম এবং শর্ত ও লাভ কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড আসলে কি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর লাভ ও সুবিধা কি? জানুন সবকিছু এখানে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2024 (Student Credit Card Scheme 2024) সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। আপনারা সবাই জানেন যে, জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই নতুন প্রকল্প টি চালু করেছেন, যার নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2024। জুন মাসের শেষের দিক থেকেই এই কার্ড এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু তথ্য এবং এর উপকারিতা-

Scheme NameStudent Credit Card Scheme 2024, West Bengal
Announced byCM Mamata Banerjee
DepartmentHigher Education Department of West Bengal
BeneficiaryStudents of West Bengal
ObjectiveTo provide Collateral security-free loans up to ₹10 Lakhs to Students of West Bengal.
Official websitehttps://wbscc.wb.gov.in/

স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনা আসলে কি?

স্টুডেন্ট দের সুবিধার কথা চিন্তা করেই পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন যে, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card Scheme) একটি ঐতিহাসিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দশম শ্রেণীর উপরে যেকোনো স্টুডেন্টরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, তাও আবার খুবই কম সুদে।

Student Credit Card Scheme 2024: New Update and Rules
Student Credit Card Scheme 2024: New Update and Rules

এই লোনের মাধ্যমে তারা তাদের উচ্চশিক্ষা, দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণি, গ্রাজুয়েশন কমপ্লিট এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এই 10 লক্ষ টাকা তাদের অনেক কাজে আসবে।

বাড়িতে বসেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পদ্ধতি

তার সাথে সাথে প্রফেশনাল ডিগ্রী অথবা অন্যান্য ডিগ্রির জন্য তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এই লোনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সাহায্যে কোনো রকম কোনো কিছু বন্ধক না রেখেই স্টুডেন্টরা খুব কম হারে সুদ দিয়ে এই লোন নিতে পারবেন।

কত টাকা লোন পাওয়া যাবে?

ঠিক কত টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে, এবং এই লোন কে দেবে অথবা কিভাবে পাওয়া যাবে?

এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দশম শ্রেণীর উপরে যে কোন স্টুডেন্ট 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে এই প্রকল্পের মাধ্যমে।

West Bengal Student Credit Card
West Bengal Student Credit Card

আবার এই লোন একবারেও নেওয়া যেতে পারে আবার ভাগ ভাগ হিসেবে, অল্প অল্প করেও নেয়া যেতে পারে। লোন নেওয়ার জন্য কোন কিছু বন্ধক রাখতে হবে না। তবে জানা গিয়েছে যে এই লোন দেওয়া হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সমবায় ব্যাংক থেকে।

দুয়ারে রেশন প্রকল্পঃ কারা এবং কিভাবে পাবে এর লাভ?

কত পার্সেন্ট সুদে এই লোন দেয়া হবে?

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে 4% সুদে লোন নেওয়া যাবে। যা কিনা বাকি এডুকেশন লোন এর তুলনায় অনেকটাই কম।

লোনের টাকা ফেরত দেওয়ার বয়স ও সময়সীমা

এই প্রকল্পে জানানো হয়েছে যে একটি স্টুডেন্ট ১৫ বছর পর্যন্ত সময় নিতে পারবেন এই লোন সুদ সমেত ফেরত দেওয়ার জন্য।

এই লোন ফেরত দেওয়ার সময় শুরু হবে সেই স্টুডেন্টের চাকরি পাওয়ার পর থেকে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার লাভ ও সুবিধা

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর লাভ গুলি অথবা কি কি সুবিধা পেতে পারেন জেনে নেওয়া যাক-

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি-

১) সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি, পোস্ট ডক্টরেট, সমস্ত রকম ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করতে পারবেন।

২) কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং সেন্টারে এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ভর্তি হতে পারবেন।

৩) শুধুমাত্র ভারতেই নয়, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশের যেকোন ইউনিভারসিটিতে আপনি ভর্তি হতে পারবেন।

৪) এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে আপনি টিউশন ফি, কোর্স ফি, পরীক্ষার ফি, ইত্যাদি জমা করতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে।

৫) সম্পূর্ণ লোনের ৩০% পর্যন্ত আপনি “নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস” যেমন ধরুন, বই কেনা, কম্পিউটার কেনা, বা পড়াশোনার অন্যান্য খরচ এ ব্যবহার করতে পারবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিধি নিষেধ

তবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিছু বিধি নিষেধ আছে সেগুলি সম্পর্কে জানা যাক-

১) স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যবহার করা যাবে।

২) অন্যান্য কোন কাজে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।

৩) শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দারাই এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

৪) দশম শ্রেণীর নিচে যারা পড়াশোনা করেন সেসব স্টুডেন্টরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন না।

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card Scheme 2024) এর জন্য অনেক মেধাবী গরীব পড়ুয়ারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। টাকার অভাবে অনেক প্রতিভা নষ্ট হয়ে যায় ঠিকই তবে এই প্রকল্প অনেক প্রতিভাকে প্রস্ফুটিত হতে সাহায্য করবে এমনটাই আশা রাখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top