Jai Bangla Pension Scheme 2024: পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে নানা প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পের বিভিন্নভাবে সমাজের দরিদ্র মানুষকে সহায়তা করে থাকে। এই অনেকগুলি প্রকল্পের মাঝে সম্প্রতি চালু হওয়া Jai Bangla Pension Scheme অন্যতম।
আমরা অনেকেই জয় বাংলা পেনশন স্কিমের কথা শুনেছি। আজ আমরা আপনাদের সাথে Jai Bangla Pension Scheme নিয়ে আলোচনা করবো।
আমরা জানার চেষ্টা করবো এই Jai Bangla Scheme কি? কিভাবে এই Jai Bangla Schemeএর জন্য আবেদন করতে হয়। আসুন দেখে নি Jai Bangla Scheme-এর বিস্তারিত।
প্রধানমন্ত্রী স্বদেশ স্কিল কার্ড: রেজিস্ট্রেশান পদ্ধতি (নতুন যোজনা)
Jai Bengal Pension Scheme 2024 কি?
West Bengal Jai Bangla Scheme পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া কিছু নির্দিষ্ট কাস্ট ও নির্দিষ্ট উপজাতী নাগরিকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রবর্তিত এই প্রকল্পে ২ টি বিভাগে আর্থিক সহায়তা দেয়া হয়। এই ২ টি বিভাগ হলো,
১) Taposali Bandhu Pension Scheme
২) Jai Johar Pension Scheme।
এই দুটি প্রকল্পের Taposali Bandhu Pension Scheme দেয়া হয় কিছু নির্দিষ্ট কাস্টের নাগরিকদের জন্য এবং Jai Johar Pension Scheme দেয়া হয় কিছু নির্দিষ্ট উপজাতী সম্প্রদায়ের নাগরিকদের জন্য।
এখন এই পেনশনের পরিমাণ Taposali Bandhu Pension Scheme এর জন্য ৬০০ টাকা এবং Jai Johar Pension Scheme এর জন্য ১০০০ টাকা। এই পেনশন স্কিম ১লা এপ্রিল ২০২০ থেকে চালু হয়েছে।
Jai Bengal Scheme-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
বিষয় | বিবরণ |
---|---|
প্রকল্পের নাম | Jai Bengal Pension Scheme 2024, West Bengal |
প্রকল্প পরিচালনাকারী | West Bengal Government |
উপযুক্ত ব্যক্তিসমুহ | কিছু নির্দিষ্ট কাস্ট ও নির্দিষ্ট উপজাতী |
অঞ্চল | পশ্চিমবঙ্গ |
চালু হবার তারিখ | ১লা এপ্রিল ২০২০ |
পরিচালিত শ্রেনী | Taposali Bandhu for Schedule Caste Jai Johar for Schedule Tribes |
পরিবারের বার্ষিক আয় | উল্যেখ করা নাই। |
আবেদন প্রক্রিয়া | অফলাইন ও অনলাইন |
সুবিধা | Taposali Bandhu for Schedule Caste এর জন্য ৬০০ টাকা এবং Jai Johar for Schedule Tribes এর জন্য ১০০০ টাকা। |
অফিসিয়াল ওয়েবসাইট | https://jaibangla.wb.gov.in/ |
Jai Bangla Scheme যাদের জন্য প্রযোজ্যঃ
পশ্চিমবঙ্গ সরকার তাদের বিভিন্ন শ্রেনীর দরিদ্র জনগনকে আর্থিক সহায়তা দিতে সহযোগীতা প্রকল্প খুলে থাকে। পশ্চিমবঙ্গ সরকার এই Jai Bangla Scheme এর জন্য আলাদা কিছু যোগ্যতা নির্ধারন করে রেখেছে। আসুন জেনে নি কি কি যোগ্যতা থাকলে Jai Bangla Pension Scheme-এর জন্য আবেদন করা যায়।
১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের কোন বাসিন্দা এই Jai Bangla Scheme-এর জন্য বিবেচিত হবে না।
২) আবেদনকারীদের মাঝে শুধুমাত্র BPL শ্রেনীর লোকজন এই Jai Bangla Scheme-এর জন্য বিবেচিত হবে।
৩) এই Taposali Bandhu Pension Scheme ও Jai Johar Pension Scheme-এর জন্য শুধুমাত্র Schedule Cast ও Schedule Tribble এর জনগনই আবেদন করতে পারবে।
৪) রাজ্য সরকারের স্বিদ্ধান্ত অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সের নাগরিকরা এই পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবে।
৫) এই Jai Bangla Scheme-এর জন্য আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকারের আওতায় অন্যকোন পেনশন প্রাপ্ত হবে না।
Jai Bangla Scheme-এর আবেদনের জন্য কাগজপত্র
আসুন দেখে নি Jai Bangla Pension Scheme-এর জন্য আবেদন করতে কি কি কাগজপত্র জমা দিতে হয়।
১) আধার কার্ডের কপি
২) ভোটার কার্ডের কপি
৩) পাসপোর্ট
৪) কাস্ট সার্টিফিকেট
৫) রেশন কার্ড কপি
৬) ভোটার আইডি
৭) কর্তৃপক্ষের ইস্যু করা ডিজিটাল কার্ড
৮) আয়ের প্রমাণপত্র
৯) ব্যাংকের কাগজপত্র
১০) ঠিকানা প্রমানের জন্য কাগজপত্র
Jai Bangla Pension Scheme-এ আবেদন
আসুন জেনে নি কিভাবে এই Jai Bangla Pension Scheme-এর জন্য অনলাইনে আবেদন করতে হয়।
১) আবেদনকারীকে শুরুতেই এই প্রকল্পের অফিসিয়াল পোর্টাল wb.gov.in অথবা jaibangla.wb.gov.in এ প্রবেশ করে লগইন করতে হবে।
২) পোর্টালে গিয়ে Jai Bangla Scheme রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
৩) আবেদনপত্র সামনে আসবে।
৪) আবেদনপত্রে বলা সবকিছু সঠিকভাবে পূরন করে সকল দরকারী কাগজপত্র আপলোড করতে হবে।
৫) সবকিছু সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৬) ভবিষ্যতের জন্য PDF ফাইলটি সংরক্ষন করে রাখতে পারেন।
Jai Bangla Scheme-এর অফলাইনে আবেদন
১) Jai Bangla Pension Scheme-এর অফিসিয়াল সাইট wb.gov.in অথবা jaibangla.wb.gov.in-এ প্রবেশ করুন।
২) এখান থেকে Jai Bangla Scheme-এর আবেদনপত্র ডাউনলোড করুন।
৩) আবেদনপত্র আনু্যায়ী সকল তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরন করুন।
৪) আবেদনপত্রের সাথে অন্যান্য দরকারী কাগজপত্র দিয়ে আবেদনপত্রটি Block Development Officer –এর নিকট জমা দিন।
আজ আমরা এই Jai Bangla Scheme নিয়ে জানতে পারলাম, ভবিষ্যতেও আমরা এই স্কিমের খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। পশ্চিমবঙ্গের নানা প্রকার আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে জানতে আমাদের সাইটের অন্য লেখাগুলি দেখুন।