WB Free Tablet Scheme 2024: Apply, Eligibility and Documents

WB Free Tablet Scheme Apply Online, Eligibility, Registration news, and latest updates. Get West Bengal Free Tablet Scheme details here.

গত ৩ ডিসেম্বর ২০২০, পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্যাব দেয়ার কথা ঘোষণা করা হয়। ছাত্রছাত্রীদের জন্য এই ট্যাব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ হতে বিতরণ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেন যে, প্রায় ৯.৫ লক্ষ সরকারী বা সরকারী সহায়তা প্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই বিনামূল্যে ট্যাপ সরবরাহের আওতায় আসবে।

এই প্রকল্পের আওতায় আসা ছাত্রছাত্রীরা প্রত্যেকে একটি করে ট্যাব সরকারের পক্ষ্য হতে উপহার হিসেবে পাবে। আজকের লেখায় আমরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব বিতরন প্রকল্প নিয়ে আলোচনা করবো।

West Bengal Free Tablet Scheme Application & Eligibility
West Bengal Free Tablet Scheme Application & Eligibility

আজ আমরা আপনাদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে ট্যাব বিতরণ কর্মসূচি নিয়ে আলোচনা করবো। এতে করে আপনারা সহজেই এই ট্যাব বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

আসুন জেনে নিই পশ্চিমবঙ্গ সরকারের ট্যাব বিতরণ কর্মসূচি নিয়ে বিস্তারিত।

WB Free Tablet Scheme বিতরণ নিয়ে কিছু তথ্য

প্রকল্পের নামWest Bengal Free Tablet Scheme, পশ্চিমবঙ্গ বিনামূল্যে ট্যাব বিতরণ কর্মসূচি।
ঘোষণা করেনমমতা ব্যনার্জি
সুবিধাভোগী১২ ক্লাসে অধ্যয়নরত সরকারী বা সরকারী সহায়তা প্রাপ্ত ছাত্রছাত্রীরা
সুবিধাবিনামূল্যে ৯.৫ লক্ষ ট্যাব বিতরন
প্রকল্প পরিচালনায়পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
রাজ্যপশ্চিমবঙ্গ

বিনামূল্যে ট্যাব পেতে কি কি যোগ্যতা দরকার ?

আসুন দেখে নিই বিনামূল্যে ট্যাব পেতে কি কি যোগ্যতা দরকার হবে।

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীকে অবশ্যই সরকারী অথবা সরকারী সাহায্য প্রাপ্ত স্কুল বা মাদ্রাসার অধ্যয়নরত হতে হবে।

৩) আবেদনকারীকে অবশ্যই ১২ শ্রেনীতে অধ্যয়নরত হতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার অধিক নয়।

৫) আবেদনকারীকে পূর্বের পরীক্ষায় সফলভাবে পাশ করতে হবে।

ট্যাবের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র দরকার হবে?

Free Tablet পেতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে।

১) আধার কার্ড

২) স্কুল আইডি কার্ড।

৩) রেসিডেন্স সার্টিফিকেট।

৪) মোবাইল নাম্বার।

৫) সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।

এই প্রকল্পের জন্য বাজেট কত টাকা ধরা হয়েছে?

এই প্রকল্পের জন্য সম্পুর্ণ অর্থায়ন করবে পশ্চিমবঙ্গ সরকার। সর্বমোট সাড়ে নয় লক্ষ ছাত্রছাত্রীকে ১ টি করে ট্যাব দেয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের জন্য বাজেট ধরা হয়েছে ২২০০ কোটি টাকা

আজ আমরা এই লেখার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে ট্যাব বিতরণ প্রকল্প নিয়ে বিস্তারিত জানতে পারলাম। এর ফলে আপনারা এই ট্যাব বিতরন সংক্রান্ত সকল তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে সরকারের নানা উদ্যোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পClick Here
কেন্দ্র সরকারের সমস্ত যোজনাClick Here
বাংলাভুমি হোমClick Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top