Indira Gandhi Awaas Yojana List 2024 (IAY List 2024-25)

ADVERTISEMENT

2024 ইন্দিরা গান্ধী আবাস যোজনা ঘরের লিস্ট | 2024 Indira Gandhi Awaas Yojana List (IAY List 2024-2025) দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের নিজস্ব বাড়ির জন্য ইন্দিরা গান্ধী আবাস যোজনা অর্থাৎ IAY মানুষদের জন্য শুরু করা হয়েছিল।

যে সকল মানুষ অত্যন্ত দরিদ্র এবং যাদের থাকার জন্য কোন প্রকারের ঘরবাড়ি নেই তাদের নিজস্ব বাড়ি তৈরীর সহযোগিতার জন্য এটি একটি অন্যতম একটি প্রকল্প। ভারতীয় সরকার ইতিমধ্যে বহুল প্রতীক্ষিত ইন্দিরা গান্ধী আবাস যোজনা প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

Indira Gandhi Awaas Yojana List (IAY List)
Indira Gandhi Awaas Yojana List 2024 (IAY List 2024-25)

এটি ভারতের Ministry of Rural Department এর পরিচালনায় প্রকাশিত হয়েছে। আজ আমরা আপনাদেরকে ইন্দিরা গান্ধী আবাস যোজনার যেই নতুন লিস্ট বের হয়েছে সেই সম্পর্কে জানাতে চলেছি আর এটাও জানাতে চলেছি যে কিভাবে আপনারা এই লিস্ট দেখতে পারবেন।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট (নতুন) ও আবেদন ফর্ম Pdf

এই ইন্দিরা গান্ধী আবাস যোজনার মাধ্যমে ভারতের সুবিধাবঞ্চিত নিম্নবর্ণের মানুষ ও দরিদ্রসীমার নিচে বসবাসকারী জনগনকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে।

আসুন একনজর দেখে নিই ইন্দিরা গান্ধী আবাস যোজনার কিছু বিষয়

প্রকল্পের নামইন্দিরা গান্ধী আবাস যোজনা 2024-2025
DepartmentDistrict Rural Development Authority
ঘোষনাকারীকেন্দ্রীয় সরকার
সুবিধাভোগীদারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগন
মূল সুবিধাবাড়ি নির্মাণ
প্রকল্পের উদ্দেশ্যদরিদ্র জনগনকে বাড়ি নির্মাণে সহায়তা করা।
রাজ্যসমুহভারতের সকল রাজ্য
অফিসিয়াল সাইটpmayg.nic.in

ইন্দিরা গান্ধী আবাস যোজনার সুবিধা কি?

এই প্রকল্পের মাধ্যমে ভারতের দরিদ্র জনগনকে বাড়ি নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ দেয়া হবে। এই বরাদ্ধ ক্ষেত্র বিশেষে আলাদা। নিচে আলাদা আলাদা অবস্থানের জন্য আলাদা সুবিধার কথা জানানো হচ্ছে।

১) সমতল ভূমির জন্য ১,২০,০০০ টাকা

২) পাহাড়ী এলাকার জন্য ১,৩০,০০০ টাকা।

৩) সুবিধাভোগী প্রায় ৭০,০০০ টাকার আর্থিক ঋন ও নিতে পারবেন।

ইন্দিরা আবাস যোজনার প্রয়োজনীয় কাগজপত্র

যোগ্য হওয়ার পাশাপাশি ইন্দিরা আবাস যোজনার সুবিধা পেতে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:

  • আয়ের শংসাপত্র
  • জাত শংসাপত্র
  • আধার কার্ডের কপি
  • ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • প্যান কার্ড
  • বিপিএল (দারিদ্র সীমার নিচে) সার্টিফিকেট

কিভাবে ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2024-25 এর তালিকা দেখতে পাবো?

আসুন দেখে নিই কি কি প্রক্রিয়ায় ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2024-25 এর তালিকা পাওয়া যাবে।

ধাপ ১- ইন্দিরা গান্ধী আবাস যোজনা 2024-25 এর অফিসিয়াল ওয়েবসাইট  pmayg.nic.in.  এ প্রবেশ করুন।

সরাসরি ওয়েবসাইটঃ http://pmayg.nic.in

ধাপ ২- মেনুবারের Stockholders ড্রপডাউনে ক্লিক করুন।

Indira Gandhi Awaas Yojana List (IAY List for West Bengal)
Indira Gandhi Awaas Yojana List 2024 (IAY List 2024 for West Bengal)

ধাপ ৩- IAY LIst / PMAYG Beneficiary এ ক্লিক করুন।

ধাপ ৪-  নতুন পেজ এলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করুন।

Indira Gandhi Awaas Yojana List (IAY List for West Bengal)
Indira Gandhi Awaas Yojana List 2024 (IAY List 2024 for West Bengal)

ধাপ ৫- আপনার রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে আপনি Advance Search Option এ ক্লিক করে বিস্তারিত তথ্য দিয়ে আপনার নাম  আছে কিনা চেক করে দেখতে পারেন।

এভাবেই আপনি খুব সহজেই ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2024-25 এর সুবিধা প্রাপ্তদের তালিকা পেতে পারেন।

Indira Awas Yojana List 2024 Video:

আপনি দরকার হলে এই লিস্টটা প্রিন্ট আউট করে রাখতে পারেন নিজের কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখতে পারেন।

আজ আমরা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2024-25 কিভাবে দেখতে পাওয়া যায় তার তথ্য জানতে পারলাম। এর ফলে আপনারা ইন্দিরা গান্ধী আবাস যোজনা তালিকা 2024-25 সংক্রান্ত তথ্য সহজেই বুঝতে পারবেন, আমাদের সাইটের পরবর্তী লেখায় আপনাদের জন্য এই বিষয়ের উপর আরো বিস্তারিত লেখা থাকবে।

তাই আমাদের বাংলাভূমি সাইটে নিয়মিত চোখ রাখুন। এই লেখাটি অনেকের কাজে লাগতে পারে তাই লেখাটি যতটুকু সম্ভব শেয়ার করুন, যাতে করে অনেকে এই লেখা থেকে শিক্ষা নিয়ে ভারত সরকারের বিভিন্ন যোজনা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

11 thoughts on “Indira Gandhi Awaas Yojana List 2024 (IAY List 2024-25)”

  1. Ami Kanika Hansda village-Pathardahara p.o- Chandabila PS-Nayagram Dist-Jhargram pin-721125 Ami Bidhoba oo Doridro Family Te Belong Kori, 1 chele o 1meye Amar songsar, 1kti chotto Barite Bas kori, Tai Amader Ekta Bari chai.amar aai tuku request jodi accept koren, tahole aami Dhonno hobo?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top